এস.এস.সি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাজেশন, প্রথম অধ্যায় || Information and Communication Technology Suggestion, Chapter One

বহুনির্বাচনি প্রশ্ন:
১. বর্তমানের পৃথিবীর সম্পদ কোনটি? 
উ: সাধারণ মানুষ। 
২. একুশ শতকে এসে আমরা আরো কয়টি বিষয় শুরু করেছি? 
উ: দুটি।
৩. বাংলাদেশ বিশ্বের কত তম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে?
উ: ৫৭।
৪. নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? 
উ : আন্তর্জাতিকতা।
৫. শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? 
উ : অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। 
৬. ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা? 
উ : যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে। 
৭. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কী? 
উ: বঙ্গবন্ধু স্যাটেলাইট -১।
৮. আধুনিক কম্পিউটারের জনক কে? 
উ : চার্লস ব্যাবেজ।
৯. ১৯৯১ সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে কার বর্ণনা অনুসারে ইঞ্জিন তৈরি করা হয়? 
উ: চার্লস ব্যাবেজ। 
১০. ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি? 
উ: ইন্টারনেট।
১১. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে? উ: চার্লস ব্যাবেজ।
১২. ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার কত বছর পূর্তি হবে? 
উ: ৫০ বছর।
১৩. অ্যাডা লাভলেস কিসে পারদর্শী ছিলেন? 
উ: গণিত ও বিজ্ঞানে। 
১৪. কবি লর্ড বায়রনের কন্যার নাম কী? 
উ: Ada Lovelace.
১৫. প্রোগ্রামিং এর জনক কে? 
উ: অ্যাডা লাভলেস।
১৬. বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করে?
উ: ১৯৭১ সালে।  
১৭. বর্তমান সরকার কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন?
উ: ২০২১৷ 
১৮. তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বিনোদন জগতে যে নতুন বিনোদনের জন্ম হয়েছে তার নাম কী? 
উ: কম্পিউটার গেম। 
১৯. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? 
উ: তড়িৎ চৌম্বকীয় বল। 
২০. বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কী? 
উ: গুগলিয়েলমো মার্কনি।
২১. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? 
উঃ ইতালি। 
২২. বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়? 
উ: গুগলিয়েলমো মার্কনি।
২৩. কোন শতকে মেইনফ্রেম কম্পিউটার তৈরি হয়? 
উ: বিশ শতকে। 
২৪. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী? 
উ: মেইনফ্রেম। 
২৫. কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়? 
উ: ষাট - সত্তরের দশকে। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৬. কোন প্রটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত হয়? 
উ: ইন্টারনেট। 
উ: একটি নেটওয়ার্কের নাম। 
২৭. Arpanet কী?
উ: একটি নেটওয়ার্কের নাম। 
২৮. আরপানেটে প্রথম Electronic মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে?
উ: রেমন্ড স্যামুয়েল টমলিনসন।  
২৯. পার্সোনাল কম্পিউটারের কাজ প্রথম কোথায় শুরু হয়? 
উ: যুক্তরাষ্ট্রে। 
৩০. স্টিভ জবসের তৈরিকৃত প্রতিষ্ঠানটির নাম কী?  
উ: অ্যাপল কম্পিউটার। 
৩১. কোন প্রতিষ্ঠানটি প্রথম পার্সোনাল কম্পিউটারের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে? 
উ: অ্যাপল।
৩২. ইন্টারনেট থেকে গান বা ভিডিও নামানোর পদ্ধতির নাম কী ?
উ: Download.
৩৩. মাইক্রোসফট এর স্বত্বাধিকারী কে?
উ: বিল গেটস ।
৩৪. কত সালে আইবিএম মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব প্রদান করে? 
উ: ১৯৮১ সালে।
৩৫. শুরুর দিকে কম্পিউটার আবিষ্কারের মূল উদ্দেশ্য কী ছিল? 
 উ: হিসাব - নিকাশ।
৩৬. টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করার পদ্ধতিকে কী বলা হয়?
উ: ই - লার্নিং। 
৩৭. কোনটি সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়? উ: ই - লার্নিং। 
৩৮. বিনোদনের জগতে নতুন দিক কয়ভাবে উন্মোচিত হয়েছে?
উ: ২।
৩৯. পাঠদানে মানবিক অংশটুকু অনুপস্থিত থাকে কোন প্রক্রিয়ায়? 
উ: ই - লার্নিং প্রক্রিয়ায়। 
৪০. ই - লার্নিংয়ের জন্য সর্বপ্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
উ: ইন্টারনেট। 
৪১. টুইটারের বার্তাকে কী বলা হয়?
উঃ টুইট।
৪২. কোন ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব? 
উ: ডিজিটাল ব্যবস্থা। 
৪৩. জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে কম খরচে এবং ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কী চালু হয়েছে?
উ: জেলা ই সেবা কেন্দ্র।
৪৪. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কতদিন সময় লাগে? 
উ: ২-৫ দিন। 
৪৫. টুইটারের সদস্যদের টুইটবার্তাগুলো কোথায় দেখা যায়? 
উ: টুইটারের প্রোফাইল পাতায়। 
৪৬. ই - গভর্ন্যান্সের মূল বিষয় কী? 
উ: নাগরিকের জীবনমান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। 
৪৭. ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কী বলে? 
উ: ই - সার্ভিস। 
৪৮. অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা?
উ: ই - সেবা।  
৪৯. পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোন ধরনের সেবা? 
উ: ই - সেবা। 
৫০. দেশের কতটি চিনিকলের সকল আখচাষি এখন এস এম এসের মাধ্যমে পূজিঁ তথ্য পাচ্ছে?
উ: ১৫ টি চিনিকলের আখচাষি। 
৫১. দেশের চাষীরা কোন মাধ্যমে পূজিঁ তথ্য পাচ্ছে? 
উ: মোবাইল এসএমএস। 
৫২. এমটিএস সেবা কোথায় পাওয়া যায়?
উ: ডাকঘরে।
৫৩. ই - এমটিএস এর মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পাঠানো যায়? 
উ: ৫০ হাজার।
৫৪. ই - পৰ্চা কোন ধরনের সেবা প্রদান করে? 
উ: জমিজমা সংক্রান্ত। 
৫৫. মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট কোনটি? 
উ: টুইটার। 
৫৬. অনলাইনে টিকেট কাঁটাকে কী বলে? 
উ : ই - টিকেটিং।  
৫৭. একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনটির কোনো বিকল্প নেই? 
 উ: বাণিজ্যের। 
৫৮. ফেসবুকের সাথে টুইটারের মূল পার্থক্য কোনটি? 
উ: মনোভাব প্রকাশে অক্ষরের সীমাবদ্ধতা। 
৫৯. যেকোনো পণ্য বা সেবা বাণিজ্যের কয়টি শর্ত থাকে?
উঃ ৩ টি। 
৬০. দেশে বর্তমানে কোন পদ্ধতিতে বিভিন্ন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ তৈরি হয়েছে? 
উ: ই - কমার্স।
৬১. E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কি বলে?
উ: COD.
৬২. www.stastica.com এর রিপোর্ট জুলাই - সেপ্টেম্বর ২০১৮ অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? 
উ: ২.৭ বিলিয়ান।
৬৩. কর্মক্ষেত্রে আইসিটির কয় ধরনের প্রভাব রয়েছে? 
উঃ ২ ধরনের।
৬৪. বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্রে কোনটির প্রভাব ও ব্যবহার লক্ষ করা যাচ্ছে?
উ : আইসিটি।
৬৫. প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ার কারণ কী?
উ: আইসিটির প্রয়োগ। 
৬৬. ফেসবুক ব্যবহারকারী সংখ্যা জরীপকৃত প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঠিকানা নিচের কোনটি? 
উ: www.stastica.com.
৬৭. সমাজে চলাফেরা এবং বিকাশের জন্য কোনটির প্রয়োজন?
উঃ মানুষের সাথে মানুষের যোগাযোগ।
৬৮. বর্তমানে ভার্চুয়াল যোগাযোগ এবং নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকে কী বলে? 
উ: সামাজিক যোগাযোগ।
৬৯. ফেসবুক তৈরির মূল উদ্দেশ্য কী? 
উ: সামাজিক যোগাযোগ। 
৭০. ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি?
উ: www.facebook.com.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url