ফার্স্ট এইড বক্সের প্রয়োজনীয়তা || Need's First Aid Box
ফার্স্ট এইড বক্সের উপাদান
২. চিকিৎসা - যন্ত্রপাতি: ফার্স্ট এইড বক্সে সাধারণত নিম্নলিখিত যন্ত্রপাতি রাখা হয়।
পকেট মাস্ক ও মুখাবরণ: ধুলোবালি, জীবাণু, বাতাস বা বিষাক্ত গ্যাস ইত্যাদি ঠেকানোর জন্য ব্যবহৃত হয়। গ্লাভস ও চশমা যথাক্রমে সংক্রমণ ও চোখকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়।
আঠালো ব্যান্ডেজ (Adhesive bandages): আঘাতের দরুণ রক্তপাত, হাড়ভাঙ্গা বা পোড়ার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
প্লাস্টিক চিমটা (Plastic tweezers): ব্যান্ডেজ, গজ ইত্যাদি কাটার জন্য ব্যবহৃত হয়।
ড্রেসিং (Dressing): জীবাণুমুক্ত আই প্যাড, গজপ্যাড ও টেফলন ইত্যাদি সরাসরি ক্ষতস্থানে ড্রেসিং এর জন্য প্রয়োজন হয়।
ব্যান্ডেজ: ড্রেসিং এর নিরাপত্তার (safety) জন্য এটির প্রয়োজন হয়।
বাটারফ্লাই ক্লোজার স্ট্রিপস (Butterfly olosure strips): সেলাই এর মত করে ক্ষতস্থানকে ঢাকার জন্য এটি ব্যবহৃত হয়।
স্যালাইন (Saline): ক্ষতস্থান পরিষ্কার এবং চোখে পড়া বাইরের বস্তুকে ধুয়ে ফেলার জন্য প্রয়োজন হয়।
সিরিঞ্জ (Syringe): জীবাণুমুক্ত পানি, স্যালাইন দ্রবণ বা পাতলা আয়োডিন দ্রবণ দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করার জন্য এটির প্রয়োজন হয়।
থার্মোমিটার: শরীরের তাপমাত্রা পরিমাপ।
তুলার ন্যাকড়া (Cotton swab): পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়।
প্লাস্টিক ফরেল কম্বল (plastic foil blanket): শরীরে আগুন ধরে গেলে, এ কম্বল দিয়ে শরীরকে ঢেকে আগুন নিভানো হয়।
পেনলাইট (penlight): দৃষ্টিনির্ভর পরীক্ষণের জন্য ব্যবহৃত হয়।
৩. ঔষধপত্র (Medicines): ফার্স্ট এইড বক্সের মাধ্যমে সর্বসাধারণের ওপর ঔষধ প্রয়োগ একটি বিতর্কিত বিষয়। তবে ব্যক্তিগত বা পরিবারের সদস্যদের ফার্স্ট এইডের জন্য সামান্য কিছু ঔষধপত্র ফার্স্ট এইড বক্সে মজুদ রাখা হয়। আধুনিক ফার্স্ট এইড বক্সে প্রধানত নিম্নলিখিত ঔষধপত্র যজুদ রাখা হয়।
রোগ লক্ষণ উপশম (Symptomatic relief): লপারঅ্যামাইড, ওরাল রিহাইড্রেশন সল্ট (oral rehydration (salts) ডায়রিয়া লক্ষণের হাত থেকে রক্ষার জন্য এটি ব্যবহৃত হয়। এন্টিহিস্টামিন- যেমন, ভাইফিনহাইড্রামিন (diphenhydramin)।
বিষক্রিয়া (Poisoning): পাকস্থলীতে বিষক্রিয়ায় উৎপন্ন পদার্থ শোষণের (absorption) জন্য সক্রিয়িত চারকোল (activated charcoal) ব্যবহৃত হয়।
বমি করা: ইপিকাক সিরাপ (syrup of epecac) বমি করা থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত হয় ।
এন্টিসেপটিক মলম: নিওমাইসিন (neomyein), পভিডোন আয়োডিন (povidone todine) ইত্যাদি এন্টিসেপটিক মলম হিসেবে ভাল কাজ করে। ডেটল বা সেভলন এন্টিসেপটিক লিকুইডও এক্ষেত্রে ব্যবহার করা যায়।
পোড়া ও চর্ম সমস্যা (Burn and skin problems): এলোভেরা জেল (aloevera gel) পোড়ার কারণে চল সমস্যা দেখা দিলে এ ঔষরটি লাগাতে হবে। পোড়া স্থানে লাগানোর জন্য বার্নল ব্যবহৃত হয়।
এন্টিসেপটিক (Antiseptic): সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য দরকার।
২. ফার্স্ট এইড বক্স একটি পানি নিরোধক পাত্র। পাত্রটিকে পরিষ্কার রাখতে হবে। পাত্রের ভেতর চিকিৎসা যন্ত্রপাতি এবং ঔষধপত্র নিরাপদে ও জীবাণুমুক্ত রাখতে হবে।
৩. বক্সের অভ্যন্তরে উপাদান সঠিক আছে কিনা তা নিয়মিত যাচাই করে দেখতে হবে। যদি কোন উপাদান বিনষ্ট হয় বা মেয়াদোত্তীর্ণ হয় তবে বক্সের ভেতর নতুনভাবে সেই উপাদান মজুদ করতে হবে।
৪. ফার্স্ট এইড বক্সটি ল্যাবরেটরির মাঝখানে অবস্থিত টেবিলের উপরিস্থিত সেলফের ওপর থাকবে। সাদা রং এর মাঝে লাল ক্রস চিহ্নিত ঢাকনা দিয়ে বক্সটি আবৃত থাকবে। লাল ক্রস চিহ্নের নিচে বা ওপরে “ফার্স্ট এইড বক্স” লেখা থাকবে।
৫. ফার্স্ট এইড সম্পর্কিত পোস্টার প্রত্যেক ল্যাবরেটরিতে থাকবে। স্পষ্ট লেখাযুক্ত পোষ্টার বা বই ল্যাবরেটরিতে থাকলে তৎক্ষণাৎ চিকিৎসা প্রদান করা যায় এবং তা সঠিক হয়েছে কিনা এ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়। তাছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অনুপস্থিতেও চিকিৎসা দেয়া যায়।
৬. দুর্ঘটনায় আক্রান্ত কোন শিক্ষার্থীর ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্ত বা অন্য কোন তরল পদার্থে বিদ্যমান জীবাণু অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সংক্রমিত হতে পারে। সেজন্য ফার্স্ট এইড বক্সে গ্লাভস, চশমা এবং মাস্ক রাখা বাঞ্ছনীয় এবং তা পরে বা ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে।
৭. দুর্ঘটনায় আক্রান্ত শিক্ষার্থীর হৃৎপিন্ড ও ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার জন্য (Cardio Pulmonary Resuscitation (CPR) পরামর্শযুক্ত লিফলেট প্রতিটি ফার্স্ট এইড বক্সে থাকবে। বিষয়টি জীবন রক্ষা সম্পর্কিত। তাই এ বিষয়ের ওপর অধিক গুরুত্ব দিতে হবে।