এইচ.এস.সি. অর্থনীতি ১ম পত্র MCQ সাজেশন ১০০% কমন || HSC Arthaniti 1st patra MCQ sajesan 100% Common
১. মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়?
ক. অভাবের তুলনায় সম্পদ বেশি থাকায়
● অভাবের তুলনায় সম্পদ কম থাকায়
গ. সম্পদ সীমিত কিন্তু অভাব সসীম
ঘ. অভাব সীমিত কিন্তু সম্পদ অসীম
২. কীসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণে সমস্যায় পড়ে?
● সম্পদের স্বল্পতার জন্য খ. অভাবের তীব্রতার জন্য
গ. তুলনামূলক গুরুত্বের কারণে ঘ. সমন্বয় সাধনের কারণে
৩. অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানবজীবনে কোন সমস্যার সূত্রপাত ঘটে?
ক. পারিবারিক সমস্যার খ. ব্যক্তিগত সমস্যার
● মৌলিক অর্থনৈতিক সমস্যার ঘ. সামাজিক সমস্যার
8. অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন?
ক. অসীম খ. অধিক গ. প্রচুর ● সীমিত
৫. কোনটি মানবজীবনের মূল অর্থনৈতিক সমস্যা?
● সম্পদের দুষ্প্রাপ্যতা খ. অসীম অভাব গ. অসীম সম্পদ ঘ. সীমিত অভাব
৬. অধ্যাপক রবিন্সের অর্থনীতির সংজ্ঞা থেকে মানবজীবনের কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়?
ক. দুইটি ● তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৭. অর্থনীতিতে সর্বপ্রথম ‘দুষ্প্রাপ্যতা’ ধারণাটির ব্যবহার করেন কে?
ক. পল এ. স্যামুয়েলসন ● এল. রবিন্স গ. অ্যাডাম স্মিথ ঘ. আলফ্রেড মার্শাল
৮. মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধরন কেমন?
● অসীম খ. সসীম গ. নগণ্য ঘ. স্থির
৯. অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
ক. এডাম স্মিথ খ. পল এ. স্যামুয়েলসন
● অধ্যাপক মার্শাল ঘ. কার্ল মেনজার
১০. শরীফ অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছে না। এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে?
● মৌলিক মানবিক চাহিদা খ. গৌণ মানবিক চাহিদা
গ. অমৌলিক চাহিদা ঘ. বিলাস জাতীয় চাহিদা
১১. মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে-
i. দুষ্প্রাপ্যতা
ii. সম্পদের বিকল্প ব্যবহার
iii. নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
১২. প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায়-
i. জীবনধারণের জন্য
ii. অভ্যাসজনিত কারণে
iii. বিলাসের জন্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
তানিয়া দরিদ্র পরিবারের সন্তান। সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে। না খেয়ে থাকাতে তার শরীরে বিভিন্ন রোগ-ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। বর্তমান বিশ্বে তানিয়ার মতো অনেক শিশু প্রায়ই না খেয়ে থাকে।
১৩. অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কী বলা যায়?
ক. নির্বাচন ● অভাব গ. দুষ্প্রাপ্যতা ঘ. বণ্টন
১৪. তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী-
i. সম্পদের দুষ্প্রাপ্যতা
ii. অসীম অভাব
iii. শিশুদের প্রতি অবহেলা
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?
● দুষ্প্রাপ্যতা খ. নির্বাচন গ. যোগান ঘ. চাহিদা
১৬. মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন?
● স্যামুয়েলসন খ. কেইনস গ. অ্যাডাম স্মিথ ঘ. মার্শাল
১৭. চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতিই হলো—
● দুষ্প্রাপ্যতা খ. নির্বাচন গ. অর্থনৈতিক ব্যবস্থা ঘ. অর্থনৈতিক সমস্যা
১৮. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
● অ্যাডাম স্মিথ খ. এল. রবিন্স গ. আলফ্রেড মার্শাল ঘ. পি. এ. স্যামুয়েলসন
১৯. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
ক. সম্পদের ঘাটতি খ. সীমাহীন চাহিদা গ. সীমাহীন অভাব ● সম্পদের দুষ্প্রাপ্যতা
২০. অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি?
ক. সসীম অভাব খ. সীমিত উৎপাদন গ. সঠিক নির্বাচন ● সীমিত সম্পদ
২১. সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়াটি হলো—
ক. দুষ্প্রাপ্যতা ● নির্বাচন গ. উৎপাদন ঘ. মৌলিক সমস্যা
২২. অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কী বলে?
ক. দুষ্প্রাপ্যতা ● নির্বাচন গ. উৎপাদন ঘ. মৌলিক সমস্যা
২৩. অর্থনীতিতে ‘নির্বাচন প্রয়োজনীয়, কারণ-
i. অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত
ii. সকল অভাব সমান গুরুত্বপূর্ণ
iii. সম্পদের বিকল্প ও দক্ষ ব্যবহার সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. অর্থনৈতিক সমস্যা হচ্ছে-
i. উৎপাদন, বণ্টন ও ভোগ
ii. দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ
iii. উৎপাদন কৌশল নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
২৫. অধ্যাপক এল. রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায়-
i. অসীম অভাব
ii. সীমিত সম্পদ
iii. সম্পদের পূর্ণ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
২৬. ‘মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়’—উক্তিটি কার?
● বেনহাম খ. কেইন্স গ. মার্শাল ঘ. রিকার্ডো
২৭. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
ক. এল. রবিন্স খ মার্শাল ● অ্যাডাম স্মিথ ঘ. স্যামুয়েলসন
২৮. আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়?
ক. এডাম স্মিথ খ. মার্শাল ● পি. এ. স্যামুয়েলসন ঘ. ডেভিড রিকার্ডো
২৯. মানবজীবনে অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি?
ক. সম্পদের প্রাচুর্যতা খ. সম্পদের বাহ্যিকতা
গ. সম্পদের হস্তান্তরযোগ্যতা ● সম্পদের সীমাবদ্ধতা
৩০. মানবজীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজন হলো—
i. সম্পদের উৎপাদন বৃদ্ধি
ii. গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন
iii. সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
৩১. অর্থনীতিকে ‘স্বল্পতার বিজ্ঞান’ (science of scarcity) হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কে?
ক. অ্যাডাম স্মিথ খ. পল এ. স্যামুয়েলসন গ. অধ্যাপক মার্শাল ● এল. রবিন্স
৩২. ‘An Eassy on the Nature and Significance of Economic Science’ গ্রন্থটি কত সালে প্রকাশিত?
● ১৯৩২ খ. ১৯৩৪ গ. ১৯৩৫ ঘ. ১৯৪৮
৩৩. কোনটি অনুসারে মানুষ অসংখ্য অভাব থেকে তার অভাবগুলোকে নির্বাচন করে?
ক. যোগান খ. চাহিদা ● গুরুত্ব ঘ. আকাঙ্ক্ষা
৩৪. ব্যক্তিগত বা জাতীয় জীবনে কী থেকে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি?
● সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে খ. অর্থনৈতিক সমস্যা থেকে
গ. নির্বাচন সমস্যা থেকে ঘ. অফুরন্ত সম্পদ থেকে
৩৫. অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতার মধ্যে সমন্বয় সাধনকে কী বলে?
ক. বণ্টন ● নির্বাচন গ. ভোগ ঘ. উৎপাদন
৩৬. কীসের প্রেক্ষিতে অর্থনীতিবিদ এল. রবিন্স অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেন?
● দুষ্প্রাপ্যতা খ. অসীম অভাব গ. নির্বাচন ঘ. সম্পদের প্রাচুর্যতা
৩৭. সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে কোন সমস্যাটির উদ্ভব হয়?
ক. বণ্টন ● নির্বাচন গ. ভোগ ঘ. উৎপাদন
৩৮. দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের কোনটিকে বোঝায়?
ক. অবাধলভ্যতাকে খ. নির্দিষ্ট পরিমাণকে ● অপ্রতুলতাকে ঘ. প্রচুরতাকে
৩৯. কোন দ্রব্যের ক্ষেত্রে দুষ্প্রাপ্যতার ধারণা কার্যকর হয় না?
● মুক্ত খ. অর্থনৈতিক গ. বিলাসজাত ঘ. মধ্যবর্তী
৪০. ‘মানুষ যে সকল পণ্যসামগ্রী চায় তার যোগানের সীমাবদ্ধতাই হলো দুষ্প্রাপ্যতা’- কে বলেছেন?
ক. বেনহাম খ. রবিন্স ● স্যামুয়েলসন ঘ. লিপসি
৪১. অর্থনীতিকে ‘প্রশাসনিক বিজ্ঞান’ বলে অভিহিত করেন— কোন অর্থনীতিবিদ?
ক. L. Robbins খ. Adam Smith ● Oskar Lange ঘ. Paul A. Samuelson
৪২. প্রতিটি দেশে, সমাজের প্রতিটি স্তরে মানুষ তার অভাবের সাথে সংগ্রাম করে, কারণ-
i. অভাব অনাদি ও অনন্ত
ii. মানুষের প্রত্যাশা অসীম
iii. সম্পদ সীমিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. অসীম অভাব ও সীমিত সম্পদ থেকে উদ্ভব ঘটে-
i. বিকল্প ব্যবহার
ii. দুষ্প্রাপ্যতা
iii. নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
৪৪. মৌলিক অর্থনৈতিক সমস্যা—
i. কী উৎপাদন করতে হবে
ii. কীভাবে উৎপাদন করতে হবে
iii. কার জন্য উৎপাদন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
৪৫. অপ্রচুর সম্পদ দ্বারা অসংখ্য অভাব পূরণের জন্য মানুষ যে সমস্যার সম্মুখীন হয়-
i. সম্পদের স্বল্পতার সমস্যা
ii. অভাব নির্বাচনের সমস্যা
iii. বিকল্প দ্রব্য না পাওয়ার সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও।
ইমরানকে তার মা ৫০০ টাকা দিল বাজার থেকে তাদের পরিবারের জন্য চাল, আলু, ওষুধ ও একটি সাবান আনতে। ইমরান বাজারে গিয়ে পণ্যগুলোর দাম জিজ্ঞেস করে বুঝতে পারল এই পরিমাণ টাকায় সব জিনিস কেনা সম্ভব নয়। তবে সবকটি পণ্যই তার পরিবারে কম-বেশি গুরুত্বপূর্ণ।
৪৬. ইমরান কোন পণ্যগুলো ৫০০ টাকায় ক্রয় করবে?
● যে পণ্যগুলো তার পরিবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ খ. যে পণ্যগুলোর দাম খুবই সস্তা
গ. যে পণ্যগুলো কম পছন্দের ঘ. যে পণ্যগুলো পরিবারের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ
৪৭. পণ্য কেনার পূর্বে ইমরানকে লক্ষ করতে হবে— উচ্চতর দক্ষতা-
i. অভাবের গুরুত্ব প্রতি
ii. অর্থের সর্বোত্তম ব্যবহারের দিকে
iii. উক্ত টাকায় প্রয়োজনীয় পণ্য কেনার প্রতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
৪৮. ‘অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান’— কে বলেছেন?
ক. বেনহাম ● স্যামুয়েলসন গ. এল. রবিন্স ঘ. কার্ল মার্কস
৪৯. অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে কী বলে?
● দুষ্প্রাপ্যতা খ. নির্বাচন গ. অসীম অভাব ঘ. বিকল্প ব্যবহার
৫০. অর্থনীতির জময় সমস্যাদ্বয় কী?
● দুষ্প্রাপ্যতা ও নির্বাচন খ. দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা
গ. অসীমতা ও নির্বাচন ঘ. স্বল্পতা ও প্রতিদ্বন্দ্বিতা
ক. মানবিক ● মানসিক গ. আধ্যাত্মিক ঘ. কাল্পনিক
২. যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বুঝায় তবে উৎপাদন বলতে কী বুঝায়?
ক. যোগান সৃষ্টি খ. চাহিদা সৃষ্টি ● উপযোগ সৃষ্টি ঘ. মজুদ সৃষ্টি
৩. কোনটি পর্যায়গত উপযোগ?
ক. ১, ২, ৩ ● I, II, III গ. সংখ্যাবাচক পছন্দক্রম ঘ. পরিমাণগত উপযোগ
৪. কোনটি সংখ্যাবাচক উপযোগ?
● ১, ২, ৩ খ. I, II, III গ. সংখ্যাবাচক পছন্দক্রম ঘ. পরিমাণগত উপযোগ
৫. উপযোগ কয়টি পদ্ধতিতে পরিমাপ করা যায়?
ক. ১ ● ২ গ. ৩ ঘ. ৪
৬. উপযোগ কাকে বলে?
ক. তৃপ্তি মেটানোর ক্ষমতাকে খ. চাহিদার পরিমাণকে
গ. ভোগের তীব্রতাকে ● অভাব মোচনের ক্ষমতাকে ঘ
৭. উপযোগ নিঃশেষ হয় কীভাবে?
ক. দাম দ্বারা ● ভোগ দ্বারা গ. যোগান দ্বারা ঘ. চাহিদা দ্বারা
৮. উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ১ ● ২ গ. ৩ ঘ. ৪
৯. একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়?
ক. স্বাদ ● উপযোগ গ. রুচি ঘ. উপকারিতা
১০. কোন অর্থনীতিবিদরা সংখ্যাবাচক উপযোগকে সমর্থন করেন?
ক. আধুনিক ● ক্লাসিক্যাল গ. হিকস অ্যালেন ঘ. কেইনসীয়
১১. আধুনিক অর্থনীতিবিদরা কোন উপযোগকে সমর্থন করেন?
ক. সংখ্যাবাচক উপযোগ ● পর্যায়গত উপযোগ
গ. প্রান্তিক উপযোগ ঘ. পরিমাণগত উপযোগ
১২. আদ্রিতার কমলা খেতে ইচ্ছা করল। আদ্রিতার কাছে কমলার কী থাকায় সে কমলা ক্রয় করবে?
ক. চাহিদা ● উপযোগ গ. অভাব ঘ. আকাঙ্ক্ষা
১৩. জনি বাজার থেকে ১০টি আম কিনে এনে প্রথম ৪টি আম খাওয়ার পর বাকিগুলো খেতে পারলো না। জনির আচরণে অর্থনীতির কোন ধারণার প্রকাশ পেয়েছে?
ক. চাহিদা পূরণ ● উপযোগ পূরণ গ. যোগান পূরণ ঘ. চাহিদা বিধি
১৪. ভোগ করার ক্ষেত্রে কোন ক্রিয়াটি সংঘটিত হয়?
ক. কোনো দ্রব্যের চাহিদা মেটানো
● কোনো দ্রব্যের উপযোগিতা নিঃশেষ
গ. কোনো দ্রব্য তৈরির উপকরণ ব্যবহার
ঘ. কোনো দ্রব্যের ভালো-মন্দ বিচার
১৫. উপযোগ ধারণাটির সাথে সংশ্লিষ্ট বিষয়—
i. কোনো দ্রব্য দ্বারা অভাব মোচনের ক্ষমতা
ii. কোনো দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা
iii. কোনো দ্রব্যের উপযোগ ধ্বংস
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. উপযোগ হলো—
i. একটি মানসিক ধারণা
ii. অভাব পূরণের ক্ষমতা
iii. দ্রব্যের উপকারিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
১৭. কোনো দ্রব্যের উপযোগের পরিবর্তন ঘটে যখন–
i. ভোক্তার রুচির পরিবর্তন হয়
ii. ভোক্তার আয়ের পরিবর্তন হয়
iii. ভোক্তার অভ্যাসের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক একজন জর্দা ব্যবসায়ী। কেউ তাকে কখনো জর্দা খেতে দেখেনি। তবুও সে এই ক্ষতিকর ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাকে যদি কেউ প্রশ্ন করে, জেনেশুনে এ ব্যবসা কেন করেন? তিনি এক গাল হেসে সহজ উত্তর দেবেন- মানুষ খায় বলে আমি বিক্রি করি।
১৮. রফিকের জর্দা বিক্রির যৌক্তিক কারণ কী?
ক. নিত্য প্রয়োজনীয় খ. নৈতিকতার অভাব
● পর্যাপ্ত উপযোগ ঘ. বিক্রেতার অভাব
১৯. জর্দা বিক্রির মাধ্যমে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে―
i. উপযোগ একটি ভ্রান্ত ধারণা
ii. যা অভাব পূরণে সক্ষম তারই উপযোগিতা আছে
iii. উপযোগ ন্যায় অন্যায় অনুসরণ করে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
২০. সংখ্যাগত উপযোগের ধারণা কে প্রদান করেন?
ক. রিকার্ডো খ. অ্যাডাম স্মিথ ● মার্শাল ঘ. হিক্স
২১. পর্যায়গত উপযোগ ধারণা ব্যাখ্যা করেন কোন অর্থনীতিবিদ?
ক. রিকার্ডো খ. অ্যাডাম স্মিথ গ. মার্শাল ● জে. আর হিকস
২২. ব্যবহারের মাধ্যমে যখন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয়, তখন তাকে কী বলে?
● ভোগ খ. সঞ্চয় গ. বিনিয়োগ ঘ. সরকারি ব্যয়
২৩. দ্রব্যের বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণে সক্ষম –
ক. উৎপাদন খ. বিনিময় গ. যোগান ● উপযোগ
২৪. উপযোগ পরিমাপের একক-
ক. লিটার ● ইউটিল গ. মিটার ঘ. গ্রাম
২৫. ‘উপযোগ হলো কোন দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে’ –কে বলেছেন?
ক. লিপসি খ. মার্শাল ● মেয়ার্স ঘ. রবিন্স
২৬. ভোক্তার আচরণের প্রকাশ ঘটে কীসের মাধ্যমে?
ক. আয়ের মাধ্যমে ● চাহিদার মাধ্যমে
গ. ভোগের মাধ্যমে ঘ. ক্রয়ক্ষমতার মাধ্যমে
২৭. সর্বশেষ একক থেকে কোন উপযোগ পাওয়া যায়?
ক. মোট উপযোগ খ. ঋণাত্মক উপযোগ ● প্রান্তিক উপযোগ ঘ. ঋণাত্মক উপযোগ
২৮. D = 5 – P সমীকরণে স্বাধীন চলক কোনটি?
ক. D খ. 5-P ● P ঘ. 5
২৯. প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কী হয়?
● বাড়ে খ. কমে গ. শূন্য হয় ঘ. স্থির থাকে
৩০. কখন ভোক্তা অতিরিক্ত এক একক দ্রব্যের জন্য কম দাম দিতে চায়?
ক. দ্রব্যের উপযোগ বাড়লে খ. দ্রব্যের দাম কমলে
● দ্রব্যের উপযোগ কমলে ঘ. দ্রব্যের দাম বাড়লে
৩১. নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে?
ক. গড় উপযোগ খ. উপযোগ ● প্রান্তিক উপযোগ ঘ. মোট উপযোগ
৩২. দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের কী?
● সমান খ. কম গ. বিপরীতমুখী ঘ. বেশি
৩৩. প্রান্তিক উপযোগ ধারণার সাহায্যে প্রথম ভোক্তার আচরণ বিশ্লেষণ করেন কোন অর্থনীতিবিদ?
● মার্শাল খ. রিকার্ডো গ. অ্যাডাম স্মিথ ঘ. ফিশার
৩৪. কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে কী বলে?
ক. গড় উপযোগ খ. উপযোগ ● প্রান্তিক উপযোগ ঘ. মোট উপযোগ
৩৫. মিঠু ৪টি পেয়ারা কিনলো, এক্ষেত্রে ৪র্থ পেয়ারাটিকে কী বলা যায়?
ক. মোট পেয়ারা ● প্রান্তিক পেয়ারা
গ. ভোগকৃত পেয়ারা ঘ. উপভোগ্য পেয়ারা
৩৬. কোনো দ্রব্য বারবার ভোগ করলে ঐ দ্রব্যের প্রতি ভোক্তার—
i. আগ্রহ কমে
ii. উপযোগ বাড়ে
iii. উপযোগ কমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়?
ক. আয় বৃদ্ধির ফলে খ. সঞ্চয় বৃদ্ধির ফলে
গ. লাভের একক বৃদ্ধির ফলে ● ভোগের একক বৃদ্ধির ফলে
৩৮. কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত?
ক. ভোক্তার আয় বৃদ্ধি খ. ভোক্তার পছন্দ পরিবর্তন
গ. ভোক্তার রুচি পরিবর্তন ● ভোক্তার যুক্তিসম্মত আচরণ
৩৯. কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর?
ক. প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ● ভোক্তার আয় বেড়ে গেলে।
গ. ভোক্তার ব্যয় বেড়ে গেলে ঘ. ভাত খাওয়ার ক্ষেত্রে
৪০. ক্রমহ্রাসমান উপযোগ বিধিতে নির্দিষ্ট সময়ে ভোক্তার আয়, রুচি ও পছন্দ কী হিসেবে বিবেচনা করা হয়?
● স্থির খ. পরিবর্তনশীল গ. ক্রমহ্রাসমান ঘ. ক্রমবর্ধমান
৪১. বিভিন্ন দেশের পুরোনো ডাকটিকেট, বিভিন্ন মুদ্রা সংগ্রহের আকাঙ্ক্ষা ভোক্তার নিকট বাড়লে কোন বিধির কার্যকারিতা নষ্ট হয়?
ক. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ● ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
গ. মাত্রাগত প্রান্তিক উৎপাদন বিধি ঘ. ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি
৪২. কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর?
ক. প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ● দুর্লভ মুদ্রার ক্ষেত্রে
গ. মিষ্টি খাওয়ার ক্ষেত্রে ঘ. মধু খাওয়ার ক্ষেত্রে
৪৩. কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বহির্ভূত?
ক. খাদ্য সংগ্রহ খ. বস্ত্ৰ সংগ্ৰহ ● ডাকটিকেট সংগ্রহ ঘ. বাসস্থান নির্মাণ
৪৪. একটি দ্রব্যের কিছু পরিমাণ ভোগ করার পর ঐ দ্রব্যের অভাব বোধের মাত্রা কমে আসার কারণ কী?
● নির্দিষ্ট অভাব সসীম খ. মানুষ অল্পতেই তুষ্ট
গ. নির্দিষ্ট অভাব অসীম ঘ. অভাবের মাত্রা সীমিত
৪৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ধারণা ব্যাখ্যা দেন কোন অর্থনীতিবিদ?
● অধ্যাপক মার্শাল খ. বেনহাম গ. স্যামুয়েলসন ঘ. কুনট
৪৬. নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যের অভাব কেমন?
ক. অসীম ● সসীম গ. পরিমিত ঘ. অপরিমিত
৪৭. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত হলো—
i. ভোক্তার রুচি, অভ্যাস পরিবর্তনীয়
ii. উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য
iii. উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছাকে অর্থনীতিতে কী বলে?
● চাহিদা খ. উপযোগ গ. যোগান ঘ. অভাব
৪৯. একজন ভিক্ষুক মোটরসাইকেল ক্রয় করতে চায়। কিন্তু তার মোটরসাইকেল ব্রুয়ের সামর্থ্য নেই। তাই তার আকাঙ্ক্ষাকে কী বলা যাবে না?
● চাহিদা খ. যোগান গ. উপযোগ ঘ. বিকল্প চাহিদা
৫০. চাহিদার সাথে দামের সম্পর্ক কীরূপ?
ক. সমান ● বিপরীতমুখী গ. ঊর্ধ্বমুখী ঘ. সমমুখী
ক. ভূমি খ. শ্রম ● সংগঠক ঘ. মূলধন
২. উৎপাদন ব্যবস্থাপনার কাজ করেন কে?
ক. ভূমি খ. শ্রম ● সংগঠক ঘ. মূলধন
৩. উৎপাদন কীসের ওপর নির্ভর করে?
ক. ব্যক্তির খ. সংগঠকের গ. শ্রমের ● উপকরণের
৪. নিচের কোনটি মূলত রূপান্তর প্রক্রিয়া?
ক. ভোগ খ. সঞ্চয় গ. বিনিময় ● উৎপাদন
৫. প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কী বলে?
ক. ভোগ খ. সঞ্চয় গ. বিনিময় ● উৎপাদন
৬. কাদের মতে, উৎপাদন হলো কোন নতুন জিনিস সৃষ্টি করা?
ক. আধুনিক সমাজচিন্তাবিদ খ. আধুনিক অর্থনীতিবিদ
● ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ঘ. ক্লাসিক্যাল সমাজচিন্তাবিদ
৭. উৎপাদনে উপকরণ সংগ্রহ ও তদারকি করে কে?
ক. ভূমি খ. শ্রম ● সংগঠন ঘ. মূলধন
৮. অর্থনীতিতে উৎপাদন করার পর সৃষ্ট উপযোগের কী থাকতে হবে?
ক. ব্যবহারিক মূল্য ● বিনিময় মূল্য গ. আর্থিক মূল্য ঘ. প্রকৃত মূল্য
৯. সাধারণ অর্থে উৎপাদন কী?
● কোনো কিছু সৃষ্টি খ. কোনো কিছু ধ্বংস
গ. কোনো কিছু একত্রিকরণ ঘ. কোনো কিছু বিয়োজন
১০. আমজাদ মিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করেন। অর্থনীতিতে এ আসবাবপত্র তৈরির কাজটি কেমন?
ক. সংগঠন ● উৎপাদন গ. মূলধন ঘ. যোগান
১১. নিচের কোনটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদন নয়?
ক. কাঠ থেকে চেয়ার তৈরি ● বাড়িতে শখে বাগান করা
গ. সিলেটের আনারস ঢাকায় আনয়ন ঘ. একটি টেলিভিশন সেট মেরামত করা
১২. অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায়-
i. বস্তুর রূপ ও স্থান পরিবর্তন করে
ii. সময় ও গতি পরিবর্তন করে
iii. সময়, সেবা এবং মালিকানার পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব তাহের আলী পৌষ-মাঘ মাসে ধান চাষ করেন ও ধান মজুত করেন। তা ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করে তিনি বেশি দাম পান। বাকি সময় তিনি সবজি চাষ করেন এবং তা শহরে এনে বিক্রি করেন।
১৩. ধান মজুত করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করায় যে উৎপাদন সৃষ্টি হয়, তাকে কী বলে?
ক. মালিকানা উৎপাদন খ. সেবাগত উৎপাদন
● সময়গত উৎপাদন ঘ. রূপগত উৎপাদন
১৪. ব্যবসায়ী হিসেবে সবজি শহরে নিয়ে বিক্রি করা-
i. রূপগত উৎপাদন
ii. সেবাগত উৎপাদন
iii. স্থানগত উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
১৫. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
ক. নতুন দ্রব্য সৃষ্টি খ. অতিরিক্ত আয় সৃষ্টি
● নতুন উপযোগ সৃষ্টি ঘ. উপকরণ একত্রীকরণ
১৬. প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার, আকৃতি ও রূপ পরিবর্তন করে নতুন ধরনের উপযোগ সৃষ্টি সম্ভব হলে, তাকে বলে—
ক. ভোগ খ. সঞ্চয় গ. বিনিময় ● উৎপাদন
১৭. আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. স্থানগত খ. সেবাগত গ. সময়গত ● রূপগত
১৮. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
ক. উৎপাদন ● উপযোগ গ. ভোগ ঘ. চাহিদা
১৯. গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে স্থানান্তর করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. মালিকানাগত খ. সময়গত গ. রূপগত ● স্থানগত
২০. কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?
ক. স্থানান্তর করে ● বস্তুর আকৃতির পরিবর্তন করে
গ. নতুনভাবে সৃষ্টি করে ঘ. মালিকানার পরিবর্তন করে
২১. উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ● ৫ ভাগে
২২. কোনো দ্রব্যের উপযোগ সংযোজনের ফলে কী বৃদ্ধি পায়?
ক. প্রান্তিক উপযোগ খ. মোট উপযোগ গ. দ্রব্যের চাহিদা ● বিনিময় মূল্য
২৩. রহিম তুলা থেকে সুতা সংগ্রহ করে নিজ বাড়িতে শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করেন। তার তৈরিকৃত শাড়ি, লুঙ্গি ও গামছায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. স্থানগত খ. কালগত ● রূপগত ঘ. স্বত্বগত
২৪. রাজশাহীর আম কুমিল্লায় নিয়ে আসলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. কালগত উপযোগ খ. রূপগত উপযোগ গ. সেবাগত উপযোগ ● স্থানগত উপযোগ
২৫. জানুয়ারি মাসে উৎপাদিত আলু জুন মাসে বিক্রয় করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. রূপগত ● সময়গত গ. স্থানগত ঘ. সেবাগত
২৬. পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. রূপগত ● সেবাগত গ. স্থানগত ঘ. সময়গত
২৭. গায়ক গান গেয়ে সবাইকে আনন্দ দেয়- এটি কোন ধরনের উপযোগ?
ক. কালগত উপযোগ খ. রূপগত উপযোগ
● সেবাগত উপযোগ ঘ. স্থানগত উপযোগ
২৮. একটি দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে কী উপযোগ সৃষ্টি হবে?
ক. সময়গত খ. স্থানগত গ. সেবাগত ● মালিকানাগত
২৯. কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়?
ক. সময়গত খ. স্থানগত গ. সেবাগত ● মালিকানাগত
৩০. উৎপাদনের স্বরূপ হলো—
i. আটা থেকে রুটি তৈরি
ii. বাড়িতে শখে বাগান করা
iii. মোবাইল ফোন মেরামত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. রায়হান একজন শিল্প উদ্যোক্তা। একজন সংগঠক হিসেবে তিনি—
i. উৎপাদনের উপাদান সংগ্রহ করেন
ii. সব কাজ তদারকি করেন
iii. দক্ষতার সাথে কারবার পরিচালনা করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
৩২. একটি বেকারি পরিচালনার ক্ষেত্রে স্বল্পমেয়াদে কোনটি পরিবর্তনশীল ব্যয়?
ক. ব্রেকিং ওভেন খ. স্থায়ী মূলধনের সুদ
গ. দালান ভাড়া বাবদ বার্ষিক ব্যয় ● উপকরণ সামগ্রীর খরচ
৩৩. রহিমউদ্দিন মুন্সী তার বাগানের ফুল শহরে নিয়ে এসে বিক্রি করলে বেশি দাম পায়। কারণ-
i. শহরে আনলে ফুলের উপযোগ বাড়ে
ii. সৌখিন লোকেরাই ফুল বেশি পছন্দ করেন
iii. শহরে আনলে ফুলের বিনিময় মূল্য বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. ‘ক’ এ বছর আলুর ফলন বেশি পান কিন্তু দাম কম ও মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তার আলু দূরবর্তী গ্রাম থেকে জেলা শহরে এনে বিক্রি করেন বেশি দামের প্রত্যাশায়।
৩৪. উদ্দীপকে মি. ক-এর কাজে কী ধরনের উপযোগ সৃষ্টি হলো?
● স্থানগত খ. সেবাগত গ. সময়গত ঘ. রূপগত
৩৫. মি. ‘ক’ জেলা শহরে বিক্রি না করলে–
i. তার পণ্য আলুর দাম কম পেতেন
ii. মধ্যস্বত্বভোগীরা লাভবান হতো
iii. সময়গত উপযোগের কার্যকারিতা বুঝতে পারতেন
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. গায়ক এর গান কোন ধরনের উপযোগ?
ক. স্থানগত ● সেবাগত গ. সময়গত ঘ. রূপগত
৩৭. শহরে ময়লা-আবর্জনা হতে বিশেষ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন হলে, কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক. স্থানগত খ. সেবাগত গ. সময়গত ● রূপগত
৩৮. উৎপাদনের উপকরণ কয়টি?
ক. ২টি ● ৪টি গ. ৬টি ঘ. ৭টি
৩৯. উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
● ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন
৪০. উৎপাদনের কোন উপকরণের যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ?
● ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন
৪১. কোনটি সক্রিয় উপকরণ?
ক. ভূমি ● শ্রম গ. মূলধন ঘ. সংগঠন
৪২. শ্রমের প্রধান বৈশিষ্ট্য কী?
● জীবন্ত উপকরণ খ. নিষ্ক্রিয় উপকরণ
গ. স্থবির উপকরণ ঘ. স্থির উপকরণ
৪৩. শ্রমের মালিক কে?
ক. ব্যবসায়ী খ. শ্রমিক সংঘ গ. জমিদার ● শ্রমিক
৪৪. কীসের মাধ্যমে মূলধন সৃষ্টি হয়?
ক. ভোগের মাধ্যমে খ. অর্থ ব্যয়ের মাধ্যমে
● সঞ্চয়ের মাধ্যমে ঘ. বিনিময়ের মাধ্যমে
৪৫. যন্ত্রপাতি, কাঁচামাল উৎপাদনের কোন উপকরণ?
ক. ভূমি খ. শ্রম ● মূলধন ঘ. সংগঠন
৪৬. উৎপাদনের কোন উপকরণ ঝুঁকি বহন করে?
ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ● সংগঠন
৪৭. অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কী বলে?
● ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন
৪৮. ভূমি ও মূলধন নিজে উৎপাদন প্রক্রিয়া শুরু করতে না পারায় কী হিসেবে গণ্য হয়?
ক. স্থবির উপকরণ ● নিষ্ক্রিয় উপকরণ গ. স্থির উপকরণ ঘ. সক্রিয় উপকরণ
৪৯. উৎপাদনের মানবিক উপাদান কোনটি?
ক. ভূমি ● শ্রম গ. মূলধন ঘ. সংগঠন
৫০. কোনটি শ্রমের বৈশিষ্ট্য?
ক. শ্রমের যোগান তৎক্ষনাৎ বাড়ানো যায় খ. শ্রম একটি অনড় উপকরণ
গ. শ্রমের যোগান সীমাবদ্ধ ● শ্রম অত্যন্ত ক্ষণস্থায়ী উপকরণ
ক. অ্যাডাম স্মিথ খ. হ্যানি ● মার্শাল ঘ. হেনরি
২. একটি পণ্যকে ঘিরে ক্রেতা-বিক্রেতার মধ্যে কী ঘটে?
● সংযোগ খ. বিতর্ক গ. বিস্তৃতি ঘ. আলোচনা
৩. কীসের প্রকৃতি অনুযায়ী বাজার ধারণা আলোচনা করা হয়?
● দ্রব্যের খ. উৎপাদনের গ. স্থানের ঘ. মূল্যের
৪. সাধারণ অর্থে বাজার বলতে কী বোঝায়?
ক. ক্রেতা-বিক্রেতা ● নির্দিষ্ট স্থান গ. পণ্যের লেনদেন ঘ. দরকষাকষি
৫. নিচের কোনটি বাজারের উপাদান?
● ক্রেতা-বিক্রেতা খ. নির্দিষ্ট স্থান
গ. পণ্যের লেনদেন ঘ. দরকষাকষি
৬. বাজারের বৈশিষ্ট্য কোনটি?
● নির্দিষ্ট সময় খ. নির্দিষ্ট যোগান গ. চাহিদা ঘ. নির্দিষ্ট দ্রব্য
৭. অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?
● নির্দিষ্ট সময় খ. নির্দিষ্ট দামে পণ্য ক্রয়-বিক্রয়
গ. চাহিদা ঘ. নির্দিষ্ট দ্রব্য
৮. কীসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে?
ক. ক্রেতার খ. বিক্রেতার ● দ্রব্যের ধরনের ঘ. স্থানের
৯. কী নির্ধারিত হলে ক্রেতা-বিক্রেতা দ্রব্য কেনা-বেচা করে?
ক. নির্দিষ্ট সময় খ. নির্দিষ্ট যোগান গ. চাহিদা ● মূল্য
১০. ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কীসের মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়?
● দরকষাকষি খ. চাহিদা গ. কেনা বেচার ঘ. দ্রব্যের ধরনের
১১. দ্রব্যের বাজার বিশ্বব্যাপী তার বাজার কেমন হয়?
ক. স্বল্পস্থায়ী খ. সংকীর্ণ গ. দীর্ঘস্থায়ী ● প্রসারিত
১২. সরকারের কোন নীতির কারণে বাজার সংকীর্ণ হয়?
ক. বাণিজ্য খ. রাজস্ব গ. বাজার ● আর্থিক
১৩. অর্থনীতিতে বাজার হলো একটি—
i. একটি নির্দিষ্ট সময়
ii. ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেনাবেচা
iii. এক বা একাধিক অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
১৪. বাজার ধারণার মৌলিক বিষয় হলো—
i. চাহিদা
ii. যোগান
iii. সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো অঞ্চলের সমগ্রকে বোঝান, যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রবের মূল্য সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায়।
১৫. অনুচ্ছেদে উল্লিখিত বাজার সম্পর্কিত সংজ্ঞাটি কার?
ক. সিডনি চ্যাপম্যান খ. মার্শাল ● কুর্নট ঘ. পিগু
১৬. উক্ত সংজ্ঞা অনুসারে বাজারের বৈশিষ্ট্য হলো-
i. নির্দিষ্ট অঞ্চল বা স্থান
ii. ক্রয়-বিক্রয়যোগ্য এক বা একাকি দ্রব্য বা সেবা
iii. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
১৭. কোনটি বাজারের অপরিহার্য বৈশিষ্ট্য নয়?
● নির্দিষ্ট স্থান খ. নির্দিষ্ট দামে পণ্য ক্রয়-বিক্রয়
গ. চাহিদা ঘ. নির্দিষ্ট দ্রব্য
১৮. বাজার অর্থনীতি নিয়ন্ত্রিত হয়—
● দাম দ্বারা খ. উৎপাদনকারী দ্বারা
গ. সঞ্চয় দ্বারা ঘ. বিনিময় দ্বারা
১৯. অর্থনীতিতে বাজার বলতে বোঝায়—
ক. কোনো নির্দিষ্ট স্থানকে
খ. কোনো নির্দিষ্ট পণ্যকে
গ. ক্রেতা-বিক্রেতার দর কষাকষিতে
● নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয়-বিক্রয় কার্যক্রমকে
২০. বাজার বলতে বোঝায়—
i. একটি নির্দিষ্ট স্থান
ii. একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া
iii. নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
২১. অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত হলো—
i. চাহিদার সাথে
ii. সময়ের সাথে
iii. যোগানের সাথে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
২২. সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করেছেন কে?
ক. সিডনি চ্যাপম্যান ● মার্শাল গ. কুর্নট ঘ. পিগু
২৩. রতন কাজীপাড়া গ্রামের একটি বাগানে শাকসবজি উৎপাদন করে। রতনের উৎপাদিত দ্রব্যের বাজার কোন ধরনের?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন ● অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
২৪. কোনো দ্রব্যের বাজার যদি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে কয়েকটি দেশজুড়ে তথা পৃথিবীব্যাপী বিস্তৃত থাকে, তবে তাকে কোন বাজার বলে?
ক. জাতীয় খ. আঞ্চলিক ● আন্তর্জাতিক ঘ. স্থানীয়
২৫. কোন বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য ক্রয়-বিক্রয় হয়?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন ● অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
২৬. ক্রেতার রুচি, অভ্যাস, জ্ঞান ইত্যাদির আমূল পরিবর্তন ঘটে কোন বাজারে?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন গ. অতি স্বল্পকালীন ● অতি দীর্ঘকালীন
২৭. আয়তনের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ● ৩ গ. ৪ ঘ. ৫
২৮. কোন বাজারে চাহিদানুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তনযোগ্য নয়?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন ● অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
২৯. কোন বাজারে প্রয়োজন অনুযায়ী যোগান সামান্য পরিবর্তন করা যায়?
● স্বল্পকালীন খ. দীর্ঘকালীন
গ. অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
৩০. মনির তার মায়ের জন্য বিদেশ থেকে একটি গয়না নিয়ে এসেছে। এটি কোন বাজারের পণ্য?
ক. জাতীয় খ. আঞ্চলিক ● আন্তর্জাতিক ঘ. স্থানীয়
৩১. তৈরি পোশাকের বাজার কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. জাতীয় খ. আঞ্চলিক ● আন্তর্জাতিক ঘ. স্থানীয়
৩২. কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন স্থায়ী এমন বাজারকে কোন বাজার বলে?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন ● অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
৩৩. আসবাবপত্রের বাজার কোন বাজারের উদাহরণ?
ক. স্বল্পকালীন ● দীর্ঘকালীন গ. অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
৩৪. কাঁচাবাজার কোন বাজারের পণ্য?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন ● অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
৩৫. অধ্যাপক মার্শাল দ্রব্যের দাম নির্ধারণ প্রক্রিয়া কীসের ভিত্তিতে দেখিয়েছেন?
● চাহিদা ও যোগান খ. আয় ও ভোগ গ. উৎপাদন ও ব্যয় ঘ. চাহিদা ও সময়
৩৬. সাধারণত কৃষিজাত দ্রব্যের যোগান কেমন?
● স্থিতিস্থাপক খ. অস্থিতিস্থাপক
গ. শূন্য স্থিতিস্থাপক ঘ. আড়াআড়ি স্থিতিস্থাপক
৩৭. অধ্যাপক মার্শাল বাজারকে বিশ্লেষণ করেন—
i. শুধু চাহিদার ভিত্তিতে
ii. চাহিদা ও যোগানের ভিত্তিতে
iii. সময়ের গুরুত্বের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. চিত্রটি কোন বাজারকে নির্দেশ করে?
● পূর্ণ প্রতিযোগিতার খ. অপূর্ণ প্রতিযোগিতার
গ. মনোপসনি ঘ. একচেটিয়া
৩৯. উক্ত বাজারে গড় আয় ও প্রান্তিক আয় সমান হওয়ার কারণ হলো-
i. নির্দিষ্ট ক্রেতা বা বিক্রেতার দাম নির্ধারণে ভূমিকা নেই
ii. দাম স্থির থাকে
iii. এই বাজারে নতুন কোনো ফার্ম অংশগ্রহণ করতে পারে না
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও:
রহিম প্রতিদিন ৬০ টাকা লিটার দরে বাজারে দুধ বিক্রি করে। তার গ্রামে শনিবার কয়েকটি বিবাহ অনুষ্ঠান থাকায় দুধের দাম ৮০ টাকা লিটার দরে বিক্রি করে। সে অন্যান্য দিনের ন্যায় সমপরিমাণ দুধ বাজারে নিয়ে আসে।
৪০. দুধের বাজার কোন ধরনের?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন ● অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
৪১. রহিমের ক্ষেত্রে যোগান রেখার প্রকৃতি-
i. বামদিক থেকে ডানদিকে উর্ধ্বগামী
ii. লম্ব অক্ষের সমান্তরাল
iii. সম্পূর্ণ অস্থিতিস্থাপক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
৪২. সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার?
ক. ২ প্রকার ● ৪ প্রকার গ. ৬ প্রকার ঘ. ৮ প্রকার
৪৩. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কত প্রকার?
● ২ প্রকার খ. ৪ প্রকার গ. ৬ প্রকার ঘ. ৮ প্রকার
৪৪. গ্রামের একজন শাকসবজি বিক্রেতা চাইলেই পালং শাকের সরবরাহ বাড়াতে পারেন না। এক্ষেত্রে পালং শাকের বাজার কোন ধরনের বাজারের উদাহরণ?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন ● অতি স্বল্পকালীন ঘ. অতি দীর্ঘকালীন
৪৫. অতি স্বল্পকালে বাজারে দাম বিশেষ করে কিসের উপর নির্ভর করে?
ক. যোগান খ. উপকরণ গ. উৎপাদন ● চাহিদা
৪৬. পাট, সোনা ও তৈরি পোশাকের বাজার-
i. স্থানীয় বাজার
ii. আন্তর্জাতিক বাজার
iii. জাতীয় বাজার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. স্বর্ণের বাজার কোন ধরনের বাজারের উদাহরণ?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন ● আন্তর্জাতিক ঘ. অতি দীর্ঘকালীন
৪৮. ঈদ উপলক্ষে মি. রহিম নরসিংদী থেকে কাপড় কিনে এনে ঢাকায় বিক্রি করেন। এখানে কোন জাতীয় বাজার নির্দেশ করে?
ক. স্বল্পকালীন খ. দীর্ঘকালীন গ. আন্তর্জাতিক ● জাতীয়
৪৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা-বিক্রেতার সংখ্যা কত?
ক. দুইজন খ. কয়েকজন ● অসংখ্য ঘ. একজন
৫০. কোন বাজারের পণ্য সমজাতীয়?
● পূর্ণ প্রতিযোগিতার খ. অপূর্ণ প্রতিযোগিতার
গ. মনোপসনি ঘ. একচেটিয়া
● মহামন্দার
খ. শিল্প বিপ্লবের
গ. মুদ্রাস্ফীতির
ঘ. কৃষি বিপ্লবের
২. কোন ধারণাটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার-বিবেচনা করা হয়?
ক. বিনিয়োগ ব্যয়
● সামগ্রিক আয়
গ. কর্পোরেট আয়
ঘ. ব্যবসায়িক আয়
৩. ব্যবসায়-বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪. মুনাফাকে ভাগ করা হয় কয়টি অংশে?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৫. একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কী বলে?
ক. কর্পোরেট আয়
● প্রোপাইটরি আয়
গ. ডিভিডেন্ট
ঘ. অবণ্টিত কর্পোরেট মুনাফা
৬. কর্পোরেট মুনাফা কয়টি ভাগে বণ্টিত?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭. সামগ্রিক আয় সাধারণত কত বছরের প্রাপ্ত আয়ের সমষ্টি?
● ১ বছরের
খ. ২ বছরের
গ. ৩ বছরের
ঘ. ৪ বছরের
৮. কর্পোরেট ব্যবসা হতে অর্জিত মুনাফাকে কী বলে?
ক. বিনিয়োগ ব্যয়
খ. সামগ্রিক আয়
● কর্পোরেট আয়
ঘ. ব্যবসায়িক আয়
৯. কর্পোরেট মুনাফা যে অংশ পুনঃবিনিয়োগ এবং প্রতিষ্ঠানের অতীত ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয় তাকে কী বলে?
● অবণ্টিত কর্পোরেট মুনাফা
খ. ডিভিডেন্ট
গ. প্রোপাইটারের আয়
ঘ. কর্পোরেট মুনাফা
১০. ১৯৩০ সালের মহামন্দার পর কোন অর্থনীতির মাইলফলক শুরু হয়?
ক. ব্যষ্টিক অর্থনীতির
● সামষ্টিক অর্থনীতির
গ. কৃষি অর্থনীতির
ঘ. নগর অর্থনীতির
১১. কোনটি বাদ দিয়ে প্রাপ্ত নিট সুদ নির্ণয় করা হয়?
● সরকারি ঋণের সুদ
খ. সঞ্চয়
গ. মুনাফা কর
ঘ. ভোগ ব্যয়
১২. কর্পোরেট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় তাকে কী বলে?
ক. অবণ্টিত কর্পোরেট মুনাফা
● ডিভিডেন্ট
গ. প্রোপাইটারের আয়
ঘ. কর্পোরেট মুনাফা
১৩. ব্যবসায়িক আয়ের যে অংশ বিনিয়োগের জন্য সঞ্চয়কারীকে প্রদান করা হয় তাকে কী বলে?
ক. মুনাফা
● সুদ
গ. বিনিয়োগ
ঘ. মূলধন
১৪. একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় কোনটি থেকে?
ক. বিনিয়োগ ব্যয়
● সামগ্রিক আয়
গ. কর্পোরেট আয়
ঘ. ব্যবসায়িক আয়
১৫. সামগ্রিক আয়ের উৎস হলো—
i. শ্রমিকের জন্য স্বাস্থ্য ও কল্যাণ তহবিল
ii. সামাজিক বিমা অবদান
iii. পেনশন তহবিল নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৬. অর্থনীতিতে ময়দাকে কোন দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়?
ক. চূড়ান্ত দ্ৰব্য
● মাধ্যমিক দ্রব্য
গ. প্রাথমিক দ্রব্য
ঘ. মূলধনী দ্রব্য
১৭. কর্পোরেট মুনাফার বণ্টিত ভাগ হলো—
i. কর্পোরেট আয়কর
ii. অবণ্টিত কর্পোরেট মুনাফা
iii. ডিভিডেন্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
ভ্যাটিক্যান সিটিতে বসবাস করে টমাস লি নামের এক বাংলাদেশি। সে নিচের তার ভ্যাটিক্যান সিটির নাগরিক বন্ধু মি. তেবুল গাই এর হাতে একটি বই দেখতে পায়। যাতে উল্লেখ রয়েছে দেশটির ২০১২ সালের অর্থবছরের ভোক্তা সাধারণের বিভিন্নমুখী চাহিদা পূরণের সময়ে উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মোট আর্থিক মূল্য সম্পর্কিত নানা তথ্য।
১৮. উদ্দীপকের বইটিতে ভ্যাটিক্যান সিটির কীসের চিত্র ফুটে উঠেছে?
ক. বিনিয়োগ আয়ের
● সামগ্রিক আয়ের
গ. কর্পোরেট আয়ের
ঘ. ব্যবসায়িক আয়ের
১৯. এই ধরনের চিত্রে ফুটে ওঠে—
i. জমি থেকে প্রাপ্ত খাজনার তথ্য
ii. বাড়ি-ঘর থেকে প্রাপ্ত খাজনার তথ্য
iii. কল-কারখানা থেকে প্রাপ্ত খাজনার তথ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২০. Y = C +I+G+ (X-M) = কী হবে?
ক. GDP
● GNP
গ. NNP
ঘ. NDP
২১. NDP = কী?
● GDP-CCA
খ. GNP-CCA
গ. GNI- NNP
ঘ. GNI-CCA
২২. মোট জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না?
ক. দ্রব্য ও সেবার বাজার মূল্য
খ. বিদেশে কর্মরত দেশীয়দের আয়
● দেশে কর্মরত বিদেশিদের আয়
ঘ. নিট রপ্তানি
২৩. জাতীয় আয় গণনায় কোন পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়?
ক. প্রাথমিক
খ. প্ৰাক-মাধ্যমিক
● চূড়ান্ত
ঘ. মাধ্যমিক
২৪. সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?
● Y = C +I+G
খ. Y = C + I
গ. Y = C + I-G
ঘ. Y = C + NNI
২৫. নিচের কোনটিতে দেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রতিফলিত হয়?
● GDP
খ. GNP
গ. NNI
ঘ. CCA
২৬. কোন অর্থনীতিতে GDP ও GNP সর্বদা সমান হয়?
ক. পুঁজিবাদী অর্থনীতিতে
খ. খোলা অর্থনীতিতে
গ. নির্দেশমূলক অর্থনীতিতে
● বন্ধ অর্থনীতিতে
২৭. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বদ্ধ অর্থনীতিতে নিচের কোনটি সঠিক?
● GDP = C+I+G
খ. GDP = C+I+G+(X-M)
গ. GDP = C+I-G
ঘ. GDP = C+I+G-(X-M)
২৮. GDP হিসাবের সময় নিচের কোন করটি বাদ দিতে হয়?
ক. প্রত্যক্ষ কর
● পরোক্ষ কর
গ. ভূমি রাজস্ব
ঘ. ভ্যাট
২৯. বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় কোনটিতে অন্তর্ভুক্ত হয় না?
ক. GNP
খ. CCA
গ. NNI
● GDP
৩০. GDP হিসাবের ক্ষেত্রে গুরুত্বের সাথে কোন বিষয়টি বিবেচনা করা হয়?
● ভৌগোলিক সীমানা
খ. প্রাকৃতিক সম্পদ
গ. মূলধন দ্রব্য
ঘ. জনশক্তি
৩১. বিদেশি নাগরিকসহ সব উৎপাদনকারী দেশের ভেতরে যা উৎপাদিত হয় তাকে কী বলা হয়?
● জিডিপি
খ. এনএনপি
গ. জিএনপি
ঘ. এনআই
৩২. দেশের অভ্যন্তরে এক বছরে ৫ মণ ধান, ২ মণ পাট ও ১০০ পোশাক তৈরি হয় যার বাজার মূল্য প্রতি এককে যথাক্রমে ১০০ টাকা, ৫০ টাকা ও ১০ টাকা। এক্ষেত্রে মোট দেশজ উৎপাদন কত?
ক. ১২০০ টাকা
খ. ১৩০০ টাকা
গ. ১৫০০ টাকা
● ১৬০০ টাকা
৩৩. নিট রপ্তানি শূন্য হলে কী হয়?
ক. GNP < GDP
খ. GNP – GDP
গ. GNP > GDP
● GNP = GDP
৩৪. একটি দেশের মোট আয়ের ধারণা দিতে পারে—
i. মোট জাতীয় আয়
ii. মোট দেশজ উৎপাদন
iii. নিট জাতীয় আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
মি. জন একজন বিদেশি যুবক। সে বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালায়। আবার বাংলাদেশি যুবক শাকিল সৌদি আরবে চাকরি করে দেশে প্রচুর অর্থ পাঠায়।
৩৫. মি. জনের উপার্জিত অর্থ এদেশের কোন হিসাবের সাথে যুক্ত হবে?
ক. মোট জাতীয় উৎপাদন
খ. নিট জাতীয় উৎপাদন
● মোট দেশজ উৎপাদন
ঘ. নিট জাতীয় উৎপাদন
৩৬. শাকিলের আয় যুক্ত হবে বাংলাদেশের-
i. মোট দেশজ উৎপাদনে
ii. মোট জাতীয় উৎপাদনে
iii. মোট জাতীয় আয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. প্রবাসী বাংলাদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়?
ক. CCA
খ. NDP
গ. GDP
● GNP
৩৮. কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়?
ক. CCA
খ. NDP
● GDP
ঘ. GNP
৩৯. GDP-এর পূর্ণরূপ কোনটি?
● Gross Domestic Product
খ. Gross Dramatic Product
গ. Gross Depreciation Product
ঘ. Gross Dominative Product
৪০. যেসব দ্রব্য উৎপাদকের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয়, তাদেরকে কী বলে?
ক. প্রাথমিক দ্রব্য
খ. প্ৰাক-মাধ্যমিক দ্রব্য
● চূড়ান্ত দ্রব্য
ঘ. মাধ্যমিক দ্রব্য
উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও।
A দেশের GDP = ৫ বিলিয়ন ডলার, আমদানি-২ বিলিয়ন ডলার এবং রপ্তানি ৩ বিলিয়ন ডলার।
৪১. A দেশের GNP কত?
ক. ৪
খ. ৫
● ৬
ঘ. ৭
৪২. A দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ফলাফল কী?
● লাভ হবে
খ. স্বল্পমেয়াদী ক্ষতি হবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. দীর্ঘমেয়াদী ক্ষতি হবে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশে জাপানি রবি সেলফোন কোম্পানি ২০১৪ সালে প্রচুর মুনাফা অর্জন করে। বাংলাদেশেরও প্রায় ৫০ হাজার নাগরিক জাপানে কাজ করেন এবং তাদের অর্জিত আয় দেশে প্রেরণ করেন।
৪৩. রবি সেলফোন কোম্পানির আয় বাংলাদেশের—
● GDP-তে অন্তর্ভুক্ত হবে
খ. GNP-তে অন্তর্ভুক্ত হবে
গ. GNP-ও GDP উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে
ঘ. GDP-তে অন্তর্ভুক্ত হবে না
৪৪. বাংলাদেশের নাগরিকদের প্রেরিত আয়-
i. বাংলাদেশের GNP-তে অন্তর্ভুক্ত হবে
ii. জাপানের GNP-তে অন্তর্ভুক্ত হবে
iii. জাপানের GDP-তে অন্তর্ভুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. GDP = ?
● C+I+G
খ. Y+C+I
গ. C+1+Z
ঘ. I+Y+G
৪৬. একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে কী বলে?
● মোট দেশজ উৎপাদন
খ. নিট দেশজ উৎপাদন
গ. মোট জাতীয় উৎপাদন
ঘ. নিট জাতীয় উৎপাদন
৪৭. মোট জাতীয় আয় কী?
● এক বছরের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকার্যের মোট মূল্য
খ. দ্রব্য ও সেবাকার্যের বিক্রয়লব্ধ অর্থ
গ. এক বছরে দেশের বাইরে উৎপাদিত দ্রব্যসামগ্রীর আর্থিক মূল্য
ঘ. রপ্তানি দ্রব্যের দ্বারা অর্জিত অর্থ
৪৮. একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ তা জানার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক?
ক. মোট দেশজ উৎপাদন
খ. নিট দেশজ উৎপাদন
● মোট জাতীয় আয়
ঘ. নিট জাতীয় আয়
৪৯. মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে কী পাওয়া যায়?
ক. মোট দেশজ উৎপাদন
খ. নিট দেশজ উৎপাদন
● মোট জাতীয় আয়
ঘ. নিট জাতীয় আয়
৫০. সাভারের মোমিন আবুধাবির একটি কোম্পানিতে চাকরি করেন। তার আয় এদেশের জাতীয় আয় হিসেবের কোন ক্ষেত্রে যোগ হবে?
ক. জিডিপি
খ. এনএনপি
● জিএনপি
ঘ. এনআই
ক. Sayers
● G. F. Knapp
গ. Walker
ঘ. Cole
২. দ্রব্য বিনিময়ের অসুবিধা দূর করেছে কোনটি?
ক. স্বর্ণ
খ. রৌপ্য
গ. তাম্র
● মুদ্রা
৩. ধরা যাক, কোন ব্যক্তি পাঁচ টাকা দামে একটি কলম ক্রয় করল। এক্ষেত্রে পাঁচ টাকা কী?
ক. দ্রব্যের দাম
খ. দ্রব্যের অর্থমূল্য
গ. বিনিময়ের মাধ্যম
● দ্রব্যের মূল্যের পরিমাপক
৪. স্থগিত লেনদেন বলতে কোনটি নির্দেশ করা হয়েছে?
● ভবিষ্যৎ দেনা-পাওনাকে
খ. ঋণ গ্রহণ করাকে
গ. মূল্য স্থানান্তরকে
ঘ. তারল্যের মানকে
৫. বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত ও সর্বোৎকৃষ্ট মাধ্যম কোনটি?
ক. স্বর্ণ
খ. রৌপ্য
গ. তাম্র
● মুদ্রা
৬. ‘মূল্য সংরক্ষণ এবং বিনিময়ের মাধ্যমই হলো অর্থ’ সংজ্ঞাটির উৎস কোনটি?
ক. Economics জার্নাল
● Oxford Dictionary of Economics
গ. Principle of Economics
ঘ. Modern Micro Economics
৭. ‘যা বিনিময়ের মাধ্যমে সবার কাছে গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্জয়ের বাহন হিসেবে কাজ করে তাই মুদ্রা’। সংজ্ঞাটি দিয়েছেন কোন অর্থনীতিবিদ?
ক. কোল
খ. কেন্ট
● ক্রাউথার
ঘ. কুর্নট
৮. রাকিব তার উপার্জন থেকে ১,০০০ টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখে। এখানে অর্থ কী হিসেবে কাজ করছে?
ক. মূল্যের পরিমাপক হিসেবে
খ. বিনিময়ের মাধ্যম হিসেবে
● সঞ্চয়ের বাহন হিসেবে
ঘ. মূল্য স্থানান্তরের বাহন
৯. ‘মুদ্রা এমন একটি বস্তু যা সকলেই দেনা-পাওনা মেটাতে ও ঋণ পরিশোধে ব্যবহার করে’। উক্তিটি কার?
● জিডিএইচ কোল
খ. আরপি কেট
গ. আলফ্রেড মার্শাল
ঘ. ফ্রেশার
১০. দ্রব্যের দাম ও ব্যবসাগত কার্যকলাপের পাওনা হিসেবে অর্থকে সংজ্ঞায়িত করেন কোন অর্থনীতিবিদ?
● ডি. এইচ. রোবার্টসন
খ. আরপি কেট
গ. আলফ্রেড মার্শাল
ঘ. ফ্রেশার
১১. কোনটিকে ঋণের ভিত্তি হিসেবে গণ্য করা হয়?
● অর্থ
খ. জায়গা-জমি
গ. সঞ্চয়পত্র
ঘ. শেয়ার
১২. আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটির গ্রহণ সর্বজন স্বীকৃত?
● অর্থ
খ. জায়গা-জমি
গ. সঞ্চয়পত্র
ঘ. শেয়ার
১৩. কীভাবে বিনিময় ব্যবস্থা সহজ ও গতিশীল হয়েছে?
ক. ব্যাংক ব্যবস্থার দ্বারা
খ. লেনদেনের দ্বারা
● অর্থের দ্বারা
ঘ. ঋণের দ্বারা
১৪. কোনটির প্রচলনের ফলে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ করা সহজ হয়েছে?
● অর্থ
খ. জায়গা-জমি
গ. সঞ্চয়পত্র
ঘ. শেয়ার
১৫. মুদ্রার কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. দুই ভাগে
খ. চার ভাগে
● তিন ভাগে
ঘ. ছয় ভাগে
১৬. অর্থ প্রধান চারটি কাজ ছাড়াও আরও কিছু কাজ করে। সেগুলো হলো—
i. তারল্যের মান
ii. স্থগিত লেনদেনের মান
iii. সামাজিক মর্যাদার প্রতীক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. অজিত চৌধুরী তার গ্রামের পাঁচ বিঘা জমি বিক্রি করে ঢাকায় পাঁচ কাঠা জমি ক্রয় করেন। এখানে অর্থ কাজ করে—
i. ঋণের ভিত্তি হিসেবে
ii. মূল্য স্থানান্তর হিসেবে
iii. সঞ্চয়ের বাহন হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii
ঘ. i, ii ও iii
১৮. মূল্য স্থানান্তরের বাহন হিসেবে মুদ্রা সাহায্য করে-
i. আর্থিক লেনদেনে
ii. দেনা পরিশোধে
ii. সম্পদ ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
ক. বিনিয়োগ বৃদ্ধি
● মুনাফা অর্জন
গ. অর্থনৈতিক উন্নয়ন
ঘ. সঞ্চয় বৃদ্ধি
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
জামানকে তার বাবা ৫০০ টাকা দিল। জামান সে টাকা থেকে ৩০০ টাকা দিয়ে বই কিনল। বাকি টাকা সে তার মাটির ব্যাংকে জমা রাখল।
২০. জামানের ৩০০ টাকা দিয়ে বই ক্রয় করায় কী প্রকাশ পায়?
● মূল্যের পরিমাপক
খ. সঞ্চয়ের বাহন
গ. ঋণের ভিত্তি
ঘ. স্থগিত লেনদেনে মান
২১. জামানের জমাকৃত অর্থকে বলা যায়—
i. সঞ্চয়ের বাহন
ii. সামাজিক মর্যাদার প্রতীক
iii. মূল্য স্থানান্তরের বাহন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২২. মুদ্রা কী?
ক. তরল সম্পদ
খ. টাকা পয়সা
● বিনিময়ের মাধ্যম
ঘ. প্রাচুর্য
২৩. ‘Money is what money does’- সংজ্ঞাটি কার?
ক. সেয়ার্স
● ওয়াকার
গ. রবার্টসন
ঘ. ক্লাউথার
২৪. মুদ্রার প্রধান কাজ কোনটি?
ক. সামাজিক মর্যাদা রক্ষা
খ. মনস্তাত্ত্বিক কাজ
● বাণিজ্যিক কাজ
ঘ. সামাজিক সম্পর্ক রক্ষা
২৫. মুদ্রার প্রধান কাজ কোনটি?
ক. মূল্যের পরিমাপক
খ. সঞ্চয়ের বাহক
গ. ঋণের ভিত্তি
● বিনিময় মাধ্যম
২৬. কোনো বাণিজ্যিক ব্যাংকের আমানত ও ঋণের সুদের হারের পার্থক্যই হলো—
ক. আয়
● মুনাফা
গ. মূলধন
ঘ. সঞ্চয়
২৭. স্থগিত লেনদেন বলতে কাকে বোঝায়?
● ভবিষ্যৎ দেনা-পাওনাকে
খ. মূল্য স্থানান্তরকে
গ. তারল্যের মানকে
ঘ. ঋণ গ্রহণ করাকে
২৮. বিনিময়কে সহজ করতে ভূমিকা রেখেছে কোনটি?
ক. শিক্ষার বিকাশ
খ. শিল্পের উত্তরণ
● অর্থের বিকাশ
ঘ. উৎপাদিত দ্রব্যের সুষম বণ্টন
২৯. বিহিত মুদ্রাকে কয়ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. চার
গ. তিন
ঘ. পাঁচ
৩০. লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আইনগত স্বীকৃতি ও বাধ্যবাধকতা আছে কোনটির?
ক. ট্রেজারি বিল
খ. বন্ড
গ. বৈদেশিক মুদ্রা
● বিহিত মুদ্রা
৩১. বিহিত মুদ্ৰা কী?
● সরকার কর্তৃক স্বীকৃত মুদ্রা
খ. জনগণের গচ্ছিত অর্থ
গ. বিদেশ থেকে আগত অর্থ
ঘ. ঋণ পরিশোধের টাকা
৩২. কোনটির তারল্যমান অসীম?
ক. ঐচ্ছিক মুদ্রা
খ. ঋণপত্র
গ. মেয়াদি আমানত
● বিহিত মুদ্রা
৩৩. ব্যবসায়িক লেনদেন কয়ভাবে সম্পন্ন হয়?
● দুই ভাবে
খ. চার ভাবে
গ. তিন ভাবে
ঘ. পাঁচ ভাবে
৩৪. কোন মুদ্রা দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়?
ক. ট্রেজারি বিল
খ. বন্ড
গ. বৈদেশিক মুদ্রা
● সসীম বিহিত মুদ্রা
৩৫. বাংলাদেশের একশ টাকার নোট কোন ধরনের মুদ্রা?
ক. ট্রেজারি বিল
খ. বন্ড
গ. বৈদেশিক মুদ্রা
● অসীম বিহিত মুদ্রা
৩৬. বাংলাদেশে কোন ধরনের মুদ্রাকে প্রতিনিধিত্বমূলক মুদ্রা বলা হয়?
ক. প্রামাণিক
খ. মুদ্রা
গ. ধাতব
● কাগজি
৩৭. কোন মুদ্রা দ্বারা যেকোনো পরিমাণ লেনদেন করা যায়?
ক. ট্রেজারি বিল
খ. বন্ড
গ. বৈদেশিক মুদ্রা
● অসীম বিহিত মুদ্রা
৩৮. রহিম করিমের কাছে ১০ হাজার টাকা পাবে। করিম তাকে ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা দিয়ে মোট টাকা দিলো। কিন্তু রহিম তা প্রত্যাখ্যান করলো। করিমের প্রদত্ত মুদ্রাটি কোন মুদ্রা?
ক. ঐচ্ছিক মুদ্রা
খ. ঋণপত্র
গ. মেয়াদি আমানত
● সসীম বিহিত
৩৯. বিশ্বের প্রায় সকল দেশে কোন ধরনের মুদ্রা প্রচলিত আছে?
ক. প্রামাণিক
খ. মুদ্রা
গ. ধাতব
● কাগজি মুদ্রা
৪০. ফিশারের বিনিময় সমীকরণে PT দ্বারা কী বোঝানো হয়?
ক. দামস্তর
খ. মুদ্রার যোগানের পরিমাণ
গ. সঞ্চিত মুদ্রার পরিমাণ
● মুদ্রার চাহিদা
৪১. অর্থের যোগানকে প্রভাবিত করে না কোনটি?
ক. বিহিত মুদ্রার যোগান
খ. বাণিজ্যিক ব্যাংকের সুদ
● ব্যাংক সুদের হার
ঘ. ব্যাংক ড্রাফট
৪২. ‘বাংলাদেশ ব্যাংক’ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কখন থেকে কার্যক্রম শুরু করে?
ক. ২৬ শে মার্চ, ১৯৭১
● ১৬ই ডিসেম্বর, ১৯৭১
গ. ১৬ই এপ্রিল, ১৯৭১
ঘ. ৩১ শে ডিসেম্বর ১৯৭২
৪৩. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. দি ব্যাংক অব বাংলাদেশ
খ. স্টেট ব্যাংক অব বাংলাদেশ
● বাংলাদেশ ব্যাংক
ঘ. দি ন্যাশনাল ব্যাংক অব বাংলাদেশ
৪৪. মুদ্রাবাজারের অভিভাবক কোনটি?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. সোনালী ব্যাংক
● কেন্দ্রীয় ব্যাংক
ঘ. গ্রামীণ ব্যাংক
৪৫. নিকাশঘর হিসেবে কাজ করে কোনটি?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. সোনালী ব্যাংক
● কেন্দ্রীয় ব্যাংক
ঘ. গ্রামীণ ব্যাংক
৪৬. আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. বাংলাদেশ ব্যাংক
খ. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
● ফেডারেল রিজার্ভ সিস্টেম
ঘ. ব্যাংক অব ইংল্যান্ড
৪৭. ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. দি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
খ. ফেডারেল রিজার্ভ সিস্টেম
● ব্যাংক অব ইংল্যান্ড
ঘ. বাংলাদেশ ব্যাংক
৪৮. বাংলাদেশ ব্যাংকের গভর্নর কত বছরের জন্যে নিযুক্ত হন?
● ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
৪৯. বাংলাদেশে এক টাকার নোট ইস্যু করে কে?
ক. মহাব্যবস্থাপক
খ. গভর্নর
● অর্থ সচিব
ঘ. অর্থমন্ত্রী
৫০. মি. জামশেদ সৌদি আরবে চাকরি করেন। ঐ দেশের ‘X’ ব্যাংক সকল নোট প্রচলন করে। ‘X’ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
ক. সমবায়
● কেন্দ্রীয়
গ. বাণিজ্যিক
ঘ. বেসরকারি