বাংলাদেশ সরকারি কর্ম কমিশন || Bangladesh Public Service Commission
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য সরকারি প্রশাসনে দক্ষ কর্মকর্তা - কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এ জন্য বিশ্বের সব রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের ব্যবস্থা থাকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্মপ্রার্থীদের মেধা যাচাই করার জন্য প্রয়োজন তীক্ষ্ণ ধীশক্তি ও দূরদৃষ্টিসম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এমন একটি প্রতিষ্ঠান , যেখানে কর্মকর্তা - কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মেধাই হবে মুখ্য । সদ্য স্বাধীন বাংলাদেশে মেধাসম্পন্ন যোগ্য সরকারি কর্মকর্তা - কর্মচারী বাছাই করার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে রাষ্ট্রপতি ১৯৭২ সালের ৮ এপ্রিল সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন
বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির ৫৭ নং অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যসংখ্যা সভাপতিসহ অন্যূন ৬ জন এবং অনুর্ধ্ব ১৫ জনে নির্ধারণ করা হয়। সংবিধানের ১৩৮ ( ১ ) অনুচ্ছেদ মোতাবেক কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তবে শর্ত থাকে যে , কমিশনের অর্ধেক সদস্য এমন ব্যক্তি হবেন যারা বিশ বছর বা তাতোধিককাল সরকারি করে নিয়োজিত।
সরকারি কর্ম কমিশনের ভূমিকা ও কার্যাবলি
১. প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা। যেমন :
i. প্রাথমিক বাছাই পরীক্ষা ( Preliminary Test )
ii . লিখিত পরীক্ষা ( Written Test )
iii. মৌখিক পরীক্ষা ( Viva Voce ),
iv . ডাক্তারি পরীক্ষা ( Medical Test ),
v . পুলিশি তদন্ত ( Police Verification )
ক . কোনো ক্ষেত্রে কমিশনের কোনো পরামর্শ গৃহীত না হলে তার কারণ এবং
খ . যে সব ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শ করা উচিত ছিল অথচ করা হয়নি সেক্ষেত্রে পরামর্শ না করা সম্বন্ধে কমিশন যতটুকু অবগত ততটুকু লিপিবদ্ধ করতে হবে । রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট ও স্মারকলিপি জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন।
ক . প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগাড়া এবং উক্ত কার্য নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি।
খ. প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান , পদোন্নতি এবং উক্ত কর্মের এক শাখা থেকে অপর শাখায় স্থানান্তর ও বদলিকরণ এবং এর জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতি ও বিষয়াদি ;
গ. প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীদের কার্যকাল , চাকরির শতাবলি এবং অবসর ভাতা সম্পর্কিত বিষয়াদি এবং
ঘ. প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলা সম্পর্কিত বিষয়াদি।