ষষ্ঠ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চতুর্থ অধ্যায় (ওয়ার্ড প্রসেসিং) || Class Six, ICT, Chapter 4
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। ওয়ার্ড প্রসেসর কী?
উত্তর: লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে গোছাতে হয় যা এক ধরনের প্রক্রিয়া বা প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং, আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর।
উত্তর: লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে গোছাতে হয় যা এক ধরনের প্রক্রিয়া বা প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং, আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর।
২। বিনামূল্যে সংগ্রহ করা যায় এমন একটি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের নাম লিখ।
উত্তর: ওপেন অফিস রাইটার একটি বিনামূল্যে পাওয়া যায় এমন প্রোগ্রাম।
৩। বড় হাতের অক্ষর লিখতে করণীয় কী?
উত্তর: কীবোর্ড থেকে Shift কী ব্যবহার করে বড় হাতের অক্ষর লেখা যায়।
৪। নতুন প্যারাগ্রাফ শুরু করতে করণীয় কী?
উত্তর: কীবোর্ড থেকে Enter কী চাপলে নতুন প্যারাগ্রাফ তৈরি হয়।
৫। ওয়ার্ড প্রসেসরে কোনো লেখা মোছার জন্য করণীয় কী?
উত্তর: কীবোর্ড থেকে Backspace কী চাপলে পিছনের দিকে মোছা যায় ও Delete কী চাপলে সামনের দিকে মোছা যায়।
উত্তর: কীবোর্ড থেকে Backspace কী চাপলে পিছনের দিকে মোছা যায় ও Delete কী চাপলে সামনের দিকে মোছা যায়।
৬। কম্পিউটারে লেখা কিভাবে 'Save' করতে হয়?
উত্তর: ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে গিয়ে File মেনুতে ক্লিক করে Save কমান্ডে ক্লিক করতে হয়। একটি ডায়লগ বক্স আসে। সেখানে ফাইলের জন্য একটি নাম টাইপ করে ফাইল লিখতে হয়। Save কমান্ডে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যায়।
৭। কম্পিউটারে কিভাবে পুরাতন ফাইল খুলতে হয়?
উত্তর: ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে গিয়ে File মেনুতে ক্লিক করে Open কমান্ডে ক্লিক করতে হয়। একটি ডায়লগ বক্স আসে। সেখানে ফাইলের নাম লিখতে হয় বা ফাইলের নামে ডাবল ক্লিক করলে ফাইল খুলে যায়।
৮. ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিলে কি লাভ? নাকি এখনও কাগজের ব্যবহার রাখতে হবে।
উত্তর: ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিলে দেশের বনজ সম্পদ রক্ষা পাবে। কারণ কাগজ তৈরিকরতে সরাসরি গাছ ব্যবহার করা হয়। গাছের কান্ড দিয়ে মন্ড তৈরি করে তা দিয়ে কাগজ তৈরি করা হয়। কিন্তু বর্তমানে পুরোপুরি কাগজ এর ব্যবহার বাদ দেয়া উচিৎ হবে না। কারণ এখনও আমরা তথ্য প্রযুক্তির পুরোপুরি ব্যবহার করতে পারি না। প্রায় সবক্ষেত্রে তথ্যকে কাগজে প্রিন্ট করে রাখার মাধ্যমেই সংরক্ষণ করা হয়।
৯. ওয়ার্ড প্রসেসর দিয়ে কি কি কাজ করা যেতে পারে?
উত্তর: ওয়ার্ড প্রসেসর দিয়ে অনেক রকম কাজ করা যেতে পারে। তার মধ্যে থেকে কয়েকটি এখানে দেয়া হলো-
ক . চিঠি পত্র লেখা যেতে পারে।
খ. বই পত্র লেখা যেতে পারে।
গ. চিত্রসহ লেখা দেয়া যেতে পারে।
ঘ. পত্র পত্রিকা প্রকাশনার কাজ করা যেতে পারে।
ঙ . ই - মেইল পাঠানো যেতে পারে।
খ. বই পত্র লেখা যেতে পারে।
গ. চিত্রসহ লেখা দেয়া যেতে পারে।
ঘ. পত্র পত্রিকা প্রকাশনার কাজ করা যেতে পারে।
ঙ . ই - মেইল পাঠানো যেতে পারে।