এইচ.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন ১০০% কমন || HSC ICT Suggestion

প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
জ্ঞানমূলক প্রশ্ন

১. বিশ্বগ্রাম কী?

২. ভিডিও কনফারেন্সিং কী?

৩. ই-কমার্স কী?
৪. হ্যাকিং কী?

৫. স্মার্ট হোম কী?

৬. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

৭. প্লেজিয়ারিজম কী?

৮. বায়োমেট্রিক্স কী?

৯. টেলিমেডিসিন কী?

১০. রোবটিক্স কী?

১১. অ্যাকচুয়েটর কী?

১২. হ্যাকার কাকে বলে?

১৩. হ্যান্ড জিওমিট্রি কী?

১৪. ক্রায়োসার্জারি কী?

১৫. ন্যানোটেকনোলজি কী?

১৬. বায়োইনফরমেটিক্স কী?

১৭. ই-মেইল কী?

১৮. আইওটি (IOT) কী?

১৯. ফ্লাইট সিমুলেশন কী?

২০. WWW -এর পূর্ণরূপ কী?

এইচ.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন ১০০% কমন


অনুধাবনমূলক প্রশ্ন

১. "প্রযুক্তির ব্যবহারে মটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব"- কথাটি ব্যাখ্যা করো।

২. "তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম"- ব্যাখ্যা করো।

৩. "ন্যূনতম ধকল সহিষ্ণু শল্যচিকিৎসা পদ্ধতিটি" ব্যাখ্যা করো।

৪. আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লেখ।

৫. বায়োইনফরম্যাটিক্স-এ ব্যবহৃত ডেটা কী? ব্যাখ্যা করো।

৬. "সংবাদে আজ যে কেউ যেকোনো স্থান থেকে যুক্ত হতে পারে।"- বর্ণনা করো।

৭. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো।

৮. ই-কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে ব্যাখ্যা করো।

৯. প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি ব্যাখ্যা করো। 

১০. "মহাকাশ আজ আর অজানা নয়"- ব্যাখ্যা করো।

১১. 'শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব'-ব্যাখ্যা করো।

১২. বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব- ব্যাখ্যা করো।

১৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা করো।

১৪. "বিশ্বগ্রামের মেরুদণ্ডই কানেক্টিভিটি"- বিশ্লেষণ করো।

১৫. সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝ?

১৬. ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো।

১৭. "স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের মাধ্যম"-ব্যাখ্যা করো।

১৮. হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকান্ড-ব্যাখ্যা করো।

১৯. 3G মোবাইলের আবিষ্কার আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা বর্ণনা করো।

সৃজনশীল প্রশ্ন
১. দৃশ্যকল্প-১: সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসেই কৃত্রিম পরিবেশে চন্দ্রভ্রমণের অভিজ্ঞতা অর্জন সম্ভব হচ্ছে।
দৃশ্যকল্প-২: কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. “প্রযুক্তি ব‍্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়” -ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা করো। 
ঘ. দৃশ্যকল্প-২ এর প্রযুক্তি, বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে -উক্তিটি বিশ্লেষণ করো।

২. মিঃ মোকলেছ সাহেব পেশায় মৎস্যবিদ। দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙ্গুলের ছাপ দিলে দরজা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়।
ক. রোবটিক্স কী?
খ. প্রযুক্তির ব্যবহারে মটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব- কথাটি ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তিটি বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? বিশ্লেষণ করো।

৩. মি. আতিক একজন পাইলট। তিনি কম্পিউটার মেলা থেকে একটি ITB হার্ডডিস্ক কিনলেন। এটির আকৃতি বেশ ছোট দেখে তিনি অবাক হয়ে গেলেন। প্রযুক্তির অগ্রগতিতে বিভিন্ন যন্ত্রের আকার ছোট করা হয়েছে। এভিয়েশন ট্রেনিং সিস্টেমে এক ধরনের পরিবর্তন এসেছে। এখন প্রকৃত বিমান ব্যবহার না করে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিমান প্রশিক্ষণ দেওয়া হয়।
ক. বায়োইনফরমেট্রিক্স কী?
খ. 'প্রযুক্তির অগ্রগতির কারণে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।' ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকে উল্লিখিত ছোট আকারের হার্ডডিস্কের ক্ষমতা বাড়াতে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা বর্ণনা করো।
ঘ. বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত বর্তমান প্রযুক্তি ব্যাখ্যা করো যা শহর পরিকল্পনায় ব্যবহার করা যেতে পারে।

৪. দৃশ্যকল্প-১ বর্তমান টেকনোলজি দুনিয়ায় ঝড় তুলছে এমন একটি নাম ChatGPT। যার সাহায্যে ব্যবহারকারীরা পরষ্পরের সাথে আলাপ আলোচনা করতে পারে, যেকোনো বিষয় সহজেই বুঝতে পারে এবং তার উত্তর দিতে পারে এবং একটি ফলাফলে পৌঁছাতে পারে।
দৃশ্যকল্প-২: আইসিটি শিক্ষক তার ছাত্রদের ক্লাসে এমন একটি প্রযুক্তির কথা বললেন যার সাহায্যে প্রসেসরের মেমোরি কার্ডের উন্নয়ন তথা গতি বৃদ্ধি, আকৃতি হ্রাস, বৃদ্ধি ইত্যাদি সম্ভব।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. মহিষের জীবন রহস্য উন্মোচিত হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত প্রযুক্তিটি তৈরির কৌশল ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এ যে প্রযুক্তির কথা বলা হয়েছে তার প্রয়োগের ক্ষেত্রসমূহ বিশ্লেষণ করো।

২য় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং

জ্ঞানমূলক প্রশ্ন

১. ব্যান্ডউইডথ কী?

২. ডেটা ট্রান্সমিশন মোড কী?

৩. মডুলেশন কী? 

৪. ফুল ডুপ্লেক্স কী?

৫. ব্রিজ কী?

৬. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী?

৭. মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী?

৮. কম্পিউটার নেটওয়ার্ক কী?

৯. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কী?

১০. ডেটা কমিউনিকেশন মোেড কাকে বলে?

১১. সিনক্রোনাস ট্রান্সমিশন কী?

১২. সুইচ কী?

১৩. LAN কী?

১৪. ডেটা কমিউনিকেশন কী?

১৫. ইনফ্রারেড কী?

১৬. রোমিং কী?

১৭. কম্পিউটারে নেটওয়ার্কের চারটি ভাগ কী কী?

১৮. NIC-কী?

১৯. টপোলজি কী?

২০. ক্লাউড কম্পিউটিং কী?


অনুধাবনমূলক প্রশ্ন

১. ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক- ব্যাখ্যা করো।

২. যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো। 

৩. নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম- ব্যাখ্যা করো।

৪. নন মেটালিক ক্যাবল মাধ্যমটি ব্যাখ্যা করো।

৫. চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লেখো।

৬. আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো।

৭. কোন টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে গতিতে ডেটা আদান-প্রদান করতে পারে? ব্যাখ্যা করো।

৮. 4G এর গতি 3G এর প্রায় ৫০ গুণ বেশি। - ব্যাখ্যা করো।

৯. "এক সময় মোবাইল ইন্টারনেটে সর্বোচ্চ ১৭১.২ kbps গতি ওয়া যেত।"- ব্যাখ্যা করো।

১০. কী-বোর্ড থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ব্যান্ডউইডথ য়ে লেখো। 

১১. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় ভাবে তা ব্যাখ্যা করো।

১২. 'ডেটা আদান ও প্রদান একই সময়ে সম্ভব'-ব্যাখ্যা করো।

১৩. ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও।

১৪. অপটিক্যাল ফাইবারের ব্যান্ড উইডথ বুঝিয়ে লেখো।

১৫. "স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব"- ব্যাখ্যা করো।

১৬. ওয়াকি-টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।

১৭. 'হাবের চেয়ে সুইচ উত্তম'- ব্যাখ্যা করো।

১৮. সি (C) কে মধ্যমস্তরের ভাষা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

১৯. ফাইবার অপটিক্স ক্যাবল ইএমআই (EMI) মুক্তকেন?

২০. অপটিক্যাল ফাইবার ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় কেন? ব্যাখ্যা করো। 

২১. আলোর গতির ন্যায় ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত ক্যাবলটি ব্যাখ্যা করো। 

২২. কোন ট্রান্সমিশনে একই সংগে উভয় দিকে ডানা আদান-প্রদান করা যায়? ব্যাখ্যা করো। 

২৩. ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ কেন?


৩য় অধ্যায়: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

জ্ঞানমূলক প্রশ্ন 

১. সংখ্যা পদ্ধতির বেজ কী?

২. সর্বজনীন গেইট কী?

৩. বাইনারি সংখ্যা পদ্ধতি কী?

৪. পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?

৫. কম্পিউটার কোড কী?

৬. বাইনারি সংখ্যা পদ্ধতি কী?

৭. ২ এর পরিপূরক কী?

৮. কোড কী?

৯. ASCII কী?

১০. রেজিস্টার কী?

১১. সত্যক সারণি কী?

১২. Universal গেট কী? 

১৩. বিসিডি কোড কী? 

১৪. কাউন্টারের মোড কী?

১৫. ক্যারি বিট কী?

১৬. বুলিয়ান ধ্রুবক কী?

১৭. ডি মরগ্যানের উপপাদ্য কী?

১৮. বুলিয়ান স্বতঃসিদ্ধ কী?

১৯. নিবল কী?

২০. লজিক গেইট কী?

২১. বুলিয়ান অ্যালজেবরা কী?

২২. মৌলিক গেইট কী?

২৩. ডিজিট (অংক) বলতে কী বুঝ?

২৪. সংখ্যা পদ্ধতি কী?

২৫. রেডিক্স পয়েন্ট কী?

২৬. এনকোডার কী?

২৭. ডিকোডার কী?

২৮. Unicode কী?


অনুধাবনমূলক প্রশ্ন

১. শিফট রেজিস্টারের বৈশিষ্টটি বর্ণনা করো।

২. নর গেটের সকল ইনপুট একই হলে গেটটি কীভাবে মৌলিক গেট হিসেবে কাজ করে তা ব্যাখ্যা করো।

৩. ইউনিকোড "বাংলা" ভাষা বুঝতে পারে- ব্যাখ্যা করো।

৪. ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো।

৫. NAND গেইট দিয়ে OR গেইট বাস্তবায়ন করো।

৬. "1 + 1 + 1 = 1" ব্যাখ্যা করো।

৭. "2'র পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়"- বুঝিয়ে লেখো।

৮. কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো।

৯. একটি n-বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুণতে পারে- ব্যাখ্যা করো।

১০. FF-এর পরের সংখ্যাটি 100- ব্যাখ্যা করো।

১১. ফুল-অ্যাডারের ব্লকচিত্র অংকন করো।

১২. ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক কোডটি ব্যাখ্যা করো। 

১৩. যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা করো।

১৪. কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 10 হয় ব্যাখ্যা করো।

১৫. সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল কেন?

১৬. 'Output, Input-এর যৌক্তিক বিপরীত'-ব্যাখ্যা করো।

১৭. চার বিট রেজিস্টারে চারটি ফ্লিপ-ফ্লপ থাকে মানুষের জন্য বুঝিয়ে লেখো।

১৮. বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নয়।

১৯. (11)10 সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন?- ব্যাখ্যা করো।

২০. OR গেইটের তুলনায় XOR গেট এর সুবিধা-ব্যাখ্যা করো।

২১. NOR গেইট একটি সর্বজনীন গেইট- ব্যাখ্যা করো।

২২. "BCD কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়"- বর্ণনা করো।

২৩. (298)৪ সংখ্যাটি সঠিক কিনা—ব্যাখ্যা করো।

২৪. XOR সকল মৌলিক গেইটের সমন্বিত লজিক গেইট- ব্যাখ্যা করো। 

২৫. (267)10-সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না- ব্যাখ্যা করো। 

২৬. বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব ব্যাখ্যা করো।

২৭. 3 + 5 = 10 কেন? ব্যাখ্যা করো। 

২৮. কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো।

২৯. 6+5+3= 1110 হতে পারে- ব্যাখ্যা করো।

৩০. কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগনাল উপযোগী কেন? ব্যাখ্যা করো।

৪র্থ অধ্যায়: ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML

জ্ঞানমূলক প্রশ্ন

১. HTML এর এলিমেন্ট কী?

২. FTP কী?

৩. ওয়েবসাইট কী?

৪. হাইপারলিংক কী?

৫. সার্চ ইঞ্জিন কী?

৬. আইপি অ্যাড্রেস কী?

৭. <hr> কী?

৮. ব্রাউজার কী?

৯. ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শন ট্যাগ লেখো।

১০. ওয়েব পোর্টাল কী?

১১. HTTP কী?

১২. ফন্ট প্রোপার্টি কী?

১৩. HTML Syntax কী?

১৪. ওয়েবপেইজ কী?

১৫. হোমপেইজ কী?

১৬. ডোমেইন নাম কী?

১৭. এইচটিএমএল ট্যাগ কী?

১৮. URL কী?

১৯. Tag কী?

২০. HTML-এর পূর্ণরূপ কী?


অনুধাবনমূলক প্রশ্ন

১. ওয়েবসাইট ও ওয়েবপেইজ এক নয়- ব্যাখ্যা করো।

২. ডোমেইন নেম অদ্বিতীয়- ব্যাখ্যা করো।

৩. হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর একটি গুরুত্বপূর্ণ ধাপ- ব্যাখ্যা করো। 

৪. IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক- ব্যাখ্যা করো।

৫. "ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়"- ব্যাখ্যা করো।

৬. হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা করো।

৭. "আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেইম এর গাণিতিক রূপ”-ব্যাখ্যা করো। 

৮. html শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ।"- উক্তিটি বিশ্লেষণ করো। 

৯. হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লেখো। 

১০. ওয়েবপেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো। 

১১. আইপি অ্যাড্রেস দিয়েও ওয়েবসাইট ভিজিট করা সম্ভব কিভাবে ব্যাখ্যা করো। 

১২. বর্তমানে ওয়েবপেজে Hyperlink একটি গুরুত্বপূর্ণ উপাদান- ব্যাখ্যা করো। 

১৩. <font> ট্যাগের অ্যাট্রিবিউটসমূহ ব্যাখ্যা করো।

১৪. HTML-এর ব্যবহারের সুবিধা বর্ণনা করো।

১৫. <img> বুঝিয়ে লেখো।

১৬. যে প্রযুক্তি ঝুঁকিপূর্ণ কাজকে সহজ করেছে তা ব্যাখ্যা করো।

১৭. ডোমেইন নেইম এ www থাকে কেন? ব্যাখ্যা করো।

১৮. ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন? 

১৯. "প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট" ব্যাখ্যা করো।

২০. "www.mangoinfo.com"- ব্যাখ্যা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url