বাংলা অনার্স ৩য় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস-২ সাজেশন || Bangla Anars 3rd year bangla sahityer itihas-2 sajesan

বাংলা সাহিত্যের ইতিহাস-২
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
২. শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা কে?
৩. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
৪. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?
৫. ‘কথোপকথন’ গ্রন্থটির লেখক কে?
৬. ‘ইতিহাসমালা’ গ্রন্থটির রচয়িতা কে?
অথবা, ‘ইতিহাসমালা’ গ্রন্থের রচয়িতা কে?
৭ . ‘হিতোপদেশ’ গ্রন্থটি কার লেখা?
৮. ব্রাহ্মধর্মের প্রবর্তক কে?
৯. রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম কী?
১০. কত সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?
বাংলা সাহিত্যের ইতিহাস-২
১১. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কী?
১২. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী?
১৩. কার নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়?
১৪. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
১৫. ‘সবুজপত্র’ সাময়িকপত্রটি কখন প্রথম প্রকাশিত হয়?
অথবা, ‘সবুজপত্র’ পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
১৬. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
১৭. মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’ নাটকের কাহিনি কোথা থেকে নেওয়া হয়েছে?
১৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
১৯. বলাকা কাব্য কোন ছন্দে রচিত?
২০. ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম কী?
২১. ‘ল্যাবরেটরি’ ছোট গল্পটির রচয়িতা কে?
২২. কোন উপন্যাসটি ব্রিটিশ শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল?
২৩. ‘বনফুল’ কার ছদ্মনাম?
২৪. ‘অবরোধবাসিনী’ কোন ধরনের রচনা?
২৫. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
২৬. ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কে?
২৭. ‘কল্লোল’ পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়?
২৮. যুগসন্ধিক্ষণের কবি কে?
২৯. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কাকে বলা হয়?
অথবা, আধুনিক বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ কে?
৩০. “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়।”- উক্তিটি কার?
৩১. আধুনিক বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে?
৩২. শিখা পত্রিকা কোন সংগঠনের মুখপত্র ছিল?
অথবা, মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
৩৩. ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধগ্রন্থটি কে রচনা করেন?
৩৪. ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা কে?
অথবা, হেরাসিম লেবেডেফ কে?
৩৫. ‘কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
৩৬. দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখ।


খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্যগুলো কী?
২. ইয়ং বেঙ্গল’ কারা? তাদের আদর্শ কী ছিল?
অথবা, ‘ইয়ং বেঙ্গল’ কারা? তাদের পরিচয় দাও।
৩. উইলিয়াম কেরীর পরিচয় দাও।
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের "অনুবাদ সাহিত্যে কৃতিত্ব" সংক্ষেপে আলোচনা কর।
৫. সাময়িকপত্রের অবদান আলোচনা কর: বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ
৬. ‘কল্লোল’ পত্রিকাটি আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে যে  অবদান রেখেছে তা আলোচনা করো।
৭. ‘কল্লোল যুগ’ বলতে কী বুঝ? এ যুগের প্রধান বৈশিষ্ট্য কী?
অথবা, ‘কল্লোল’ যুগ বলতে কী বুঝ?
৮. ‘বঙ্গদর্শন’ পত্রিকার পরিচয় দাও।
৯. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনাসমূহের পরিচয় দাও।
১০. ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো প্রেমেন্দ্র মিত্রের মতামত অনুসারে উল্লেখ কর।
১১. ‘মেঘনাদবধ’ কোন ধরনের রচনা? সংক্ষেপে আলোচনা কর।
১২. বিহারীলালকে ‘ভোরের পাখি’ বলা হয় কেন?
১৩. প্রহসন কী? সংক্ষেপে আলোচনা কর।
১৪. গীতিনাট্য বলতে কী বুঝ?
১৫. ‘নীলদর্পণ’ বাংলা নাটকের ইতিহাসে কিরূপ গুরুত্ব বহন করে?
১৬. মুসলিম সাহিত্য সমাজের মতাদর্শ আলোচনা কর।
অথবা, মুসলিম সাহিত্য সমাজের পরিচয় দাও।
অথবা, মুসলিম সাহিত্য সমাজের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, ‘মুসলিম সাহিত্য সমাজ’ সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৭. শিখাগোষ্ঠী সম্পর্কে যা জান লেখ।
১৮. প্রবন্ধকার আবুল ফজলের পরিচয় দাও।
১৯. প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর পরিচয় দাও।
২০. বঙ্গীয় সাহিত্য পরিষদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২১. বাংলা রঙ্গ ও ব্যঙ্গ সাহিত্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২২. কাব্যনাট্য বলতে কী বুঝ?
২৩. বাংলা নাট্য সাহিত্যে ‘নটগুরু’ বলা হয় কাকে? বাংলা নাটকে তাঁর অবদান উল্লেখ কর।
২৪.   ‘শনিবারের চিঠি’ বাংলা সমালোচনা সাহিত্যে কিরূপ ভূমিকা রাখে?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বাংলা ছোটগল্প ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২. বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিচার কর।
অথবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হিসেবে তার অবদান মূল্যায়ন কর।
৩. বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরী’র অবদান মূল্যায়ন কর।
৪. বাংলার নবজাগরণ উনিশ শতকের সাহিত্যে কীভাবে প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।
৫. ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’ পূর্ববাংলার মুসলমানদের নবজাগরণে এর ভূমিকা আলোচনা কর।
অথবা,   ‘মুসলিম সাহিত্য সমাজের’ বাংলা সাহিত্যে ভূমিকা আলোচনা কর।
৬. ‘ঈশ্বরগুপ্ত দুই যুগের প্রতিভূ’- ব্যাখ্যা কর।
৭. মীর মশাররফ হোসেন গদ্যশিল্পী হিসেবে কিরূপ অবদান রাখে?
৮. ঔপন্যাসিক ‘শরৎচন্দ্র’ শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
অথবা, শরৎ সাহিত্যের জনপ্রিয়তার মৌল কারণগুলো শনাক্ত কর।
৯. বাংলা ছোটগল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিরূপণ কর।
১০. উনিশ শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে রামনারায়ণ তর্করত্ন ও মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা তুলে ধর।
১১. বাংলা নাট্যসাহিত্যের ধারায় দীনবন্ধু মিত্রের স্থান নির্ণয় কর।
অথবা, দীনবন্ধু মিত্রের বাংলা নাট্যসাহিত্যে অবদান আলোচনা কর।
১২. উনিশ শতকের প্রহসনে সমসাময়িক সমাজ ও জাতীয় চেতনা কীভাবে আত্মপ্রকাশ করেছে তা বর্ণনা কর।
১৩. রূপক-সাংকেতিক নাটকের পরিচয় দাও।
১৪. বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার পরিচয় দাও।
অথবা, বাংলা মহাকাব্যের বিকাশধারা বর্ণনা কর।
১৫. আধুনিক বাংলা কাব্যধারায় জীবনানন্দ দাশের অবদান মূল্যায়ন কর।
১৬. বিহারীলাল আধুনিক বাংলা গীতিকবিতায় কিরূপ অবদান রেখেছে? 
অথবা, গীতিকবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর স্থান নির্ণয় কর।
১৭. পঞ্চপাণ্ডব কারা? তাদের পরিচয় দাও।
১৮. ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও বাংলা উপন্যাস’ শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
১৯. বাংলা গদ্যসাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান মূল্যায়ন কর।
অথবা, বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় প্রমথ চৌধুরী
অথবা অক্ষয়কুমার দত্তের অবদান মূল্যায়ন কর।
অথবা, বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা কর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url