এইচ.এস.সি অর্থনীতি ২য় পত্র MCQ সাজেশন ১০০% কমন || Arthaniti 2ya patra MCQ sajesan 100% Common

অর্থনীতি ২য় পত্র ১ম অধ্যায় MCQ (শর্ট সিলেবাসে নাই)

১. কোন যুগে সর্বপ্রথম বাংলার সকল জনপদ একত্রে বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে?
● মুসলিম         খ. হিন্দু          গ. আদি প্রাচীন      ঘ. ইংরেজ
২. আদিকালে কাদের আগমনে বাংলায় নতুনভাবে উপনিবেশ গড়ে উঠে?
● আর্যদের     খ. অনার্যদের    গ. হিন্দুদের         ঘ. বৌদ্ধদের
৩. বাংলার অর্থনৈতিক ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায়?
ক. তিনটি       খ. চারটি              ● পাঁচটি              ঘ. সাতটি
৪. কোনটি প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতির সময়কাল?
ক. আদি থেকে ৬০০ সাল পর্যন্ত              ● আদি থেকে ১২০০ সাল পর্যন্ত
গ. ৬০০-১২০০ সাল পর্যন্ত                       ঘ. ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

এইচ.এস.সি অর্থনীতি ২য় পত্র MCQ সাজেশন ১০০% কমন
৫. কোনটি মুসলিম যুগের অর্থনীতির সময়কাল?
ক. আদি থেকে ৬০০ সাল পর্যন্ত       খ. আদি থেকে ১২০০ সাল পর্যন্ত
গ. ৬০০-১২০০ সাল পর্যন্ত                ● ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত
৬. কোনটি ইংরেজ যুগের অর্থনীতির সময়কাল?
ক. আদি থেকে ৬০০ সাল পর্যন্ত        ● ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত
গ. ৬০০-১২০০ সাল পর্যন্ত                 ঘ. ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত
৭. কোনটি পাকিস্তান যুগের অর্থনীতির সময়কাল?
● ১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত            খ. ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত
গ. ৬০০-১২০০ সাল পর্যন্ত               ঘ. ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত
৮. প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কে ছিলেন?
● কৌটিল্য     খ. চন্দ্রগুপ্ত     গ. সুলেয়মান     ঘ. নীহাররঞ্জন রায়
৯. কোন যুগে আর্যরা উন্নত সভ্যতা গড়ে তুলেছিল?
● প্রাচীন        খ. পাকিস্তান      গ. ব্রিটিশ               ঘ. মুসলিম
১০. আর্যদের আগমনের সময় এদেশের সমাজব্যবস্থায় কোন প্ৰথা বিদ্যমান ছিল?
ক. দাস           খ. ভূস্বামী            ● সামন্ত               ঘ. জমিদারী
১১. কৌটিল্যের লিখিত অর্থশাস্ত্রে কোন শিল্পের কথা উল্লেখ পাওয়া যায়?
ক. মৃৎ               খ. কাসা            ● ক্রিমিজাম             ঘ. কড়

১২. আদিকালে কারা বিভিন্ন ধরনের শিল্পকর্মে পারদর্শী ছিল?
ক. অনার্যরা            খ. বৌদ্ধরা          ● আর্যরা       ঘ. মুসলিমরা
১৩. প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে?
ক. ময়মনসিংহ গীতিকা               ● কৌটিল্যের অর্থশাস্ত্র
গ. জমিদার দর্পণ                         ঘ. শূন্যপুরাণ
১৪. কোন যুগে দাসপ্রথা বিরাজমান ছিল?
ক. মুসলিম     খ. ইংরেজ       ● আদি হিন্দু          ঘ. পাকিস্তান
১৫. প্রাচীন ও হিন্দু যুগে কোন শিল্প বেশ উন্নত ছিল?
● বস্ত্র           খ. চিনি               গ. চা                 ঘ. পাট
১৬. আদি ও হিন্দু যুগে বিনিময় ক্ষেত্রে কোনটির প্রচলন ছিল?
● দ্রব্য          খ. রৌপ্য            গ. স্বর্ণ                   ঘ. গবাদিপশু
১৭. প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কৌটিল্য কোথাকার পণ্ডিত ছিলেন?
ক. তাম্রলিপ্তি           ● তক্ষশিলা            গ. গৌড়         ঘ. সিন্ধু
১৮. আর্যদের আগমনের সময় লেনদেন ক্ষেত্রে কোন প্রথা বিদ্যমান ছিল?
● বিনিময় প্রথা       খ. ঋণ প্রথা    গ. কড়ি প্ৰথা       ঘ. ধার প্রথা
১৯. কার ভ্রমণকাহিনিতে উল্লেখ আছে, ‘বাংলাদেশের মসলিন বস্ত্ৰ এত সূক্ষ্ম ছিল যে মসলিনের তৈরি পোশাক অনায়াসে আংটির ভেতর দিয়ে বের করা যেত’?
● বার্নিয়ার       খ. ইবনে বতুতা     গ. বণিক সুলেয়মান    ঘ. হিউয়েন সাঙ
২০. কোন যুগে কাঠখোদাই, পাথর শিল্প, ধাতু শিল্প ও মৃৎ শিল্পের বিকাশ ঘটে?
ক. মুসলিম   খ. ইংরেজ    ● আদি হিন্দু     ঘ. পাকিস্তান
২১. বাংলাদেশের টেরিটোরিয়াল সীমানা কত নটিক্যাল মাইল?
ক. ১৪   খ. ৪৩     ● ১২     ঘ. ২৩
২২. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
ক. ৩,৪১৫    খ. ৩,৬১৫    ● ৩,৭১৫      ঘ. ৩,৮১৫
২৩. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
ক. ৩৪১      খ. ৩৬১      ● ২৮০      ঘ. ৩৮১
২৪. বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত কি.মি. উপকূল রেখা রয়েছে?
ক. ৭৪১     খ. ৩৬১    ● ৭১৬     ঘ. ৩৮১
২৫. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ৩৪    খ. ৩৬    ● ১২    ঘ. ৮১
২৬. বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল সমুদ্র তটরেখা থেকে গভীর সমুদ্র পর্যন্ত প্রায় কত কি.মি.?
ক. ৩৪১   খ. ৩৬১    ● ৩৬৭    ঘ. ৩৮১
২৭. দক্ষিণ বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত মাইল উপকূল রয়েছে?
ক. ৩৪১  খ. ৩৬১    ● ৪৫০       ঘ. ৩৮১
২৮. ‘Periplus of the Erythraean Sea’ -গ্রন্থটি খ্রিষ্ট্রীয় কোন শতকে রচিত হয়?
ক. দ্বিতীয় শতকে     ● প্রথম শতকে    গ. তৃতীয় শতকে     ঘ. চতুর্থ শতকে
২৯. প্রাচীন বাংলায় ধনসম্পদের উৎস ছিল কয়টি?
ক. ২টি   ● ৩টি    গ. ৫টি    ঘ. ৬টি
৩০. কোন শতক পর্যন্ত কড়ির প্রচলন দেখা যায়?
ক. ত্রয়োদশ    খ. চতুর্দশ   গ. অষ্টাদশ   ● ঊনবিংশ
৩১. ক্ষেত্রকর দ্বারা কোন বিশেষ একটি শ্রেণিকে বোঝানো হতো?
ক. তাঁতিকে    ● কৃষককে    গ. কুমোরকে    ঘ. কামারকে
৩২. কার বিবরণে প্রাচীন বাংলার শস্য সম্ভারের পরিচয় পাওয়া যায়?
● হিউয়েন সাঙ      খ. ইবনে বতুতা     গ. বণিক সুলেয়মান    ঘ. মাহুয়ান
৩৩. কোনটি প্রাচীন বাংলার ধনদৌলতের প্রথম এবং প্রধান উৎস ছিল?
● কৃষি   খ. শিল্প  গ. ব্যবসা বাণিজ্য    ঘ. রপ্তানি
৩৪. শায়েস্তা খাঁ কে ছিলেন?
ক. মোগল সম্রাট     খ. বিখ্যাত পর্যটক    ● মোগল সুবেদার       ঘ. মোগল সেনাপতি
৩৫. প্রাচীন বাংলার বজ্রভূমিতে কীসের খনি ছিল?
ক. সোনার   ● হীরার    গ. রুপার    ঘ. লোহার
৩৬. বাঙালি বণিকেরা সামুদ্রিক লবণের বিনিময়ে কী নিয়ে আসতেন?
ক. সোনা    ● পাথুরে লবণ   গ. শঙ্খ      ঘ. হীরা
৩৭. প্রাচীন বাংলার সবচেয়ে মূল্যবান রপ্তানি পণ্য কী ছিল?
● মসলিন      খ. কার্পাস    গ. দুকূল    ঘ. চিনি
৩৮. বিখ্যাত পর্যটক ইতালির মার্কো পোলো কোন সময় প্রাচীন বাংলা ভ্রমণ করেন?
ক. দ্বিতীয় শতকে         ● ত্রয়োদশ শতকে
গ. তৃতীয় শতকে          ঘ. পনের শতকে
৩৯. কে বাংলাকে ‘আজ্যসার গৌড়’ বলেছিলেন?
● বিদ্যাপতি                  খ. ইবনে বতুতা
গ. হিউয়েন সাঙ           ঘ. কৌটিল্য
৪০. কোন পরিব্রাজক সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলা ভ্রমণ করেন?
ক. বিদ্যাপতি               খ. ইবনে বতুতা
● হিউয়েন সাঙ           ঘ. কৌটিল্য
৪১. কৌটিল্য তার অর্থশাস্ত্রে বাংলার কয় জায়গায় হীরার খনির কথা উল্লেখ করেছেন?
● দুই        খ. তিন       গ. চার      ঘ. ছয়
৪২. মার্কো পোলো ত্রয়োদশ শতকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো এমন একটি প্রধান দ্রব্যের কথা উল্লেখ করেছেন। দ্রব্যটি কী?
ক. চাল       ● চিনি      গ. মসলিন      ঘ. গম
৪৩. বাঙালি বণিকেরা সুপারির বদলে বিদেশ থেকে কী আনত?
ক. পান     ● মাণিক্য     গ. নারিকেল    ঘ. শঙ্খ
৪৪. খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে দ্বিতীয় শতকের মধ্যে বাংলাদেশে কোন ধরনের মুদ্রার প্রচলন ছিল?
ক. কড়ি     খ. জাকা     ● গণ্ডক    ঘ. দ্রক্ষ্ম
৪৫. কোন শতকের পর থেকেই স্বর্ণমুদ্রা উধাও হয়ে যায়?
● সপ্তম       খ. দশম     গ. নবম     ঘ. ঊনবিংশ
৪৬. কোন আমলে রূপার মুদ্রাও উধাও হয়ে যায়?
ক. মোগল আমলে        খ. কুষান আমলে
গ. পাল আমলে            ● সেন আমলে
৪৭. তপু পাঠাগারে বই পড়তে পড়তে একটি যুগ সম্পর্কে ধারণা পেল, যে যুগে বাজারব্যবস্থা গড়ে না উঠলেও গ্রিক, পারস্য ও আরবে পণ্য রপ্তানি হতো। তপু কোন যুগ সম্পর্কে ধারণা পেল?
ক. মুসলিম যুগ                খ. পাকিস্তান যুগ
গ. ইংরেজ যুগ                 ● আদি ও হিন্দু যুগ
৪৮. ব্রিটিশ যুগে বাংলার অর্থনীতি দুর্বল করে দেয়—
i. ছিয়াত্তরের মন্বন্তর
ii. চিরস্থায়ী বন্দোবস্ত
iii. দ্বৈত শাসন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i ও iii     গ. ii ও iii      ● i, ii ও iii
৪৯. ব্রিটিশ আমলে ইংরেজদের অবদান ছিল—
i. যোগাযোগ ব্যবস্থায়
ii. পাট ও চা-এর উৎপাদনে
iii. বন্দর ও খনি উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii        খ. i ও iii      গ. ii ও iii      ● i, ii ও iii
৫০. ১৯৪৭ সালের পর কারা পূর্ব পাকিস্তানের শাসনভার নিয়ন্ত্রণ করে?
ক. ব্রিটিশরা     খ. ভারতীয়রা      ● পাকিস্তানিরা      ঘ. ইংরেজরা


অর্থনীতি ২য় পত্র ২য় অধ্যায় MCQ (শর্ট সিলেবাসের আওতাভুক্ত)
১. ‘Ager’ এবং ‘Cultura’ কোন ভাষার শব্দ?
● ল্যাটিন          খ. গ্রিক                গ. ফরাসি                 ঘ. ইংরেজি
২. ‘Ager’ শব্দের অর্থ কী?
● মাঠ      খ. লাঙল     গ. রোপণ করা        ঘ. চাষ
৩. ‘Cultura’ শব্দের অর্থ কী?
ক. ভূমি    ● চাষ করা    গ. কর্ষণ     ঘ. কৃষি
৪. ‘Agriculture’ কোন ভাষার শব্দ?
● ইংরেজি     খ. গ্রিক      গ. স্প্যানিশ       ঘ. হিব্রু
৫. কোনটি পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প?
ক. ভূমি     খ. চাষ করা     গ. কর্ষণ      ● কৃষি
৬. কৃষির প্রথম আবাদ শুরু হয় কোন দেশে?
● প্যালেস্টাইনে      খ. মিশরে      গ. প্রাচীন গ্রিসে      ঘ. আফ্রিকায়
৭. আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল?
ক. প্রায় ২ হাজার         ● প্রায় ৮ হাজার
গ. প্রায় ৫ হাজার         ঘ. প্রায় ২০ হাজার
৮. কোনটির মধ্যদিয়ে মানবসভ্যতার যাত্রা শুরু হয়েছে?
ক. ভূমি     খ. চাষ করা     গ. কর্ষণ     ● কৃষি
৯. কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে কী বলে?
ক. শ্রমিক       খ. মহাজন      ● ক্ষেত্রকর      ঘ. ভূ-স্বামী
১০. ‘পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প হলো কৃষি’- কে বলেছেন?
ক. জি. ও. ব্রায়েন           খ. এম.এম আকাশ
● আর. এল. কোহেন     ঘ. এ. আর. খান
১১. কোন কাজের সাথে প্রাকৃতিক পরিবেশের বিরাট যোগসূত্র রয়েছে?
ক. ভূমি       খ. চাষ করা      গ. কর্ষণ      ● কৃষি
১২. সোনিয়ার বাবা তাদের জমিতে ধান, পাট ও নানারকম শাকসবজি উৎপাদন করে। সোনিয়ার বাবার পেশাটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?
ক. ভূমি       খ. চাষ করা       গ. কর্ষণ        ● কৃষি
১৩. বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর আধুনিক কৃষির সাথে যুক্ত বিষয়গুলো হলো-
i. উফশী প্রযুক্তি ব্যবহার
ii. কীটনাশক ব্যবহার
iii. উৎপাদন কৌশল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i ও iii      গ. ii ও iii       ● i, ii ও iii
১৪. কৃষির মূল লক্ষ্য হলো—
i. শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ
ii. শস্য-উদ্ভিদ উৎপাদন
iii. খাদ্য উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii      গ. ii ও iii      ● i, ii ও iii
১৫. প্রাচীনকালে কৃষি উৎপাদন শুরু হয়েছিল এমন দেশগুলো বাণী ঘুরে দেখতে চায় । তাহলে তাকে ভ্রমণ করতে হবে—
i. ইতালিতে
ii. চীনে
iii. তুরস্কে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ● i, ii ও iii
১৬. উদ্ভিজ্জ পণ্য বলতে বোঝায়-
i. মাঠ ফসলকে
ii. উদ্যান ফসলকে
iii. বনজ সম্পদকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii    গ. ii ও iii      ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
ভূপৃষ্ঠে স্থায়িভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণিজগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মিটানোর জন্য উদ্ভিদ ও প্রাণিজ দ্রব্য উৎপন্ন করে।
১৭. মানুষের উল্লিখিত কর্মকাণ্ডকে কী বলা হয়?
ক. ভূমি     খ. চাষ করা      গ. কর্ষণ     ● কৃষি
১৮. মানুষের উক্ত কর্মকাণ্ডে নিয়ামক হিসেবে কাজ করে-
i. জলবায়ু
ii. ভূপ্রকৃতি
iii. মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i ও iii       গ. ii ও iii      ● i, ii ও iii
১৯. কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া?
● জৈবিক ও প্রাথমিক    খ. সামাজিক    গ. চূড়ান্ত     ঘ. মাধ্যমিক
২০. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
ক. ভূমি      খ. চাষ করা     গ. কর্ষণ      ● কৃষি
২১. দেশের শ্রমশক্তির কত ভাগ কৃষিকাজে নিয়োজিত?
ক. ৪৫.৫০ ভাগ    ● ৪৫.১ ভাগ   গ. ৪৭.১০ ভাগ    ঘ. ৬৩ ভাগ
২২. কোন ধরনের খামার বাংলাদেশের কৃষিতে লক্ষ করা যায়?
ক. মাঝারি     ● ক্ষুদ্রায়তন      গ. বাণিজ্যিক      ঘ. বৃহৎ
২৩. বাংলাদেশের কৃষিতে কত ধরনের ফসল উৎপাদিত হয়?
● দুই       খ. তিন      গ. এক       ঘ. চার
২৪. বাংলাদেশে ০.৫-২.৪৯ একরের খামার হলো মোট খামারের কত ভাগ?
ক. প্রায় ৫০% ভাগ           খ. প্রায় ৬০% ভাগ
গ. প্রায় ৭০% ভাগ            ● প্রায় ৯০% ভাগ
২৫. করিমের বাবা জমিতে চাষ করতে গরু, কাঠের লাঙল ও জোয়াল ব্যবহার করেন। করিমের বাবার চাষ পদ্ধতিটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?
ক. বৈজ্ঞানিক পদ্ধতি      খ. উচ্চ ফলনশীল পদ্ধতি
● সনাতন পদ্ধতি            ঘ. আধুনিক পদ্ধতি
২৬. কোন ধরনের কৃষক বর্গাচাষ করেন?
● যাদের নিজের অল্প জমি আছে    খ. যাদের নিজের জমি নেই
গ. যারা ক্ষেতমজুর                          ঘ. যারা দিনমজুর
২৭. কৃষক আফজাল মিয়া অন্যের তামিতে মজুরির ভিত্তিতে কৃষিকাজ করে জীবন নির্বাহ করেন। আফজাল মিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. ক্ষুদ্র কৃষক     খ. বর্গাচাষী      ● ভূমিহীন কৃষক       ঘ. রায়তদার
২৮. বাংলাদেশে ভূমিহীন কৃষক পরিবার রয়েছে শতকরা কত ভাগ?
ক. ৩০     ● ৫০     গ. ৬০      ঘ. ৭৭
২৯. কারিগরি জ্ঞানের অভাবে কৃষকরা কী সম্পর্কে অজ্ঞ ও উদাসীন থাকেন?
● আধুনিক কলা-কৌশল      খ. সনাতন চাষ পদ্ধতি
গ. বাজার                              ঘ. সরকারি প্রণোদনা
৩০. তাসমিয়ার বাবা এবার লাভের আশায় তাদের জমিতে অর্থকরী ফসল ফলিয়েছেন। তাসমিয়াদের জমিতে উৎপাদিত হয়েছে-
i. আখ
ii. তেলবীজ
iii. পাট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii        ● i ও iii       গ. ii ও iii       ঘ. i, ii ও iii
৩১. পরিবারভিত্তিক কৃষি খামারের মূল উদ্দেশ্য হচ্ছে—
i. পরিবারের জন্য খাদ্য উৎপাদন করা
ii. পরিবারের ভরণপোষণ করা
iii. মুনাফা অর্জন করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii      খ. i ও iii      গ. ii ও iii       ঘ. i, ii ও iii
৩২. বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রমিকদের মজুরি কাঠামোর ধরন হলো-
i. আর্থিক মজুরির সাথে খাবার দেওয়া হয়
ii. শুধু আর্থিক মজুরি দেওয়া হয়
iii. ফসল সংগ্রহের সময় মজুরির হার বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii      গ. ii ও iii      ● i, ii ও iii
৩৩. কৃষির উন্নতির ওপরই আমাদের অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল কারণ কৃষি-
i. খাদ্যের যোগান দেয়
ii. রাজস্ব বৃদ্ধি করে
iii. ঋণের সমস্যা দূর করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii       খ. i ও iii      গ. ii ও iii       ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
আফ্রিকার একটি দেশে ব্যবসায়িক কাজে যান শামীম আহমেদ চৌধুরী। তিনি সেখানে দেখতে পান কৃষকরা রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ যান্ত্রিক পানিসেচ ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজ ও ছোটখাটো যন্ত্রপাতি ব্যবহার করছেন।
৩৪. আফ্রিকার দেশটিতে কোন ধরনের চাষাবাদ পদ্ধতি চালু রয়েছে?
ক. আদিম যুগের    খ. সনাতনী     ● আধুনিক     ঘ. মধ্যযুগীয়
৩৫. এই ধরনের চাষাবাদ পদ্ধতিতে-
i. কৃষক লাভবান হন
ii. জমির মালিক লাভবান হন
iii. মাটির উর্বরতা নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii      খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৩৬. বাংলাদেশের কৃষির কয়টি উপখাত রয়েছে?
ক. ২টি    ● ৪টি     গ. ৩টি     ঘ. ৫টি
৩৭. কৃষির চারটি উপখাতের মধ্যে কোনটির উৎপাদন অন্যগুলোর চেয়ে বেশি?
ক. বনজসম্পদ          খ. মৎস্য সম্পদ
গ. প্রাণিসম্পদ            ● শস্য ও শাকসবজি
৩৮. কোন খাতকে পূর্বে কৃষিখাতের অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে তা কৃষিখাত বহির্ভূত ধরা হয়?
ক. শস্য ও শাকসবজি খাতকে        খ. পশু সম্পদ খাতকে
● মৎস্য খাতকে                              ঘ. বনজ সম্পদ খাতকে
৩৯. ২০১৬ সালের হিসাব মতে, বাংলাদেশে বনালের পরিমাণ কত মিলিয়ন হেক্টর?
ক. ৩.৮০     ● ১.৬০     গ. ২.৩      ঘ. ৩.৩০
৪০. ২০১৬-১৭ অর্থবছরে GDP-তে কৃষির অবদান কত?
ক. ১৩.৭৯%      ● ১৪.৭৯%     গ. ১৩.৩৩%     ঘ. ১৬.২১%
৪১. ২০১৬-১৭ অর্থবছরে GDP তে শস্য ও শাকসবজি উপখাতের অবদান কত?
ক. ৩.৭৯%    ● ৭.৯২%    গ. ১৩.৩৩%       ঘ. ১৬.২১%
৪২. কাঠ, বেত, মোম, মধু, রাবার নিয়ে কোন উপখাতটি গঠিত হয়?
ক. শস্য ও শাকসবজি        ● বনজ সম্পদ
গ. মৎস্য সম্পদ                 ঘ. পশু সম্পদ
৪৩. ২০১৬-১৭ অর্থবছরের GDP তে বনজ সম্পদ উপখাতের অবদান শতকরা কত?
ক. ৩.৮০      ● ১.৬৬       গ. ২.৩৭        ঘ. ৩.৩০
৪৪. ২০১৬-১৭ অর্থবছরে GDP তে পশুসম্পদ উপখাতের অবদান শতকরা কত ভাগ?
ক. ৩.৮০    ● ১.৬০     গ. ২.৩     ঘ. ৩.৩০
৪৫. ২০১৬-১৭ অর্থবছরে GDP তে কোন উপখাতের অবদান ৩.৬১%?
ক. শস্য ও শাকসবজি         খ. বনজ সম্পদ
● মৎস্য সম্পদ                   ঘ. পশু সম্পদ
৪৬. আত্মকর্মসংস্থানের আশায় রানা দশ শতাংশ জমিতে নার্সারি স্থাপন করে। রানার নার্সারিটি কৃষির কোন উপখাতের অন্তর্ভুক্ত হবে?
ক. শস্য ও শাকসবজি        ● বনজ সম্পদ
গ. মৎস্য সম্পদ                ঘ. পশু সম্পদ
৪৭. বাংলাদেশের বন খাতের বড় সাফল্য হলো-
i. দারিদ্র্য বিমোচন
ii. সামাজিক বনায়ন কার্যক্রম
iii. নির্মল ও সবুজ পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii        গ. ii ও iii          ● i, ii ও iii
৪৮. কৃষিখাতের অগ্রগতির সাথে প্রত্যক্ষ যোগসূত্র আছে—
i. দারিদ্র্য বিমোচনে
ii. বৈদেশিক মুদ্রা অর্জনে
iii. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i ও iii      গ. ii ও iii     ● i, ii ও iii
৪৯. বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. গ্রামীণ পরিবহণে
ii. জ্বালানি সরবরাহে
iii. আমিষ জাতীয় খাদ্যের যোগানে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii        ● i, ii ও iii


অর্থনীতি ২য় পত্র ৩য় অধ্যায় MCQ (শর্ট সিলেবাসের আওতাভুক্ত)

১. বাংলাদেশের শিল্পখাত কয়টি উপখাতে বিভক্ত?
ক. ২টি    ● ৪টি       গ. ৩টি              ঘ. ৫টি
২. শিল্প দ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্প কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ভাগে     ● ৪ভাগে     গ. ৩ভাগে       ঘ. ৫ভাগে
৩. একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতার জন্য কোনটি অপরিহার্য?
● শিল্পের উন্নয়ন                                খ. কৃষির উন্নয়ন
গ. রাজনৈতিক স্থিতিশীলতা                ঘ. কাঠামোগত উন্নয়ন
৪. শিল্প খাতে নিয়োজিত শ্রমশক্তির কত শতাংশ ক্ষুদ্র শিল্প ও কুটিরশিল্পে নিয়োজিত?
ক. ৫০%      খ. ৯৯%           গ. ৬৬%          ● ৮৯%
৫. স্বাধীনতার পর ১৯৭২ সালে জিডিপি-তে কৃষি ও শিল্পখাতের অবদান কত ছিল?
● ৬২ ও ৪ শতাংশ                   খ. ৬ ও ৪ শতাংশ
গ. ৬২ ও ৪৪ শতাংশ               ঘ. ৬২ ও ৬৪ শতাংশ
৬. স্বাধীনতার পর শিল্পখাতের প্রায় ৯২ ভাগ শিল্প রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল কোন আদর্শকে অনুসরণ করে?
ক. ইসলামিক                  ● সমাজতান্ত্রিক
গ. মিশ্র অর্থব্যবস্থা          ঘ. পুঁজিবাদী অর্থব্যবস্থা
৭. কোন শিল্পে মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি?
ক. মাঝারি        খ. ক্ষুদ্র        গ. ফার্ম          ● কুটির
৮. মিল্কভিটা কোম্পানিটি কীরূপ প্রতিষ্ঠান?
ক. মাঝারি       খ. ক্ষুদ্র      ● ফার্ম        ঘ. কুটির
৯. মালিকানার ভিত্তিতে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ভাগে      ঘ. ৪ভাগে      গ. ৩ভাগে        ঘ. ৫ভাগে
১০. উৎপাদিত পণ্য ও সেবার ভিত্তিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ভাগে      খ. ৪ভাগে      ● ৩ভাগে        ঘ. ৫ভাগে
১১. উৎপাদিত দ্রব্যের প্রকৃতি অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ভাগে      খ. ৪ভাগে       ● ৩ভাগে         ঘ. ৫ভাগে
১২. কোন আমলে এ দেশে কোনো বৃহৎ শিল্প গড়ে ওঠেনি?
ক. মুসলিম আমলে                        ● ব্রিটিশ আমলে
গ. পাকিস্তানি আমলে                      ঘ. নবাব আমলে
১৩. বাংলাদেশ সরকার কোন শিল্পনীতি ঘোষণার মাধ্যমে শিল্পসমূহকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দিতে শুরু করে?
ক. শিল্পনীতি ১৯৭৩            ● শিল্পনীতি ১৯৮৬
গ. শিল্পনীতি ১৯৯১              ঘ. শিল্পনীতি ১৯৮২
১৪. ‘রূপকল্প ২০২১’ অনুযায়ী ২০২১ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত হবে?
● ৪০ শতাংশ            খ. ৬০ শতাংশ
গ. ৫০ শতাংশ            ঘ. ৬৭ শতাংশ
১৫. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও কোনটির গুরুত্ব অপরিসীম?
● শিল্পের     খ. বাণিজ্যের      গ. শিক্ষার        ঘ. জনসংখ্যার
১৬. পাট, বস্ত্র, চিনি, কাগজ সবই কোন পণ্যের শিল্প?
ক. কৃষি      ● ভোগ্য      গ. রপ্তানিমুখী       ঘ. আমদানিমুখী
১৭. কোন শিল্পে শ্রমনির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়?
ক. নিৰ্মাণ       খ. ভারী      গ. সংরক্ষিত      ● বস্ত্র
১৮. কোন শিল্পে মূলধননির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়?
ক. নিৰ্মাণ     ● ভারী       গ. সংরক্ষিত       ঘ. বস্ত্র
১৯. ১৯৭১ সালের স্বাধীনতার পর কোনটির অভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি?
ক. পর্যাপ্ত মূলধন      ● দক্ষ ব্যবস্থাপনা       গ. পর্যাপ্ত কাঁচামাল        ঘ. দক্ষ শ্রমিক
২০. দেশের শিল্পায়নের গতিকে বেগবান করতে কোনটি যুগোপযোগী শিল্পনীতি?
ক. শিল্পনীতি ১৯৮২         খ. শিল্পনীতি ১৯৮৬
● শিল্পনীতি ২০১০            ঘ. শিল্পনীতি ১৯৯৯
২১. আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের গুরুত্ব বেশি?
ক. কৃষিপণ্য       খ. ভোগ্যপণ্য       গ. মূলধনী পণ্য       ● শিল্পপণ্য
২২. যে শিল্প কারখানায় যন্ত্রপাতি তৈরি হয় তাকে কোন শিল্প বলে?
ক. নিৰ্মাণ       ● ভারী         গ. সংরক্ষিত        ঘ. বস্ত্র
২৩. সেতাবগঞ্জে একটি চিনি কল স্থাপন করা হবে। এর যন্ত্রপাতি কোন শিল্পে উৎপাদিত হয়?
ক. নিৰ্মাণ     ● ভারী       গ. সংরক্ষিত        ঘ. বস্ত্র
২৪. ক্ষুদ্রায়তন শিল্পের মধ্যে সর্বাধিক কর্মসংস্থান হয়েছে কোন খাতে?
ক. বাঁশ ও বেত শিল্পে             ● খাদ্য প্রক্রিয়াজাতকরণে
গ. মৃৎ শিল্পে                           ঘ. কাঠ শিল্পে
২৫. ২০১৬-১৭ অর্থবছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট GDP-তে শিল্পখাতের অবদান কত ভাগ?
ক. ১৪.২৭ ভাগ   খ. ২১.২৩ ভাগ       ● ৩২.৪৮ ভাগ     ঘ. ৪৮.৫৮ ভাগ
২৬. কোন সালে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. ১৯৭৫     ● ১৯৭৮      গ. ১৯৮৩      ঘ. ১৯৮৬
২৭. কোন সাল নাগাদ বাংলাদেশে একটি শক্তিশালী শিল্প কাঠামো গড়ে উঠবে বলে পরিকল্পনা করা হয়েছে?
ক. ১৯৭৫     ● ২০২১     গ. ২০১১       ঘ. ১৯৮৬
২৮. বাংলাদেশের শিল্প কাঠামো অত্যন্ত দুর্বল এবং অনুন্নত থাকার প্রধান কারণ হলো—
i. ঔপনিবেশিক শাসন
ii. পাকিস্তানি শোষণ
iii. উন্নত মন মানসিকতার অভাব
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii      গ. ii ও iii       ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
সাঈদ একটি রাইস মিলে চাকরি শুরু করে। কয়েক মাস পর সে বেশি সুযোগ সুবিধা পাওয়ায় একটি তৈরি পোশাক শিল্পে যোগদান করে।
২৯. সাঈদের প্রথম কর্মস্থলটি কোন ধরনের শিল্প ছিল?
ক. মাঝারি শিল্প     ● ক্ষুদ্র শিল্প       গ. কুটিরশিল্প        ঘ. বৃহৎ শিল্প
৩০. উক্ত শিল্পের বৈশিষ্ট্য হলো—
i. দেশি ও বিদেশি উভয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে
ii. শুধু শহরাঞ্চলে স্থাপিত হয়
iii. কারখানা আইন মেনে চলতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. EPZ কী?
● রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল             খ. রপ্তানি পণ্যনিয়ন্ত্রণ অঞ্চল
গ. আমদানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল        ঘ. আমদানি পণ্যনিয়ন্ত্রণ অঞ্চল
৩২. বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে চা চাষের জমির পরিমাণ কত?
ক. ১,৪৭,৫৭০ একর          খ. ১,৭৫,২১৭ একর
গ. ১,৭৫,২১৭ একর           ● ২,৭৫,২১৭ একর
৩৩. চা রপ্তানিতে বাংলাদেশ কততম?
● ৭৭তম     খ. ৭৮তম       গ. ৮৯তম      ঘ. ৯৪তম
৩৪. বালাদেশ থেকে চা রপ্তানি হয় না কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র      খ. যুক্তরাজ্য     গ. ফ্রান্স       ● ব্রাজিল
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
একাদশ শ্রেণির ছাত্র সানাউল্লাহ তার বন্ধুদের সাথে চন্দ্রঘোনায় বেড়াতে গিয়ে বাংলাদেশের একটি উল্লেল্লখযোগ্য শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করে।
৩৫. সানাউল্লাহর দেখা শিল্পটি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৫      ● ১৯৫৩      গ. ১৯৮৩       ঘ. ১৯৮৬
৩৬. উক্ত শিল্পের প্রধান কাঁচামাল হলো—
i. স্থানীয় বাঁশ
ii. স্থানীয় বেত
iii. স্থানীয় আখের ছোবড়া
নিচের কোনটি সঠিক?
● i ও ii       খ. i ও iii       গ. ii ও iii         ঘ. i, ii ও iii
৩৭. বাংলাদেশে ‘শিল্পনীতি ২০১৬’ অনুসারে মাঝারি শিল্পে বিনিয়োগের পরিমাণ কত টাকা?
ক. ২৫ লক্ষ টাকা                                    ● ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা
গ. ৫ লক্ষ টাকা থেকে ৩ কোটি টাকা      ঘ. ৫ লক্ষ টাকার কম
৩৮. অতিক্ষুদ্র শিল্পের কর্মীর সংখ্যা কতজন হয়ে থাকে?
ক. ৫ থেকে ১০ জন           খ. ৫ থেকে ২০ জন
গ. ১০ থেকে ২০ জন          ● ১০ থেকে ২৪ জন
৩৯. কোন শিল্পে স্থায়ী সম্পদের মূল্য ৫ লক্ষ টাকার নিচে?
ক. মাঝারি শিল্প      খ. ক্ষুদ্র শিল্প     ● কুটিরশিল্প       ঘ. বৃহৎ শিল্প
৪০. কুটিরশিল্প থেকে অপেক্ষাকৃত বড় শিল্পকে কী বলে?
ক. মাঝারি শিল্প      খ. ক্ষুদ্র শিল্প      ● অতিক্ষুদ্র শিল্প       ঘ. বৃহৎ শিল্প
৪১. পারিবারিক সদস্যদের নিয়ে সর্বোচ্চ ১০জন শ্রমিকের অধিক নয় এমন কারখানাকে কোন শিল্প বলে?
ক. মাঝারি শিল্প     খ. ক্ষুদ্র শিল্প     ● কুটিরশিল্প       ঘ. বৃহৎ শিল্প
৪২. প্রাথমিক দ্রব্যকে কারখানাভিত্তিক প্রস্তুত প্রণালির মাধ্যমে মাধ্যমিক ও চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে?
ক. সেবা    খ. কৃষি      ● শিল্প      ঘ. নির্মাণ
৪৩. কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড কুটিরশিল্পের অন্তর্ভুক্ত হলে অন্য মানদণ্ডে সেটি কোন শিল্প হিসেবে বিবেচিত হবে?
ক. অতিক্ষুদ্র      ● মাইক্রো     গ. কুটির      ঘ. ক্ষুদ্র
৪৪. ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ কতজন শ্রমিক কাজ করে?
ক. ৬৬ জন    খ. ৭৭ জন     গ. ৮৮ জন      ● ৯৯ জন
৪৫. দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির একটি অপরিহার্য পূর্বশর্ত কোনটি?
ক. ঘাটতি ব্যয় হ্রাস     খ. বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত    ● শিল্পায়ন     ঘ. জনশক্তি রপ্তানি
৪৬. মোমবাতি কোন শিল্পে উৎপাদিত হয়?
ক. অতিক্ষুদ্র     খ. মাইক্রো     ● কুটির      ঘ. ক্ষুদ্র
৪৭. কোন শিল্পে নিজেদের উদ্ভাবিত যন্ত্র দ্বারা উৎপাদন কাজ পরিচালনা করা হয়?
ক. অতিক্ষুদ্র    খ. মাইক্রো     ● কুটির     ঘ. ক্ষুদ্র
৪৮. কুটিরশিল্পের অধিকাংশ ঋণ কোন উৎস থেকে সংগৃহীত হয়?
ক. প্রাতিষ্ঠানিক     খ. বাণিজ্যিক ব্যাংক      গ. বৈদেশিক     ● অপ্রাতিষ্ঠানিক
৪৯. কোন শিল্প পরিবেশ দূষণ রোধ করে?
ক. অতিক্ষুদ্র     খ. মাইক্রো      ● কুটির       ঘ. ক্ষুদ্র
৫০. কুটিরশিল্প অপেক্ষা বড়, কিন্তু বৃহৎ শিল্প অপেক্ষা ছোট এরূপ শিল্পকে কী বলে?
ক. অতিক্ষুদ্র    খ. মাইক্রো     গ. কুটির      ● ক্ষুদ্র


অর্থনীতি ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq (শর্ট সিলেবাসের আওতাভুক্ত)

১. স্বাধীনতার পর বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে আদমশুমারি পরিচালিত হয়েছিল?
ক. ১৯৭২         ● ১৯৭৪           গ. ১৯৭৩             ঘ. ১৯৭৫
২. কত বছর পরপর আদমশুমারি পরিচালিত হয়?
ক. ৫ বছর     খ. ৭ বছর       ● ১০ বছর         ঘ. ১৫ বছর
৩. কোনো ভৌগোলিক স্থানে বসবাসকারী লোকসংখ্যার সমষ্টিকে কী বলে?
ক. সমাজ       খ. পরিবেশ       ● জনসংখ্যা        ঘ. ভোটার
৪. কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায়?
● আদমশুমারি    খ. বয়স কাঠামো       গ. জন্মহার       ঘ. মোট আয়তন
৫. বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার?
● ১,৪৭,৫৭০               খ. ১,৪৬,৫৭০
গ. ১,৪৮,৫৭০             ঘ. ১,৪৯,৫৭০
৬. আধুনিক পদ্ধতিতে কোন সালে প্রথম আদমশুমারি পরিচালিত হয়?
ক. ১৫৪০ সালে                খ. ১৬০০ সালে
● ১৬৬৫ সালে                 ঘ. ১৬৮৫ সালে
৭. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.১৭%,    খ. ১.২৭%      ● ১.৩৭%            ঘ. ১.৫৭%
৮. ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কী বলে?
ক. শিক্ষার হার                   খ. জনসংখ্যার হার
গ. জনসংখ্যার তত্ত্ব           ● জনসংখ্যার ঘনত্ব
৯. কোনটি দ্বারা ভূমির ওপর জনসংখ্যার চাপের তীব্রতা প্রকাশ করা হয়?
ক. শিক্ষার হার                           খ. জনসংখ্যার হার
গ. জনসংখ্যার তত্ত্ব                    ● জনসংখ্যার ঘনত্ত্ব
১০. জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায়?
● প্রতি বর্গকিলোমিটারে কত লোক বাস করে          খ. দেশে মোট কত লোক বাস করে
গ. প্রতি জেলায় কত লোক বাস করে                        ঘ. জনসংখ্যা বৃদ্ধির হারকে
১১. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক. ১০ কোটি ৫০ লাখ                খ. ১২ কোটি ৬৮ লাখ
● ১৫ কোটি ৮৯ লাখ                 ঘ. ১৬ কোটি ৯০ লাখ
১২. ‘ক’ দেশের আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮০০ জন। ‘ক’ দেশটির জনসংখ্যা কত?
ক. ১০ কোটি     খ. ১২ কোটি         ● ১৬ কোটি        ঘ. ১৮ কোটি
১৩. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্রটি হলো DP=TP/TA. এখানে DP বলতে কী বোঝায়?
ক. শিক্ষার হার                           খ. জনসংখ্যার হার
গ. জনসংখ্যার তত্ত্ব                    ● জনসংখ্যার ঘনত্ব
১৪. আধুনিক পদ্ধতিতে ১৬৬৫ সালে সর্বপ্রথম কোন দেশে আদমশুমারি পরিচালিত হয়?
ক. ইতালিতে                        ● আইসল্যান্ডে
গ. ভ্যাটিকান সিটিতে           ঘ. ঘানায়
১৫. বাংলাদেশের জনসংখ্যা নীতিতে কোনটিকে উৎসাহিত করা হয়?
● বহির্গমনকে     খ. বহিরাগমনকে      গ. দেশান্তরকে        ঘ. স্থানান্তরকে
১৬. কোনো দেশে জনসংখ্যা পরিমাপে কয়টি পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. ২টি     খ. ৩টি       গ. ৬টি       ● ৪টি
১৭. আদমশুমারির জনমিতিক চলক হলো—
i. শিক্ষার হার
ii. বয়স কাঠামো
iii. নারী-পুরুষের অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii      গ. ii ও iii        ● i, ii ও iii
১৮. কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হলে জানতে হবে—
i. মোট জনসংখ্যা
ii. মোট ভূমির আয়তন
iii. মাথাপিছু আয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii      খ. i ও iii      গ. ii ও iii        ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ একটি উন্নয়নশীল দেশ যেখানে প্রতি বর্গকিলোমিটারে ১,০১৫ জন লোক বাস করে। দেশটির একজন দরিদ্র কৃষক হচ্ছে রহিম তার পরিবারের সদস্য সংখ্যা ১১ জন। সে গ্রামে কৃষিকাজ করে। জীবিকা নির্বাহ করে।
১৯. ‘ক’ দেশের সাথে কোন দেশের সাদৃশ্য পাওয়া যায়?
● বাংলাদেশ      খ. ভারত      গ. চীন       ঘ. শ্রীলঙ্কা
২০. রহিমের পরিবারে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ হলো-
i. মাটির উর্বরতা
ii. জীবনযাত্রার পদ্ধতি
iii. জলবায়ুনিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii       গ. ii ও iii       ● i, ii ও iii
২১. নিচের কোনটি জনসংখ্যার গুরুত্বপূর্ণ নির্ধারক?
ক. জন্মহার     খ. নিট অভিবাসন       গ. মৃত্যুহার          ● সবগুলো
২২. নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে মোট যত জন জীবিত শিশু জন্মগ্রহণ করে, তাকে কী বলে?
ক. মৃত্যুহার                   খ. জনসংখ্যা বৃদ্ধির হার
● জন্মহার                      ঘ. শিশু মৃত্যুহার
২৩. জন্মহার কী পরিবর্তনের মাপকাঠি?
ক. উন্নয়ন      ● জনসংখ্য      গ. সামাজিক       ঘ. অভিবাসন
২৪. স্থূল জন্মহার পদ্ধতিটি কীসে প্রকাশ করা হয়?
ক. শতকে      খ. দশকে     ● হাজারে      ঘ. লাখে
২৫. অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. CDR     ● CBR     গ. CRR     ঘ. CRB
২৬. অশোধিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
● CDR     খ. CBR      গ. CRR      ঘ. CRB
২৭. জনমিতিক উপাদান নিচের কোনটি?
● শিশু মৃত্যুহার                খ. পরিবার পরিকল্পনা
গ. প্রতিবেশি                     ঘ. পরিসংখ্যান ব্যুরো
২৮. মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
ক. মৃত্যুহার     খ. জন্মহার      ● স্থূল মৃত্যুহার       ঘ. স্থূল জন্মহার
২৯. কোনটি জন্মহার পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি?
ক. মৃত্যুহার     খ. জন্মহার     গ. স্থূল মৃত্যুহার      ● স্থূল জন্মহার
৩০. জন্মহার, বন্ধ্যাত্ব, জন্মনিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলোকে কী বলা হয়?
● প্রজননশীলতা      খ. মরণশীলতা     গ. লিঙ্গানুপাত     ঘ. উর্বরতা
৩১. জনসংখ্যার কাঠামো অনুসারে সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে কোন মহাদেশে?
ক. আফ্রিকা     ● এশিয়া       গ. ইউরোপ      ঘ. আমেরিকা
৩২. অভিবাসন কয়টি আকারে হয়ে থাকে?
● ২টি     খ. ৪টি      গ. ৩টি       ঘ. ৫টি
৩৩. একটি দেশের জনসংখ্যা কখন স্থিতিশীল থাকে?
ক. জনগণ শিক্ষিত হলে                    খ. জীবনযাত্রার মান উন্নত হলে
● জন্মহার ও মৃত্যুহার সমান হলে      ঘ. প্রজননশীলতা হ্রাস পেলে
৩৪. স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে একস্থান থেকে অন্যস্থানে চলে যাওয়াকে কী বলে?
● অভিবাসন                   খ. বহির্গমন
গ. নিট অভিবাসন           ঘ. নিট বহির্গমন
৩৫. জনসংখ্যার পরিবর্তন পরিমাপ করার সময় অভিবাসনকে কোনটির সাথে যোগ করতে হয়?
● জন্মহারের       খ. মৃত্যুহারের       গ. বহির্গমনের       ঘ. বহিরাগমনের
৩৬. জনসংখ্যার পরিবর্তন পরিমাপ করার সময় বহির্গমনকে কোনটির সাথে যোগ করতে হয়?
ক. জন্মহার        ● মৃত্যুহার         গ. বহির্গমন         ঘ. বহিরাগমন
৩৭. জন্মগ্রহণ ছাড়াও দেশের মোট জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পায়?
ক. অভ্যন্তরীণ স্থানান্তরে              খ. বহির্গমন ঘটলে
● বহিরাগমন ঘটলে                      ঘ. মৃত্যু ঘটলে
৩৮. আন্তর্জাতিক অভিবাসন কত প্রকার?
● ২         খ. ৪       গ. ৩         ঘ. ৬
৩৯. মোট আগমন ও নির্গমনের পার্থক্যকে কী বলে?
● নিট অভিবাসন                    খ. নিউ বহির্গমন
গ. মোট অভিবাসন                 ঘ. মোট বহিরাগমন
৪০. শফিক বগুড়া জেলা থেকে রাঙামাটি জেলায় বসবাসের জন্য গেল। এর ফলে কোন ধারার অভিগমন ঘটল?
ক. আন্তর্জাতিক অভিগমন             খ. বিদেশি অভিগমন
গ. অধিক দূরত্বে অভিগমন            ● অভ্যন্তরীণ অভিগমন
৪১. বাংলাদেশ থেকে মরিয়ম ও জাহাঙ্গীর ২০০৮ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা চলে গেলেন। মরিয়ম ও জাহাঙ্গীর কোন ধরনের অভিগমনের আওতায় পড়েন?
● আন্তর্জাতিক অভিগমন               খ. বিদেশি অভিগমন
গ. অধিক দূরত্বে অভিগমন             ঘ. অভ্যন্তরীণ অভিগমন
৪২. প্রজননশীলতা প্রভাবিত হয়-
i. আর্থ-সামাজিক উপাদান দ্বারা
ii. মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা
iii. জনসংখ্যা নীতি দ্বারা
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii      গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৪৩. মরণশীলতা বিশ্লেষণে অবশ্যই বিবেচনা করতে হয়-
i. বয়সভিত্তিক মৃত্যু
ii. প্রত্যাশিত আয়ুষ্কাল
iii. মৃত্যুর প্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     ● i ও iii       গ. ii ও iii        ঘ. i, ii ও iii
৪৪. অভিবাসনের তথ্য পাওয়া যায়-
i. আদমশুমারি থেকে
ii. শ্রম মন্ত্রণালয় থেকে
iii. জনসংখ্যা নিবন্ধন থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       ● i ও iii       গ. ii ও iii       ঘ. i, ii ও iii
৪৫. মানুষের অভিগমনের কারণ হলো-
i. যুদ্ধ-বিগ্রহ
ii. দুর্ভিক্ষ
iii. মহামারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii       গ. ii ও iii        ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:
রাজুর ইচ্ছা সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাবে। পরবর্তীতে সে সেখানেই থাকবে।
৪৬. আলোচ্য অংশে রাজু কোন ধরনের অভিগমন করবে?
● আন্তর্জাতিক অভিগমন               খ. বিদেশি অভিগমন
গ. অধিক দূরত্বে অভিগমন            ঘ. অভ্যন্তরীণ অভিগমন
৪৭. উক্ত অভিগমন ঘটার কারণ হলো—
i. কর্মসংস্থানের সুযোগ
ii. অধিক জনসংখ্যা
iii. রাজনৈতিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i ও iii      গ. ii ও iii      ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
সজল সাহেব একজন বিশিষ্ট রাজনীতিবিদ। একটি সেমিনারে অংশগ্রহণ করতে তিনি জার্মানি যান। দেশটির অর্থনৈতিক অবস্থা এবং সুযোগ-সুবিধা দেখে সজল সাহেব বিস্মিত হলেন এবং পরে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন।
৪৮. সজল সাহেবের অভিগমন কোন ধরনের?
● স্থায়ী অভিবাসন                 খ. নিউ বহির্গমন
গ. মোট অভিবাসন                ঘ. মোট বহিরাগমন
৪৯. সজল সাহেব যে কারণে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন—
i. কর্মসংস্থানের কারণে
ii. উন্নত জীবনযাপনের জন্য
iii. অর্থনৈতিক কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i ও iii      গ. ii ও iii      ● i, ii ও iii
৫০. জাতীয় উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
ক. সম্পদ      ● জনগণ       গ. বাণিজ্য        ঘ. সরকার


অর্থনীতি ২য় পত্র ৫ম অধ্যায় MCQ (শর্ট সিলেবাসে নাই)

১. খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়?
● খাদ্যের প্রাপ্যতা ও ক্রয়ক্ষমতা             খ. খাদ্যের দুষ্প্রাপ্যতা
গ. খাদ্যের রপ্তানি আয়                            ঘ. সস্তা খাদ্য
২. খাদ্য নিরাপত্তাকে ভাগ করা যায়?
● দুই ভাগে        খ. চার ভাগে              গ. তিন ভাগে          ঘ. পাচ ভাগে
৩. FAO-এর অর্থ কী?
ক. আন্তর্জাতিক আর্থিক সংস্থা                ● খাদ্য ও কৃষি সংস্থা
গ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা                                   ঘ. বিশ্ব শান্তি সংস্থা
৪. কোন সালে বিশ্ব খাদ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
ক. ১৯৯৫     ● ১৯৯৬        গ. ১৯৯৭               ঘ. ১৯৯৮
৫. খাদ্য প্রাপ্তির বিষয়টি নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
ক. খাদ্যের চাহিদা                   ● খাদ্যের যোগান
গ. খাদ্য সংগ্রহ                        ঘ. খাদ্য সংরক্ষণ
৬. খাদ্য নিরাপত্তার সমস্যাটি কোন ধরনের সমস্যা?
ক. আঞ্চলিক সমস্যা                 খ. একক সমস্যা
গ. দেশীয় সমস্যা                       ● বৈশ্বিক সমস্যা
৭. পরিবারের সকল সদস্যের পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করা যায় কীভাবে?
ক. গুদামজাতকরণের মাধ্যমে            খ. উৎপাদনের মাধ্যমে
● সংরক্ষণের মাধ্যমে                           গ. সঠিক বণ্টনের মাধ্যমে
৮. খাদ্যশস্যের উৎপাদন কম হলে কী দেখা দেয়?
ক. চাহিদা কম              খ. খাদ্য আমদানি
● খাদ্য ঘাটতি               ঘ. যোগান বেশি
৯. খাদ্য নিরাপদকরণের জন্য ‘বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ আইন’ কোন সালে প্রণয়ন করা হয়েছে?
ক. ১৯৮০    খ. ১৯৯০    ● ১৯৯৬     ঘ. ১৯৯৯
১০. বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য প্রাপ্তির লক্ষ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ কোন সালে প্রণয়ন করা হয়েছে?
ক. ২০০০     খ. ১৯০০      ● ২০০৯       ঘ. ১৯৯৯
১১. বাংলাদেশের কত ভাগ মহিলার BMI ১০৪.৫ এর নিচে?
ক. ৩৭%    খ. ৩৮%     গ. ৩৪%      ● ৩০%
১২. হোটেল ‘ক’ ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মচারী দিয়ে খাদ্য পরিবেশন করাচ্ছে। ভ্রাম্যমাণ আদালত হোটেল ‘ক’ মালিককে কত বছর কারাদণ্ড দিবে?
ক. ২ বছর     ● ৩ বছর      গ. ৪ বছর            ঘ. ৫ বছর
১৩. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতে সরকারের কোনটি করা উচিত?
ক. খাদ্য আমদানি                             খ. খাদ্য সাহায্য
● বাজেটে অধিক বরাদ্দ                    ঘ. অনুন্নয়ন ব্যয়
১৪. জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভোক্তা স্বার্থে অধিকার কয়টি?
ক. দুইটি     ● আটটি       গ. তিনটি        ঘ. চারটি
১৫. ভেজাল খাদ্যের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড আইন পাস হয় কত সালে?
ক. ১৯৮০    খ. ১৯৯০     ● ২০০৫       ঘ. ১৯৯৯
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
তানহার দেশের জনগণ প্রতিদিন খাদ্য গ্রহণ করে ৩৪০০ কিলো ক্যালরি। কিন্তু সুমার দেশের জনগণ মাত্র ১৮০০ কিলো ক্যালরি খাদ্য গ্রহণ করে।
১৬. সুমীর দেশের জনসাধারণের মধ্যে নিচের কোনটি বিরাজমান?
● পুষ্টিহীনতা                                            খ. অদক্ষতা
গ. খাদ্যের অপচয় ক্রয়যোগ্যতা             ঘ. পর্যাপ্ত শক্তি ও পুষ্টি গ্রহণ
১৭. সুমীর দেশে দেখা দেয়-
i. জনস্বাস্থ্যহানি
ii. মোট শ্রমশক্তি হ্রাস
iii. কর্মঠ জাতি
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii       ঘ. i, ii ও iii
১৮. খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত কয়টি?
ক. ১টি     খ. ২টি       ● ৩টি       ঘ. ৪টি
১৯. খাদ্য ঘাটতি মোকাবিলায় কোনটি প্রয়োজন?
ক. খাদ্য উৎপাদন                ● খাদ্য মজুত
গ. খাদ্য আমদানি                 ঘ. খাদ্য বিপণন
২০. খাদ্যের প্রাপ্যতা নির্ভর করে কীসের ওপর?
ক. খাদ্যের চাহিদা               খ. খাদ্যের মজুত
● খাদ্যের যোগান                ঘ. আমদানি
২১. কোনটি খাদ্য নিরাপত্তার দিক নয়?
ক. খাদ্য উৎপাদন                 ● খাদ্য রপ্তানি
গ. খাদ্য আমদানি                  ঘ. খাদ্য বিপণন
২২. খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য কি নিশ্চিত করতে হবে?
ক. আমদানি                                        খ. রপ্তানি
● উৎপাদন ও বণ্টন ব্যবস্থা                 ঘ. বাজার ব্যবস্থা
২৩. অবস্থানগত লভ্যতার সহায়ক উপাদান কোনটি?
● অবকাঠামো উন্ন                খ. সম্পদের মালিকানা
গ. আমদানি                           ঘ. নিজস্ব উৎপাদন
২৪. খাদ্যের ব্যবহারের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ?
ক. খাদ্যের সুষ্ঠু বণ্টন                ● পানি ও সেনিটেশন
গ. নিরাপদ খাদ্য সরবরাহ            ঘ. খাদ্যের সহজলভ্যতা
২৫. কীসের দ্বারা জনগণের পুষ্টির উন্নতি হয়?
ক. বাণিজ্যনীতি     খ. বৈদেশিক নীতি     ● খাদ্যনীতি     ঘ. খাদ্য ঘাটতি
২৬. সামাজিক লভ্যতার সহায়ক উপাদান কোনটি?
● সামাজিক নিরাপত্তা বেষ্টনী               খ. সুশাসন
গ. সামাজিক শৃঙ্খলা                             ঘ. খাদ্য মজুত
২৭. খাদ্যদ্রব্যে চাহিদা ও যোগান প্রভাবিত হয় কীসের দ্বারা?
● খাদ্যের দাম     খ. খাদ্য উৎপাদন     গ. খাদ্যনীতি      ঘ. খাদ্য ঘাটতি
২৮. খাদ্যের সম্ভ্যবহারে করণীয় দিক কোনটি?
● উত্তম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা            খ. একই ধরনের খাদ্য ভোগ
গ. খাদ্যের অসম বণ্টন                     ঘ. খাদ্য আমদানি
২৯. দেশে খাদ্যের পর্যাপ্ত যোগান থাকলেও মিলিদের পরিবারের সদস্যরা প্রায়ই অনাহারে থাকে। কীসের অক্ষমতার জন্য এমনটা হয়?
● খাদ্য ক্রয়                     খ. খাদ্য গুদামজাতকরণ
গ. খাদ্য বিক্রয়                 ঘ. খাদ্য সংরক্ষণ
৩০. খাদ্যের প্রাপ্যতার উপাদান হলো-
i. খাদ্য আমদানি
ii. খাদ্য সাহায্য
iii. খাদ্যের মজুদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ● i, ii ও iii
৩১. জাতীয় পর্যায়ে খাদ্য সরবরাহ নির্ভর করে-
i. সরকারি খাতের ওপর
ii. ব্যক্তিগত খাতের ওপর
iii. বৈদেশিক বিনিময়ের ওপর
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৩২. খাদ্য আমদানি করতে বিবেচনা করতে হয়-
i. বাণিজ্য নীতি
ii. বিশ্বে খাদ্যের দাম
iii. দ্বি-পাক্ষিক চুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii      গ. ii ও iii       ● i, ii ও iii
৩৩. খাদ্য চাহিদার প্রধান নির্ধারক-
i. খাদ্যের প্রাপ্যতা
ii. জনপ্রতি আয়
iii. খাদ্যের দাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     ● ii ও iii      ঘ. i, ii ও iii
৩৪. খাদ্য প্রাপ্যতা বাধাগ্রস্ত হওয়ার কারণ হলো-
i. পদ্ধতিগত দুর্বলতা
ii. যাতায়াত ব্যবস্থা
iii. সরকারি সহযোগিতার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii       ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
লিলির বাবা একজন কৃষক। লিলিরা পাঁচ ভাই-বোন। পরিবারে সদস্য বেশি থাকায় লিলির বাবার আয়ের সবটাই ব্যয় হয়ে যায় খাদ্যদ্রব্য ক্রয়ে এবং তারা সাধারণ খাবার গ্রহণেই অভ্যস্ত।
৩৫. লিলির বাবার আয় কম হওয়ায় কোনটি কমে যায়?
ক. খাদ্যের প্রাপ্যতা                  ● খাদ্যের ক্রয়যোগ্যতা
গ. খাদ্যের ব্যবহার                   ঘ. খাদ্যের উৎপাদন
৩৬. লিলির বাবা কৃষক হওয়ার ফলে পরিবারের-
i. খাদ্য ঘাটতি
ii. ভোগ কম
iii. পুষ্টি কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i ও iii      গ. ii ও iii      ● i, ii ও iii
৩৭. বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ জমি আবাদযোগ্য?
● ৩৭%      খ. ৩৮%      গ. ৯৭%       ঘ. ৩০%
৩৮. মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. তৃতীয়     ● চতুর্থ      গ. ষষ্ঠ      ঘ. পঞ্চম
৩৯. আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. তৃতীয়     ● সপ্তম     গ. ষষ্ঠ      ঘ. পঞ্চম
৪০. সরকার প্রধানত কয়টি উদ্দেশ্যে খাদ্য মজুত করে থাকে?
● ২টি     খ. ৪টি     গ. ৩টি      ঘ. ৫টি
৪১. বাংলাদেশ সরকার প্রতিবছর প্রায় ১০ লাখ টন খাদ্য মজুত হিসেবে রাখে। এর ফলে কোনটি মোকাবিলা করা যায়?
ক. খাদ্যের দাম      খ. খাদ্য উৎপাদন     গ. খাদ্যনীতি      ● খাদ্য ঘাটতি
৪২. সামুদ্রিক মাছ আহরণে বাংলাদেশের অবস্থান কত?
ক. ২২তম    ● ২৫তম     গ. ২৩তম      ঘ. ২৭তম
৪৩. রহিমা তার খাবার তালিকায় বিভিন্ন ধরনের খাবার রাখে। এতে রহিমা কোনটি নিশ্চিত করতে চায়?
● সর্বাধিক পুষ্টি      খ. খাদ্য মজুত     গ. খাদ্য নিরাপত্তা      ঘ. খাদ্য সংরক্ষণ
৪৪. সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দ্বিতীয়    খ. চতুর্থ     ● তৃতীয়     ঘ. পঞ্চম
৪৫. দেহের বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ও শক্তি উৎপাদনে সাহায্য করে কোনটি?
● খাদ্যের ব্যবহার ও পুষ্টি     খ. খাদ্যের চাহিদা      গ. অপুষ্টি       ঘ. বিশুদ্ধ পানি
৪৬. বাংলাদেশ সরকার MGD কত সালে গ্রহণ করেছে?
ক. ২০১২    খ. ২০১১     গ. ২০১৪     ● ২০১৫
৪৭. পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যোগান দেয়া হয় কীসের মাধ্যমে?
● খাদ্য ব্যবহারে      খ. খাদ্য প্রাপ্যতার      গ. খাদ্য নিরাপত্তার     ঘ. খাদ্য মজুতে
৪৮. কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব হবে-
i. কৃষি ঋণ প্রদানে
ii. কৃষি উপকরণে ভর্তুকি প্রদানে
iii. খাদ্য আমদানিতে
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii      গ. ii ও iii       ঘ. i, ii ও iii
৪৯. খাদ্য মূল্যের স্থিতিশীলতা আনয়নের হাতিয়ার হচ্ছে-
i. মূল্য সহায়তা
ii. খোলা বাজারে পণ্য বিক্রয়
iii. মোবাইল কোর্ট
নিচের কোনটি সঠিক?
● i ও ii       খ. i ও iii     গ. ii ও iii       ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
দিশা বাংলাদেশের নাগরিক এবং তার দেশের জনসংখ্যার হার অনেক বেশি হওয়ায় মানুষ সময়মতো খাবার পায় না, তাই তারা শারীরিকভাবে অনেক দুর্বল। অপরদিকে, জন কানাডার নাগরিক যেখানে জনসংখ্যা অনেক কম এবং মানুষেরা সময়মতো খাবার পায়।
৫০. অধিক জনসংখ্যা নিশার দেশে কোন সমস্যার সৃষ্টি করে?
● খাদ্যের প্রাপ্যতা                     খ. অর্থনৈতিক ভারসাম্য সমস্যা
গ. প্রাকৃতিক সম্পদ বিনষ্ট          ঘ. অধিক রপ্তানি


অর্থনীতি ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ (শর্ট সিলেবাসে নাই) 

১. ইংরেজ Finance শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ক. Final     ● Finis      গ. Fine        ঘ. Facility
২. Finis শব্দের অর্থ কী?
ক. অর্থায়ন     খ. সংগ্রহ করা     গ. অর্থ     ● অর্থ সংস্থান
৩. অর্থকে ব্যবসায়ের কী বলে অভিহিত করা হয়?
● জীবনীশক্তি    খ. ব্যবস্থাপনা     গ. জীবন        ঘ. সাফল্য
৪. অর্থায়ন ধারণাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়?
● ২টি    খ. ৩টি     গ. ৪টি      ঘ. ৫টি
৫. কোনটিকে অন্তর্বর্তীকালীন অর্থায়ন বলে?
● মধ্যমমেয়াদি অর্থায়নকে             খ. স্বল্পমেয়াদি অর্থায়নকে
গ. দীর্ঘমেয়াদি অর্থায়নকে               ঘ. স্থায়ী অর্থায়নকে
৬. ব্যবসায় অর্থায়ন আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি পায় কোন সালে?
ক. ১৮৬৭ সালে           ● ১৮৯৭ সালে
গ. ১৮৮৭ সালে            ঘ. ১৯০৭ সালে
৭. ডা. পাল গান্ধীজি আশ্রম নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন যেখানে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। এ প্রতিষ্ঠানে কী ধরনের অর্থায়ন হয়ে থাকে?
ক. ব্যবসায় অর্থায়ন            খ. বেসরকারি অর্থায়ন
গ. ব্যক্তিগত অর্থায়ন           ● অব্যবসায় অর্থায়ন
৮. মালিকানার ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয়?
● ২ ভাগে   খ. ৩ ভাগে    গ. ৪ ভাগে      ঘ. ৫ ভাগে
৯. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
● ক্ষুদ্র ঋণদান সংস্থা      খ. ব্যবসায়ের ঋণ    গ. মহাজন     ঘ. বাণিজ্যিক পত্র
১০. ব্যবসায় অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে    ● ৩ ভাগে    গ. ৪ ভাগে    ঘ. ৫ ভাগে
১১. সময়ের প্রেক্ষিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে   ● ৩ ভাগে     গ. ৪ ভাগে      ঘ. ৫ ভাগে
১২. স্বল্পমেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে?
ক. ৬ মাসের কম           ● ১ বছরের কম
গ. ৫ বছরের কম            ঘ. ১.৫ বছর
১৩. দীর্ঘমেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে?
ক. ১-১০ বছর     খ. ৫-১০ বছর      গ. ১-২০ বছর      ● ৭-২০ বছর
১৪. উৎপত্তির দিক থেকে অর্থায়ন বলতে বোঝায়—
i. অর্থের যোগান
ii. অর্থের নীতি
iii. অর্থের সংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
১৫. ব্যবসায় অর্থায়নকে ভাগ করা যায়—
i. ব্যক্তিগত ব্যবসায় অর্থায়ন
ii. সরকারি ব্যবসায় অর্থায়ন
iii. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii    গ. ii ও iii      ● i, ii ও iii
১৬. অর্থায়নকে প্রথমত ভাগ করা যায়—
i. সরকারি অর্থায়ন
ii. বেসরকারি অর্থায়ন
iii. ব্যক্তিগত
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
১৭. অব্যবসায় অর্থায়নের উদাহরণ হলো-
i. লাইব্রেরিতে অর্থায়ন
ii. এতিমখানায় অর্থায়ন
II. মহিলা সমিতিতে অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii      গ. ii ও iii       ● i, ii ও iii
১৮. কোনটি বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ শেয়ারবাজার?
ক. TTT     খ. CSE     ● DSE      ঘ. RES
১৯. বেসরকারি অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে    ● ৩ ভাগে      গ. ৪ ভাগে       ঘ. ৫ ভাগে
২০. বিনিয়োগ ব্যাংক কোন মেয়াদে নতুন ব্যবসায় প্রতিষ্ঠানকে অর্থায়ন করে থাকে?
ক. স্বল্পমেয়াদি      ● দীর্ঘমেয়াদি      গ. মধ্যম মেয়াদি     ঘ. অতি দীর্ঘমেয়াদি
২১. নিচের কোনটি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস?
● বাণিজ্যিক ব্যাংক               খ. বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন
গ. সুদের কারবারি                ঘ. মহাজন
২২. সরকারি অর্থায়নের উৎসগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে     খ. ৩ ভাগে      গ. ৪ ভাগে       ঘ. ৫ ভাগে
২৩. অর্থায়নের কোন উৎসের ঋঋণের সুদ সংক্রান্ত কোনো সরকারি নীতিমালা নেই?
ক. ডিবেঞ্চারের                        খ. এনজিও’র
● মহাজন ও সুদের কারবারির       ঘ. ইজারা প্রতিষ্ঠানের
২৪. সিকিউরিটি প্রধানত কত প্রকার?
● ২ প্রকার    খ. ৩ প্রকার     গ. ৪ প্রকার       ঘ. ৫ প্রকার
২৫. কোনটি সরকারি সিকিউরিটি?
ক. বন্ড    খ. শেয়ার    ● ট্রেজারি বন্ড      ঘ. বাণপত্র
২৬. কোনটি বেসরকারি সিকিউরিটি?
ক. বন্ড     খ. শেয়ার      ● সাধারণ শেয়ার      ঘ. বাণপত্র
২৭. কোন সিকিউরিটিতে বিনিয়োগ করলে তা লটারিতে পাওয়া যায়?
ক. বন্ড     খ. শেয়ার      ● প্রাইমারি শেয়ার     ঘ. বিনিময় বিল
২৮. অর্থায়নের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কোনটি?
● সংরক্ষিত মুনাফা     খ. মালিকের সুদ     গ. শেয়ার     ঘ. ঋণপত্র
২৯. কারবারের মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন না করে সংরক্ষণ করলে তাকে কী বলে?
● অবণ্টিত মুনাফা  খ. সঞ্চিত তহবিল      গ. বণ্টিত মুনাফা      ঘ. বিনিয়োগ
৩০. দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কী?
ক. কাঁচামাল ক্রয়             খ. শ্রমিকের মজুরি
● স্থায়ী সম্পদ ক্রয়           ঘ. বাড়ি ভাড়া প্রদান
৩১. হীরা তার বুটিক হাউজের অর্থায়নের জন্য একটি প্রতিষ্ঠান হতে ১৫ বছর মেয়াদি ঋণ গ্রহণ করলো। হীরার গৃহীত ঋণটি কোন মেয়াদের?
ক. স্বল্পমেয়াদি      খ. মধ্যমেয়াদি      ● দীর্ঘমেয়াদি      ঘ. অতী দীর্ঘমেয়াদি
৩২. মি. হাসান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন বায় পরিচালনার জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন?
● স্বল্পমেয়াদি      খ. মধ্যমেয়াদি      গ. দীর্ঘমেয়াদি      ঘ. অতী দীর্ঘমেয়াদি
৩৩. গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কোন ধরনের ঋণের কোনো বিকল্প নেই?
ক. কৃষি ব্যাংকের                   খ. মহাজনী ঋণের
গ. সরকারি ঋণের                  ● ক্ষুদ্র ঋণের
৩৪. দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ কত বছর পর্যন্ত হয়?
ক. ২-৩     খ. ৫-৭      গ. ৮-১৫         ● ৭-২০
৩৫. ব্যক্তি পর্যায়ে সংগঠনের ভিত্তিতে ব্যবসায় হতে পারে-
i. একমালিকানা
ii. অংশীদারি
iii. যৌথ মূলধনী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii     গ. ii ও iii       ● i, ii ও iii
৩৬. কোন শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে হয় না?
● সেকেন্ডারি শেয়ার            খ. প্রাইমারি শেয়ার
গ. প্রাথমিক শেয়ার              ঘ. রাইট শেয়ার
৩৭. জাহিদ শেয়ারবাজার থেকে ১০টি BSC কোম্পানির শেয়ার কিনল। জাহিদ কোন ধরনের শেয়ার ক্রয় করল?
ক. সেকেন্ডারি শেয়ার            ● প্রাইমারি শেয়ার
গ. প্রাথমিক শেয়ার               ঘ. রাইট শেয়ার
৩৮. মনোয়ার প্রাইমারি শেয়ার রুয়ে আগ্রহী। এজন্য তাকে সর্বপ্রথম কী করতে হবে?
ক. ফরম সংগ্রহ করতে হবে                  ● আর্থিক বিবরণী সংগ্রহ করতে হবে।
গ. নীতিমালা সংগ্রহ করতে হবে              ঘ. নীতিমালা অনুসরণ করতে হবে
৩৯. কোন ধরনের শেয়ার ক্রয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ?
● সেকেন্ডারি শেয়ার             খ. প্রাইমারি শেয়ার
গ. প্রাথমিক শেয়ার               ঘ. রাইট শেয়ার
৪০. ‘সততা লি.’ বাজারে শেয়ার ক্রয়ের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে জনগণের নিকট আবেদন করে। তাদের প্রত্যাশার চেয়ে বেশি আবেদন জমা পড়ে। এমতাবস্থায় ‘সততা লি.’ শেয়ারের বণ্টন কীভাবে করবে?
ক. সুপারিশের মাধ্যমে           খ. বিজ্ঞপ্তির মাধ্যমে
● লটারির মাধ্যমে                ঘ. টেন্ডারের মাধ্যমে
৪১. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা?
ক. যারা মূলধন যোগাড় করে          খ. যারা কার্য পরিচালনা করে
● যারা শেয়ার ক্রয় করে               ঘ. যারা নীতিমালা প্রদান করে
৪২. বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় কোন ধরনের বিনিয়োগ?
● ঝুঁকিপূর্ণ     খ. অলাভজনক     গ. লাভজনক       ঘ. অনাকাঙ্ক্ষিত
৪৩. বাটা কোম্পানির শেয়ার বিক্রির প্রসপেক্টাপস দেখে রানি তা কেনার আবেদন করেছেন। রানি কোন শেয়ার কিনতে চাচ্ছেন?
ক. সেকেন্ডারি শেয়ার          খ. প্রাইমারি শেয়ার
● প্রাথমিক শেয়ার             ঘ. রাইট শেয়ার
৪৪. ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৫৩     খ. ১৯৫৬      গ. ১৯৫৯     ● ১৯৫৪
৪৫. নিজস্ব সঞ্চয়কে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে     খ. ৩ ভাগে    গ. ৪ ভাগে     ঘ. ৫ ভাগে
৪৬. কোনটি ব্যাংক ঋণের ভিত্তি?
ক. জামানত     খ. সুদ     গ. চুক্তি     ● আস্থা ও বিশ্বাস
৪৭. পদ্মা ব্যাংক লি. তাদের নতুন শাখা সম্প্রসারণের জন্য অর্থায়ন করতে চায়। এটি কী ধরনের অর্থায়ন?
ক. ব্যক্তিগত অর্থায়ন     খ. সরকারি অর্থায়ন     ● বেসরকারি অর্থায়ন     ঘ. আর্থিক অর্থায়ন
৪৮. জামানতবিহীন ঋণের উৎস কোনটি?
ক. বন্ড      খ. বিমা কোম্পানি     ● এনজিও      ঘ. ইজারা কোম্পানি
৪৯. কোনটি ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ব্যবসার অস্তিত্ব কল্পনা করা কঠিন?
● নিজস্ব সঞ্চয়    খ. ব্যবসায় ঋণ     গ. ব্যাংক ঋণ     ঘ. বেসরকারি ঋণ
৫০. বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটির ওপর সাফল্য অনেকাংশে নির্ভর করে?
● নিজস্ব সঞ্চয়     খ. ব্যবসায় ঋণ     গ. ব্যাংক ঋণ      ঘ. বেসরকারি ঋণ


অর্থনীতি ২য় পত্র ৭ম অধ্যায় MCQ (শর্ট সিলেবাসের আওতাভুক্ত)

১. প্রাচীনপন্থী অর্থনীতিবিদরা কীসের ভিত্তিতে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছেন?
● অর্থের পরিমাণ                 খ. চাহিদার পরিমাণ
গ. উৎপাদনের পরিমাণ           ঘ. বাজার প্রতিযোগিতা
২. কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের জন্য দায়ী?
● অর্থ সরবরাহ হ্রাস             খ. উৎপাদন হ্রাস
গ. সরকারি ব্যয় বৃদ্ধি             ঘ. মজুরি বৃদ্ধি
৩. ‘অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে’— উক্তিটি কার?
● হট্টের    খ. পিগুর     গ. বিনস      ঘ. মার্শাল
৪. আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ণয়ে কোনটি ব্যবহার করেন?
ক. জাতীয় উৎপাদন          ● জাতীয় আয়সূচক
গ. জাতীয় বাজেট             ঘ. দ্রব্যমূল্য বৃদ্ধি
৫. অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না?
● দ্রব্যসামগ্রীর যোগান         খ. সম্পদের সুষম বণ্টন
গ. ভোগ প্রবণতা                 ঘ. কার্যকর চাহিদা
৬. কোনটি মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য?
ক. দামস্তর হ্রাস                  খ. যোগান বৃদ্ধি
● ক্রয়ক্ষমতা হ্রাস               ঘ. চাহিদা হ্রাস
৭. মুদ্রাস্ফীতি মূলত কী নির্দেশ করে?
ক. দাম বৃদ্ধির হার                 খ. যোগান স্বল্পতা
● দাম বৃদ্ধির প্রক্রিয়া              ঘ. আয় বৃদ্ধির প্রক্রিয়া
৮. অর্থের যোগান স্থির থেকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা দেয়?
ক. আয় হ্রাস    খ. দাম হ্রাস    ● মুদ্রাস্ফীতি     ঘ চাহিদা হ্রাস
৯. জামাল সাহেব আগে অল্প টাকা দিয়েই প্রয়োজনীয় বাজার করতে পারতেন। কিন্তু বর্তমানে ব্যাগ ভর্তি টাকা দিয়েও পকেট ভর্তি বাজার হয় না। অর্থনীতিতে এ ধরনের সমস্যাকে কী বলে?
ক. আয় হ্রাস    খ. দাম হ্রাস    ● মুদ্রাস্ফীতি     ঘ চাহিদা হ্রাস
১০. মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য কী হয়?
ক. বৃদ্ধি পায়   ● হ্রাস পায়    গ. স্থির থাকে    ঘ. ক্রমে বৃদ্ধি পায়
১১. কোনটি মুদ্রাস্ফীতির কারণ?
ক. উৎপাদন ব্যয় হ্রাস              খ. উপকরণের দাম হ্রাস
● মুদ্রার অবমূল্যায়ন               ঘ. পরিবহন ব্যয় হ্রাস
১২. একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে-
i. দ্রব্যের দাম ক্রমেই বাড়ে
ii. কার্যকর চাহিদা দ্রুত বাড়ে
iii. অর্থের মূল্য ক্রমাগত কমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii      গ. ii ও iii         ● i, ii ও iii
১৩. একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে কমে যায়—
i. অর্থের ক্রয়ক্ষমতা
ii. অর্থের তুলনায় দ্রব্যের যোগান
iii. মানুষের আয়নিচের কোনটি সঠিক?
● i ও ii      খ. i ও iii      গ. ii ও iii        ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
মি. রাকিব একটি দেশ ভ্রমণে গিয়ে দেখল যে, ঐ দেশে ২০১৬ সালে সার্বিক দামস্তর ছিল ৫৬০ এবং ২০১৭ সালে সার্বিক দামস্তর হচ্ছে ৬১০, দেশটিতে মুদ্রার যোগান ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দামস্তর ক্রমাগত বাড়ছে। ফলে মুদ্রাস্ফীতির হার ক্রমাগত বাড়ছে।
১৪. মি. রাকিবের ভ্রমণকৃত দেশটিতে ২০১৭ তে মুদ্রাস্ফীতির হার কত?
● ৮.৯৩%    খ. ৯.৪৫%    গ. ৯.৯৩%     ঘ. ১০.১১%
১৫. উক্ত হার পরিমাপে বিবেচনা করতে হয়-
i. চলতি বছরের দামস্তর
ii. ভিত্তি বছরের দামস্তর
iii. চলতি বছরের আয়স্তর
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii     ঘ. i, ii ও iii
১৬. উদ্ভবের কারণের ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার?
● ২   খ. ৫      গ. ৭       ঘ. ৯
১৭. দেশে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কোন মুদ্রাস্ফীতি দেখা দেয়?
● চাহিদা প্ররোচিত               খ. ব্যয় প্ররোচিত
গ. আয় প্ররোচিত                 ঘ. যোগান প্ররোচিত
১৮. দ্রব্যমূল্য দ্রুত গতিতে বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
ক. ধীর মুদ্রাস্ফীতি                     ● উল্লম্ফন মুদ্রাস্ফীতি
গ. অতি উচ্চ মুদ্রাস্ফীতি               ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
১৯. অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করে কোন ধরনের মুদ্রাস্ফীতি?
ক. ধীর মুদ্রাস্ফীতি                    ● মৃদু মুদ্রাস্ফীতি
গ. অতি উচ্চ মুদ্রাস্ফীতি              ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
২০. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দাম নিয়ন্ত্রণ, রেশনিং, প্রভৃতি সরকারি ব্যবস্থা গ্রহণ করা হলে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটে?
ক. ধীর মুদ্রাস্ফীতি            খ. মৃদু মুদ্রাস্ফীতি
● দমিত মুদ্রাস্ফীতি          ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
২১. সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দামস্তর বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়?
● মুদ্রা বৃদ্ধিজনিত              খ. ঋণ বৃদ্ধিজনিত
গ. চাহিদা বৃদ্ধিজনিত            ঘ. উৎপাদন ব্যয়জনিত
২২. দামস্তর ধীরে ধীরে এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে তা সহনীয় পর্যায়ে থাকলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
ক. ধীর মুদ্রাস্ফীতি                   ● মৃদু মুদ্রাস্ফীতি
গ. অতি উচ্চ মুদ্রাস্ফীতি              ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
২৩. আর্থিক ব্যয় বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
● প্রকৃত মুদ্রাস্ফীতি                খ. মৃদু মুদ্রাস্ফীতি
গ. অতি উচ্চ মুদ্রাস্ফীতি            ঘ. চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি
২৪. উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
● ব্যয় প্ররোচিত            খ. চাহিদা প্ররোচিত
গ. অয় প্ররোচিত            ঘ. যোগান প্ররোচিত
২৫. কোন ধরনের মুদ্রাস্ফীতিতে বাহ্যিক উপাদান তথা বহির্বিশ্বে প্রভাব ফেলে?
● খরচ বৃদ্ধিজনিত           খ. চাহিদা বৃদ্ধিজনিত
গ. ধীর মুদ্রাস্ফীতি           ঘ. ঋণ বৃদ্ধিজনিত
২৬. কোন ধরনের মুদ্রাস্ফীতির স্থায়িত্ব স্বল্পকাল?
● খরচ বৃদ্ধিজনিত             খ. চাহিদা বৃদ্ধিজনিত
গ. ধীর মুদ্রাস্ফীতি              ঘ. ঋণ বৃদ্ধিজনিত
২৭. কোন ধরনের মুদ্রাস্ফীতিতে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে?
ক. পদসঞ্চারী মুদ্রাস্ফীতি         খ. মৃদু মুদ্রানীতি
● অতি মুদ্রাস্ফীতি                 ঘ. দমিত মুদ্রাস্ফীতি
২৮. কীসের মাধ্যমে সমাজে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাত্রা বোঝা যায়?
● মুদ্রাস্ফীতি পরিমাপ              খ. আয় পরিমাপ
গ. মূল্য পরিমাপ                     ঘ. ব্যয় পরিমাপ
২৯. কারণ অনুসারে মুদ্রাস্ফীতি হলো—
i. মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
ii. ধাবমান মুদ্রাস্ফীতি
iii. ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      ● i ও iii      গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৩০. দাম বৃদ্ধির গতিবেগ অনুসারে মুদ্রাস্ফীতির প্রকারভেদ হলো—
i. ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
ii. মৃদু বা সহনীয় মুদ্রাস্ফীতি
iii. ধাবমান বা অতি মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii     ● ii ও iii      ঘ. i, ii ও iii
৩১. মুদ্রাস্ফীতির সময় কর ও মুনাফা বৃদ্ধি পেলে কার আয় বাড়ে?
● সরকার    খ. কৃষক     গ. উৎপাদক      ঘ. উৎপাদনকারী
৩২. ব্যাংক হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারে কী পরিবর্তন হয়?
● বাড়ে        খ. কমে      গ. অপরিবর্তিত থাকে        ঘ. উৎপাদন বন্ধ করে
৩৩. কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয় তাকে কী বলে?
ক. সুদের হার      খ. মুদ্রাস্ফীতি     ● ব্যাংক হার      ঘ. কলমানি
৩৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর?
● আর্থিক ব্যবস্থা    খ. প্রত্যক্ষ নিয়ন্ত্রণ     গ. রাজস্বনীতি      ঘ. ঋণ নিয়ন্ত্রণ
৩৫. মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায় কোনটি?
ক. ব্যাংক হার হ্রাস                     ● খোলা বাজারে বন্ড বিক্রয়
গ. নগদ রিজার্ভ অনুপাত হ্রাস         ঘ. সম্প্রসারণমূলক ঋণনীতি গ্রহণ
৩৬. জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানোর উপায় কোনটি?
ক. আমানতের সুদ হার হ্রাস          ● আমানতের সুদ হার বৃদ্ধি
গ. বেতন বৃদ্ধি                          ঘ. বেতন হ্রাস
৩৭. নিচের কোনটি দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণের প্রত্যক্ষ উপায় নয়?
ক. মূল্য বেঁধে দেওয়া           খ. সরবরাহ নিয়ন্ত্রণ
● সুদ হার নিয়ন্ত্রণ               ঘ. রেশনিং ব্যবস্থা
৩৮. মুদ্রাস্ফীতি পরিমাপে কয় ধরনের সূচকের ব্যবহার করা হয়?
ক. দুই ধরনের    ● তিন ধরনের    গ. চার ধরনের    ঘ. পাঁচ ধরনের
৩৯. উৎপাদকের মূল্য সূচক পদ্ধতিটি কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে?
ক. ১৯৯০     খ. ১৭৯৮     গ. ১৮৯৯       ● ১৮৯০
৪০. উৎপাদকের মূল্যসূচক পরিমাপের কয়টি সূত্র রয়েছে?
ক. ২টি    ● ৩টি      গ. ৪টি      ঘ. ৫টি
৪১. বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব বেশি?
ক. ধনী কৃষক ও শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে
খ. সেবা উৎপাদন ক্ষেত্রে
● স্বল্প আয়ের ব্যক্তিবর্গ এবং সঞ্চয় ও পুঁজি গঠন ক্ষেত্রে
ঘ. ব্যবসায়ীদের ক্ষেত্রে
৪২. কোনটি পাইকারি মূল্যসূচক?
● উৎপাদকের দাম সূচক            খ. ভোক্তার দাম সূচক
গ. GNP মূল্য সূচক                 ঘ. GNP Deflator
৪৩. ভোক্তার মূল্যসূচক শতকরা যে হারে বৃদ্ধি পায় তাকে কী বলে?
● মুদ্রাস্ফীতির হার                    খ. মূল্যসূচকের হার
গ. উৎপাদকের মূল্যসূচক             ঘ. অব্যক্ত অবমূল্যায়ন সূচক
৪৪. উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহের ব্যয় পরিমাপ করে কোনটি নির্ণয় করা যায়?
ক. মুদ্রাস্ফীতিজনিত ফাঁক           ● উৎপাদকের মূল্যসূচক
গ. ভোক্তার মূল্যসূচক                ঘ. অব্যক্ত অবমূল্যায়ন সূচক
৪৫. সাধারণত মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় কোন ভিত্তিতে?
● পয়েন্ট টু পয়েন্ট           খ. দশক ওয়ারি
গ. দামস্তর টু দামস্তর         ঘ. বছর টু বছর
৪৬. কোনো দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নির্ণয়ের জন্য কোন পদ্ধতি শ্রেয়?
ক. মুদ্রাস্ফীতিজনিত ফাঁক          খ. উৎপাদকের মূল্যসূচক
গ. ভোক্তার মূল্যসূচক               ● অবমূল্যায়ন সূচক
৪৭. পূর্ববর্তী বছরের সাথে যে বছরের দামস্তর তুলনা করা হয় তাকে কী বলে?
ক. হিসাবি বছর     খ. তুল্য বছর      গ. ভিত্তি বছর       ঘ. নির্ধারক বছর
৪৮. বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে দাম বিবেচনা করা হয়, সেই দামের ভিত্তিতে কী নির্ণয় করা হয়?
ক. CPI     খ. EPI      ● PPI       ঘ. GNP Deflator
৪৯. পণ্য সরবরাহের থেকে সম্ভাব্য ব্যয় ভিত্তি বছরের চেয়ে বেশি হলে সেই বাড়তি ব্যয়কে কী বলে?
ক. অব্যক্ত অবমূল্যায়ন             খ. উৎপাদকের মূল্যসূচক
● মুদ্রাস্ফীতিজনিত ফাঁক           ঘ. ভোক্তার মূল্যসূচক
৫০. সূচক সংখ্যা বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পায়?
● মুদ্রাস্ফীতি   খ. যোগান    গ. অর্থমূল্য    ঘ. চাহিদা


অর্থনীতি ২য় পত্র ৮ম অধ্যায় MCQ (শর্ট সিলেবাসের আওতাভুক্ত)

১. বাণিজ্যের ধারণার উদ্ভব হয়—
ক. বিনিময় প্রথা থেকে                    খ. দাস প্রথা থেকে
● বাণিজ্যবাদীদের চিন্তা থেকে           ঘ. শিল্প বিপ্লব থেকে
২. কীপের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত ঘটে?
ক. আঞ্চলিক শ্রম বিভাগ            ● দাস বিক্রি
গ. শিল্প বিপ্লব                       ঘ. সংরক্ষিত বাণিজ্য
৩. কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি?
ক. বিশ্বশান্তি                          খ. মানবজাতির কল্যাণ
● ভৌগোলিক বিশেষীকরণ         ঘ. দুইটি দেশ
৪. দুই বা ততোধিক দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে কী বলে?
ক. অবাধ বাণিজ্য                ● আন্তর্জাতিক বাণিজ্য
গ. সংরক্ষিত বাণিজ্য             ঘ. রপ্তানি বাণিজ্য
৫. আন্তর্জাতিক বাণিজ্যের কয়টি দিক রয়েছে?
ক. ৩টি    ● ২টি      গ. ৫টি       ঘ. ৬টি
৬. কখন আন্তর্জাতিক বাণিজ্যের গতি বৃদ্ধি পায়?
ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর            ● শিল্প বিপ্লবের পর
গ. প্রথম বিশ্বযুদ্ধের পর              ঘ. বাণিজ্যবাদের পর
৭. কোনটি বাণিজ্যের প্রসারিত রূপ?
ক. অবাধ বাণিজ্য              ● আন্তর্জাতিক বাণিজ্য
গ. সংরক্ষিত বাণিজ্য           ঘ. রপ্তানি বাণিজ্য
৮. বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে। আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। এতে করে কোন বাণিজ্য সংগঠিত হবে?
ক. অবাধ বাণিজ্য                ● আন্তর্জাতিক বাণিজ্য
গ. সংরক্ষিত বাণিজ্য            ঘ. রপ্তানি বাণিজ্য
৯. বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো দেশ অন্য দেশ থেকে দ্রব্যসামগ্রী ক্রয় করে তখন তাকে কোন বাণিজ্য বলা হবে?
ক. অভ্যন্তরীণ বাণিজ্য        খ. অবাধ বাণিজ্য
গ. রপ্তানি বাণিজ্য             ● আমদানি বাণিজ্য
১০. বাংলাদেশ থাইল্যান্ড ও মায়ানমার থেকে চাল ক্রয় করে। এর ফলে কোন বাণিজ্য সংগঠিত হবে?
ক. অবাধ বাণিজ্য               ● আন্তর্জাতিক বাণিজ্য
গ. সংরক্ষিত বাণিজ্য            ঘ. রপ্তানি বাণিজ্য
১১. দুইটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হলে তাকে কোন বাণিজ্য বলে?
● দ্বিপাক্ষিক বাণিজ্য             খ. বহুপাক্ষিক বাণিজ্য
গ. বৈদেশিক বাণিজ্য             ঘ. আন্তঃবাণিজ্য
১২. কোন বাণিজ্যের ক্ষেত্রে কোটা ও শুল্ক আরোপিত হয়?
● সংরক্ষিত বাণিজ্য                খ. অবাধ বাণিজ্য
গ. আমদানি বাণিজ্য                ঘ. রপ্তানি বাণিজ্য
১৩. সর্বপ্রথম মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে মত দেন কোন অর্থনীতিবিদ?
ক. পল স্যামুয়েলসন             ● ডেভিড রিকার্ডো
গ. আলফ্রেড মার্শাল               ঘ. কিন্ডেল বার্জার
১৪. রাজশাহীর সিল্ক শাড়ি ঢাকায় আনা এবং ঢাকার জামদানি শাড়ি রাজশাহীতে বিক্রি হলে কোন ধরনের বাণিজ্য সংঘটিত হয়?
● অভ্যন্তরীণ বাণিজ্য            খ. আন্তর্জাতিক বাণিজ্য
গ. মুক্ত বাণিজ্য                   ঘ. সংরক্ষিত বাণিজ্য
১৫. যে বাণিজ্যে কোনো রূপ বিধি-নিষেধ, কোটা ও শুল্ক আরোপ করা হয় না, তাকে কী বলে?
● অবাধ বাণিজ্য            খ. আন্তর্জাতিক বাণিজ্য
গ. মুক্ত বাণিজ্য              ঘ. সংরক্ষিত বাণিজ্য
১৬. আন্তর্জাতিক বাণিজ্যের দুইটি দিক হলো—
i. অভ্যন্তরীণ বাণিজ্য
ii. আমদানি বাণিজ্য
iii. রপ্তানি বাণিজ্য
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii    খ. i ও iii      ● ii ও iii     ঘ. i, ii ও iii
১৭. আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত হয়—
i. আমদানি বাণিজ্য
ii. রপ্তানি বাণিজ্য
iii. অভ্যন্তরীণ বাণিজ্য
নিচের কোনটি সঠিক ?
● i ও ii      খ. i ও iii     গ. ii ও iii     ঘ. i, ii ও iii
১৮. আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়-
i. আমদানি বাণিজ্যে
ii. অবাধ বাণিজ্যে
iii. সংরক্ষিত বাণিজ্যে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii    খ. i ও iii    ● ii ও iii      ঘ. i, ii ও iii
১৮. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস রানু বেগম নিজ উদ্যোগে পাটের সিকা, দোলনা, ব্যাগ, মাদুর বিভিন্ন জিনিস তৈরি করেন। পরবর্তীতে তিনি এসব পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন।
১৯. মিসেস রানু বেগম কী ধরনের বাণিজ্যের সাথে জড়িত?
ক. অভ্যন্তরীণ বাণিজ্য       ● আন্তর্জাতিক বাণিজ্য
গ. মুক্ত বাণিজ্য               ঘ. সংরক্ষিত বাণিজ্য
২০. উক্ত বাণিজ্যের গুরুত্ব হলো—
i. বিদেশি পুঁজি লাভ
ii. বৈদেশিক মুদ্রা অর্জন
iii. দেশি বাজারের প্রসার
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii    খ. i ও iii       গ. ii ও iii       ● i, ii ও iii
২১. কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম আন্তর্জাতিক বাণিজ্যের কারণ বিশ্লেষণ করেন?
● অ্যাডাম স্মিথ                  খ. মার্শাল
গ. ডেভিড রিকার্ডো              ঘ. হেকসার ওলিন
২২. নিচের কোন দেশের রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি হয়?
ক. যুক্তরাষ্ট্র      ● বাংলাদেশ       গ. ইংল্যান্ড           ঘ. জাপান
২৩. বাংলাদেশ প্রতি বছর গড়ে কী পরিমাণ খাদ্য আমদানি করে?
ক. ১০-২০ লক্ষ টন                 ● ২৫-৩০ লক্ষ টন
গ. ২০-২৫ লক্ষ টন                 ঘ. ৩০-৪০ লক্ষ টন
২৪. বাংলাদেশের বহির্বাণিজ্যের অধিকাংশই কোন পথে পরিচালিত হয়?
ক. স্থলপথে    ● নৌপথে    গ. বিমানপথে      ঘ. রেলপথে
২৫. ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ কোন ধরনের বাণিজ্যের প্রবক্তা?
ক. অভ্যন্তরীণ বাণিজ্য           খ. বৈদেশিক বাণিজ্য
গ. সংরক্ষণ বাণিজ্য              ● মুক্ত বাণিজ্য
২৬. চরম সুবিধা (Absolute Advantage) তত্ত্বের প্রবক্তা কে?
● অ্যাডাম স্মিথ                খ. ডেভিড রিকার্ডো
গ. জে. এস. মিল              ঘ. পল স্যামুয়েলস
২৭. সৌদি আরবে পাট উৎপাদন হয় না আবার বাংলাদেশে তেল উৎপাদন হয় না। এর ফলে কোনটি সংঘটিত হতে পারে?
ক. অভ্যন্তরীণ বাণিজ্য              খ. বৈদেশিক বাণিজ্য
গ. সংরক্ষণ বাণিজ্য                 ● আন্তর্জাতিক বাণিজ্য
২৮. তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তা কে?
ক. অ্যাডাম স্মিথ              ● ডেভিড রিকার্ডো
গ. জে. এস. মিল              ঘ. পল স্যামুয়েলস
২৯. কোন সালে ডেভিড রিকার্ডো তুলনামূলক খরচ তত্ত্বের ব্যাখ্যা করেন?
ক. ১৭২১      খ. ১৮৮১         গ. ১৯২১        ● ১৮২১
৩০. ভোক্তার চাহিদার পার্থক্য লক্ষ করা যায় কোন বাণিজ্যে?
ক. অভ্যন্তরীণ বাণিজ্য             খ. বৈদেশিক বাণিজ্য
গ. সংরক্ষণ বাণিজ্য                ● আন্তর্জাতিক বাণিজ্যে
৩১. অভ্যন্তরীণ বাণিজ্যে দ্রব্যের ওপর কোন শুল্ক আরোপ করা হয়?
ক. আবগারি শুল্ক   খ. আমদানি শুল্ক    গ. রপ্তানি শুল্ক       ● বাণিজ্য শুল্ক
৩২. আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষেত্রে দ্রব্যের ওপর কোন শুল্ক আরোপ করা হয়?
ক. আবগারি শুল্ক    খ. আমদানি শুল্ক     গ. রপ্তানি শুল্ক      ● বাণিজ্য শুল্ক
৩৩. আন্তর্জাতিক বাণিজ্যে অনুসরণ করা হয়—
i. অবাধ বাণিজ্য নীতি
ii. সংরক্ষণ বাণিজ্য নীতি
iii. উদ্বৃত্ত বাণিজ্য নীতি
নিচের কোনটি সঠিক ?
● i ও ii     খ. i ও iii      গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৩৪. বাংলাদেশের সাথে স্থলপথে বৈদেশিক বাণিজ্য চলে-
i. নেপালের সাথে
ii. ভুটানের সাথে
iii. শ্রীলংকার সাথে
নিচের কোনটি সঠিক ?
● i ও ii     খ. i ও iii      গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৩৫. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের আমদানি-রপ্তানি সংঘটিত হয়ে থাকে-
i. চট্টগ্রাম বন্দরের মাধ্যমে
ii. মংলা বন্দরের মাধ্যমে
iii. চাদপুর বন্দরের মাধ্যমে
নিচের কোনটি সঠিক ?
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii     ঘ. i, ii ও iii
৩৬. কোন দশকের শুরু থেকেই বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ধারা সূচিত হয়?
ক. সত্তরের দশক                ● নব্বইয়ের দশক
গ. ষাটের দশক                   ঘ. আশির দশক
৩৭. সত্তর-এর দশকে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল?
ক. ৪৮০ মি. মার্কিন ডলার          খ. ৫৮২ মি. মার্কিন ডলার
● ৩৪৮ মি. মার্কিন ডলার           ঘ. ৫১৭২ মি. মার্কিন ডলার
৩৮. কোন সাল থেকে ওয়েজ আর্নার স্কিম চালু হয়েছে?
ক. ১৯৭৪     ● ১৯৭৫     গ. ১৯৭৮     ঘ. ১৯৮৩
৩৯. বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন কোন দেশে?
ক. যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স               ● যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি
গ. জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য                ঘ. যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি
৪০. বর্তমানে শিল্পজাত পণ্য রপ্তানি করে মোট রপ্তানি আয়ের কত ভাগ অর্জিত হচ্ছে?
ক. ৫০%     ● ৯০%    গ. ৬৯%    ঘ. ৬০%
৪১. পূর্বে বাংলাদেশ কোন ধরনের দ্রব্য রপ্তানি করত?
ক. ভোগ্যপণ্য      খ. মূলধনী পণ্য    গ. হস্তশিল্পপণ্য    ● কাঁচামাল
৪২. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশি পণ্যের দ্বিতীয় গন্তব্যস্থল হিসেবে কোন দেশ রয়েছে?
ক. শ্রীলংকা   ● পাকিস্তান   গ. আফগানিস্তান    ঘ. নেপাল
৪৩. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বর্তমানে কোন খাতের নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে?
ক. সরকারি খাতে         খ. বস্ত্র খাতে     ● বেসরকারি খাতে      ঘ. ব্যক্তি খাতে
৪৪. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে কোন দেশ থেকে?
● ভারত    খ. পাস্তিান    গ. শ্রীলংকা     ঘ. নেপাল
৪৫. বাংলাদেশের রপ্তানিযোগ্য প্রধান প্রাথমিক পণ্য হলো—
i. চা
ii. চামড়া
iii. হিমায়িত খাদ্য
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii    ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৪৬. অতীতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য গঠিত ছিল—
i. পাট, চা, চামড়া নিয়ে
ii. কতিপয় কৃষিপণ্য নিয়ে
iii. ঔষুধি উদ্ভিদ, শাকসবজি ও হস্তশিল্প নিয়ে
নিচের কোনটি সঠিক ?
● i ও ii    খ. i ও iii     গ. ii ও iii    ঘ. i, ii ও iii
৪৭. বাংলাদেশ সরকারের আমদানি হ্রাসের উল্লেখযোগ্য দিক হলো-
i. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন
ii. বিলাস দ্রব্য আমদানি নিষেধ
iii. অপ্রয়োজনীয় আমদানির ওপর অধিক শুল্ক ধার্য
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii   ● i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানিকৃত পণ্যের একটি আইটেম রপ্তানি করে রপ্তানি আয়ের ৭৮.৫০% আয় করে।
৪৮. রপ্তানিকৃত আইটেমটি নাম কী?
● তৈরি পোশাক     খ. চা     গ. পাট     ঘ. চামড়া
৪৯. একটি দেশের রপ্তানির পরিমাণ বাড়লে—
i. বাজার সম্প্রসারণ হয়
ii. জীবনযাত্রার মান বাড়ে
iii. উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii     খ. i ও iii      গ. ii ও iii      ● i, ii ও iii
৫০. যে প্রক্রিয়ায় একটি দেশ অন্য দেশের পণ্য ও সেবা ক্রয় করে তাকে কী বলে?
ক. আমদানি    খ. রপ্তানি     ● আমদানি বাণিজ্য       ঘ. রপ্তানি বাণিজ্য


অর্থনীতি ২য় পত্র ৯ম অধ্যায় MCQ (শর্ট সিলেবাসের আওতাভুক্ত)

১. সরকারের আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয়াদির আলোচনাকে কী বলে?
ক. সরকারি আয়    খ. সরকারি ব্যয়     গ. বাজেট     ● সরকারি অর্থব্যবস্থা
২. দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কী বলে?
● রাজস্ব ব্যয়     খ. মূলধনী ব্যয়     গ. কেন্দ্রীয় ব্যয়      ঘ. স্থানীয় ব্যয়
৩. সরকারি ব্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে    খ. ৩ ভাগে     গ. ৪ ভাগে     ঘ. ৫ ভাগে
৪. সরকারি অর্থব্যবস্থা মূলত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে?
ক. ২টি    খ. ৩টি    ● ৪টি    ঘ. ৫টি
৫. উদ্দেশ্যের দিক থেকে সরকারি ব্যয় কত প্রকার?
● ২ প্রকার    খ. ৩ প্রকার    গ. ৪ প্রকার     ঘ. ৫ প্রকার
৬. উৎপাদনের ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার?
● ২ প্রকার     খ. ৩ প্রকার    গ. ৪ প্রকার     ঘ. ৫ প্রকার
৭. ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার?
● ২ প্রকার       খ. ৩ প্রকার      গ. ৪ প্রকার        ঘ. ৫ প্রকার
৮. প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সরকারি ব্যয় কত প্রকার?
ক. ২ প্রকার    ● ৩ প্রকার      গ. ৪ প্রকার     ঘ. ৫ প্রকার
৯. সরকারি ঋণের ওপর সুদ প্রদান কোন ধরনের ব্যয়?
● রাজস্ব ব্যয়                খ. মূলধনী ব্যয়
গ. কেন্দ্রীয় ব্যয়              ঘ. স্থানীয় ব্যয়
১০. দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সরকার কোন ধরনের ব্যয় করে?
ক. রাজস্ব ব্যয়                ● মূলধনী ব্যয়
গ. কেন্দ্রীয় ব্যয়                ঘ. স্থানীয় ব্যয়
১১. সরকারের রাজস্ব ব্যয়ের খাতগুলো—
i. প্রতিরক্ষা ব্যয়
ii. শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন
iii. মানবসম্পদ উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     ● i ও iii     গ. ii ও iii     ঘ. i, ii ও iii
১২. সরকারের মূলধনী ব্যয়ের খাত হলো—
i. বিদ্যুৎ কেন্দ্র স্থাপন
ii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
iii. কৃষি খাতে উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii    গ. ii ও iii     ● i, ii ও iii
১৩. দেশের অভ্যন্তরে জনপ্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার ব্যয়কে বলা হয়—
i. রাজস্ব ব্যয়
ii. মূলধনী ব্যয়
iii. অনুন্নয়নমূলক ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    ● i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii
১৪. সম্পদ সৃষ্টি কিংবা বিদ্যমান সম্পদের সাথে অতিরিক্ত সম্পদের সংযোজন কাজের ব্যয়কে বলা হয়—
i. রাজস্ব ব্যয়
ii. উন্নয়নমূলক ব্যয়
iii. মূলধনী ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii    ● ii ও iii      ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
আবেদ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রাক-বাজেট পর্যালোচনায় দেখল যে সরকার প্রধানত দুইটি গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করে। এর একটিতে ছিল বেসামরিক প্রশাসনিক ব্যয় অন্যটিতে অবকাঠামো ব্যয়।
১৫. আবেদের দেখা সরকারের ব্যয়ের প্রধান খাত দুটি কী কী?
ক. কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয়              ● রাজস্ব ব্যয় ও মূলধনী ব্যয়
গ. প্রকৃত ব্যয় ও উন্নয়নমূলক ব্যয়           ঘ. ঘাটতি ব্যয় ও হস্তান্তর ব্যয়
১৬. আবেদের দেখা প্রথম ব্যয়টির উদ্দেশ্য হলো—
i. অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা
ii. সামাজিক নিরাপত্তা
iii. অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
● i ও ii    খ. i ও iii    গ. ii ও iii      ঘ. i, ii ও iii
১৭. ঊনবিংশ শতাব্দীতে রাষ্ট্রকে কোন ধরনের রাষ্ট্র বলা হতো?
ক. পুলিশি রাষ্ট্র              ● কল্যাণমূলক রাষ্ট্র
গ. আঞ্চলিক রাষ্ট্র           ঘ. নগর রাষ্ট্র
১৮. ব্যক্তি উদ্যোগে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হলে কোনটির ব্যবহার নিশ্চিত হয় না?
● সম্পদের কাম্য ব্যবহার       খ. আয়ের সুষম বণ্টন
গ. সামাজিক নিরাপত্তা            ঘ. সুষম উন্নয়ন
১৯. সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য কী?
ক. রাষ্ট্রীয় দায়িত্ব              খ. নির্বাচনি অঙ্গীকার
● জনকল্যাণ সাধন           গ. দারিদ্র্য বিমোচন
২০. অব্যাহতভাবে ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের ভেতরে কোনটি বজায় রাখা উচিত?
ক. পূর্ণ কর্মসংস্থান               খ. সামাজিক নিরাপত্তা স্থিতিশীল
● অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা      ঘ. দ্রব্যমূল্য
২১. সরকারি আয়ের প্রধান উৎস কয়টি?
ক. ১    ● ২      গ. ৩     ঘ. ৪
২২. কে প্রত্যক্ষ করের ভার বহন করে?
ক. ভোক্তা   খ. বিক্রেতা    গ. কর গ্রহীতা    ● করদাতা
২৩. সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের জন্য কী আদায় করে?
ক. জরিমানা    খ. কর    গ. শুল্ক    ● ফি
২৪. আয়কর সাধারণত কত প্রকার?
ক. ১    ● ২      গ. ৩      ঘ. ৪
২৫. কর্মোদ্যম ও সায় স্পৃহা হ্রাস করে কোন কর?
ক. ভ্যাট       ● প্রত্যক্ষ কর     গ. পরোক্ষ কর      ঘ. বিক্রয় কর
২৬. কোন উৎস হতে বেশি কর রাজস্ব আসে?
ক. প্রত্যক্ষ কর   ● পরোক্ষ কর     গ. আয় কর       ঘ. আমদানি কর
২৭. বাংলাদেশে ভ্যাট চালু হওয়ার পর নিচের কোন কর আদায় করা হয় না?
ক. আয়কর    ● বিক্রয় কর      গ. আবগারি শুল্ক        ঘ. রপ্তানি কর
২৮. সরকারি ব্যয়ের উদ্দেশ্য হলো—
i. ভর্তুকি প্ৰদান
ii. কর্মসংস্থান বৃদ্ধি
iii. আঞ্চলিক বৈষম্য দূরীকরণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii      গ. ii ও iii       ঘ. i, ii ও iii
২৯. আধুনিক কল্যাণকামী রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত—
i. সামগ্রিক উন্নয়নের স্বার্থে ব্যয়
ii. অনুন্নয়নমূলক খাতে ব্যয় হ্রাস
iii. উন্নয়নমূলক খাতে ব্যয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii       ● i, ii ও iii
৩০. দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে সরকার ব্যয় কর—
i. নগদ অর্থ সহায়তা প্রদানে
ii. শিক্ষাবৃত্তি প্রদানে
iii. কাবিখা কার্যক্রমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii       গ. ii ও iii         ● i, ii ও iii
৩১. সরকারি ব্যয়ের অর্থসংস্থানের প্রধানত কয়টি উৎস রয়েছে?
ক. ১      ● ২     গ. ৩        ঘ. ৪
৩২. করের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক. ১   ● ২     গ. ৩       ঘ. ৪
৩৩. নিচের কোনটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায় হয়ে থাকে?
ক. ভূমি রাজস্ব              খ. স্ট্যাম্প বিক্রয়
● আবগারি শুল্ক            ঘ. মাদক শুল্ক
৩৪. কোনো দেশের সরকার তার ব্যয় নির্বাহের জন্য মূলত কোন উৎসের ওপর নির্ভর করে?
● অভ্যন্তরীণ উৎস           খ. বৈদেশিক উৎস
গ. বাহ্যিক উৎস              ঘ. নতুন অর্থ সৃষ্টি
৩৫. কোনটি জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আদায়কারী প্রতিষ্ঠান?
ক. NBR    ● BRTA     গ. DFI      ঘ. Custom
৩৬. কোনটির মাধ্যমে সরকার ব্যয় করলে উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে প্রভাব পড়বে?
ক. কর বহির্ভূত রাজস্বের দ্বারা       খ. কর রাজস্ব দ্বারা
● ঘাটতি অর্থসংস্থান দ্বারা            ঘ. বৈদেশিক বাণিজ্য দ্বারা
৩৭. কোন করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না?
ক. ভ্যাট    ● প্রত্যক্ষ কর      গ. পরোক্ষ কর      ঘ. বিক্রয় কর
৩৮. কোন করের বোঝা অন্যের ওপর চাপানো যায়?
ক. ভ্যাট     খ. প্রত্যক্ষ কর     ● পরোক্ষ কর      ঘ. বিক্রয় কর
৩৯. কোন করের বিনিময়ে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না?
ক. ভ্যাট    ● প্রত্যক্ষ কর       গ. পরোক্ষ কর        ঘ. বিক্রয় কর
৪০. জনস্বার্থে কোনো দ্রব্যের উৎপাদন খরচের যে অংশ সরকার বহন করে তাকে কী বলে?
ক. উৎপাদন ব্যয়    খ. অপ্রত্যাশিত ব্যয়     ● ভর্তুকি      ঘ. রিলিফ
৪১. অনুদান ও দান কী ধরনের রাজস্ব?
ক. কর রাজস্ব                      ● কর বহির্ভূত রাজস্ব
গ. বিশেষ ধরনের আদায়         ঘ. বিবিধ আয়
৪২. ‘মুসক’ কী?
ক. NBR          ● VAT      গ. বিক্রয় কর       ঘ. আয়কর
৪৩. সরকার রসুলপুর নামক গ্রামের গরিব-দুঃখীদের জন্যে একটি গৃহায়ণ তহবিল গঠন করলো। গৃহায়ণ তহবিল গঠন ব্যয়টি কোন খাতের অন্তর্ভুক্ত?
ক. ভর্তুকি ব্যয়                  খ. অপ্রত্যাশিত বায়
● সামাজিক নিরাপত্তা          ঘ. জনকল্যাণমূলক ব্যয়
৪৪. জাতীয় রাজস্ব বোর্ড আদায় করে
i. আমদানি শুল্ক
ii. VAT
iii. আয়কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii       ● i, ii ও iii
৪৫. উন্নয়নশীল দেশ ঘাটতি ব্যয়ের অর্থসংস্থানের জন্য ঋণ গ্রহণ করে-
i. কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে
ii. বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে
iii. জনগণের নিকট থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii    গ. ii ও iii     ● i, ii ও iii
৪৬. স্বাভাবিক অবস্থায় সরকারি ব্যয়ের অর্থসংস্থানের উত্তম পদ্ধতি হলো—
i. নতুন মুদ্রা সৃষ্টি
ii. কর আরোপ
iii. ঋণ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii     ● ii ও iii     ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
সরকার দেশের একটি গুরুত্বপূর্ণ সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। অভ্যন্তরীণ উৎস হতে অর্থ সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সরকার রাজস্ব আয় এবং রাজস্ব বহির্ভূত আয়ের আওতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
৪৭. উদ্দীপকে উল্লিখিত রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি?
ক. ভ্যাট    খ. প্রত্যক্ষ কর     ● পরোক্ষ কর     ঘ. বিক্রয় কর
৪৮. উদ্দীপকে উল্লিখিত রাজস্ব বহির্ভূত আয় হচ্ছে—
i. সরকারি ঋণ
ii. দান ও অনুদান
iii. ফি ও জরিমানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii    গ. ii ও iii     ● i, ii ও iii
৪৯. কর রাজস্বের কত শতাংশ আসে পরোক্ষ কর হতে?
ক. ৬০%     খ. ৭০%     ● ৮০%     ঘ. ৯০%
৫০. কর প্রধানত কয় প্রকার?
ক. ১   ● ২    গ. ৩     ঘ. ৪


অর্থনীতি ২য় পত্র ১০ম অধ্যায় MCQ (শর্ট সিলেবাসে নাই)

১. কোন দেশে অর্থনৈতিক পরিকল্পনার প্রথম সূত্রপাত ঘটে?
ক. যুক্তরাষ্ট্র    খ. জাপান     গ. যুক্তরাজ্য     ● রাশিয়া
২. পঞ্চবার্ষিক পরিকল্পনা সর্বপ্রথম শুরু হয় কবে?
ক. ১৯২১    খ. ১৯২৩    ● ১৯২৮      ঘ. ১৯৬০
৩. উন্নয়ন পরিকল্পনা সাধারণত কত বছর মেয়াদি হয়ে থাকে?
ক. ২ বছর     খ. ৩ বছর     গ. ৪ বছর     ● ৫ বছর
৪. ‘কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত অগ্রাধিকার সমূহের নির্বাচনকে অর্থনৈতিক পরিকল্পনা বলে’ কার অভিমত?
ক. ডাল্টন    খ. রবিন্স     গ. হায়েক      ● বারবারা উটন
৫. ‘কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক উৎপাদনশীল কার্যাবলির দিক নির্দেশনাই হলো পরিকল্পনা’- কে বলেছেন?
ক. ডাল্টন     খ. রবিন্স      ● হায়েক     ঘ. বারবারা উটন
৬. যে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন লক্ষ্য অর্জন করা হয় তাকে কী বলে?
● উন্নয়ন পরিকল্পনা                  খ. অর্থনৈতিক পরিকল্পনা
গ. উৎপাদন পরিকল্পনা               ঘ. সম্পদ পরিকল্পনা
৭. উন্নয়ন পরিকল্পনা ধারণাটি কখন বিশ্বব্যাপী সমর্থন লাভ করেছে?
● দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর                 খ. প্রথম বিশ্বযুদ্ধের পর
গ. সত্তরের দশকে                        ঘ. আশির দশকে
৮. উন্নয়ন পরিকল্পনা কে প্রণয়ন করে?
ক. বেসরকারি কর্তৃপক্ষ           খ. বিশ্বব্যাংক কর্তৃপক্ষ
গ. এনজিও কর্তৃপক্ষ              ● সরকারি কর্তৃপক্ষ
৯. বাংলাদেশ সরকার প্রতিবছর বিভিন্ন ধরনের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে। উক্ত পরিকল্পনায় সরকার কীসের সর্বোত্তম ব্যবহার পাওয়ার পরিকল্পনা করে?
ক. সম্পদের অসম বণ্টন           ● সম্পদের সুষ্ঠু ব্যবহার
গ. পুঁজিপতিদের ঋণ                ঘ. আর্থিক সাহায্য
১০. পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ কোনটি?
● উদ্দেশ্য                      খ. অর্থায়ন
গ. প্রকল্প নির্বাচন             ঘ. সময় নির্ধারণ
১১. উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
ক. সিদ্ধান্ত গ্রহণ               খ. কৃষি উন্নয়ন
গ. উৎপাদন কৌশল          ● মিতব্যয়িতা
১২. পরিকল্পনা প্রণয়নে কোনটি নির্বাচন করতে হয়?
ক. উৎপাদন ব্যবস্থা               খ. বাজার ব্যবস্থা
গ. বৈদেশিক সাহায্য             ● প্রকল্প
১৩. সময়ের দিক বিবেচনায় উন্নয়ন পরিকল্পনাকে কয়ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে     ● ৩ ভাগে      গ. ৪ ভাগে      ঘ. ৫ ভাগে
১৪. রবিন্সের মতে, পরিকল্পনার অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে—
i. সম্পদ বণ্টন করা
ii. কাজ করা
iii. পছন্দ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii     ● ii ও iii      ঘ. i, ii ও iii
১৫. উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে-
i. মাথাপিছু আয় বৃদ্ধির জন্য
ii. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য
iii. অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     ● ii ও iii      ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
মিশুর একটি প্রাইভেট ফার্মে চাকরি হওয়ার সুবাধে একটি বাণিজ্যিক ব্যাংকে ডিপিএস খুলে অর্থ জমা করতে থাকে। ব্যাংকটি পাঁচ বছরে দ্বিগুণ লাভ দিবে। ফলে সে সেখানে অর্থ জমা দিতে আগ্রহী হয়।
১৬. মিশু কোন পরিকল্পনার ইঙ্গিত করেছে?
ক. দ্বিবার্ষিক পরিকল্পনা                 খ. ত্রিবার্ষিক পরিকল্পনা
● পঞ্চ-বার্ষিক পরিকল্পনা              ঘ. ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
১৭. উক্ত পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য—
i. গড় বার্ষিক জিডিপি বৃদ্ধি
ii. কৃষি উন্নয়ন বৃদ্ধি
iii. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যোগান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
১৮. সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে     খ. ৩ ভাগে     গ. ৪ ভাগে      ঘ. ৫ ভাগে
১৯. কোন ধরনের পরিকল্পনায় সমাজের সকলের মতামতের প্রতিফলন ঘটে?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা                 ● বিকেন্দ্রীয় পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা                   ঘ. আংশিক পরিকল্পনা
২০. রাশিয়া একটি সমাজতান্ত্রিক দেশ।  দেশটি তার উন্নয়ন পরিকল্পনায় কোন পরিকল্পনা গ্রহণ করবে?
● কেন্দ্রীয় পরিকল্পনা                খ. বিকেন্দ্রীয় পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা                 ঘ. আংশিক পরিকল্পনা
২১. কোন ধরনের পরিকল্পনার ক্ষেত্রে অর্থনীতির প্রতিটি খাতের জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা               ● বিকেন্দ্রীয় পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা                 ঘ. আংশিক পরিকল্পনা
২২. সাধারণত কোন ধরনের অর্থনীতিতে বিকেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয়?
● গণতান্ত্রিক    খ. ইসলামিক     গ. সমাজতান্ত্রিক      ঘ. স্বৈরতান্ত্রিক
২৩. কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয় কোন ধরনের অর্থব্যবস্থায়?
ক. পুঁজিবাদী অর্থব্যবস্থা              ● সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
গ. মিশ্র অর্থব্যবস্থা                     ঘ. ইসলামী অর্থব্যবস্থা
২৪. কতকগুলো সুনির্দিষ্ট আর্থ-সমাজিক লক্ষ্য সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য পরিকল্পনাকে কী বলা হয়?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা            ● স্বল্পমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা              ঘ. আংশিক পরিকল্পনা
২৫. আর্থ-সামাজিক দিক থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য ও কর্মসূচির দ্রুত বাস্তবায়ন কোন ধরনের প্রধান পরিকল্পনার লক্ষ্য?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা            ● স্বল্পমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা              ঘ. আংশিক পরিকল্পনা
২৬. কোন ধরনের পরিকল্পনায় উন্নয়ন কর্মসূচিসমূহের সাফল্য মূল্যায়নপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা              ● স্বল্পমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা                ঘ. আংশিক পরিকল্পনা
২৭. বাংলাদেশের অর্থনীতিবিদগণ পঞ্চ-বার্ষিক পরিকল্পনাকে কী হিসেবে দেখিয়েছেন?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা            ● মধ্যমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা             ঘ. আংশিক পরিকল্পনা
২৮. কোন ধরনের পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনের সাথে মিল রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কৌশলে পরিবর্তন আনা যায়?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা            ● মধ্যমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা              ঘ. আংশিক পরিকল্পনা
২৯. এক বছরের বেশি অথচ পাঁচ বছর পর্যন্ত সময়সীমার পরিকল্পনাকে কোন ধরনের পরিকল্পনা বলে?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা          ● মধ্যমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা            ঘ. আংশিক পরিকল্পনা
৩০. কোন সালে বাংলাদেশে ২০ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছিল?
ক. ১৯২১   খ. ১৯৮০    ● ১৯২৮    ঘ. ১৯৬০
৩১. ১৯৮০ সালে বাংলাদেশের গ্রহণকৃত ২০ বছর মেয়াদি পরিকল্পনা কতটি পণ-বার্ষিক পরিকল্পনা দ্বারা বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করা হয়?
ক. ২টি    খ. ৩টি    ● ৪টি     ঘ. ৫টি
৩২. প্রেক্ষিত পরিকল্পনার সফলতা নির্ভর করে কীসের সাফল্যের ওপর?
● পঞ্চ-বার্ষিক পরিকল্পনার             খ. বার্ষিক পরিকল্পনার
গ. স্বল্পমেয়াদি পরিকল্পনার            ঘ. বস্তুগত পরিকল্পনার
৩৩. বাংলাদেশে ভিশন-২০২১ কে লক্ষ্য রেখে কত বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
● ১০ বছর    খ. ৬ বছর    গ. ২০ বছর     ঘ. ১৫ বছর
৩৪. দীর্ঘমেয়াদি পরিকল্পনা অন্য কী নামে পরিচিত?
ক. বার্ষিক পরিকল্পনা            খ. পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
● প্রেক্ষিত পরিকল্পনা            ঘ. শাখা পরিকল্পনা
৩৫. সুশাসন বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস কোন ধরনের পরিকল্পনার উদ্দেশ্য?
ক. স্বল্পমেয়াদি     ● বার্ষিক      গ. মধ্যমেয়াদি      ঘ. প্রেক্ষিত
৩৬. বস্তুগত পরিকল্পনা কী নির্দেশ করে?
● সম্পদের বণ্টন   খ. আয় বণ্টন     গ. টাকার অঙ্ক      ঘ. মূল্যব্যবস্থা
৩৭. ‘খ’ একটি কৃষিপ্রধান দেশ। দেশটি কৃষিতে উন্নত হওয়ায় সরকার তার উন্নয়ন পরিকল্পনায় কৃষিকে কেন্দ্র করে প্রণয়ন করে। দেশটি কোন পরিকল্পনা গ্রহণ করবে?
ক. সার্বিক পরিকল্পনা             খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● আংশিক পরিকল্পনা             ঘ. স্থানীয় পরিকল্পনা
৩৮. কোন পরিকল্পনায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ও উপকরণের বণ্টন টাকার অঙ্কে নির্ধারণ করা হয়?
ক. সার্বিক পরিকল্পনায়              খ. কেন্দ্রীয় পরিকল্পনায়
● আর্থিক পরিকল্পনায়              ঘ. স্থানীয় পরিকল্পনায়
৩৯. দেশের কতিপয় নির্ধারিত খাতের পরিকল্পনা গ্রহণ করা হলে তাকে কী ধরনের পরিকল্পনা বলে?
ক. সার্বিক পরিকল্পনা             খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● আংশিক পরিকল্পনা            ঘ. স্থানীয় পরিকল্পনা
৪০. দেশের অর্থনৈতিক কাঠামো অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে কী বলে?
ক. সার্বিক পরিকল্পনা              খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● কার্যগত পরিকল্পনা              ঘ. স্থানীয় পরিকল্পনা
৪১. কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করলে দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়?
ক. কার্যগত পরিকল্পনা                    খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● কাঠামোগত পরিকল্পনা                 ঘ. স্থানীয় পরিকল্পনা
৪২. সিরাজ একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি তার প্রতিষ্ঠানের উন্নতির জন্য চার বছরমেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করলেন। উক্ত পরিকল্পনাকে কোন পরিকল্পনা বলে?
ক. স্বল্পমেয়াদি    খ. অতি-দীর্ঘমেয়াদি    ● মধ্যমেয়াদি     ঘ. দীর্ঘমেয়াদি
৪৩. চীন দেশের জনসংখ্যা অধিক হওয়ায় সেখানকার সরকার এক শিশু নীতি গ্রহণ করেছে।  উক্ত নীতিটি কোন পরিকল্পনাকে ইঙ্গিত করে?
ক. স্বল্পমেয়াদি    খ. অতি-দীর্ঘমেয়াদি     গ. মধ্যমেয়াদি      ● দীর্ঘমেয়াদি
৪৪. দেশের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চলের উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কি বলে? 
ক. কার্যগত পরিকল্পনা              খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● আঞ্চলিক পরিকল্পনা              ঘ. স্থানীয় পরিকল্পনা
৪৫. কোনো দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. কার্যগত পরিকল্পনা          খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● জাতীয় পরিকল্পনা            ঘ. স্থানীয় পরিকল্পনা
৪৬. একাধিক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. কার্যগত পরিকল্পনা               খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● আন্তর্জাতিক পরিকল্পনা            ঘ. স্থানীয় পরিকল্পনা
৪৭. বাণিজ্য চক্রজনিত মন্দাভাব দূর করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. কার্যগত পরিকল্পনা                   খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনা       ঘ. স্থানীয় পরিকল্পনা
৪৮. বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী?
ক. প্রবৃদ্ধি অর্জন                     খ. অর্থনৈতিক উন্নয়ন
● অর্থনৈতিক স্থিতিশীলতা         ঘ. আঞ্চলিক উন্নয়ন
৪৯. বাণিজ্য চক্রবিরোধী ‘নিউডিল’ কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সালে গৃহীত হয়?
ক. ১৯২১   খ. ১৯৮০   ● ১৯৩৩     ঘ. ১৯৬০
৫০. যখন কোনো পরিকল্পনা বস্তুগত সম্পদের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং লক্ষ্যমাত্রা সেভাবে স্থির করা হয় তাকে কী বলে?
ক. আর্থিক পরিকল্পনা       খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● বস্তুগত পরিকল্পনা        ঘ. স্থানীয় পরিকল্পনা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url