বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি? || Bangla sahityer pratham sarthak ṭrajedi konati?

বাংলা অনার্স ৩য় বর্ষ 
বাংলা সাহিত্যের ইতিহাস-২
১. শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: শ্রীরামপুর মিশন ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।

২. শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা।

৩. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি।

৪. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?
উত্তর: উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন।

৫. ‘কথোপকথন’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘কথোপকথন’ গ্রন্থটির লেখক উইলিয়াম কেরী।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি

৬. ‘ইতিহাসমালা’ গ্রন্থটির রচয়িতা কে?
অথবা, ‘ইতিহাসমালা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘ইতিহাসমালা’ গ্রন্থের রচয়িতা উইলিয়াম কেরি।

৭. ‘হিতোপদেশ’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘হিতোপদেশ’ গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা।

৮. ব্রাহ্মধর্মের প্রবর্তক কে?
উত্তর: ব্রাহ্মধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায়।

৯. রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম কী?
উত্তর: রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম ‘ব্যাকরণ কৌমুদী’।

১০. কত সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৮৩১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

১১. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কী?
উত্তর: প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।

১২. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী?
উত্তর: কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতোম।

১৩. কার নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়?
উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়।

১৪. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
উত্তর: বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র ‘দিগ্‌দর্শন’।

১৫. ‘সবুজপত্র’ সাময়িকপত্রটি কখন প্রথম প্রকাশিত হয়?
অথবা, ‘সবুজপত্র’ পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ পত্রিকা ১৯১৪ সালে প্রথম প্রকাশিত হয়।

১৬. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ‘The Captive ladie’ (১৮৪৯) মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ।

১৭. মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’ নাটকের কাহিনি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: মহাভারতের আদিপর্ব থেকে নেওয়া হয়েছে।

১৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
উত্তর: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী।

১৯. বলাকা কাব্য কোন ছন্দে রচিত?
উত্তর: বলাকা কাব্য মুক্তক ছন্দে রচিত।

২০. ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম কী?
উত্তর: ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম Song Offerings.

২১. ‘ল্যাবরেটরি’ ছোট গল্পটির রচয়িতা কে?
উত্তর: ‘ল্যাবরেটরি’ ছোট গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

২২. কোন উপন্যাসটি ব্রিটিশ শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবি’।

২৩. ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর: ‘বনফুল’ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।

২৪. ‘অবরোধবাসিনী’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘অবরোধবাসিনী’ প্রবন্ধ গ্রন্থ রচনা।

২৫. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।

২৬. ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম।

২৭. ‘কল্লোল’ পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয়?
উত্তর: ‘কল্লোল’ পত্রিকাটি দীনেশ রঞ্জন দাস সম্পাদনায় প্রকাশিত হয়।

২৮. যুগসন্ধিক্ষণের কবি কে?
উত্তর: যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।

২৯. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কাকে বলা হয়?
অথবা, আধুনিক বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ কে?
উত্তর: বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ বলা হয়।

৩০. “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়।”- উক্তিটি কার?
উত্তর: “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়” -উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের।

৩১. আধুনিক বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে?
উত্তর: যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

৩২. শিখা পত্রিকা কোন সংগঠনের মুখপত্র ছিল?
অথবা, মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: ‘মুসলিম সাহিত্য সমাজ’ সংগঠনের মুখপত্র ছিল।

৩৩. ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধগ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: মোতাহের হোসেন চৌধুরী।

৩৪. ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা কে?
অথবা, হেরাসিম লেবেডেফ কে?
উত্তর: ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা হেরোসিম লেবেডেফ।

৩৫. ‘কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
উত্তর: কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা যোগেন্দ্র চন্দ্র গুপ্ত।

৩৬. দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখ।
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url