এইচ.এস.সি জীববিজ্ঞান ১ম পত্র সাজেশন জ্ঞানমূলক || HSC Biology 1st Paper Cognitive Suggestion
প্রথম অধ্যায়ঃ কোষ ও এর গঠন
১. আদিকোষ কী?
উত্তর: আদি প্রকৃতির অর্থাৎ, সুগঠিত নয় এমন নিউক্লিয়াসযুক্ত কোষই হলো আদিকোষ।
২ . কোষ কী?
উত্তর: জীবদেহের গঠনগত ও কার্যগত এককই হলো কোষ।
৩. কোষঝিল্পি কী?
উত্তর: প্রোটোপ্লাস্টের চতুর্দিকে স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য, জীবন্ত এবং লিপোপ্রোটিন দ্বারা আবৃত আবরণই হলো কোষঝিল্লি।
৪ . সাইটোপ্লাজম কী?
উত্তর: নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লোজমীয় অংশই হলো সাইটোপ্লাজম।
৫. হায়ালোপ্লাজম কী?
উত্তর: সাইটোপ্লাজমের অঙ্গাণুসমূহ ছাড়া সেখানকার অর্ধতরল, অর্ধস্বচ্ছ, দানাদার ও সমধর্মী কলয়ডীয় পদার্থই হলো সাইটোপ্লাজমিক মাতৃকা বা হায়ালোপ্লাজম।
৬. এক্টোপ্লাজম কী?
উত্তর : কোষপর্দা সংলগ্ন অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিঃস্থ অঞ্চলই হলো এক্টোপ্লাজম।
৭. পলিরাইবোসোম কাকে বলে?
উত্তর: অনেকগুলো রাইবোসোম একটি mRNA সূত্র দিয়ে সংযুক্ত থাকলে তাদেরকে পলিরাইবোসোম বলে।
৮. কোষের প্রোটিন ফ্যাক্টরি কী?
উত্তর: কোষীয় অঙ্গাণু রাইবোসোমই হলো কোষের প্রোটিন ফ্যাক্টরি।
৯. কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে?
উত্তর: গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়।
১০. অটোফ্যাগী কী?
উত্তর: খাদ্যভাব দেখা দিলে বা কোষ মৃত্যুমুখে পতিত হলে লাইসোসোম বিদীর্ণ হয়ে কোষস্থ উপাদান ও অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়াই হলো অটোফ্যাগী।
১১. ভেসিকল কী?
উত্তর: গলজি বডির সিস্টারনির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলের মতো বস্তুগুলোই হলো ভেসিকল।
১২. মাইটোকন্ড্রিয়ন কী?
উত্তর: সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে ক্ষুদ্র দণ্ডাকার বা গোলাকার যেসব অঙ্গাণু শ্বসন প্রক্রিয়ায় শর্করা ভেঙে শক্তি উৎপন্ন করে তাই হলো মাইটোকন্ড্রিয়ন।
১৩. ক্রিস্টি কী?
উত্তর: মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দা কিছু দূর পরপর আঙ্গুলের মতো ভাঁজ হয়ে উপবৃদ্ধির মতো যে গঠন তৈরি করে তাই হলো ক্রিস্টি।
১৪. অক্সিসোম কী?
উত্তর: অক্সিসোম হলো মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণীর ক্রিস্টির ভাঁজে ভাঁজে অবস্থিত গোলাকার ক্ষুদ্র বস্তু যা ATP সিনথেসিসে অংশগ্রহণ করে।
১৫. প্লাস্টিড কী?
উত্তর: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি অথবা তারকাকৃতি সজীব বর্ণাধার বস্তুগুলোই হলো প্লাস্টিড।
১৬. ক্লোরোপ্লাস্ট কী?
উত্তর: সবুজ বর্ণযুক্ত প্লাস্টিডই হলো ক্লোরোপ্লাস্ট।
১৭. নিউক্লিয়াস কী?
উত্তর: প্রকৃতকোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই নিউক্লিয়াস।
১৮. ইউক্রোমাটিন কী?
উত্তর: ক্ষারীয় রঞ্জক দিয়ে রঞ্জিত করলে ক্রোমোসোমের যে অংশ হালকা বর্ণ ধারণ করে তাই হলো ইউক্রোমাটিন।
১৯. DNA কী?
উত্তর: সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক নিউক্লিক অ্যাসিডই হলো DNA।
২০. নিউক্লিওসাইড কী?
উত্তর: এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক ও এক অণু পেন্টোজ শ্যুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগই হলো নিউক্লিওসাইড।
২১. পিউরিন কী?
উত্তর: পিউরিন হলো নিউক্লিক অ্যাসিড গঠনকারী নাইট্রোজেন গঠিত ক্ষারক।
২২. রেপ্লিকেশন কী?
উত্তর: DNA অণু থেকে অবিকল কার্বন কপি বা প্রতিলিপি গঠনের পদ্ধতিই হলো রেপ্লিকেশন।
২৩. সেন্ট্রাল ডগমা কী?
উত্তর: DNA থেকে RNA এবং RNA থেকে প্রোটিন সংশ্লেষণের একমুখী প্রক্রিয়াই হলো সেন্ট্রাল ডগমা।
২৪. জিন স্পাইসিং কী?
উত্তর: ট্রান্সক্রিপশনের সময় ইনট্রোনকে এনজাইমের সাহায্যে কেটে অপসারণ করে তার পার্শ্ববর্তী এক্সোনগুলোকে পুনরায় জোড়া দিয়ে সংযুক্ত করার ঘটনাই হলো জিন স্পাইসিং।
২৫. জিন কী?
উত্তর: জিন হলো ক্রোমোসোমের লোকাসে অবস্থিত DNA অণুর সুনির্দিষ্ট অংশ যা জীবের একটি নির্দিষ্ট কার্যকরী সংকেত আবদ্ধ করে রাখে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে কোষের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।
২৬. জেনেটিক কোড কী?
উত্তর: নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেসের যে গ্রুপ কোন অ্যামিনো অ্যাসিডের সংকেত গঠন করে, তাই হলো বংশগতীয় সংকেত বা জেনেটিক কোড।
দ্বিতীয় অধ্যায়ঃ কোষ বিভাজন
১. কোষ বিভাজন কী?
উত্তর: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোসোম এবং মাকুতত্ত্ব গঠন ব্যতিরেকে কোষের নিউক্লিওবস্তু এবং সাইটোপ্লাজম সরাসরি দু'টি অংশে বিভক্ত হয়, তাই হলো কোষ বিভাজন।
২. অপত্য কোষ কী?
উত্তর: কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে সৃষ্ট কোষই হলো অপত্য কোষ।
৩. অ্যামাইটোসিস কী?
উত্তর: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাই হলো অ্যামাইটোসিস।
৪. মাইটোসিস কী?
উত্তর: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয়ে সমআকৃতি ও সমগুণসম্পন্ন দুটি নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই হলো মাইটোসিস।
উত্তর: যে কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়, তাই সমীকরণিক বিভাজন।
৬. কোষচক্র কী?
উত্তর: কোষ বিভাজনের ক্ষেত্রে প্রস্তুতিমূলক পর্যায় ও বিভাজন পর্যায়কে একত্রে বলা হয় কোষচক্র।
উত্তর: কোষ বিভাজনের ক্ষেত্রে প্রস্তুতিমূলক পর্যায় ও বিভাজন পর্যায়কে একত্রে বলা হয় কোষচক্র।
৭. ইন্টারফেজ কী?
উত্তর: একটি কোষ পরপর দু'বার বিভক্ত হওয়ার মধ্যবর্তী সময় বা পর্যায়ই হলো ইন্টারফেজ।
উত্তর: একটি কোষ পরপর দু'বার বিভক্ত হওয়ার মধ্যবর্তী সময় বা পর্যায়ই হলো ইন্টারফেজ।
৮. মেটাকাইনেসিস কী?
উত্তর: মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াই হলো মেটাকাইনেসিস।
উত্তর: মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াই হলো মেটাকাইনেসিস।
৯. ট্রাকশন ফাইবার কী?
উত্তর: স্পিন্ডল যন্ত্রের দুই বিপরীত মেরু থেকে আগত যে সকল তন্তুর সাথে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, তাই হলো ট্রাকশন ফাইবার।
উত্তর: স্পিন্ডল যন্ত্রের দুই বিপরীত মেরু থেকে আগত যে সকল তন্তুর সাথে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, তাই হলো ট্রাকশন ফাইবার।
১০. মায়োসিস কী?
উত্তর: যে ধারাবাহিক পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয় তাই হলো মায়োসিস।
উত্তর: যে ধারাবাহিক পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয় তাই হলো মায়োসিস।
১১. টেট্রাড কী?
উত্তর: টেট্রাড হলো প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোসোমের চারটি ক্রোমাটিড।
উত্তর: টেট্রাড হলো প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোসোমের চারটি ক্রোমাটিড।
১২. কায়াজমাটা কী?
উত্তর: মায়োসিস কোষ বিভাজনের সময় নন - সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কালে X আকৃতির যে গঠন তৈরি হয় তাই কায়াজমাটা।
উত্তর: মায়োসিস কোষ বিভাজনের সময় নন - সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কালে X আকৃতির যে গঠন তৈরি হয় তাই কায়াজমাটা।
১৩. সিন্যাপসিস কী?
উত্তর: দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াই হলো সিন্যাপসিস।
উত্তর: দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াই হলো সিন্যাপসিস।
সাজেশনের কাজ চলমান, সাথেই থাকুন......