ষষ্ঠ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তৃতীয় অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার) || Class Six, ICT, Chapter 3

 জ্ঞানমূলক প্রশ্ন: 

১। বাড়িতে কী করে গ্লাস ক্লিনার তৈরি করা যায়? 
উত্তর: এক গ্লাস পানিতে এক চামচ ভিনেগার দিয়ে সেটাকে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা যায়।

২। কম্পিউটার ভাইরাস কী? 
উত্তর: কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ হয়।

৩। ভাইরাসের যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য কী করা ভালো? 
উত্তর: মুক্ত অপারেটিং সিস্টেম ও মুক্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা ভালো।

৪। কম্পিউটারের কারণে কীভাবে শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে? 
উত্তর: একটা ছোট শিশু কম্পিউটার গেম থেকে বের হতে পারে না। যেই বয়সে মাঠে বন্ধুবান্ধবের সাথে ছোটাছুটি করে খেলার কথা, সেই সময়ে দিন রাত চব্বিশ ঘণ্টা কম্পিউটারের সামনে বসে থেকে মানসিক অসুস্থতা তৈরি করতে পারে।

৫। কম্পিউটারের সামনে বসে থাকলে কী কী শারীরিক সমস্যা হতে পারে? 
উত্তর: অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকলে শারীরিক সমস্যা যেমন পিঠে ব্যথা, কোমরে ব্যথা, আঙুলে ব্যথা, চোখের সমস্যা ইত্যাদি হতে পারে।

৬। কোনো মানুষ বিদ্যুতায়িত হলে হাত পা নাড়াতে পারেন না কেন? 
উত্তর: কোনো মানুষ যখন বিদ্যুতায়িত হয় তখন, তার শরীরের ভিতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। মস্তিষ্ক থেকে পাঠানো ছোট সংকেতগুলো তখন এই বড় বিদ্যুৎ প্রবাহের নিচে চাপা পড়ে যায়। সে জন্যে যখন কেউ বিদ্যুতায়িত হয়, তখন সে তার হাত পা নাড়াতে পারে না, বেশিক্ষণ হলে তার হৃৎস্পন্দন থেমে যেতে পারে।

৭। ধুলোবালি কিভাবে কম্পিউটারে প্রবেশ করে? 
উত্তর: কম্পিউটারের ফ্যান যখন বাতাস টেনে নেয় তার সাথে ধুলোবালিও টেনে আনতে পারে, এভাবে কম্পিউটারে ধুলোবালি প্রবেশ করে।

৮। পানি বা যেকোনো পানীয় কম্পিউটারে ঢুকে গেলে কি করতে হবে? 
উত্তর: পানি বা অন্যান্য পানীয় বিদ্যুৎ পরিবাহী, কম্পিউটারের ভিতর সেটা ঢুকে গেলে বৈদ্যুতিক সার্কিটগুলো শর্ট সার্কিট হতে পারে। এরকম কিছু হলে সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দীর্ঘ সময় একটা ফ্যানের নিচে রেখে কম্পিউটার রেখে অপেক্ষা করতে হবে যেন পানিটুকু শুকিয়ে যায়।

অনুধাবন মূলক প্রশ্ন:
১। একটি কম্পিউটার পরীক্ষা করে লিখ কম্পিউটার থেকে কোন দিক দিয়ে গরম বাতাস ও কোন দিক দিয়ে শীতল বাতাস প্রবাহিত হয়? 
উত্তর:
একটি কম্পিউটার চালানো অবস্থায় পরীক্ষা করে দেখতে হবে। কারণ কম্পিউটারটি চালু অবস্থায় ভিতরের কুলিং ফ্যানগুলো কম্পিউটারের ভিতরে বাতাস প্রবাহিত করার ব্যবস্থা করে। 

বের হওয়া: কম্পিউটার চালু অবস্থায় পিছন দিকে, পাশে ও উপরের দিকে যদি বাতাস বের হবার ছিদ্র থাকে তবে হাত দিলে বোঝা যায় গরম বাতাস বের হচ্ছে। 

প্রবেশ করা: কম্পিউটার চালু অবস্থায় সামনের দিকে হাত দিলে বোঝা যায় বাতাস কম্পিউটারের ভিতরে প্রবেশ করছে।


২। সত্যিকারের ভাইরাস আর কম্পিউটারের ভাইরাসের মধ্যে কোথায় কোথায় মিল আছে আর কোথায় কোথায় মিল নেই তার একটি তালিকা তৈরি কর।
উত্তর: সত্যিকারের ভাইরাস আর কম্পিউটারের ভাইরাসের মিলসমূহ:
১. সত্যিকারের ভাইরাস একজন মানুষ থেকে অন্য মানুষের শরীরে গিয়ে তাকে আক্রান্ত করতে পারে। ঠিক সেভাবেই কম্পিউটার ভাইরাস একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে এবং তাকে আক্রান্ত করতে পারে।

২. সত্যিকারের ভাইরাস মানুষের শরীরে এলে বংশবৃদ্ধি করে অসংখ্য ভাইরাসে পরিণত হয়, কম্পিউটার ভাইরাসও সেরকম। একটি কম্পিউটার ভাইরাস কোনভাবে একটি কম্পিউটারে ঢুকতে পারলে অসংখ্য ভাইরাসে পরিণত হয়।

৩. সত্যিকারের ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে। কম্পিউটার ভাইরাসও সবার অজান্তে একটি কম্পিউটারে বাসা বাঁধে।

অমিলসমূহ : 
১. সত্যিকারের ভাইরাস জীবদেহে বসবাস করে আর কম্পিউটার ভাইরাস কম্পিউটারে বসবাস করে। 

২. সত্যিকারের ভাইরাস এক ধরনের আণুবীক্ষণিক জীব আর কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম।


৩। যারা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য করণীয় কয়েকটি কাজের বর্ণনা নিচে লেখ। 
উত্তর: যাদের অনেক বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করতে হয় তাদের জন্যে ডাক্তারেরা এক ধরনের পিঠের ব্যায়াম বের করেছেন, তোমরা ইচ্ছে করলে এই ব্যায়ামটা করে দেখতে পার। ১. সোজা হয়ে দাঁড়িয়ে অথবা বসে দু'বাহু সামনের দিকে প্রসারিত করে নিচে ও উপরে কয়েকবার ঝাঁকাও! 

২. হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ কর এবং খুলে দাও। এভাবে ১০ বার অনুশীলন কর।

৩. এক হাতের আঙুলগুলোকে অপর হাতের আঙুলে প্রবেশ করে শক্ত করে ধরে কয়েকবার সামনে-পিছনে কর।

৪. সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় ডানদিকে কাত করে কয়েক সেকেণ্ড রেখে সোজা হও। আবার বাম দিকে কাত করে কয়েক সেকেণ্ড রেখে সোজা হও। এরূপ কয়েকবার অনুশীলন কর। 

৫. ঘাড় সামনের দিকে ঝুঁকে চিবুক বুকের সাথে লাগাও এবং কয়েক সেকেণ্ড অবস্থান করে পিছনের দিকে যতটুকু পার নিচু কর। এটি কয়েকবার অনুশীলন কর।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url