এইচ.এস.সি অর্থনীতি ১ম পত্র ১০০% কমন সাজেশন || Economics 1st Paper Suggestion
প্রথম অধ্যায়:
মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
সৃজনশীল প্রশ্ন:
১. X দ্রব্য (একক) Y দ্রব্য (একক)
০ ৮০
২০ ৭০
৭০ ২০
৮০ ০
ক. ব্যষ্টিক অর্থনীতি কী?
খ. নির্বাচন সমস্যার উদ্ভব হয় কেন?
গ. উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
ঘ. ২০ একক 'X' দ্রব্যের সাথে ৫০ একক 'Y' দ্রব্য উৎপাদনের যৌক্তিকতা- বিশ্লেষণ করো।
২. ‘A’, "B" ও "C" তিনটি দেশ। 'A' দেশে সকল কিছু ব্যক্তিমালিকানায় উৎপাদন ও বিক্রি করা হয় ফলে দ্রব্যাদির দাম বেশি। এই দেশে ক্রমশই ধনী মানুষের সংখ্যা বাড়ছে। "C" দেশটি আবার একেবারেই বিপরীত। অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত কিছুই সরকারের নিয়ন্ত্রণে উৎপাদন ও বিক্রি হয়। ফলে দেখা যায় একটি সূঁচ কিনতে গেলেও লাইন ধরে কিনতে হয়। তবে "B" দেশে সরকারি ও ব্যক্তিগত উভয় খাতে দ্রব্যসামগ্রী উৎপাদিত ও বিক্রি হয়। এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীরা কোনো দ্রব্যের দাম বাড়ালে ভোক্তারা দ্রব্যটি সরকারি খাত থেকে কেনে।
ক. অভাব কী?
খ. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কী কী? ব্যাখ্যা করো।
ঘ. 'দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম'— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৩. জনাব শফিক 'X' দেশে বেড়াতে গিয়ে দেখলেন দেশটিতে সব অর্থনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। কিন্তু তার নিজের দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়।
ক. নির্বাচন কী?
খ. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো।
গ. জনাব শফিকের ভ্রমণকৃত দেশের অর্থব্যবস্থার ধরন ব্যাখ্যা করো।
ঘ. জনাব শফিকের দেশে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা বিদ্যমান — বিশ্লেষণ করো।
৪. জনাব করিম ও জনাব রফিক যথাক্রমে A ও B দেশের বাসিন্দা। A দেশে উৎপাদন ব্যবস্থায় সরকারি ও বেসরকারি মালিকানা বিদ্যমান এবং ভোগের ক্ষেত্রে ভোক্তা স্বাধীন। অন্যদিকে, B দেশে সব অর্থনৈতিক কার্যাবলি রাষ্ট্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা নেই।
ক. সুযোগ ব্যয় বলতে কী বোঝ?
খ. অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় কেন?
গ. উদ্দীপকে করিমের দেশের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপক হতে জনাব করিম ও জনাব রফিকের দেশের অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্ন:
১. দাম প্রক্রিয়া কী?
২. মৌলিক অর্থনৈতিক সমস্যা কী?
৩. উৎপাদন সম্ভাবনা রেখা কী?
৪. অর্থনীতিতে নির্বাচন কী?
৫. PPC-এর পূর্ণরূপ কী?
৬. অর্থনৈতিক ব্যবস্থা কী?
৭. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?
৮. নির্দেশমূলক অর্থব্যবস্থা কী?
৯. ব্যষ্টিক অর্থনীতি কী?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. 'সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল ভিত্তি'- ব্যাখ্যা করো। দেখো।
২. অভাব অসীম ব্যাখ্যা করো?
৩. অর্থনীতিতে নির্বাচন সমস্যা কেন দেখা দেয়?
৪. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?
৫. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য সৃষ্টি হয় কেন?
৬. ‘ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়'- ব্যাখ্যা করো।
৭. নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিযোগিতা থাকে না কেন?
৮. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয় বরং পরিপূরক- ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন:
১. কোনো দ্রব্যের দাম ২৫ টাকা হলে যোগানের পরিমাণ ২০,০০০ একক। দাম বেড়ে ৩০ টাকা হওয়ায় যোগানের পরিমাণ বেড়ে ২৪,০০০ একক হয়।
ক. চাহিদার আয় স্থিতিস্থাপকতা কী?
খ. সময় কিভাবে কোনো দ্রব্যের যোগানকে প্রভাবিত করে?
গ. উদ্দীপক থেকে সংশ্লিষ্ট দ্রব্যটির যোগান সমীকরণ নির্ণয় করো।
ঘ. দ্রব্যটির যোগান স্থিতিস্থাপকতার মান নির্ণয় কর এবং ফলাফলের উপর মন্তব্য করো।
২. দেওয়া আছে, Qs = 10 + 4p
যেখানে, P = দাম
Qs = যোগানের পরিমাণ
ক. বাজার ভারসাম্য কাকে বলে?
খ. দাম স্থির থেকে আয় বাড়লে চাহিদা রেখার কোন ধরনের পরিবর্তন ঘটবে?
গ. উদ্দীপক হতে যোগান রেখা আঁক।
ঘ. উপরের সমীকরণ ছেদক 5 হলে যোগান রেখার কোন ধরনের পরিবর্তন হবে? বিশ্লেষণ করো।
৩. নিচের সারণি লক্ষ্য করো:
Px (টাকা) Qx (পরিমাণ) Qy (পরিমাণ)
12 15 একক 50 একক
8 30 একক 100 একক
ক. চাহিদাবিধির সংজ্ঞা দাও।
খ. আয় বাড়লে সর্বদা চাহিদা বাড়ে না কেনো?
গ. উদ্দীপক হতে 'X' দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো।
ঘ. উদ্দীপক হতে স্থিতিস্থাপকতার নির্ণয়ের মাধ্যমে X ও Y দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো।
৪. নিচের ছক দুটি লক্ষ্য করো:
ক. যোগান স্থিতিস্থাপক কী?
খ. চাহিদা ও যোগানের সমানুপাতিক পরিবর্তনে ভারসাম্য দামের কোনো পরিবর্তন হবে কী?
গ. উদ্দীপকের A ও B ছকের Ep নির্ণয় করে দ্রব্যের ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের A ও B ছক কী স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপকের সাথে সম্পর্কিত বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্ন:
১. উপযোগ কী?
২. প্রান্তিক উপযোগ কী?
৩. চাহিদা বিধি কী?
৪. চলক কী?
৫. রেখার ঢাল কাকে বলে?
৬. যোগান বিধি কী?
৭. ভারসাম্য দাম কী?
৮. চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে?
৯. চাহিদার হ্রাস বৃদ্ধি কী?
১০. ভেবেলন দ্রব্য কী?
১১. পরিপূরক দ্রব্য কী?
১২. পরিবর্তন দ্রব্য কী?
১৩. ধ্রুবক ক?
১৪. বাজার ভারসাম্য কী?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. প্রান্তিক উপযোগ হ্রাস পায় কেন?
২. মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন?
৩. চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়?
৪. গিফেন/নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?
৫. স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডান থেকে নিম্নগামী হয় কেন?
৬. 'কাগজ ও কলম'- দুটি দ্রব্যের সম্পর্ক কেমন?
৭. "যোগান ও মজুদ এক নয়"- ব্যাখ্যা করো।
৮. যোগান রেখা কি সর্বদা ডানদিকে ঊর্ধ্বগামী হয়?
৯. ক্রেতার আয় বৃদ্ধি কিভাবে চাহিদা প্রভাবিত করে?- ব্যাখ্যা কর।
১০. অধীন চলক, স্বাধীন চলক থেকে কিভাবে ভিন্ন?- ব্যাখ্যা করো।
নবম অধ্যায়: সামগ্রিক আয় ও ব্যয়
সৃজনশীল প্রশ্ন:
১. দেওয়া আছে, B দেশের (২০১৮ - ২০১৯) অর্থবছরের
C = 500, I = 300, G = 100, X = 150, M = 200
ক. আবদ্ধ অর্থনীতি কাকে বলে?
খ. সামগ্রিক ভোগব্যয় দ্বারা সঞ্চয় কীভাবে প্রভাবিত হয়?
গ. উদ্দীপক অনুযায়ী, GDP নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের তথ্য অনুযায়ী, সকল মান স্থির থেকে রপ্তানির পরিমাণ বেড়ে 250 একক হলে জাতীয় আয়ের ওপর পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো। (প্রাথমিক জাতীয় আয় ও পরিবর্তিত জাতীয় আয় নির্ণয়পূর্বক।)
২. নিচের সারণিটি লক্ষ করো:
সামগ্রিক আয় (Y) মোট সঞ্জয় (S) মোট বিনিয়োগ (I)
400 100 200
500 200 200
600 300 200
ক. সামগ্রিক আয় কী?
খ. সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক কীরূপ?
গ. উদ্দীপক থেকে বিনিয়োগ রেখা অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় বিশ্লেষণ করো।
৩. মনে করি, 'X' দেশে যে দ্রব্যসামগ্রী উৎপাদন হয়েছিল তার বাজার মূল্য ২০০ কোটি টাকা। নিট আমদানি-রপ্তানির পরিমাণ ২০ কোটি টাকা এবং বিদেশ থেকে প্রবাসীদের আয় ৫০ কোটি টাকা এবং মূলধন অবচয়জনিত খরচ ২ কোটি টাকা ।
ক. সামগ্রিক আয় কী?
খ. অবসর ভাতাকে জাতীয় আয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না কেন?
গ. ‘X’ দেশের মোট দেশজ উৎপাদন কত?
ঘ. 'X' দেশের নিট জাতীয় আয় কত? মোট দেশজ উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের সাথে তুলনামূলক আলোচনা করো।
৪. দেওয়া আছে S = Y - C
ভোগ সমীকরণ C = a +bY.
ক. প্ররোচিত ভোগ কী?
খ. 'সঞ্চয় বিনিয়োগের ভিত্তি'-ব্যাখ্যা করো।
গ. সঞ্চয় সমীকরণ নির্ণয় করো ।
ঘ, যদি a = 100 এবং b = 0.4 হয় সঞ্চয় সমীকরণ হতে লেখচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো।
জ্ঞানমূলক প্রশ্ন:
১. মোট জাতীয় আয় কাকে বলে?
২. GDP- কী?
৩. NNI- এর সংজ্ঞা দাও।
৪. সামগ্রিক ব্যয় কী?
৫. দ্বৈত গণনার সমস্যা কী?
৬. স্বয়ম্ভূত ভোগ ব্যয় কী?
৭. ভোগ অপেক্ষক কী?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. প্রবাসীদের আয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না কেন?
২. সঞ্চয়ের সাথে বিনিয়োগ কিভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
৩. কোন ধরনের ভোগ আয়ের উপর নির্ভরশীল নয়-বুঝিয়ে লেখো।
৪. সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে- ধারণাটি বুঝিয়ে লিখ।
৫. ব্যক্তির আয়ের পুরোটাই কি ব্যয়যোগ্য আয়? ব্যাখ্যা করো।
দশম অধ্যায়: মুদ্রা ও ব্যাংক
সৃজনশীল প্রশ্ন:
১. A ব্যাংকের ক্ষেত্রে তথ্য নিম্নরূপ:
প্রাথমিক আমানত (টাকা) ৪৫,০০০/-
ন্যূনতম রিজার্ভ অনুপাত ১০%
ক. অর্থ কাকে বলে?
খ. অর্থের মূল্যের সাথে দামস্তরের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো।
ঘ. কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত ২০% এ বৃদ্ধি করলে অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
২. একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ৫০ হাজার টাকা এবং প্রয়োজনীয় বৈধ রিজার্ভের হার ১০%। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি রিজার্ভের হার বৃদ্ধি করে ২০% করেছে।
ক. অর্থের মূল্য কী?
খ. সুদের হার হ্রাস পেলে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পায়-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো।
ঘ কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তই কি বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে সহায়ক? বিশ্লেষণ করো।
৩. প্রাথমিক আমানতের পরিমাণ ১০,০০০ টাকা এবং প্রয়োজনীয় বৈধ রিজার্ভ ১০% । কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভের হার এবং ব্যাংক হার বৃদ্ধি করেছে যথাক্রমে ২০% এবং ১০%।
ক. বিহিত মুদ্রা কী?
খ. কেন্দ্রীয় ব্যাংককে অর্থবাজারের অভিভাবক বলা হয় কেন?
গ. উদ্দীপকের আলোকে ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো।
ঘ. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষেপের যথার্থতা ব্যাখ্যা করো।
জ্ঞানমূলক প্রশ্ন:
১. বিহিত মুদ্রা কাকে বলে?
২. অর্থের মূল্য কী?
৩. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
৪. নিকাশ ঘর কি?
৫. বাণিজ্যিক ব্যাংক কী?
৬. অনলাইন ব্যাংকিং কী?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন?
২. বাংলাদেশের দুই টাকার নোট কেন সসীম বিহিত মুদ্রা-ব্যাখ্যা করো।
৩. মূল্য বলতে কী বোঝায়?
৪. কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন?
৫. ঋণ নিয়ন্ত্রণের সাথে ব্যাংক হারের সম্পর্ক কিরূপ?
৬. মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে কেন?