এইচ.এস.সি সমাজকর্ম ২য় পত্র MCQ সাজেশন ১০০% কমন || HSC Samajakarma 2nd patra MCQ sajesan 100% komon

১ম অধ্যায় MCQ
১. সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলে মানুষের কোন চাহিদার উদ্ভব ঘটে?
● নিরাপত্তা                 খ. খাদ্য
গ. যৌন চাহিদা           ঘ. ঘুম
২. মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদাও বলা হয়?
● মৌলিক চাহিদাকে            খ. মানবিক চাহিদাকে
গ. জৈবিক চাহিদাকে            ঘ. ঘুমের চাহিদাকে
৩. Common Human Needs গ্রন্থটি কে রচনা করেন?
ক. Walter A Friedlander           ● Charlotte Towle
গ. Lawrence K Frank                ঘ. Robert L Barker
৪. মৌলিক চাহিদার তুলনায় মানবিক চাহিদার পরিমাণ কেমন হয়ে থাকে?
● বেশি     খ. কম     গ. সমান       ঘ. অনেক
৫. মৌলিক মানবিক চাহিদাগুলোর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
ক. পূরণ না হলে জনগোষ্ঠী বিলুপ্ত হবে
খ. একটির সাথে অন্যটির সম্পর্ক নেই
গ. মানবজাতির অসহায়ত্ব প্রকাশ করে
● পরস্পর নির্ভরশীল
৬. চাহিদা কোন ধরনের প্রত্যয়?
● আপেক্ষিক     খ. মূর্ত     গ. বিমূর্ত          ঘ. কাঙ্ক্ষিত
৭. সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে কী পূরণ করতে হয়?
ক. খাদ্যাভাব               খ. বাসস্থানের অভাব
● বহুমুখী চাহিদা          ঘ. শিক্ষা
৮. ‘চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা, কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির অপরিহার্য-উক্তিটি কার?
ক. রবার্ট এল বার্কার             খ. ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার
গ. এম জি থ্যাকারি               ● গর্ডন মার্শাল
৯. চাহিদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Essential      খ. Necessary      ● Need       ঘ. Obedient
১০. সমাজবিজ্ঞানী টোলে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন?
ক. চারটি     খ. পাঁচটি     ● ছয়টি      ঘ. সাতটি
এইচ.এস.সি সমাজকর্ম ২য় পত্র MCQ সাজেশন ১০০% কমন
১১. মৌলিক চাহিদা সম্পর্কিত–
i. দেহের বৃদ্ধির সাথে
ii. দেহের বিকাশের সাথে
iii. সামাজিক বিকাশের সাথে
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii        ঘ. i, ii ও iii
১২. মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে ব্যাহত হবে—
i. মানসিক বিকাশ
ii. ব্যক্তিত্ব গঠন
iii. শারীরিক বৃদ্ধি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii      খ. i ও iii       গ. ii ও iii      ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
কলিম উদ্দিনের দশ বছরের মেয়ে রাহেলা সারাদিন বাবার সাথে অন্যের জমিতে কাজ করে। হাড়ভাঙা খাটুনির পরও প্রায় দিনই তারা পেটপুরে খেতে পারে না। এর ফলে রাহেলার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে।
১৩. অনুচ্ছেদে রাহেলার যে চাহিদাটি পূরণ হচ্ছে না তাকে কী বলা হয়?
● মৌলিক চাহিদা            খ. মানবিক চাহিদা
গ. শারীরিক চাহিদা          ঘ. সামাজিক চাহিদা
১৪. উক্ত চাহিদার ওপর নির্ভরশীল—
i. দেহের বৃদ্ধি ও বিকাশ
ii. দেহের ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা
iii. ব্যক্তিত্ব গঠন ও মানসিক বিকাশ
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii       ঘ. i, ii ও iii
১৫. সুষম খাদ্যে কয়টি উপাদান থাকা উচিত?
ক. ৩টি     খ. ৫টি     গ. ৪টি      ● ৬টি
১৬. সভ্যতার প্রতীক কোনটি?
● বস্তু       খ. বাসস্থান     গ. চিকিৎসা        ঘ. খাদ্য
১৭. সামগ্রিকভাবে মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কীসের প্রয়োজন?
ক. চিকিৎসা      ● বস্ত্র      গ. শিক্ষা       ঘ. চিত্তবিনোদন
১৮. পরিবার ব্যবস্থা গড়ে ওঠার একমাত্র অবলম্বন কোনটি?
ক. শহর     খ. গ্রাম     ● বাসস্থান       ঘ. নিরাপত্তা
১৯. শিক্ষা অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও’- উক্তিটি কার?
● হযরত মুহাম্মদ (স)-এর
খ. হযরত আবু বকর (রা)-এর
গ. হযরত আলী (রা)-এর
ঘ. হযরত ওমর (রা)-এর
২০. কীসের মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে?
ক.চিকিৎসা                    ● শিক্ষা
গ. চিত্তবিনোদন            ঘ. নিরাপত্তা
২১. সুস্থ বিনোদন শিশুর মনে কী ধরনের প্রভাব ফেলে?
● ইতিবাচক          খ. নেতিবাচক
গ. ক্ষতিকর          ঘ. সৃষ্টিধর্মী
২২. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?
ক. ১১ নং অনুচ্ছেদে            ● ১৫ নং অনুচ্ছেদে
গ. ২৩ নং অনুচ্ছেদে           ঘ. ২৯ নং অনুচ্ছেদে
২৩. আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে?
ক. ৮নং     ● ১০নং     গ. ১২নং       ঘ. ১৪নং
২৪. বাংলাদেশের কয়টি চাহিদা মৌল মানবিক চাহিদা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত?
ক. তিনটি     খ. চারটি     গ. পাঁচটি     ● সাতটি
২৫. কোনটি পূরণের চেষ্টা মানুষের জীবনব্যাপী?
ক. সাধারণ চাহিদা                খ. সামাজিক চাহিদা
গ. রাজনৈতিক চাহিদা          ● মৌলিক চাহিদা
২৬. সামাজিক চাহিদার জন্ম হয় কেন?
ক. গবেষণার ফলে         ● শিক্ষণের ফলে
গ. চাহিদার ফলে             ঘ. নৈতিকতার ফলে
২৭. কীভাবে নাগরিকদের মৌলিক চাহিদার স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. আইনের মাধ্যমে       খ. গবেষণার মাধ্যমে
গ. শিক্ষার মাধ্যমে           ● সংবিধানের মাধ্যমে
২৮. পুষ্টিহীনতা যথার্থ কারণ কোনটি?
ক. পরিচ্ছন্ন খাদ্যের অভাব
খ. ভিটামিন জাতীয় খাদ্যের অভাব
গ. সাধারণ খাদ্যের অভাব
● সুষম খাদ্যের অভাব
২৯. মানুষের জৈবিক ও সামাজিক চাহিদা মেটানোর ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. অন্ন       ● বস্ত্র         গ. শিক্ষা      ঘ. বাসস্থান
৩০. প্রাণী-পাখি ও পতঙ্গের অন্যতম একটি চাহিদা হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. খাদ্য                  খ. পানি
গ. চিকিৎসা             ● নিরাপদ আশ্রয়
৩১. মানুষের চিন্তাশক্তি ও মনের প্রসার ঘটানোর ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী?
ক. গবেষণা                 ● শিক্ষা
গ. চিত্তবিনোদন          ঘ. ভ্রমণ
৩২. বিভিন্ন কলাকৌশল আয়ত্ত করে মানুষ জীবন সংগ্রামের জন্য উপযোগী হয় কীভাবে?
● শিক্ষার মাধ্যমে             খ. প্রশিক্ষণের মাধ্যমে
গ. গবেষণার মাধ্যমে        ঘ. টিভি দেখার মাধ্যমে
৩৩. সামাজিক মানুষের অন্যতম মৌলিক চাহিদা কোনটি?
● সামাজিক নিরাপত্তা          খ. রাজনৈতিক নিরাপত্তা
গ. অর্থনৈতিক নিরাপত্তা       ঘ. সাংস্কৃতিক নিরাপত্তা
৩৪. স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের মৌল চাহিদা হিসেবে বিবেচিত। এর কারণ হলো-
ক. জীবিকা নির্বাহের মাধ্যম বলে
খ. চিন্তার মাধ্যম বলে
● সহজাত গুণাবলি বিকাশের মাধ্যম
ঘ. নেতৃত্বের পূর্বশর্ত বলে
৩৫. ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত?
ক. মৌলিক চাহিদা              খ. অর্থনৈতিক চাহিদা
গ. সাংস্কৃতিক চাহিদা           ● মানবিক চাহিদা
৩৬. নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিধানে রাষ্ট্র কীভাবে সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে?
ক. গবেষণার মাধ্যমে         খ. জনমতের মাধ্যমে
গ. ভোটের মাধ্যমে             ● আইনের মাধ্যমে
৩৭. জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণ নির্ভর করে কীসের ওপর?
ক. দেশের সামাজিক অবস্থার ওপর
● দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর
গ. দেশের অভ্যন্তরীণ অবস্থার ওপর
ঘ. দেশের ভৌগোলিক অবস্থার ওপর
৩৮. বাংলাদেশে কীসের প্রভাবে বৃহত্তর জনগোষ্ঠী ন্যূনতম খাদ্যগ্রহণে সক্ষম হচ্ছে না?
● খাদ্য ঘাটতির            খ. বাজেট ঘাটতির
গ. অর্থের                    ঘ. সম্পদের
৩৯. খাদ্য হচ্ছে সেই সকল বস্তু বা দ্রব্য যা–
i. রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে
ii. শরীরের বৃদ্ধিসাধন করে
iii. শরীরকে দুর্বল করে
নিচের কোনটি সঠিক
● i ও ii    খ. ii ও iii     গ. i ও iii    ঘ. i, ii ও iii
৪০. বস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা যায়—
i. এটি মানুষের লজ্জা নিবারণ করে
ii. বিভিন্ন রোগ থেকে রক্ষা করে
iii. বিভিন্ন প্রাকৃতিক আঘাত থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii         খ. ii ও iii        গ. i ও iii        ● i, ii ও iii
৪১. মানুষ আবাসস্থলে বসবাস করে—
i. গোপনীয়তা প্রকাশ করার জন্য
ii. সুষ্ঠু জীবনযাপনের জন্য
iii. সামাজিক নিরাপত্তার জন্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii       ● ii ও iii      গ. i ও iii      ঘ. i, ii ও iii
৪২. শিক্ষা সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো—
i. শিক্ষা মানুষের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে
ii. শিক্ষার মাধ্যমে মানুষ মানবিক মূল্যবোধ অর্জন করে
iii. শিক্ষা মানুষকে দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. ii ও iii     গ. i ও iii       ● i, ii ও iii
৪৩. কোনো দেশের মৌলিক মানবিক চাহিদার বিষয়বস্তু নির্ভর করে কীসের ওপর?
ক. সামাজিক অবস্থার ওপর
খ. অর্থনৈতিক অবস্থার ওপর
● আর্থ-সামাজিক অবস্থার ওপর
ঘ. রাজনৈতিক অবস্থার ওপর
৪৪. মানুষ খাদ্যের চাহিদা পূরণে ব্যর্থ হলে খাদ্য জোগারের চেষ্টা করে কীভাবে?
ক. আন্দোলনের মাধ্যমে           খ. বিপ্লবের মাধ্যমে
● অপরাধের মাধ্যমে                 ঘ. সহিংসতার মাধ্যমে
৪৫. বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। এর যথার্থ কারণ—
● কৃষিভূমি হ্রাস                      খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. কৃষকের সংখ্যা হ্রাস          ঘ. শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি
৪৬. সামাজিকতা রক্ষা ও সভ্য জীবনযাপনের সাথে নিচের কোন চাহিদাটি সম্পৃক্ত?
ক. খাদ্য     খ. চিত্তবিনোদন    গ. স্বাস্থ্য      ● বস্ত্র
৪৭. বর্তমানে বাংলাদেশে বেসরকারি খাতে কয়টি কটন স্পিনিং মিল রয়েছে?
ক. ৩৫২টি    খ. ৩৬২টি     ● ৪০৭টি     ঘ. ৩৯৮টি
৪৮. আমাদের দেশে বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা কত?
ক. ৪১৫টি   ● ৪২৯টি    গ. ৪১৭টি      ঘ. ৪১৮টি
৪৯. বাংলাদেশে বস্ত্রের চাহিদা কীভাবে পূরণ করা হয়?
ক. তুলা আমদানি করে
● পুরাতন কাপড় আমদানি করে
গ. নতুন কাপড় আমদানি করে
ঘ. টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে
৫০. আমাদের দেশের লোকজনের বস্ত্রের চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়ে—
i. কম উৎপাদনের জন্য
ii. অর্থের অভাবে
iii. সহজপ্রাপ্যতার অভাবে
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. ii ও iii       গ. i ও iii     ঘ. i, ii ও iii
২য় অধ্যায় MCQ
১. ব্যক্তিগত বা মনোসামাজিক সমস্যা প্রশমনের জন্য কারা কাজ করে থাকে?
ক. সাইকিয়াট্রিক          ● সমাজকর্মী
গ. আইনজীবী              ঘ. চিকিৎসক
২. ‘সমাজকর্ম পেশায় সামাজিক বিজ্ঞানের অন্য শাখাগুলোর জ্ঞান অপরিহার্য— উক্তিটি মূল্যায়নে কী পরিলক্ষিত হয়?
ক. অন্য শাখাগুলোর জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে হয়
● অন্য শাখাগুলোর জ্ঞান পরিপূরক হিসেবে কাজ করে
গ. সমাজকর্মের ভিত্তি গড়ে ওঠে অন্য শাখার জ্ঞানের ওপর
ঘ. সমাজকর্ম ও অন্যান্য সামাজিক বিজ্ঞান একে অপরের সমার্থক
৩. প্রশাসন এবং ব্যবস্থাপনা সমাজকর্ম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক. অপরাধীদের সহায়তার ক্ষেত্রে
খ. সমাজকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে
গ. বিশ্বব্যাপী অন্যায় প্রতিরোধে
● প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে
৪. সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বিস্তৃত হওয়ায় যৌক্তিক কারণ কী?
ক. নানা পদ্ধতি ব্যবহার করায়
খ. অন্যান্য সামাজিক বিজ্ঞানের সহায়তা নেও
● পরিধি ব্যাপক হওয়ায়
ঘ. অনুশীলন ভিত্তিক বিজ্ঞান হওয়ায়
৫. সাহায্যার্থীর মনোসামাজিক সমস্যা নির্ধারণে সমাজকর্মের কোন শাখা কাজ করে?
ক. চিকিৎসা সমাজকর্ম            খ. ক্লিনিক্যাল সমাজকর্ম
গ. পেশাগত সমাজকর্ম            ● সাইকিয়াট্রিক সমাজকর্ম
৬. আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে থাকে?
ক. আইনজীবীদের জন্য         খ. পুলিশদের জন্য
● অপরাধীদের জন্য               ঘ. মহিলা অপরাধীদের জন্য
৭. সমাজকর্মের কোন শাখা মূলত সমষ্টি সমাজকর্মের পৃথক একটি রূপ?
ক. পেশাগত সমাজকর্ম         ● পল্লি সমাজকর্ম
গ. মিলিটারি সমাজকর্ম          ঘ. প্রশাসন এবং ব্যবস্থাপনা সমাজকর্ম
৮. RAPPORT কাদের মধ্যে গড়ে উঠে?
ক. সমাজকর্মী ও সাহায্যাথীর বন্ধুর
● সমাজকর্মী ও সাহায্যাথীর মাঝে
গ. সমাজকর্মী ও চিকিৎসকের মধ্যে
ঘ. সমাজকর্মী ও সাহায্যাথীর পরিবারের সদস্য
৯. সরাসরি সেবাদানকারী সমাজকর্মী বলতে বোঝায়, যারা–
i. প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যায় সেবাদান করেন
ii. সমাজকর্ম শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করে পেশায় নিয়োজিত
iii. সমাজকর্মের বিশেষ শাখায় পেশাদার কর্মে নিয়োজিত
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii       ঘ. i, ii ও iii
১০. আন্তর্জাতিক সমাজকর্মের কাজের ক্ষেত্র সম্পর্কে বলা যায়—
i. জাতিসংঘের কাজে সহায়তা করে
ii. বিভিন্ন সংকটময় মুহূর্তে ত্রাণ সরবরাহ করে
ii. বিশ্বব্যাপী অন্যায় প্রতিরোধে কাজ করেনিচের কোনটি সঠিক
ক. i ও ii     ● ii ও iii      গ. i ও iii       ঘ. i, ii ও iii
১১. পেশাগত সমাজকর্মের কার্যাবলি সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো—
i. কার্যসম্পাদনে প্রভাব বিস্তারকারী সমস্যা সমাধানে সাহায্য করে
ii. কর্মীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে
iii. কর্মী-মালিকদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. ii ও iii     গ. i ও iii      ● i, ii ও iii
১২. মানবিক সমস্যার সাথে আধুনিক সমাজকর্মের সম্পর্ক কীরূপ?
● অত্যন্ত নিবিড়                    খ. সহযোগিতামূলক
গ. প্রতিযোগিতামূলক            ঘ. বিরূপ
১৩. Reading to Social Problems গ্রন্থের লেখক কোন সমাজবিজ্ঞানী?
● আইরা সিলভার          খ. সি.এম.কেস
গ. ম্যাকাইভার                ঘ. চার্লস গ্রাভিন
১৪. একজন চিকিৎসা সমাজকর্মী সাহায্যার্থীর জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করে—
i. সাধারণ চিকিৎসার ব্যবস্থা করতে পারে
ii. চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে
iii. চিকিৎসাকালীন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. ii ও iii     গ. i ও iii      ঘ. i, ii ও iii
১৫. স্কুল সমাজকর্ম চালু হয়েছিল—
i. শিক্ষার্থীর কর্মতৎপরতা বাড়ানোর লক্ষ্যে
ii. শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে
iii. অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. ii ও iii      গ. i ও iii       ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
শিল্পপতি জনাব আসিফুর রহমানের গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রতিনিয়ত শ্রমিকদের আন্দোলন চলছে। ন্যায্য বেতন ভাতা, কর্মঘণ্টা কমানো প্রভৃতি দাবিতে শ্রমিকরা বিদ্রোহী হয়ে উঠেছে। এ অবস্থায় জনাব রহমানের নিয়োগপ্রাপ্ত একজন সমাজকর্মী সমস্যা সমাধানের জন্য শ্রমিকদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন।
১৬. উদ্দীপকের সমাজকর্মীকে কী হিসেবে আখ্যায়িত করা যায়?
● শিল্প সমাজকর্মী                     খ. শহর সমাজকর্মী
গ. দায়িত্বশীল সমাজকর্মী         ঘ. চিকিৎসা সমাজকর্মী
১৭. উদ্দীপকের পরিস্থিতি নিরসনে একজন সমাজকর্মী–
i শ্রমিকদের অধিকার ও দায়িত্ব কর্তব্য স্পষ্ট করবেন
ii. মালিকপক্ষকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবেন
iii. ম্যানেজমেন্ট ও কর্মীদের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করবেননিচের কোনটি সঠিক
ক. i ও ii      ● i ও iii      গ. ii ও iii      ঘ. i, ii ও iii
১৮. “স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হলো চিকিৎসা সমাজকর্ম।” উক্তিটি কার?
ক. WHO Statistical Year Book      খ. Sociological Year Book
গ. Social Welfare Year Book         ● Social Work Year Book
১৯. চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে হয়?
● ১৯৮৪     খ. ১৯৯০     গ. ১৯৯৫     ঘ. ১৯৯৮
২০. কোন ব্যক্তি রোগীর চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন?
● Dr. Richard C Cabot          খ. Dr. Charles P Emerson
গ. Mary Richmond                ঘ. W. A. Friedlander
২১. কার অনুপ্রেরণা এবং পরিচালনায় চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের মাঠকর্মের প্রশিক্ষণকে চালু করা হয়?
● Dr. Charles P Emerson          খ. Mary Richmond
গ. Dr. Richard C. Cabot            ঘ. W.A. Friedlander
২২. কত সালে পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়?
ক. ১৯৫১     খ. ১৯৫৩    ● ১৯৫৫      ঘ. ১৯৫৭
২৩. বর্তমানে আমাদের দেশে মোট কয়টি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে?
ক. ৮৫        ● ৮৭       গ. ৮৯        ঘ. ৯১
২৪. বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কবে?
● ১৯৫৪       খ. ১৯৫৮       গ. ১৯৬৮        ঘ. ১৯৭৮
২৫. হাসপাতালের বিভিন্ন বিষয়ের সাথে খাপ-খাওয়াতে রোগীদের সহায়তা করে কে?
● চিকিৎসা সমাজকর্মী        খ. চিকিৎসক
গ. হাসপাতাল কর্তৃপক্ষ        ঘ. চিকিৎসকের সহকারী
২৬. বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের অগ্রগতিতে কার অবদান অন্যতম?
ক. ডা. ইব্রাহিম                    ● ডা. মো. আলী আকবর
গ. ডা. এম আর খান            ঘ. ডা. প্রাণ গোপাল দত্ত
২৭. Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা কে?
● Prof Dr. Md. Ali Akbar        খ. Dr. Charles P Emerson
গ. Mary Richmond                ঘ. Dr. Richard C Cabot
২৮. রোগীদের রোগ-শোক সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. বিদ্যালয় সমাজকর্ম              খ. শিল্প সমাজকর্ম
গ. ক্লিনিক্যাল সমাজকর্ম            ● চিকিৎসা সমাজকর্ম
২৯. বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়—
i. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে
ii. নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে
iii. বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii          খ. ii ও iii       ● i ও iii      ঘ. i, ii ও iii
৩০. চিকিৎসা সমাজসেবার কার্যক্রমের মাধ্যমে–
i. রোগীদের মানসিক শক্তি বৃদ্ধি করা হয়।
ii. অসহায়, দুস্থ ও দরিদ্র রোগীর চিকিৎসা ব্যয়ের ব্যবস্থা করা হয়।
iii. রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে
নিচের কোনটি সঠিক
● i ও ii        খ. ii ও iii        গ. i ও iii       ঘ. i, ii ও iii
৩১. মিসেস ক্লারা, মিস সাবিনা ও মি. জামান ১৯৬১ সালে বাংলাদেশে প্রথম পেশাদার সমাজকর্মী হিসেবে হাসপাতালে নিয়োগ লাভ করেন। তাদের নিয়োগকৃত হাসপাতাল হচ্ছে—
i. চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল
ii. রাজশাহী মেডিকেল হাসপাতাল
iii. মিটফোর্ড মেডিকেল হাসপাতাল
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. i ও iii     গ. ii ও iii      ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
তুষার বাবার চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। কিন্তু হাসপাতালে গিয়ে সে প্রথমে কী করবে তা বুঝে উঠতে পারছিল না। এজন্য তাকে নানান জটিলতায় পড়তে হয়। তার এ অবস্থার উত্তরণে হাসপাতালে সমাজকর্মের একটি কর্মসূচি চালু আছে।
৩২. তুষারের এ ধরনের সমস্যা সমাধানে কে ভূমিকা রাখতে পারে?
ক. মাঠকর্মী                  ● চিকিৎসা সমাজকর্মী
গ. শিল্প সমাজকর্মী       ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্মী
৩৩. রোগীদের বিভিন্ন জটিলতা দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচি ভূমিকা পালন করে–
i. ডাক্তার, নার্স ও রোগীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে
ii. রোগীর উদ্বিগ্নতা দূরীকরণের মাধ্যমে
iii. রোগীর চিকিৎসা প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. ii ও iii    গ. i ও iii      ঘ. i, ii ও iii
৩৪. সমাজকর্মের কোন শাখা সাহায্যার্থীর সমস্যা নির্ণয় বা পরীক্ষা-নিরীক্ষা করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সাহায্য করে?
ক. চিকিৎসা সমাজকর্মে           ● ক্লিনিক্যাল সমাজকর্মে
গ. পেশাগত সমাজকর্মে            ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্মে
৩৫. ব্যক্তিত্বের ও আচরণের ত্রুটি, অসামঞ্জস্যতা, সাহায্যার্থীর প্রত্যাশা ইত্যাদি কোন সমাজকর্মের মাধ্যমে করা হয়?
ক. পল্লি সমাজকর্ম                        ● ক্লিনিক্যাল সমাজকর্ম
গ. সাইকিয়াট্রিক সমাজকর্ম          ঘ. চিকিৎসা সমাজকর্ম
৩৬. সাহায্যাথীর সমস্যা নির্ণয় করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করে সমাজকর্মের কোন শাখা?
ক. চিকিৎসা সমাজকর্ম          খ. সাইকিয়াট্রিক সমাজকর্ম
● ক্লিনিক্যাল সমাজকর্ম          ঘ. স্কুল সমাজকর্ম
৩৭. সমাজকর্মের কোন শাখা সম্পূর্ণভাবে মানসিক সেবা প্রদান করে?
ক. চিকিৎসা সমাজকর্ম       খ. পেশাগত সমাজকর্ম
গ. গ্রামীণ সমাজকর্ম            ● ক্লিনিক্যাল সমাজকর্ম
৩৮. ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে কীভাবে?
ক. স্তরায়িত পরিকল্পনার মাধ্যমে      খ. কেস স্টাডি করে
● বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে            ঘ. সম্পদের গতিশীলতার মাধ্যমে
৩৯. মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে নিচের কোন শাখাটি প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট?
ক. চিকিৎসা সমাজকর্ম               খ. ক্লিনিক্যাল সমাজকর্ম
গ. প্রবীণকল্যাণ সমাজকর্ম          ● সাইকিয়াট্রিক সমাজকর্ম
৪০. সাইকিয়াট্রিক সমাজকর্মের মূল লক্ষ্য কী?
● মানসিক ক্ষতিগ্রস্থদের সেবা প্রদান করা
খ. শ্রমিকদের জীবনমান উন্নত করা
গ. প্রবীণদের কল্যাণ সাধন করা
ঘ. শিশুশ্রম রোধ করা
৪১. মানসিক রোগীদের সমাজে বসবাসের উপযোগী করে তোলার জন্য কীসের ব্যবস্থা করা হয়?
ক. পরিকল্পনার            খ. গবেষণার
● কাউন্সেলিংয়ের        ঘ. প্রশিক্ষণের
৪২. সাইকিয়াট্রিক সমাজকর্মে রোগীর ধরন কয় প্রকার?
● দুই প্রকার           খ. তিন প্রকার
গ. চার প্রকার         ঘ. পাঁচ প্রকার
৪৩. ক্লিনিক্যাল সমাজকর্মীর কার্যক্রম হলো—
i. সাহায্যার্থীকে আর্থিক সহায়তা প্রদান
ii. পরিবর্তিত পরিস্থিতিতে সাহায্যাথীকে সামঞ্জস্য বিধানে সহায়তা করা
iii. সাহায্যাথীকে চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     ● ii ও iii     গ. i ও iii      ঘ. i, ii ও iii
৪৪. ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে–
i. মানসিক সেবা প্রদানে
ii. অপরাধীদের পক্ষে
iii. ব্যক্তির আচরণের ত্রুটি নির্ণয়ে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব শরিফ একজন চাকরিজীবী। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে এক প্রবাসীর সাথে বিবাহ দেওয়ায় সে বিদেশে চলে যায়। ছেলেকে খুবই আদর যত্নে মানুষ করতে থাকেন। কিন্তু ছেলেটি কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এহেন অবস্থায় সমাজকর্মের একটি শাখা তার সাহায্যে এগিয়ে আসে।
৪৫. উদ্দীপকে জনাব শরিফের মানসিক সমস্যার সমাধানে সমাজকর্মের কোন শাখা এগিয়ে আসে?
ক. চিকিৎসা সমাজকর্ম           ● সাইকিয়াট্রিক সমাজকর্ম
গ. ক্লিনিক্যাল সমাজকর্ম          ঘ. প্রবীণ সমাজকর্ম
৪৬. উদ্দীপকের সমস্যা সমাধানে সমাজকর্মীর করণীয় হচ্ছে—
i. ব্যক্তিগতভাবে ব্যবস্থাপত্র প্রদান করা
ii. পারিবারিক থেরাপি প্রদান করা
iii. বাস্তব ভিত্তিতে থেরাপি প্রদান করা
নিচের কোনটি সঠিক
ক. i     ● ii     গ. i ও ii       ঘ. ii, iii
৪৭. কত সালের শিক্ষাবর্ষে নিউইয়র্ক সিটি, বোস্টন এবং হাটফোর্ডে প্রথম পৃথকভাবে স্কুল সমাজকর্ম সেবাকার্য শুরু হয়?
ক. ১৯০৫–০৬        ● ১৯০৬–০৭
গ. ১৯০৭-০৮          ঘ. ১৯০৮–০৯
৪৮. সর্বপ্রথম কোন প্রতিষ্ঠানে ভিজিটিং টিচার প্রবর্তন করা হয়?
ক. বোস্টনের মহিলা সমিতিতে
● হাটফোর্ডের সাইকোলজিক্যাল ক্লিনিকে
গ. হাটলে হাউস প্রতিষ্ঠানে
ঘ. গ্রিন উইচ প্রতিষ্ঠানে
৪৯. কত সালে নিউইয়র্ক শহরের Rochester এ সর্বপ্রথম Visiting Teachers প্রবর্তন করা হয়?
ক. ১৯১০    খ. ১৯১১    গ. ১৯১২    ● ১৯১৩
৫০. বাংলাদেশে সর্বপ্রথম কত সালে স্কুল সমাজকর্ম চালু করা হয়?
ক. ১৯৬৭   খ. ১৯৬৮    ● ১৯৬৯     ঘ. ১৯৭০
৩য় অধ্যায় MCQ
১. কোনটি সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়?
ক. আচরণগত সমস্যা
খ. অধিবিদ্যাগত সমস্যা
গ. রাসায়নিক বিক্রিয়াগত সমস্যা
● সামাজিক সমস্যা
২. আমাদের সমাজব্যবস্থা পরিচালিত হয় কীভাবে?
ক. লিখিত নিয়ম-কানুন দ্বারা
● অলিখিত নিয়ম-কানুন দ্বারা
গ. মানুষের ইচ্ছামাফিক
ঘ. রাষ্ট্রকর্তৃক নির্ধারিত নিয়মে
৩. ‘সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই হচ্ছে সামাজিক সমস্যা’—উক্তিটি কার?
ক. ডেভিড ড্রেসলারের           খ. আর এল বার্কারের
● এইচ এ ফেলপসের              ঘ. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের
৪. সামাজিক সমস্যাগুলো কীসের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে?
ক. ব্যক্তির           খ. পরিবারের
● সমাজের           ঘ. রাষ্ট্রের
৫. The Study of Social Problems’ গ্রন্থটি কার?
ক. রব এবং সেল্জনিক
● আর্ল রেবিন্টন এবং মার্টিন এস.ওয়েনবার্গ
গ. অগবার্ন ও নিমকফ
ঘ. ল্যান্ডবার্গ ও ফ্রাঙ্ক
৬. সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রেই সমস্যা মূলত–
i. প্রত্যক্ষ প্রভাব রাখে
ii. অলৌকিক প্রভাব রাখে
iii. পরোক্ষ প্রভাব ফেলেনিচের কোনটি সঠিক
ক. i ও ii      ● i ও iii       গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৭. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো-
i. সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর
ii. সমাজ থেকে সৃষ্ট
iii. সমস্যা সমাধানযোগ্য নয়
নিচের কোনটি সঠিক
● i ও ii      খ. i ও iii     গ. ii ও iii       ঘ. i, ii ও iii
৮. বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি গাঁজার চাষ হয়?
ক. কুমিল্লার পাহাড়ি এলাকায়       খ. সিলেটের পাহাড়ি এলাকায়
● চট্টগ্রামের পাহাড়ি এলাকায়       ঘ. বাগেরহাটের উপকূলীয় এলাকায়
৯. ‘Social problem disrupt social norms.’- উক্তিটি কার?
ক. Maclver ও Page                   ● John Wayne ও Peril
গ. PB Horton ও JR Lesely        ঘ. Ginsbarg
১০. সকল সামাজিক সমস্যার পরিসর কীরূপ?
ক. গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ        খ. দলের মধ্যে সীমাবদ্ধ
● সার্বজনীন                              ঘ. নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ
১১. একটি সমাজের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়—
i. বিশৃঙ্খলা
ii. উন্নতি
iii. অশান্তি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     ● i ও iii       গ. ii ও iii         ঘ. i, ii ও iii
১২. সামাজিক সমস্যা—
i. মূল্যবোধ পরিপন্থি
ii. আদর্শ পরিপন্থি
iii. উন্নয়নের পরিপন্থি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. ii ও iii     গ. i ও iii         ● i, ii ও iii
১৩. সমাজবিজ্ঞানী Ogburn ও Nimcoff সামাজিক সমস্যার কারণ উল্লেখ করেছেন কোন গ্রন্থে?
ক. Sociology
খ. An Outlines of Sociology
গ. An Introduction of Sociology
● A Hand Book of Sociology
১৪. সামাজিক পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার প্রভাব কোথায় বেশি পরিলক্ষিত হয়?
ক. সমাজে            খ. সংঘে
● পরিবারে            ঘ. ধর্মীয় প্রতিষ্ঠানে
১৫. বাংলাদেশের প্রেক্ষাপটে কী কারণে শাসক ও শোষিত শ্রেণির মধ্যে নানা ধরনের সমস্যা উদ্ভূত হয়?
● সম্পদের অসম বণ্টন      খ. সম্পদের সুষ্ঠু ব্যবহারের অভাব
গ. আর্থিক সংকট                ঘ. শোষিতের ওপর শাসকের অত্যাচার
১৬. কীসের মাধ্যমে একটি সমাজ তথা দেশের সামগ্রিক বিষয় প্রস্ফুটিত হয়?
ক. বিবর্তন    ● সংস্কৃতি     গ. সভ্যতা      ঘ. রাজনীতি
১৭. ‘ক’ এলাকায় হঠাৎ হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। এরূপ সমস্যা নিচের কোনটির ফল?
● মূল্যবোধগত দ্বন্দ্ব                         খ. সাংস্কৃতিক অসমতা
গ. ধর্মীয় রীতিনীতির পার্থক্য             ঘ. কুসংস্কার
১৮. সমাজবিজ্ঞানী CM Case সামাজিক সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন—
i. বিরূপ প্রতিকূল অবস্থাকে
ii. অসংগঠিত ত্রুটিপূর্ণ সামাজিক অবস্থাকে
iii. বিভিন্ন দলের মধ্যে সাংস্কৃতিক দ্বন্দ্বকেনিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. ii ও iii     গ. i ও iii      ● i, ii ও iii
১৯. প্রতিটি সমাজে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকে, কেননা—
i. বিভিন্ন দলের অস্তিত্ব বিদ্যমান
ii. বিভিন্ন গোষ্ঠীর অস্তিত্ব
iii. বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. i ও iii    গ. ii ও iii      ● i, ii ও iii
২০. ‘পারমাণবিক যুদ্ধ ব্যতীত বিশ্ববাসীর সম্মুখে অন্যতম যে সমস্যা তা হলো জনসংখ্যাস্ফীতি কার উক্তি?
ক. রবার্ট ম্যালথাস       খ. ম্যাকাইভার
গ. এ্যাডাম স্মিথ            ● ম্যাকনামারা
২১. কোনো দেশে জনগণের জীবনযাত্রা ও সেবার মান সর্বোচ্চ করতে কোনটি দরকার?
ক. নির্দিষ্ট জনসংখ্যা          খ. জনসংখ্যার সুষম বণ্টন
গ. অসম জনসংখ্যা           ● কাম্য জনসংখ্যা
২২. THE POPULATION BOMB ‘গ্রন্থটির লেখক কে?
ক. অধ্যাপক অগর্বান      খ. গিলিক এণ্ড গিলিক
● পল এনরিখ                  ঘ. র‍্যাগনার নার্কস
২৩. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়?
ক. খাদ্য অনুপাতের জনসংখ্যা
খ. আয়তন অনুপাতে জনসংখ্যা
গ. জনসংখ্যা অনুপাতে সম্পদ বেশি
● সম্পদ অনুপাতে জনসংখ্যা
২৪. কাম্য জনসংখ্যা + অতিরিক্ত জনসংখ্যা = ?
ক. সুষম জনসংখ্যা        খ. অসম জনসংখ্যা
● জনসংখ্যা সমস্যা        ঘ. জনসম্পদ
২৫. An Essay on the principle of population গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৭৯০    খ. ১৭৯৫      গ. ১৭৯৭      ● ১৭৯৮
২৬. জনসংখ্যা বৃদ্ধিকে খাদ্য উৎপাদনের সাথে তুলনা করেছেন কে?
ক. এ্যাডাম স্মিথ           খ. ম্যাকনামারা
● ম্যালথাস                    ঘ. কিংসলে ডেভিস
২৭. ২০১৫ সালের অর্থনৈতিক সমীক্ষায় জনমিতিক তথ্যানুযায়ী বাংলাদেশের স্থূল মৃত্যুহার কত?
ক. ৪.৫ জন     ● ৫.৫ জন     গ. ৬.২ জন       ঘ. ৬.৫ জন
২৮. বাংলাদেশে বর্তমানে মহিলা (১৫-৪৯) প্রতি উর্বরতার হার কত?
ক. ১.৩৬     খ. ২.০৩    গ. ১.৪৮      ● ২.১২
২৯. নির্ভরশীল জনসংখ্যাকে কীসের ভিত্তিতে নির্ধারিত করা হয়?
ক. কর্মদক্ষতা               খ. আর্থিক সচ্ছলতা
গ. শারীরিক শক্তি         ● বয়স
৩০. ১৯৫১ থেকে বর্তমান পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি কমে আসার কারণ-
i. বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থার বিকাশ
ii. স্বাস্থ্য সচেতনতা
iii. যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. ii ও iii     গ. i ও iii      ঘ. i, ii ও iii
৩১. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা হলো—
i. শিল্পদূষণ
ii. বেকারত্ব
iii. অপরাধ প্রবণতা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. ii ও iii     গ. i ও iii      ● i, ii ও iii
৩২. সারা বিশ্বে উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কেননা–
i. অতিরিক্ত জ্বালানি ব্যবহৃত হচ্ছে
ii. বন উজাড় হচ্ছে
iii. পারমাণবিক চুল্লির ব্যবহার বাড়ছে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. ii ও iii    গ. i ও iii      ● i, ii ও iii
৩৩. কোনো চলমান ধারার একটি পর্যায় যদি স্বল্প মাথাপিছু আয় হলে এর পরবর্তী পর্যায় কী হবে?
● জীবনযাত্রার নিম্নমান    খ. কুসংস্কারাচ্ছন্নতা
গ. বেকারত্ব                        ঘ. অশিক্ষা
৩৪. যেকোনো সমস্যার সমাধান করতে হলে কীসের প্রয়োজন হয়?
ক. তাত্ত্বিক জ্ঞান         খ. প্রায়োগিক জ্ঞান
● গবেষণা                    ঘ. সচেতনতা
৩৫. সমাজকর্মীরা বিলম্বে বিবাহের জন্য কীভাবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারে?
ক. চিকিৎসা সেবা প্রদান করে
খ. পরিবার পরিকল্পনা সেবা দিয়ে
গ. নিজেরা সচেতন হয়ে
● প্রচারণার মাধ্যমে
৩৬. Front line Female Workers কাদের বলা হয়?
ক. সমাজকর্মীদের                            খ. নীতি নির্ধারকদের
● পরিবার কল্যাণ সহকারীদের         ঘ. রাজনীতিবিদদের
৩৭. একজন সমাজকর্মী জনসংখ্যা সমস্যা সমাধানে’গবেষণাকার্য পরিচালনা করতে পারে–
i. এর কারণ খুঁজে বের করার জন্য
ii. সমাজে এর প্রভাব খুঁজে বের করার জন্য
iii. সমাধানের দিক খুঁজে বের করার জন্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. i ও iii      গ. ii ও iii       ● i, ii ও iii
৩৮. জনসংখ্যা সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী ভূমিকা রাখতে পারে—
i. বিলম্বে বিবাহে ব্যাপক প্রচারণার মাধ্যমে
ii. বাস্তব তথ্যের জন্য গবেষণাকার্য পরিচালনার মাধ্যমে
iii. শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. ii ও iii     গ. i ও iii      ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
মাহিনের বসবাসরত দেশটি বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বহুমুখী সমস্যা বিরাজমান। তন্মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিতিশীলতা।
৩৯. উদ্দীপকে বর্ণিত মাহিনের বসবাসরত দেশের সাথে নিচের কোন দেশের সাদৃশ্য রয়েছে?
● বাংলাদেশের     খ. নেপালের      গ. শ্রীলংকার       ঘ. মিয়ানমারের
৪০. মাহিনের দেশে বিরাজমান উক্ত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের ক্ষেত্রে বলা যায়-
i. পরিকল্পিত পরিবার গঠনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে
ii. রাজনৈতিক ক্ষেত্রে সুষ্ঠু গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে হবে
iii. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. ii ও iii       গ. i ও iii       ● i, ii ও iii
৪১. সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বেকারত্বের হার কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে কোন বিষয়টি?
ক. বৈশ্বিক উষ্ণায়ন           ● অর্থনৈতিক মন্দা
গ. বন উজাড়                   ঘ. কুসংস্কার
৪২. অর্থনৈতিক দুর্দশার কারণে উদ্ভূত সামাজিক সমস্যা কোনটি?
ক. আত্মহত্যা            ● বেকারত্ব
গ. মাদকাসক্তি          ঘ. অপরাধপ্রবণতা
৪৩. বাংলাদেশে বিরাজমান বেকার সমস্যার কারণ হিসেবে যা বলা যায় তা হলো—
ক. আবাদি ভূমির পরিমাণ হ্রাস
খ. শিল্প-কারখানার অপর্যাপ্ততা
● বাস্তবসম্মত শ্রম ও কর্মসংস্থান নীতির অভাব
ঘ. উপরের সবগুলোই সঠিক
৪৪. বেকার সমস্যার পেছনে অর্থনৈতিক কারণের পাশাপাশি অন্য কোন কারণ কাজ করে?
ক. রাজনৈতিক কারণ                  খ. সাংস্কৃতিক কারণ
● কর্মসংস্থানের সীমাবদ্ধতা        ঘ. ব্যক্তিস্বাধীনতা
৪৫. কোনো দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় কীসের মাধ্যমে?
ক. দলীয় হস্তক্ষেপ
খ. রাজনৈতিক অস্থিতিশীলতা
● শক্তিশালী অর্থনৈতিক কাঠামো
ঘ. ব্যক্তি উদ্যোগ
৪৬. একটি দেশের শিল্প বিকাশ কিংবা উন্নয়নমুখী কর্মসূচি গৃহীত হয় কীসের ভিত্ততে?
ক. শ্রমিকের দক্ষতা                       খ. সরকারের স্থায়িত্ব
গ. দেশের মোট উৎপাদনের          ● দেশের প্রবৃদ্ধি
৪৭. ইকোনমিস্ট কোন দেশের সাময়িকী?
ক. যুক্তরাষ্ট্র     ● যুক্তরাজ্য       গ. ইতালি       ঘ. জার্মান
৪৮. বিশ্ব ব্যাংকের মতে, প্রকৃতপক্ষে বাংলাদেশে বেকারত্বের হার কত?
● ১৪.২%     খ. ১৩.৩%      গ. ১৫.৫%      ঘ. ১৬.৫%
৪৯. ILO-এর মতে, বেকারত্ব বাড়ছে এমন ২০টি দেশের তালিকায় বাংলাদেশের স্থান কততম?
ক. ৫ম      খ. ৭ম      গ. ১০ম      ● ১২তম
৫০. কোনটির দুর্বলতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়?
● শিক্ষাব্যবস্থা                     খ. রাজনৈতিক ব্যবস্থা
গ. যাতায়াত ব্যবস্থা              ঘ. ধর্মীয় নীতি
৪র্থ অধ্যায় MCQ
১. সমাজ কর্তৃক সৃষ্ট কোন ধরনের সমস্যা নিরূপণে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করে থাকে?
ক. ব্যক্তিগত সমস্যা        খ. দলীয় সমস্যা
● সামাজিক সমস্যা         ঘ. রাষ্ট্রীয় সমস্যা
২. মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ ও কল্যাণে কোন সংস্থা কাজ করে?
● সামাজিক প্রতিষ্ঠান         খ. সাহায্যাথী
গ. রাজনৈতিক দল             ঘ. মানবাধিকার কমিশন
৩. ‘Social Institution’ গ্রন্থের রচয়িতা কে?
● বার্নস                খ. ম্যাকাইভার
গ. অগবার্ন           ঘ. নিমকফ
৪. Fundamental of Sociology’ গ্রন্থের রচয়িতা কে?
ক. আর. এম ম্যাকাইভার         খ. পেজ
গ. জাটুড উইলসন                   ● জিসবার্ট
৫. প্রতিষ্ঠান নামক চাকার ওপর ভিত্তি করে কী পরিচালিত হয়?
ক. ব্যক্তি      খ. পরিবার     ● সমাজ      ঘ. রাষ্ট্র
৬. The Psychology of Human Society’ গ্রন্থের রচয়িতা কে?
ক. Maclver              খ. August Comte
গ. H E. Barner        ● Ellwood
৭. ‘মানুষ যখন সংঘ গড়ে তোলে তখন তার পরিচালনায় নিয়ম পদ্ধতি বা কার্যপ্রণালি সৃষ্টি করে’- উক্তিটি কোন গ্রন্থে রয়েছে?
ক. Social Institution       খ. Fundamental of Society
● Society                        ঘ. The Psychology of Human Society
৮. নিচের কোনটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য?
ক. সর্বজনীনতা
খ. পরিচালনা বোর্ড
● আনুষ্ঠানিক সংগঠন
ঘ. মানবিক সেবা প্রদান
৯. নিচের কোনটি প্রতিষ্ঠানের উদাহরণ?
ক. বিশ্ববিদ্যালয়           খ. ব্যাংক
গ. বিবাহ                       ● পরিবার
১০. সামাজিক সংস্থা কোনটি?
ক. বিবাহ                       খ. পরিবার
গ. মসজিদ-মন্দির         ● কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র
১১. মানবসমাজের বিভিন্ন সামাজিক প্রয়োজন পূরণে কাজ করে থাকে কোনটি?
ক. সামাজিক পরিকল্পনা           খ. সামাজিক আইন
গ. সামাজিক প্রথা                      ● সামাজিক প্রতিষ্ঠান
১২. ‘প্রতিষ্ঠান হলো কোনো মৌলিক ব্যবস্থা যা নিয়মকানুনকে কেন্দ্র করে গড়ে ওঠে’— উক্তিটি কার?
ক. গ্রিন উডের                  খ. ম্যাকাইভারের
গ. পেজের                        ● ম্যাক ও ইয়ং-এর
১৩. সমাজস্থ মানুষের মধ্যকার জ্ঞাতি সম্পর্ক রক্ষায় নিচের কোনটি অধিক কার্যকর?
ক. সামাজিক মিথস্ক্রিয়া          খ. সামাজিক সম্প্রীতি
গ. সামাজিক প্রতিষ্ঠান             ● সামাজিক সংস্থা
১৪. মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি?
ক. পরনির্ভরতা            খ. স্বনির্ভরতা
গ. সহযোগিতা             ● সংঘবদ্ধতা
১৫. সমাজে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য কীসের প্রয়োজন রয়েছে?
ক. সামাজিক সংস্থার              খ. অর্থনৈতিক প্রতিষ্ঠানের
● সামাজিক প্রতিষ্ঠানের          ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠানের
১৬. সমাজ ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে কোনটির পরিবর্তন হয়
ক. ধর্মীয় বিধিবিধানের                    ● সামাজিক প্রতিষ্ঠানের
গ. মানুষের মৌলিক চাহিদার          ঘ. অর্থনৈতিক চাহিদার
১৭. মানুষ বিভিন্ন নিয়ম-কানুন তৈরি করেছে-
i. সুশৃঙ্খলভাবে জীবনযাপনের জন্য
ii. সহজ ও সুন্দর জীবনযাপনের জন্য
iii. স্বচ্ছল জীবনযাপনের জন্য
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. ii ও iii     গ. i ও iii       ঘ. i, ii ও iii
১৮. সংস্থা সম্পর্কে বলা যায়—
i. বিদেশি অনুদানের মাধ্যমে পরিচালিত হয়
ii. বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় কাজ করে
iii. সংশ্লিষ্ট দেশের আইনের মাধ্যমে গঠিত হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     ● ii ও iii     গ. i ও iii       ঘ. i, ii ও iii
১৯. সামাজিক সমস্যা নিরূপণে কাজ করে থাকে বিভিন্ন—
i. সামাজিক প্রতিষ্ঠান
ii. সামাজিক সংস্থা
iii. সামাজিক ফোরাম
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. i ও iii      গ. ii ও iii      ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
রাজন ছোটবেলা থেকে চলাফেরা প্রভৃতি তার খেলার সাথীদের কাছ আচার-ব্যবহার, কথাবার্তা, পিতামাতা বা পরিবার থেকে, থেকে এবং তার স্কুল থেকে শিখেছে। এভাবে রাজন শিশু থেকে একজন ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়েছে।
২০. রাজনের ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে কী বলে?
● সামাজিকীকরণ           খ. হস্তক্ষেপ কৌশল
গ. উন্নয়ন প্রক্রিয়া           ঘ. বিকাশ প্রক্রিয়া
২১. রাজনের মতো প্রতিটি মানুষের ক্ষেত্রে উক্ত প্রক্রিয়া ভূমিকা পালন করে
i : অর্থনৈতিক শিক্ষাদানে
ii. সামাজিক শিক্ষাদানে
iii. নৈতিক শিক্ষাদানে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. i ও iii      ● ii ও iii       ঘ. i, ii ও iii
২২. ‘The History of Human Marriage’ গ্রন্থটির রচয়িতা কে?
● ওয়েস্টার মার্ক       খ. ল্যান্ডবার্গ     গ. রস        ঘ. পিবি হর্টন
২৩. সমাজবিজ্ঞানী Ross (রস) বিবাহকে কয়টি ধারণার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন?
● তিনটি      খ. চারটি     গ. পাঁচটি      ঘ. ছয়টি
২৪. সমাজব্যবস্থায় একে অন্যের সাথে সুসম্পর্কের পিছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
● বিবাহ           খ. পরিবার
গ. ধর্ম               ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান
২৫. ‘বিবাহ হলো সন্তান উৎপাদন ও প্রতিপালনের একটি চুক্তিমাত্র’—উক্তিটি কার?
● ম্যালিনোস্কির               খ. ম্যাকাইভারের
গ. ওয়েস্টার মার্কের        ঘ. পি বি হর্টনের
২৬. Society: An Introductory Analysis গ্রন্থটির রচয়িতা কে?
ক. অগবার্ন                          ● ম্যাকাইভার ও পেজ
গ. ডেভিড পোপেনো         ঘ. এলিয়ট ও মেরিল
২৭. সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকক্ষ পরিবারের দ্বারা সম্পাদিত কার্যাবলিকে কয় ভাগে বিভক্ত করেছেন?
● ২     খ. ৩     গ. ৪      ঘ. ৫
২৮. প্রাচীনকালে কোনটি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল?
ক. বিভিন্ন কলকারখানা পরিবার
● পরিবার
গ. বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান
ঘ. শিক্ষা প্রতিষ্ঠান
২৯. কীসের মাধ্যমে মানুষ সমাজে প্রচলিত সংস্কৃতির ধারার সাথে পরিচিত হয়?
● পরিবার                 খ. শিক্ষা প্রতিষ্ঠান
গ. গণমাধ্যম            ঘ. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
৩০. কোনটি আকারের ভিত্তিতে গঠিত পরিবার?
ক. পিতৃসূত্রীয় পরিবার      ● একক পরিবার
গ. মাতৃবাস পরিবার          ঘ. মাতৃপ্রধান পরিবার
৩১. পরিবার গঠনের মূল ভিত্তি কী?
ক. স্বামী-স্ত্রীর সম্পর্             ● বিবাহ
গ. সামাজিক প্রতিষ্ঠান         ঘ. সামাজিক এজেন্সি
৩২. Sex and Repression in Savage Society’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ই. আর. গ্রোস        খ. অমর্ত্য সেন
● ম্যালিনোস্কি              ঘ. রবার্ট লুই
৩৩. দিলীপ বড়ুয়া বৌদ্ধধর্মের অনুসারী। বিবাহ করার সময় দিলীপ বড়ুয়া কাদের নিয়ম অনুসরণ করবেন?
ক. মুসলমানদের        খ. হিন্দুদের
গ. খ্রিস্টানদের            ● বৌদ্ধদের
৩৪. বিবাহের অন্যতম ভূমিকা কোনটি?
ক. সামাজিক বিশৃঙ্খলা রোধ করে
খ. সামাজিক ঐক্য বাড়ায়
● সামাজিক অনাচার প্রতিরোধ করে
ঘ. সামাজিক ঐক্য কমায়
৩৫. যৌতুক প্রথার বিরুদ্ধে মূল পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
● পরিবার     খ. গোত্র      গ. সরকার     ঘ. আইনসভা
৩৬. পরিবার কীভাবে মানসিক উৎকর্ষতার বিকাশস্বরূপআবিভিন্ন কার্য পরিচালনা করে থাকে?
ক. ব্যক্তিগত কার্যাবলির মাধ্যমে
খ. দলীয় কার্যাবলির মাধ্যমে
গ. সামাজিক কার্যাবলির মাধ্যমে
● মনস্তাত্ত্বিক কার্যাবলির মাধ্যমে
৩৭. পরিবারের মাধ্যমে কীসের আইনানুগ ব্যবস্থা সম্পর্কে জানা যায়?
● বাল্যবিবাহের                  খ. লেডিরেট বিবাহের
গ. সরোরেট বিবাহের         ঘ. ক্রসকাজিন বিবাহের
৩৮. নারী ও পুরুষের মধ্যে আইনগত ও সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কীভাবে?
● বিবাহের মাধ্যমে             খ. মিথস্ক্রিয়ার মাধ্যমে
গ. আদালতের মাধ্যমে       ঘ. আইনের মাধ্যমে
৩৯. বিবাহের ক্ষেত্রে বলা যায় —
i. পরিবার গঠনের একমাত্র বৈধ উপায়
ii. মানুষের নৈতিক অধঃপতনের অন্যতম কারণ
iii. ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্ক গড়ে তোলে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii      খ. ii ও iii      ● i ও iii        ঘ. i, ii ও iii
৪০ পরিবারের নিয়ন্ত্রণমূলক ভূমিকা সদস্যদেরকে বিরত রাখে—
i. সামাজিক অনাচার থেকে
ii. সামাজিক অপরাধমূলক কাজ থেকে
iii. আদর্শ ও মূল্যবোধ থেকে
নিচের কোনটি সঠিক
● i ও ii      খ. ii ও iii      গ. i ও iii      ঘ. i, ii ও iii
৪১. পরিবারকে প্রাথমিক দল বলা হয়, কারণ পরিবারের সদস্যদের মধ্যে—
i. পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অনানুষ্ঠানিক
ii. শিশু জন্মগতভাবে কোনো না কোনো পরিবারের সদস্য
iii. নির্ভরশীল ও শিক্ষা সম্পর্ক বিদ্যমান
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ● i, ii ও iii
৪২. পরিবারের কাজ হচ্ছে-
i. সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা
ii. সন্তানের অস্তিত্ব রক্ষায় সদাজাগ্রত থাকা
iii. বংশের ধারা অব্যাহত রাখা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii      খ. ii ও iii      গ. i ও iii       ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের দাও:
উত্তর ঊর্মি তার চার বছরের শিশুকে অবসরে বর্ণমালা চিনতে শেখায়। বাড়িতে অতিথি এলে তাদেরকে সালাম দিতে শেখায়। বড়দের সাথে ভালো ব্যবহার করতে বলে।
৪৩. অনুচ্ছেদে পরিবারের কোন ধরনের কার্যাবলির চিত্র ফুটে উঠেছে?
ক. রাজনৈতিক         ● শিক্ষামূলক
গ. অর্থনৈতিক          ঘ. মনস্তাত্ত্বিক
৪৪. পরিবারের উক্ত কার্যাবলি সম্পর্কে বলা যায়—
i. পরিবারই মানুষের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে
ii. একমাত্র পরিবারই শিশুকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকে
iii. পিতামাতার পরিপূর্ণ তত্ত্বাবধানে শিশু শিক্ষাজগতে পদার্পণ করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. ii ও iii      ● i ও iii       ঘ. i, ii ও iii
৪৫. সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত বাধাকে কী বলা হয়?
ক. রাজনৈতিক সমস্যা         খ. অর্থনৈতিক সমস্যা
গ. ক্ষতিকর অবস্থা                 ● সামাজিক সমস্যা
৪৬. সমাজের অবৈধ বিবাহ প্রতিরোধে সমাজকর্মী কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন?
ক. ব্যক্তি সমাজকর্ম           ● সামাজিক কার্যক্রম
গ. সমষ্টি সমাজকর্ম           ঘ. সামাজিক গবেষণা
৪৭. পরিবারের সদস্যদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করার জন্য সমাজকর্মী কোন শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে পারেন?
ক. সামাজিক শিক্ষা       ● পারিবারিক শিক্ষা
গ. নৈতিক শিক্ষা            ঘ. ধর্মীয় শিক্ষা
৪৮. সমাজকর্মী মাহবুব কীভাবে পরিবার কাঠামো সম্পর্কে সবাইকে সচেতন করতে পারেন?
ক. আলোচনার মাধ্যমে           খ. প্রশিক্ষণের মাধ্যমে
গ. অর্থ প্রদানের মাধ্যমে          ● চিত্তবিনোদনের মাধ্যমে
৪৯. CIA প্রদত্ত সন্ত্রাসবাদের উপাদান হলো—
i. পূর্ব পরিকল্পিত কার্যক্রম
ii. টার্গেট বেসামরিক জনগণ
iii. বিশেষ জাতিগোষ্ঠী দ্বারা পরিচালিত
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. ii ও iii     গ. i ও iii     ● i, ii ও iii
৫০. নারী নির্যাতন হলো—
i. নারীর ওপর দৈহিক নির্যাতন
ii. পরনির্ভরশীল করে তোলা
iii. নারীর ওপর মানসিক নির্যাতন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. ii ও iii    ● i ও iii     ঘ. i, ii ও iii
৫ম অধ্যায় MCQ
১. সমাজের দুর্বল, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীকে কেন্দ্র করে কোন আইন প্রণীত হয়?
ক সরকারি আইন            ● সামাজিক আইন
গ. আন্তর্জাতিক আইন     ঘ. বেসরকারি আইন
২. আমাদের স্বাভাবিক গতিধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য কোন আইন তৈরি করা হয়?
ক. রাজনৈতিক আইন                 খ. দুর্নীতি দমন আইন
● সমাজকল্যাণমূলক আইন       ঘ. অর্থনৈতিক আইন
৩. কোন আইন সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে থাকে?
ক. সরকারি আইন          ● সামাজিক আইন
গ. বেসরকারি আইন       ঘ. আন্তর্জাতিক আইন
৪. Legislation এর অর্থ হলো–
● প্রণীত আইনসমূহ     খ. আইন
গ. রাষ্ট্রীয় বিধান             ঘ. আইন প্রণেতা
৫. সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য কোনটি?
ক. অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা
● সামাজিক সকল কুপ্রথা দূর করা
গ. রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা
ঘ. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা
৬. সামাজিক আইনের মূলভিত্তি কোনটি?
ক. জনমত                   খ. নীতিগত সিদ্ধান্ত
গ. আইন প্রণয়ন          ● সমস্যা চিহ্নিতকরণ
৭. কোন আইন সমাজের প্রতিটি মানুষকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে?
ক. সরকারি আইন           খ. আন্তর্জাতিক আইন
গ. বেসরকারি আইন       ● সামাজিক আইন
৮. সমাজের বিভিন্ন অনাচার ও কুসংস্কার দূর করার চেষ্টা করা হয় কীভাবে?
● আইনের মাধ্যমে
খ. সামাজিক প্রথার মাধ্যমে
গ. সামাজিক মূল্যবোধের মাধ্যমে
ঘ. রাজনীতির মাধ্যমে
৯. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের হাতিয়ার কোনটি?
● সামাজিক আইন           খ. সমাজকর্ম
গ. সামাজিক উন্নয়ন         ঘ. সামাজিক নিরাপত্তা
১০. কোন আইনটি কুসংস্কার দূরীকরণের সাথে সংশ্লিষ্ট?
ক. শ্রমিক ক্ষতিপূরণ আইন, ১৯২৩
● সতীদাহ প্রথা আইন, ১৮২৯
গ. বঙ্গীয় মাতৃকল্যাণ আইন, ১৯৪১
ঘ. বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯
১১. শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালে প্রণীত হয়?
● ১৯২৩     খ. ১৯২৯      গ. ১৯৪১      ঘ. ১৯৬১
১২. সতীদাহ প্রথা বিলোপ আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৮২০    ● ১৮২৯      গ. ১৮৩৯      ঘ. ১৮৫০
১৩. সামাজিক আইন কোন ধরনের সুযোগ-সুবিধা সকলের মাঝে সুষমভাবে বণ্টন করে?
● সামাজিক     খ. রাজনৈতিক     গ. অর্থনৈতিক       ঘ. ধর্মীয়
১৪. নাগরিকের কল্যাণে রাষ্ট্র নানা ধরনের আইন প্রণয়ন করে—
i. নাগরিকের অধিকারে পরিবর্তন আনতে
ii. নাগরিকের দায়িত্বে পরিবর্তন আনতে
iii. নাগরিকের কর্তব্যে পরিবর্তন আনতেনিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. ii ও iii      গ. i ও iii        ● i, ii ও iii
১৫. সামাজিক আইন কার্যকর ভূমিকা পালন করে-
i. মতামত প্রকাশের স্বাধীনতা রক্ষার্থে
ii. মৌলিক প্রয়োজন পূরণের অপর্যাপ্ততার ক্ষেত্রে
iii. সামাজিক কুপ্রথা দূর করার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. ii ও iii     গ. i ও iii       ● i, ii ও iii
১৬. সমাজের কুসংস্কার দূরীকরণে প্রণীত আইনসমূহ হচ্ছে –
i. শ্রমিক ক্ষতিপূরণ আইন
ii. সতীদাহ প্রথা বিলোপ আইন
iii. হিন্দু বিধবা বিবাহ আইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     ● ii ও iii      গ. i ও iii      ঘ. i, ii ও iii
১৭. সামাজিক আইনের উদ্দেশ্য হলো—
i. মানুষের সামাজিক আচরণ নিয়ন্ত্রণ
ii. সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বণ্টন
iii. সামাজিক নিরাপত্তার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. ii ও iii       গ. i ও iii      ● i, ii ও iii
১৮. বিশ্বের প্রতিটি দেশ আইন প্রণয়ন করে থাকে
i. নিজ দেশের নীতি অনুসারে
ii. অন্যান্য দেশের আইন অনুসারে
iii. নিজ দেশের সংবিধানের আলোকেনিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. ii ও iii      ● i ও iii        ঘ. i, ii ও iii
১৯. সামাজিক উন্নয়ন ও প্রগতির পথে যা প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করে তাকে কী বলে?
ক. সামাজিক আইন                ● সামাজিক সমস্যা
গ. সামাজিক প্রগতিহীনতা       ঘ. সামাজিক নিরাপত্তাহীনতা
২০. যৌতুক প্রথা বিলোপ সাধন বা হ্রাসকল্পে কোন আইনটি প্রণীত হয়েছে?
ক. বাল্যবিবাহ আইন, ১৯২৯
● যৌতুক নিরোধ আইন, ১৯৮০
গ. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
ঘ. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ, ১৯৮৩
২১. কোন আইনটি বাংলাদেশের নারীদের স্বার্থ রক্ষায় এক ধরনের নিরাপত্তা কবজ ছিল?
ক. বাল্যবিবাহ আইন, ১৯২৯
● মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
গ. যৌতুক নিরোধ আইন ১৯৮০
ঘ. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ- ১৯৮৩
২২. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন কার্যকর হয় কত তারিখে?
ক. ১০ জুলাই               খ. ১৪ জুলাই
গ. ১৬ জুলাই               ● ১৫ জুলাই
২৩. মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৯২৯       খ. ১৯৫৬       ● ১৯৬১        ঘ. ১৯৮০
২৪. কোন আইনটি নিরাপত্তা সেফগার্ড হিসেবে পরিচিত?
ক. শ্রমিক ক্ষতিপূরণ আইন
● মুসলিম পারিবারিক আইন
গ. শিশু আইন
ঘ. নারী ও শিশু নির্যাতন দমন আইন
২৫. কোন আইনে মুসলিম বিবাহ রেজিস্ট্রি করার বিধান রয়েছে?
ক. পারিবারিক আদালত অধ্যাদেশ
● মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ
গ. বাল্যবিবাহ আইন
ঘ. নারী নির্যাতন অধ্যাদেশ
২৬. বিবাহ, তালাক, দেনমোহর ও উত্তরাধিকার ইত্যাদি বিষয়ের সাথে কোন আইনের সামঞ্জস্য রয়েছে?
● ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন
খ. ১৯৭৪ সালের শিশু আইন
গ. ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন
ঘ. ১৯৮৩ সালের নারী নির্যাতন আইন
২৭. কোন আইন অনুযায়ী প্রথম স্ত্রী বেঁচে থাকতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না?
ক. বাল্যবিবাহ আইন, ১৯২৯
● মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
গ. যৌতুক নিরোধ আইন, ১৯৮০
ঘ. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ, ১৯৮৩
২৮. তালাকের জন্য লিখিত নোটিশ পাঠানোর ধারা ভঙ্গ করলে স্বামীর কত টাকা জরিমানা হতে পারে?
ক. তিন হাজার টাকা         ● পাঁচ হাজার টাকা
গ. আট হাজার টাকা          ঘ. দশ হাজার টাকা
২৯. মুসলিম পারিবারিক আইনে একজন মুসলিম ছেলের নিম্নতম বিবাহ বছর কত নির্ধারণ করা ছিল?
● ১৮ বছর         খ. ২০ বছর
গ. ১৯ বছর        ঘ. ২১ বছর
৩০. মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো পরিবারে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে দাদার সম্পত্তি থেকে কাদের বঞ্চিত করা যাবে না?
ক. সন্তানদের               খ. কন্যাদের
● নাতি-নাতনিদের        ঘ. পুত্রবধূদের
৩১. মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব হলো—
i. সমাজের উন্নয়ন ব্যাহত হয়
ii. মাদকাসক্ত ব্যক্তি সমাজের উপকারে আসে না
iii. অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. ii ও iii      গ. i ও iii      ● i, ii ও iii
৩২. মুসলিম পারিবারিক আইন অনুসারে দ্বিতীয় বিয়ের অনুমতি প্রদানের পূর্বে বিবেচ্য বিষয় হলো—
i. দাম্পত্য সম্পর্ক রক্ষায় ব্যর্থতা
ii. প্রথম স্ত্রীর বন্ধ্যাত্ব
iii. অপেক্ষাকৃত স্থায়ী মানসিক ও শারীরিক অসুস্থতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. ii ও iii     গ. i ও iii      ● i, ii ও iii
৩৩. উপমহাদেশের শিশু কল্যাণমূলক আইনের মধ্যে সবেচেয়ে উল্লেখযোগ্য আইন কোনটি?
ক. ১৮৯৭ সালের রিফরমেটরি স্কুল আইন
● ১৯৭৪ সালের শিশু আইন
গ. শিশুদের নিয়োগ আইন, ১৯৩৮
ঘ. ১৯২২ সালের বঙ্গীয় শিশু আইন
৩৪. কিশোর আদালতের আইনগত ভিত্তি হলো—
● শিশু আইন ১৯৭৪
খ. নারী নির্যাতন আইন ১৯৮৩
গ. পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫
ঘ. যৌতুক নিরোধ অধ্যাদেশ ১৯৮০
৩৫. কোন আইন দ্বারা শিশু অপরাধের জন্য পৃথক আদালত গঠনের ব্যবস্থা করা হয়েছে?
ক. প্রবেশন অব অফেন্ডার্স অধ্যাদেশ
● শিশু আইন ১৯৭৪
গ. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ
ঘ. পারিবারিক আদালত অর্ডিন্যান্স
৩৬. ‘কোনো শিশুকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করা যাবে না’ এটি কোন আইনের ধারা?
● শিশু আইন, ১৯৭৪
খ. ১৯২২ সালের বঙ্গীয় শিশু আইন
গ. ১৮৯৭ সালের রিফরমেটরি স্কুল আইন
ঘ. শিশু (শ্রম বন্ধক) আইন, ১৯৩৩
৩৭. ১৯৭৪ সালের শিশু আইনে কয়টি ধারা আছে?
ক. ৬০.       খ. ৬৮     গ. ৭০       ● ৭৮
৩৮. শিশু আইন ১৯৭৪ কত সালে সারাদেশে বলবৎ করা হয়?
ক. ১৯৭৬    খ. ১৯৭৭     গ. ১৯৭৮       ● ১৯৮০
৩৯. ১৯৭৪ সালের শিশু আইন কার্যকর করার ফলে কোন আইন রহিত করা হয়?
ক. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ্যাক্ট            খ. নারী নির্যাতন অ্যাক্ট
● রিফরমেটরি স্কুল অ্যাক্ট                ঘ. রিফরমেটরি কলেজ অ্যাক্ট
৪০. বিশ্বের বিভিন্ন শিশুদের হেফাজত, রক্ষণাবেক্ষণ ও সংশোধনের জন্য আইন রয়েছে। বাংলাদেশে এ সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষেত্রে নিচের কোন সালটি সমর্থনযোগ্য?
ক. ১৯৭১    খ. ১৯৭২     গ. ১৯৭৩     ● ১৯৭৪
৪১. কোন আইন দ্বারা শিশু অপরাধের জন্য পৃথক পৃথক আদালত গঠনের ব্যবস্থা করা হয়েছে?
ক. প্রবেশন অব অফেন্ডার্স অধ্যাদেশ
● শিশু আইন ১৯৭৪
গ. পারিবারিক আদালত অর্ডিন্যান্স
ঘ. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ
৪২. হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২ এর কয়টি ধারা আছে?
ক. ১১টি     খ. ১৩টি     ● ১৫টি       ঘ. ১৭টি
৪৩. ১৯৭৪ সালের শিশু আইন কার্যকর হলে রহিত হয়—
i. ১৯২২ সালের বঙ্গীয় শিশু আইন
ii. ১৮৯৭ সালের রিফরমেটরি স্কুল আইন
iii. শিশু (শ্রম বন্ধক) আইন, ১৯৩৩
নিচের কোনটি সঠিক
● i ও ii    খ. ii ও iii     গ. i ও iii       ঘ. i, ii ও iii
৪৪. বাংলাদেশ শিশু আইন-১৯৭৪ এর তাৎপর্য হলো-
i. শিশুদের হেফাজতকারী
ii. কিশোর অপরাধীদের সংশোধনকারী
iii. কিশোর অপরাধীদের শাস্তি প্রদানকারী
নিচের কোনটি সঠিক
● i ও ii    খ. i ও iii    গ. ii ও iii       ঘ. i, ii ও iii
৪৫. ১৯৭৪ সালের শিশু আইনের সাথে সম্পর্কিত–
i. ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সর্বত্র বলবৎ হয়
ii. মোট ১০টি ভাগ আছে
iii. মোট ধারার সংখ্যা ৭৮
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. i ও iii      ● ii ও iii     ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:
রহিমন কর্মস্থলে যাওয়ার সময় ছুটিতে থাকা স্বামী রহমানের নিকট তার একমাত্র সাত বছরের সন্তান রিপনকে রেখে যান। রহমান তার বাসার একটি কক্ষে বসে ফেনসিডিল পান করেন। সন্তানটি এ সময়ে ক্ষুধার কারণে চিৎকার করলে রহমান তাকেও এ মাদক খাইয়ে দেন। এতে রিপন অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় রহিমন স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
৪৬. ১৯৭৪ সালের শিশু আইন অনুযায়ী উপরের ঘটনায় রহমানের অপরাধ হলো—
i. রিপনের দায়িত্বে থাকা অবস্থায় নেশা করা
ii. রিপনকে বিপদজনক মাদক পান করানো
iii. নিজ কক্ষে বসে মাদক সেবন
নিচের কোনটি সঠিক
● i ও ii      খ. i ও iii     গ. ii ও iii       ঘ. i, ii ও iii
৪৭. উক্ত ঘটনায় রহমানের নিচের কোন শাস্তি হতে পারে?
ক. একশত টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড
খ. পাঁচশত টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের কারাদণ্ড
● এক বছরের কারাদণ্ড বা পাঁচশত টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
ঘ. দুই বছরের কারাদণ্ড বা পাঁচশত টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
৪৮. কোন আইনে বহু বিবাহের ক্ষেত্রে আইনগত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে?
ক যৌতুক নিরোধ আইন, ১৯৮০
● মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
গ. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩
ঘ. পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫
৪৯. বাংলাদেশে যৌতুক আইন ১৯৮০ অনুযায়ী প্রতিটি অপরাধ হলো—
ক. জামিনযোগ্য               ● শাস্তিযোগ্য
গ. আপোষ অযোগ্য         ঘ. জামিন অযোগ্য
৫০. কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে অথবা গ্রহণে সহায়তা করলে সর্বনিম্ন কত বছর কারাদণ্ড হবে?
● এক বছর           খ. দুই বছর
গ. তিন বছর         ঘ. চার বছর
৬ষ্ঠ অধ্যায় MCQ
১. সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গৃহীত ও পরিচালিত কার্যক্রমকে কী বলে?
ক. বেসরকারি সমাজসেবা
খ. ব্যক্তিগত সমাজসেবা
● সরকারি সমাজসেবা
ঘ. অপ্রাতিষ্ঠানিক সমাজসেবা
২. বাংলাদেশে সমাজকল্যাণ পরিদপ্তর কখন প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯৫৩    খ. ১৯৫৪    গ. ১৯৫৬     ● ১৯৬১
৩. বাংলাদেশে কয়টি সরকারি এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি সমাজসেবা কর্মসূচির সূত্রপাত হয়?
ক. ২টি    খ. ৩টি    ● ৪টি      ঘ. ৫টি
৪. এদেশে সরকারি সমাজসেবা কর্মসূচির সূত্রপাত হয় কখন?
● ১৯৪০    খ. ১৯৬০    গ. ১৯৫০     ঘ. ১৯৭০
৫. ঢাকার কোথায় Urban Community Development Project গ্রহণ করা হয়?
ক. টিকাটুলি         ● কায়েতটুলি
গ. মালিবাগ           ঘ. গণকটুলি
৬. কত সালে গ্রামীণ পর্যায়ে সম্প্রসারিত সমাজকল্যাণমূলক কর্মসূচি চালু করা হয়?
ক. ১৯৭০     ● ১৯৭৪    গ. ১৯৭৮      ঘ. ১৯৮২
৭. সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৪    খ. ১৯৭৮     ● ১৯৮৪     ঘ. ১৯৮৮
৮. সমাজকল্যাণ অধিদপ্তর ২০১৫ সালের মধ্যে কত ভাগ অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের সামাজিক নিরাপত্তা প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে?
ক. ৪৫ শতাংশ             ● ৫০ শতাংশ
গ. ৫৫ শতাংশ            ঘ. ৬০ শতাংশ
৯. বর্তমানে ৬৪টি জেলা শহরের কতটি ইউনিটে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে?
ক. ৪০টি    খ. ৬০টি     ● ৮০টি       ঘ. ১০০টি
১০. কোন কার্যক্রমের মাধ্যমে এদেশে সর্বপ্রথম সমাজসেবামূলক কর্মসূচি চালু হয়?
ক. বেবিহোম                          ● শহর সমাজসেবা
গ. চিকিৎসা সমাজকর্ম         ঘ. এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে
১১. “ঢাকা প্রজেক্ট” চালু করে কারা?
ক. ওআইসির বিশেষজ্ঞ দল
খ. ইউ এন ডিপির বিশেষজ্ঞ দল
গ. বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল
● জাতিসংঘের বিশেষজ্ঞ দল
১২. RSS কর্মসূচিতে যে সমস্ত পরিবারে বার্ষিক গড় আয় ৫০০০ টাকা হতে ৬০,০০০ টাকার মধ্যে তারা হলেন-
ক. ক-শ্রেণিভুক্ত          ● খ-শ্রেণিভুক্ত
গ. গ-শ্রেণিভুক্ত            ঘ. ঘ-শ্রেণিভুক্ত
১৩. জাতিসংঘের সহযোগিতার ভিত্তিতে ঢাকায় কত সালে সমাজকর্ম বিষয়ে তিনমাসের প্রশিক্ষণ কোর্স চালু হয়?
ক. ১৯৫২      ● ১৯৫৩       গ. ১৯৫৪       ঘ. ১৯৫৫
১৪. দুস্থ শিশুদের সরকারি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কয়টি?
ক. ৫টি     খ. ৪টি      ● ৩টি       ঘ. ২টি
১৫. সমষ্টি উন্নয়ন ভিত্তিক কার্যক্রম হলো-
ক. মাতৃকেন্দ্র         ● সরকারি শিশু সদন
গ. বেবীহোম          ঘ. দিবাযত্ন
১৬. সরকারিভাবে মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কয়টি ইউনিট চালু রয়েছে?
● ২টি      খ. ৪টি     গ. ৬টি      ঘ. ৮টি
১৭. সরকারের সামাজিক অবক্ষয় প্রতিরোধ কার্যক্রমের আওতায় পরিচালিত সেফ হোম কয়টি?
● ৬টি     খ. ৫টি     গ. ৪টি      ঘ. ৩টি
১৮. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি বিদ্যালয় রয়েছে?
ক. ৩টি    খ. ৪টি      ● ৫টি      ঘ. ৬টি
১৯. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ব্রেইল প্রেসটি কোথায় অবস্থিত?
● টঙ্গী, গাজীপুর              খ. কোনাবাড়ী, গাজীপুর
গ. শফিপুর, গাজীপুর       ঘ. কালিয়াকৈর, গাজীপুর
২০. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কয়টি জাতীয় বিশেষ শিক্ষা কার্যক্রম রয়েছে?
● ১টি     খ. ২টি     গ. ৩টি     ঘ. ৪টি
২১. শিশু উন্নয়ন কার্যক্রমের আওতায় পরিচালিত কর্মসূচি পিকার (Protection of Child at risk) কতটি?
ক. ৬টি     খ. ১২টি     ● ১৮টি      ঘ. ২৪টি
২২. রাজশাহীতে কয়টি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে?
● ১টি     খ. ২টি    গ. ৩টি      ঘ. ৪টি
২৩. ঘূর্ণায়মান তহবিল থেকে সুদমুক্ত ঋণদান করা হয় —
i. ভূমিহীন কৃষককে
ii. বৃদ্ধদেরকে
iii. দুস্থ মহিলাদেরকে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    ● i ও iii     গ. ii ও iii     ঘ. i, ii ও iii
২৪. সরকারের সামাজিক সংহতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় ঢাকায় পরিচালিত হচ্ছে—
i. মানসিক প্রতিবন্ধী প্রতিষ্ঠান
ii. দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র
iii. মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     ● ii ও iii      ঘ. i, ii ও iii
২৫. সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করছে—
i. সামাজিক নিরাপত্তা প্রদানে
ii. আর্থ-সামাজিক উন্নয়নে
iii. বিভিন্ন সংগঠন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. ii ও iii    গ. i ও iii      ঘ. i, ii ও iii
২৬. কিশোর-কিশোরীর অপরাধ সংশোধনে প্রবেশন ও আফটার কেয়ার চালু রয়েছে—
i. সকল উপজেলা পর্যায়ে
ii. সকল জেলা শহরে
iii. সকল ইউনিয়ন পর্যায়
নিচের কোনটি সঠিক?
● i ও ii      খ. i ও iii      গ. ii ও iii       ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে ১৯৮৯ সালে একটি মন্ত্রণালয়ন প্রতিষ্ঠিত হয়। উক্ত মন্ত্রণালয়ের একটি সংস্থা হচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। মন্ত্রণালয়টির কতগুলো লক্ষ্য রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ ইত্যাদি।
২৭. উদ্দীপকে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে?
ক. শিক্ষা মন্ত্রণালয়                  খ. ধর্ম মন্ত্রণালয়
● সমাজকল্যাণ মন্ত্রণালয়       ঘ. পররাষ্ট্র মন্ত্রণালয়
২৮. উক্ত মন্ত্রণালয়ের উল্লিখিত লক্ষ্যসমূহ বাস্তবায়নের মাধ্যমে সম্ভব হবে —
i. দক্ষ জনশক্তি তৈরি
ii. জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন
iii. সকলের মৌলিক চাহিদা পূরণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii    খ. i ও iii    গ. ii ও iii      ঘ. i, ii ও iii
২৯. বাংলাদেশে কত সালে সর্বপ্রথম সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়?
ক. ১৯৫৩   ● ১৯৫৫     গ. ১৯৫৭    ঘ. ১৯৫৯
৩০. কত সালে USS কর্মসূচি চালু হয়?
ক. ১৯৭২   খ. ১৯৭৩     ● ১৯৭৪     ঘ. ১৯৭৫
৩১. UCDP-এর পূর্ণরূপ কী?
● Urban Community Development Project
খ. Urban Christianity Development Project
গ. Urban Community Development Programme
ঘ. Urban Community District Project
৩২. গ্রামীণ সমাজসেবা গৃহীত হয় কত সালে?
ক. ১৯৭১    খ. ১৯৭৩      ● ১৯৭৪      ঘ. ১৯৭৬
৩৩. কোনটি গ্রামীণ সমাজসেবার বৈশিষ্ট্য?
ক. পরিবারকে উন্নয়নের একক ধরা
● গ্রামকে উন্নয়নের একক ধরা
গ. দলকে উন্নয়নের একক ধরা
ঘ. সমষ্টিকে উন্নয়নের একক ধরা
৩৪. ১৯৭৪ সালে তৎকালীন কতটি থানার মাধ্যমে পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়?
ক. ২৩টি    ● ২৫টি     গ. ২৯টি      ঘ. ৩৩টি
৩৫. গ্রামীণ সমাজসেবা কর্মসূচি হচ্ছে-
ক. একমুখী উন্নয়ন প্রক্রিয়া     খ. দ্বিমুখী উন্নয়ন প্রক্রিয়া
গ. ত্রিমুখী উন্নয়ন প্রক্রিয়া        ● বহুমুখী উন্নয়ন প্রক্রিয়া
৩৬. পল্লি সমাজসেবা কার্যক্রমের দ্বিতীয় পর্বে এ কার্যক্রম কতটি উপজেলায় সম্প্রসারণ করা হয়?
● ১০৩টি    খ. ১০৫টি     গ. ১০৭টি      ঘ. ১০৯টি
৩৭. পল্লি সমাজসেবা কার্যক্রমের চতুর্থ পর্ব কয়টি উপজেলায় সম্প্রসারণ করা হয়?
ক. ৫১টি     খ. ৬১টি     গ. ৭১টি      ● ৮১টি
৩৮. ‘Social Services in Bangladesh’ নামক পুস্তকটি কোন অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়?
● সমাজসেবা অধিদপ্তর
খ. মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর
গ. প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর
ঘ. সমাজকল্যাণ অধিদপ্তর
৩৯. গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়ার কেন্দ্রীয় দায়িত্ব কে পালন করেন?
ক. একজন উপপরিচালক
● একজন অতিরিক্ত পরিচালক
গ. একজন সমাজসেবা কর্মকর্তা
ঘ. একজন সুপারভাইজার
৪০. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের প্রশাসনিক কাঠামো কাকে কেন্দ্র করে গড়ে ওঠে?
ক. সুপারভাইজারকে
● উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে
গ. গ্রাম সমাজকর্মীকে
ঘ. ইউনিয়ন সমাজকর্মীকে
৪১. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে সুপারভাইজারের অধীনে কয়জন ইউনিয়ন সমাজকর্মী থাকে?
ক. দুইজন         ● তিনজন
গ. চারজন         ঘ. পাঁচজন
৪২. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে কোন পদ্ধতি প্রয়োজন হয়?
ক. গোষ্ঠী উন্নয়ন পদ্ধতি     খ. ব্যক্তি উন্নয়ন পদ্ধতি
● সমষ্টি উন্নয়ন পদ্ধতি        ঘ. দল উন্নয়ন পদ্ধতি
৪৩. গ্রামীণ সমাজসেবা কোন ধরনের উন্নয়ন প্রক্রিয়া?
● বহুমুখী     খ. বৈচিত্র্যপূর্ণ    গ. একমুখী     ঘ. সহযোগিতামূলক
৪৪. সমষ্টির উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে—
i. জনগণের নিজস্ব সম্পদ দ্বারা
ii. সরকারের আর্থিক সহায়তায়
iii সরকারের কারিগরি সহায়তায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii    গ. ii ও iii     ● i, ii ও iii
৪৫. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উদ্দেশ্যসমূহের অন্তর্ভুক্ত হলো—
i. গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন
ii. গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো
iii. সেবাদানের পাশাপাশি মুনাফা অর্জন
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii     ঘ. i, ii ও iii
৪৬. গ্রামীণ সমাজসেবার অন্যতম বৈশিষ্ট্য হলো—
i. গ্রামীণ উন্নয়নের একক ধারা
ii. অবহেলিতদের অগ্রাধিকার দান
iii. শহরমুখী প্রবণতা রোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii      গ. ii ও iii      ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
রূপসা গ্রামে জনগণ নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বহুমুখী কর্মসূচি গ্রহণ করে। গ্রামের জনগণের নিজস্ব সম্পদ এবং সরকারি আর্থিক ও কারিগরি সহায়তায় কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়ে থাকে।
৪৭. উদ্দীপকে বাংলাদেশ সরকারের কোন কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে?
ক. দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি    ● গ্রামীণ সমাজসেবা
গ. শহর সমাজসেবা                    ঘ. কিশোর উন্নয়ন কার্যক্রম
৪৮. উক্ত কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো—
i. গ্রামীণ সুবিধাবঞ্চিত লোকদের ভাগ্য উন্নয়ন
ii. গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো
iii. গ্রামীণ জনগণকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii      খ. ii ও iii      গ. i ও iii     ঘ. i, ii ও iii
৪৯. গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ এবং সরকারি আর্থিক ও কারিগরি সহায়তায় জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা চালায় কোনটি?
ক. শহর সমাজসেবা             ● গ্রামীণ সমাজসেবা
গ. হাসপাতাল সমাজসেবা     ঘ. স্কুল সমাজসেবা
৫০. সমাজসেবা কর্মসূচির মূল লক্ষ্য কোনটি?
● গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করা
খ. গ্রামীণ জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনা বিষয়ক জ্ঞান দান
গ. গ্রামীণ জনগোষ্ঠীকে পুষ্টিবিষয়ক জ্ঞান দান
ঘ. গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দান
৭ম অধ্যায় MCQ
১. NGO শব্দের পূর্ণরূপ কী?
● Non-Government Organization
খ. Non-Global Organization
গ. New-Government Organization
ঘ. New-Global Organization
২. ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত এনজিও বিষয়ক ব্যুরো কতটি এনজিও নিবন্ধন করেছে?
ক. ২০০০টি           খ. ২১৪০টি
গ. ২২৩০টি           ● ২৩৪০টি
৩. স্বেচ্ছাভিত্তিক সমাজকল্যাণ কীসের উদ্ভব ঘটিয়েছে?
● আধুনিক সমাজকর্মের
খ. সনাতন সমাজকর্মের
গ. কল্যাণমূলক সমাজকর্মের
ঘ. পেশাদার সমাজকর্মের
৪. স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়—
ক. ১৯৫৫     খ. ১৯৬০    ● ১৯৬১    ঘ. ১৯৬৫
৫. কোন সংস্থা আঞ্চলিক ও দেশীয় NGO সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে?
ক. সমাজকল্যাণ মন্ত্রণালয়,
খ. জাতীয় মানবাধিকার কমিশন
● সমাজসেবা অধিদপ্তর
ঘ. NGO বিষয়ক ব্যুরো
৬. নিচের কোনটি বেসরকারি সংস্থা নয়?
ক. ব্র্যাক            খ. প্রশিকা
গ. ইউসেপ         ● জাতীয় সমাজসেবা পরিষদ
৭. বর্তমানে বাংলাদেশে এনজিও ব্যুরো রেজিস্ট্রিভুক্ত এনজিওর সংখ্যা কতটি?
ক. ২০০৩      ● ২২০৯     গ. ৩০০০        ঘ. ৪৮,৫৮৬
৮. বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের তৎপরতা উপমহাদেশে কখন থেকে চালু হয়?
● ঊনবিংশ শতাব্দীতে         খ. বিংশ শতাব্দীতে
গ. ত্রয়োদশ শতাব্দীতে         ঘ. আঠারশ শতাব্দীতে
৯. ‘শক্তি ফাউন্ডেশন’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯০    ● ১৯৯২    গ. ১৯৯৪     ঘ. ১৯৯৬
১০. ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত প্রথম সংস্থার নাম কী?
ক. UCEP-Bangladesh     ● Save Bangladesh
গ. Save the Children       ঘ. Action Aid
১১. আর্তমানবতার সেবায় নিয়োজিত সর্ববৃহৎ প্রতিষ্ঠান—
ক. রেডক্রিসেন্ট সমিতি      ● ব্র্যাক
গ. ইউএনডিপি                   ঘ. ইউনিসেফ
১২. Bangladesh Rehabilitation Assistance Committee এর নাম পরিবর্তন করে কত সালে BRAC রাখা হয়?
ক. ১৯৭৪    ● ১৯৭৬    গ. ১৯৭৮     ঘ. ১৯৮০
১৩. কত সালে ব্র্যাকের যাত্রা শুরু হয়?
ক. ১৯৭০    খ. ১৯৭১     ● ১৯৭২     ঘ. ১৯৭৩
১৪. গ্রামের দরিদ্র, অসহায় ও দুস্থ লোকদের টার্গেট গ্রুপ করে আর্থ সামাজিক উন্নয়ন করে কোন সংস্থা?
● ব্র্যাক                                খ. ইউসেপ
গ. প্রবীণ হিতৈষী সংঘ         ঘ. কারিতাস
১৫. BRAC এর লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী কারা?
● গ্রামীণ দরিদ্র, দুস্থ, অসহায় গোষ্ঠী
খ. গ্রামীণ মহিলা
গ. মহাজন
ঘ. পথশিশু
১৬. Alleviation of poverty and Empowerment of Poor – এটি কোন সংস্থার উন্নয়ন স্লোগান?
ক. গ্রামীণ ব্যাংক       খ. আশা
● ব্র্যাক                       ঘ. ইউসেপ
১৭. ১৯৯৬ সাল পর্যন্ত ব্র্যাকের স্কুলের সংখ্যা কত ছিল?
ক. ৩০ হাজার        ● ৩৫ হাজার
গ. ৪০ হাজার         ঘ. ৪৫ হাজার
১৮. ব্র্যাকের বিক্রয়কেন্দ্রগুলোকে কী নামে অভিহিত করা হয়?
● আড়ং               খ. স্বপ্ন
গ. আগোরা          ঘ. পিকিউএস
১৯. সেচ কর্মসূচিতে ব্র্যাক কয় প্রকার ঋণ প্রদান করে?
ক. এক প্রকার      ● দুই প্রকার
গ. তিন প্রকার       ঘ. চার প্রকার
২০. ব্র্যাকের স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম কয়ভাগে বিভক্ত?
ক. দুই ভাগে            ● তিন ভাগে
গ. চার ভাগে           ঘ. পাঁচ ভাগে
২১. লিগ্যাল এইড ক্লিনিক চালু করে যে NGO তা হলো-
ক. গ্রামীণ ব্যাংক            ● ব্র্যাক
গ. সেভ দ্য চিলড্রেন        ঘ. ওয়ার্ল্ড ভিশন
২২. বর্তমানে ব্র্যাক বাংলাদেশসহ কয়টি দেশে কার্যক্রম পরিচালনা করছে?
ক. ৫টি     খ. ৮টি      গ. ১০টি      ● ১৫টি
২৩. স্বেচ্ছাসেবী সংস্থা বলতে বোঝায়—
i. ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বাধীন স্বতঃস্ফূর্ত ইচ্ছায় গঠিত সংগঠন
ii. বেসরকারি উৎস হতে সংগৃহীত অর্থে পরিচালিত সংগঠন
iii সেবা ও কল্যাণমূলক কর্মসূচি ভিত্তিক সংগঠননিচের কোনটি সঠিক
ক. i      খ. i ও ii     গ. ii ও iii       ● i, ii ও iii
২৪. ব্র্যাকে উপ-আনুষ্ঠানিক শিক্ষা চালু করা হয়েছে-
i. ৮ থেকে ১০ বছরের ছেলেমেয়েদের জন্য
ii. ১১ থেকে ১৪ বছরের ছেলেমেয়েদের জন্য
iii. ১২ থেকে ১৫ বছরের ছেলেমেয়েদের জন্য
নিচের কোনটি সঠিক
● i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
২৫. ব্র্যাক-এর কার্যক্রম বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয়—
i. গ্রাম উন্নয়ন কার্যক্রম
ii. অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম
iii. শিক্ষামূলক কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
২৬. ব্র্যাক এর শিক্ষামূলক কার্যক্রমের অন্যতম দিক হচ্ছে–
i. উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা
ii. প্রি-প্রাথমিক সাধারণ শিক্ষা
iii. ব্যবহারিক শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii    গ. ii ও iii      ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
রহিমা আক্তার একটি সংস্থা থেকে জামানতবিহীন ৮,০০০ টাকা ঋণ গ্রহণ করে স্বামীর অনুপ্রেরণায় হাঁস- মুরগির খামার শুরু করেন। বর্তমানে রহিমা সংস্থার কিস্তি পরিশোধের পাশাপাশি ২ সন্তানের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি সমিতির সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন।
২৭. রহিমা আক্তারের কার্যক্রমে যা প্রত্যক্ষ করা যায়, তা হচ্ছে–
i. অকৃষি খাতে কর্মসংস্থান
ii. অবহেলিত গোষ্ঠীর নেতৃত্বের বিকাশ
iii. আত্মকর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ● i, ii ও iii
২৮. রহিমা আক্তারের সাফল্য সমাজে অবদান রাখবে–
i. শিক্ষার হার বৃদ্ধিতে
ii. নারীর ক্ষমতায়নে
iii. তৃণমূল পর্যায়ে সংগঠন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii    গ. ii ও iii     ● i, ii ও iii
২৯. কত সালে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক নামে একটি প্রকল্প চালু হয়?
ক. ১৯৭২    খ. ১৯৭৪     ● ১৯৭৬     ঘ. ১৯৭৮
৩০. ক্ষুদ্রঋণ লগ্নিকারী স্বায়ত্তশাসিত ব্যাংক কোনটি?
ক. সোনালী ব্যাংক          খ. কৃষি ব্যাংক
গ. পূবালী ব্যাংক             ● গ্রামীণ ব্যাংক
৩১. ড. মুহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান?
ক. ২০০২     খ. ২০০৪     গ. ২০০৫     ● ২০০৬
৩২. কোনটি বিশেষায়িত ব্যাংক?
ক. জনতা ব্যাংক         খ. সোনালি ব্যাংক
● গ্রামীণ ব্যাংক            ঘ. ইসলামি ব্যাংক
৩৩. কার অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শীতায় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
ক. ফজলে হাসান আবেদ        ● ড. মুহাম্মদ ইউনূস
গ. ডা. মো. ইব্রাহিম                   ঘ. হোসেন জিল্লুর রহমান
৩৪. ড. মুহাম্মদ ইউনুস কর্তৃক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার যথার্থ কারণ কী?
ক. বিভিন্ন ধরনের পুরস্কার লাভ
খ. অর্থনৈতিক চাকা সচল করা
● দারিদ্র্যের দুষ্টচক্র
ঘ. নতুন ধারার ব্যাংকিং ব্যবস্থা চালু করা
৩৫. ইউসেপ বাংলাদেশ এর লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী হিসেবে শহুরে দরিদ্রদের নির্ধারণ করার অন্যতম কারণ হচ্ছে-
i. জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার নিমিত্তে
ii. শহরের শ্রেণিকাঠামো পুনর্গঠনের জন্য
iii. মৌলিক অধিকার পূরণে সামর্থ্য অর্জনের নিমিত্তে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৩৬. গ্রামীণ ব্যাংকের মালিকানা নির্ধারণের ক্ষেত্রে কোন মাপকাঠি অধিক প্রণিধানযোগ্য?
ক. ৫০ ভাগ সরকারের
● ৬০ ভাগ সরকারের
গ. ৫০ ভাগ ভূমিহীনদের
ঘ. ৭৫ ভাগ ভূমিহীনদের
৩৭. গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে ইচ্ছুকদের কতজনকে নিয়ে একটি দল গঠন করা হয়?
ক. ৪ জন     ● ৫ জন      গ. ৬ জন        ঘ. ৭ জন
৩৮. গ্রামীণ ব্যাংকের ঋণ ব্যবস্থার অন্তর্গত কোনটি?
ক. কৃষি ঋণ                     খ. গৃহনির্মাণ ঋণ
গ. দোকান নির্মাণ ঋণ      ● প্রাথমিক শিক্ষা ঋণ
৩৯. বাঁশ ও হাতের কাজ গ্রামীণ ব্যাংকের ঋণ প্রদানের কোন খাতের মধ্যে পড়ে?
● উৎপাদন প্রক্রিয়াজাতকরণ    খ. যৌথ কার্যক্রম
গ. গৃহনির্মাণ কার্যক্রম                 ঘ. ব্যবসা
৪০. গ্রামীণ ব্যাংকের ঋণ প্রদান প্রক্রিয়ায় দল গঠনের মাধ্যমে সমাজকর্মের কোন পদ্ধতি অনুসৃত হয়?
ক. ব্যক্তি সমাজকর্মের         ● দল সমাজকর্মের
গ. সমষ্টি সমাজকর্মের          ঘ. সমাজকর্ম গবেষণার
৪১. গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য হলো—
i. গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা
ii. গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা
iii. গ্রামীণ জনগোষ্ঠীকে মহাজনদের অত্যাচারের হাত থেকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii     গ. ii ও iii      ● i, ii ও iii
৪২. গ্রামীণ ব্যাংকের যৌথ কার্যক্রমের মধ্যে রয়েছে–
i. বাজার নিলাম
ii. শাকসবজি চাষ
iii. ধানকল ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৩ ও ৪৪ প্রশ্নের উত্তর দাও:
অষ্টম শ্রেণি পাস আজাদ তার বেকার জীবন নিয়ে সবসময় হতাশাগ্রস্ত থাকত। একদিন তার মায়ের পরামর্শে স্থানীয় এনজিও থেকে মোবাইল সংযোগ নিয়ে চালু করে ‘ফ্লেক্সিলোড’ ব্যবসা। গ্রাম এলাকায় সে দারুণভাবে সাড়া পায় । আজ সে স্বাবলম্বী এবং তথ্য প্রযুক্তিতে অনেক শিক্ষিত যুবকের চেয়ে এগিয়ে আছে।
৪৩. আজাদের ভাগ্য উন্নয়নে কোন বেসরকারি সংস্থাটি ভূমিকা রেখেছে?
ক. ব্র্যাক                 খ. স্বনির্ভর বাংলাদেশ
● গ্রামীণ ব্যাংক       ঘ. প্রশিকা
৪৪. উক্ত সংস্থাটি আজাদের মতো আরও অনেক নারী ও পুরুষকে স্বাবলম্বী করেছে –
i. ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে
ii. যৌথ কার্যক্রম পরিচালনার মাধ্যমে
iii. ভিক্ষুক ঋণ প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii    গ. ii ও iii      ● i, ii ও iii
৪৫. ডা. এ কে এম আবদুল ওয়াহেদ কত সালে পূর্ব পাকিস্তান প্রবীণ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন?
ক. ১৯৫০    ● ১৯৬০    গ. ১৯৭০      ঘ. ১৯৮০
৪৬. ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানটির বর্তমান কার্যালয় কোথায়?
● আগারগাঁও শেরে বাংলা নগর
খ. মতিঝিল শাপলা চত্বর
গ. গুলশান ৭নং রোড
ঘ. ধানমন্ডি ২নং রোড
৪৭. প্রবীণ হাসপাতালের কেবিনের ফি কত?
ক. ১০০ টাকা        ● ২০০ টাকা
গ. ৩০০ টাকা        ঘ. ৪০০ টাকা
৪৮. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রবীণদের সুন্দর ও নিরাপদ আবাসন কী নামে পরিচিত?
● প্রবীণ নিবাস           খ. প্রবীণ সংঘ
গ. জরা নিবাস           ঘ. প্রবীণ ইনস্টিটিউট
৪৯. আন্তর্জাতিক প্রবীণ দিবস হচ্ছে—
ক. ১ সেপ্টেম্বর         ● ১ অক্টোবর
গ. ১ নভেম্বর             ঘ. ১ ডিসেম্বর
৫০. প্রবীণ হিতৈষী সংঘ কত সালে স্যাটেলাইট ক্লিনিক চালু করেছে?
ক. ১৯৯৫   খ. ১৯৯৬   ● ১৯৯৭    ঘ. ১৯৯৮

৮ম অধ্যায় MCQ
১. পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য প্রয়োজন—
● বিক্রয় প্রসার         খ. মূল্য বৃদ্ধি
গ. বিপণন                  ঘ. মূল্য হ্রাস
২. বিক্রয় প্রসারের তাৎক্ষণিকভাবে উৎসাহিত করে–
ক. পণ্য বিক্রয়ে          খ. পণ্যমূল্য হ্রাসে
● পণ্য ক্রয়ে                ঘ. পণ্যমূল্য বৃদ্ধিতে
৩. বিপণনকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
● কাঙ্ক্ষিত পরিমাণ বিক্রয়
খ. অধিক মুনাফা অর্জন
গ. অধিক বিজ্ঞাপন দেওয়া
ঘ. মুনাফা হ্রাস করা
৪. কোনটি বিক্রয় প্রসারমূলক কর্মকাণ্ড?
● মূল্য ছাড়            খ. ব্যক্তিক বিক্রয়
গ. বিজ্ঞাপন            ঘ. মূল্য বৃদ্ধি
৫. বাজারে নতুন পণ্যের পরিচিতি তৈরিতে বিশেষ ভূমিকা রাখে—
ক. বিজ্ঞাপন                    ● বিক্রয় প্রসার
গ. ব্যক্তিক বিক্রয়             ঘ. প্রচার
৬. “৫ লিটার রূপচাঁদা তেলের সাথে ১০০ গ্রাম হলুদ ফ্রি”-এটি যে ধরনের কার্যক্রম—
ক. ব্যক্তিক বিক্রয়       খ. বিজ্ঞাপন
● বিক্রয় প্রসার            ঘ. প্রতিযোগিতা হ্রাস করে
৭. কে পণ্যের ক্রেতা ধরে রাখতে বিক্রয় প্রসার করার পদক্ষেপ নেয়?
● উৎপাদক   খ. ভোক্তা    গ. বিক্রেতা      ঘ. ক্রেতা
৮. বোনাস টকটাইম, এস.এম.এস. প্রভৃতি মোবাইল কোম্পানি কেন দেয়?
ক. অর্ডার বৃদ্ধির জন্য
খ. প্যাকেজ ক্রয়ে উদ্বুদ্ধ করা
● বর্তমান ক্রেতাদের ধরে রাখতে
ঘ. বিক্রয় হ্রাসের জন্য
৯. কে পণ্যের অর্ডারের পরিমাণ বৃদ্ধি করে?
ক. পাইকার          খ. উৎপাদনকারী
গ. সরকার            ● মধ্যস্থ কারবারি
১০. প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উন্নয়ন করতে হবে—
● পণ্যের মান            খ. পণ্যের ব্যবহার
গ. পণ্যের মূল্য          ঘ. পণ্যের বিজ্ঞাপন
১১. ভোক্তামুখী বিক্রয় প্রসার কোনটি?
ক. ক্রয়ভাতা              ● নমুনা বিতরণ
গ. বোনাস প্রদান        ঘ. গিফট
১২. ক্রেতাকে পণ্য ক্রয়ে আগ্রহী করে—
ক. পণ্যমূল্য                ● পণ্যের মোড়ক
গ. পণ্যের আকার       ঘ. পণ্যের
১৩. বিক্রয় প্রসারের জনপ্রিয় কৌশল কোনটি?
ক. নমুনা বিতরণ                খ. বিজ্ঞাপনী পণ্য
গ. আকর্ষণীয় মোড়ক         ● অর্থ ফেরত পদ্ধতি
১৪. বিপণনকারী কর্তৃক ভোক্তাদের প্রদত্ত বিশেষ ধরনের প্রতিশ্রুতিকে কী বলে?
● কুপন            খ. উপহার
গ. প্রদর্শনী       ঘ. মূল্য ছাড়
১৫. বিক্রয় প্রসারের অন্যতম কৌশল কোনটি?
ক. মূল্য হ্রাস                    খ. নমুনা বিতরণ
গ আকর্ষণীয় মোড়ক       ● শুভেচ্ছা জ্ঞাপন
১৬. কোনটি আধুনিক বিক্রয় প্রসার কৌশল?
● মূল্য ছাড়                   খ. শুভেচ্ছা জ্ঞাপন
গ. নমুনা বিতরণ           ঘ. কুপন প্রদান
১৭. প্রদর্শনী ও ব্যবহার দেখানোর মাধ্যমে পণ্যের ক্রেতাকে আকর্ষণ করার চেষ্টাকে বলে—-
ক. বিক্রয় কেন্দ্রের প্রসার      ● ক্রয় কেন্দ্রের প্রসার
গ. বিজ্ঞাপনের প্রসার           ঘ. নমুনা পণ্যের প্রসার
১৮. পণ্য সম্পর্কে জনসাধারণের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যা কিছু করা হয় তাকে বলে—
● বিজ্ঞাপন                  খ. বিক্রয় প্রসার
গ. ব্যক্তিক বিক্রয়        ঘ. নমুনা পণ্য
১৯. বিজ্ঞাপন পণ্য বা সেবা বিক্রয়ে সাহায্য করে—
● প্রত্যক্ষ ও পরোক্ষভাবে       খ. প্রত্যক্ষভাবে
গ. পরোক্ষভাবে                       ঘ. বাহ্যিকভাবে
২০. বিজ্ঞাপনের মাধ্যমে যে ধরনের যোগাযোগ সংঘটিত হয়—
ক. বহুমুখী            খ. মিশ্র
● একমুখী              ঘ. ঊর্ধ্বমুখী
২১. বিজ্ঞাপন কোন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করে?
ক. বাজারজাতকরণ     খ. মোড়কীকরণ
গ. বিভাগীয়করণ           ● উৎপাদন
২২. বিজ্ঞাপনের মাধ্যমে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়, ফলে উৎপাদক পণ্যের—-
ক. বাজার হ্রাস করে       ● গুণগতমান উন্নত করে
গ. ঝুঁকি সৃষ্টি করে           ঘ. মুনাফা হ্রাস করে
২৩. উৎপাদক ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ করা হয়—
ক. বিক্রয় প্রসারের মাধ্যমে       খ. ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে
● বিজ্ঞাপনের মাধ্যমে               ঘ. মোড়ক পরিবর্তনের মাধ্যমে
২৪. গণবাজারজাতকরণ ধারণা সৃষ্টি করে কে?
ক. উৎপাদক              ● বিজ্ঞাপন
গ. বিক্রয় প্রসার          ঘ. ব্যক্তিক বিক্রয়
২৫. বিজ্ঞাপন বৃহদায়তন ক্রেতার কাছে পণ্যের যে তথ্য প্রচার করে—
● উপযোগিতামূলক    খ. প্রতিযোগিতামূলক
গ. ঝুঁকিমূলক               ঘ. প্রতিবন্ধকতামূলক
২৬. কোনো পণ্য উৎপাদনে কয় ধরনের খরচ হয়?
ক. এক ধরনের        ● দুই ধরনের
গ. তিন ধরনের         ঘ. চার ধরনের
২৭. মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কোনটি?
ক. পণ্য বিক্রয় করা    ● পণ্য ভোগ করা
গ. পণ্য ক্রয় করা          ঘ. পণ্য উৎপাদন করা
২৮. পণ্য ভোগের জন্য কী প্রয়োজন?
ক. পণ্য ক্রয়ের আগ্রহ          খ. পণ্য উৎপাদনের সামর্থ্য
● পণ্য ক্রয়ের সামর্থ্য            ঘ. পণ্য ক্রয়ের ইচ্ছা
২৯. ২ মিনিটে ম্যাগি নুডলস রান্নার পদ্ধতি কোন ধরনের বিজ্ঞাপন?
ক. প্রতিবেদনমূলক        খ. সচেতনতামূলক
● শিক্ষামূলক                  ঘ. কল্যাণমূলক
৩০. শিশুকে টিকা দেওয়ানো, আর্সেনিকমুক্ত পানি পান করা, এইডস রোগ সম্পর্কে সচেতনতা তৈরি ইত্যাদি কোন ধরনের বিজ্ঞাপন?
ক. শিক্ষামূলক               ● সমাজ কল্যাণমূলক
গ. প্রতিবেদনমূলক         ঘ. স্মরণমূলক
৩১. বিজ্ঞাপনের প্রধান কাজ কী?
ক. পণ্যের বিক্রি হ্রাস করা     ● পণ্যের বিক্রি বৃদ্ধি করা
গ. পণ্যের ক্রয় বৃদ্ধি করা        ঘ. পণ্যের ক্রয় হ্রাস করা
৩২. বিজ্ঞাপন পণ্যের বিক্রয় বৃদ্ধির পাশাপাশি—
ক. ক্রয় বৃদ্ধি করে
খ. প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে
● প্রতিষ্ঠানের ভালো ইমেজ তৈরি করে
ঘ. মুনাফা হ্রাস করে
৩৩. নতুন ভোক্তাবাজার তৈরির জন্য যে ধরনের বিজ্ঞাপন প্রয়োজন—
● আকর্ষণীয় ও সাবলীল
খ. সামকীয় বিজ্ঞাপন
গ. দীর্ঘমেয়াদি বিজ্ঞাপন
ঘ. কাহিনীভিত্তিক বিজ্ঞাপন
৩৪. বিজ্ঞাপন যার মধ্যে সেতুবন্ধন তৈরি করে—
ক. উৎপাদক ও বিক্রেতা
● উৎপাদক ও ক্রেতা
গ. উৎপাদক ও বাজারজাতকরণ
ঘ. ভোক্তা ও বিক্রয়কর্মী
৩৫. বিজ্ঞাপন মাধ্যম কয় ধরনের?
ক দুই ধরনের          খ. তিন ধরনের
● চার ধরনের          ঘ. পাঁচ ধরনের
৩৬. বিজ্ঞাপন নির্বাচনের সময় বিবেচনা করা হয়—
ক. বাজার সীমাবদ্ধতা             খ. পণ্যের আকৃতি
● ভোক্তাদের শিক্ষার স্তর        ঘ. ব্র্যান্ডের সুনাম
৩৭. বিজ্ঞাপনের জন্য যে অর্থ ব্যয় করা হবে তার জন্য যে বাজেট করা হয় তাকে বলে?
ক. বিক্রয় বাজেট       ● বিজ্ঞাপন বাজেট
গ. ক্রয় বাজেট           ঘ. উৎপাদন বাজেট
৩৮. প্রচারের প্রধান উদ্দেশ্য কী?
● জনসেবা ও জনকল্যাণ     খ. বিক্রয় বৃদ্ধি
গ. পণ্যের পরিচিত করা         ঘ. মুনাফা বৃদ্ধি
৩৯. পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমই—
i. বিক্রয় প্রসার
ii. বিজ্ঞাপন
iii. মার্কেটিং প্রমোশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৪০. বিক্রয় প্রসার করার জন্য—
i. পণ্যমূল্য হ্রাস করা হয়
ii. নমুনা পণ্য বিতরণ করা হয়
iii. ব্যক্তিক বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৪১. বিক্রয় বৃদ্ধির জন্য প্রয়োজন—
i. সম্ভাব্য বিক্রেতা চিহ্নিত করা
ii. সম্ভাব্য ক্রেতা চিহ্নিত করা
iii. ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii    ● ii ও iii      ঘ. i, ii ও iii
৪২. যাদের পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসার অত্যন্ত ফলপ্রসূ কার্যক্রম তারা হলো—
i. ভোক্তা
ii. পুনঃবিক্রেতা
iii. সরকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii   ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৪৩. মেলা ও প্রদর্শনীর মাধ্যমে ক্রেতারা পণ্যের—-
i. ব্যবহার সম্পর্কে জানতে পারে
ii.. উপযোগিতা সম্পর্কে জানতে পারে
iii. প্ৰকৃত মূল্য জানতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    ● i ও iii    গ. ii ও iii       ঘ. i, ii ও iii
৪৪. পণ্যের ক্রেতা ধরে রাখতে বিক্রয় প্রসার কর্মক্স সম্পাদন করে—
i. ভোক্তা
ii. উৎপাদক
iii. বিপণনকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii    ● ii ও iii      ঘ. i, ii ও iii
৪৫. পণ্য পুনঃবিক্রয়ের ফলে—
i. পণ্যের বাজার বিস্তৃতি হয়
ii. পণ্যের মান কমে যায়
iii. পণ্যের মুনাফা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    ● i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৪৬. বিক্রয়ে স্থিতিশীলতা আনার জন্য—
i. নমুনা বিতরণ হ্রাস করা হয়
ii. মেয়াদি গ্যারান্টি করা হয়
iii. পণ্যের মূল্য হ্রাস করা হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii     খ. i ও iii    গ. ii ও iii      ঘ. i, ii ও iii
৪৭. বিক্রয় প্রসার কৌশলগুলো হলো—
i. নমুনা বিতরণ
ii. মূল্য ছাড়
iii. বোনাস প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii    ● ii ও iii     ঘ. i, ii ও iii
৪৮. বিজ্ঞাপন হচ্ছে—
i. যে কোনো অর্থ প্রদত্ত উপায়ের ধারণা
ii. ব্যক্তিক উপস্থাপনা
iii. পণ্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    ● i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii
৪৯. বিজ্ঞাপন এক ধরনের—
i. গণউপস্থাপনা
ii. নৈর্ব্যক্তিক উপস্থাপনা
iii. অব্যক্তিক উপস্থাপনা
নিচের কোনটি সঠিক?
● i ও ii    খ. i ও iii    গ. ii ও iii    ঘ. i, ii ও iii
৫০. বিজ্ঞাপনকে আবেদনপূর্ণ করা হয়—
i. রং ব্যবহার করে
ii. চিত্র ব্যবহার করে
iii. কথোপকথন ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii   খ. i ও iii   গ. ii ও iii    ● i, ii ও iii
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url