নিম গাছটার শেষ দশা কী হয়? || Nim gachaṭar seṣ dasa ki hay?

নিম গাছটার শেষ দশা কী হয়?

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্পের নাম কী?
উত্তর: ‘ভিখারিণী’।

২. ‘একরাত্রি’ গল্পের নায়কের কী হওয়ার ইচ্ছা ছিল?
উত্তর: ‘একরাত্রি’ গল্পের নায়কের মাটসীনি গারিবালডি হওয়ার ইচ্ছা ছিল।

৩. ‘একরাত্রি’ গল্পে কী বারে ঝড় হয়েছিল?
উত্তর: ‘একরাত্রি’ গল্পে মঙ্গল বারে ঝড় হয়েছিল।

৪. নিবারণ শৈলবালাকে কী সম্বোধন করতো?
উত্তর: নিবারণ শৈলবাল্যকে ‘সই’! বলে সম্বোধন করতো।

৫. ‘শাস্তি’ গল্পে চন্দরার উচ্চারিত শেষ শব্দটি কী?
উত্তর: ‘শাস্তি’ গল্পে চন্দরার উচ্চারিত শেষ শব্দটি “মরণ!”।

৬. চন্দরা জজের কাছে কী আবেদন জানায়?
উত্তর: চন্দরা জজের কাছে তাকে ফাঁসি দেওয়ার জন্য আবেদন জানায়।

৭. ‘সমাপ্তি’ গল্পে বর্গি কাকে বলা হয়েছে?
উত্তর: ‘সমাপ্তি’ গল্পে মৃন্ময়ীকে বর্গি বলা হয়েছে।

৮. শশীর আসল নাম কী?
উত্তর: শশীর আসল নাম চারুশশী।

৯. জমিদার মতিবাবু শশীকে কার সাথে বিয়ে দেয়?
উত্তর: তারাপদের সাথে বিয়ে দেয়।

১০. ‘তফাত যাও তফাত যাও’ বলে কে চিৎকার করতো?
উত্তর: পাগলা মেহের আলি চিৎকার করতো।

১১. স্ত্রীর পত্র গল্পটি কী আকারে রচিত?
উত্তর: স্ত্রীর পত্র গল্পটি পত্রাকারে রচিত।

১২. “মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই।”- ‘স্ত্রীর পত্র’ গল্পে এখানে কোন বালাইয়ের কথা বলা হয়েছে?
উত্তর: “মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই” এখানে মেয়ে মানুষের বুদ্ধির কথা বলা হয়েছে।

১৩. বিন্দুর বিয়েতে মৃণাল বিন্দুকে কী দিয়ে সাজিয়েছিল?
উত্তর: মৃণাল বিন্দুর বিয়েতে নিজের গহনা দিয়ে বিন্দুকে সাজিয়েছিল।

১৪. মৃণালের শ্বশুরবাড়ি কোথায়?
উত্তর: মৃণালের শ্বশুরবাড়ি কলকাতার সাতাশ নম্বর মাখন বড়ালের গলি।

১৫. অছিমদ্দি কী কী বন্ধক রেখে বাজার করেন?
উত্তর: একটি কাটারি এবং একটি পিতলের থালা।

১৬. ‘রসকলি’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘রসকলি’ গল্পটি ১৯২৮ সালে প্রকাশিত হয়।

১৭. রসকলি চিহ্নের তাৎপর্য কী?
উত্তর: রসকলি চিহ্নের তাৎপর্য সম্পর্কসূত্র

১৮. তারিণী মাঝির ডোঙা কীসের?
অথবা, তারিণী মাঝির ডোঙা কী দিয়ে তৈরি?
উত্তর: তারিণী মাঝির ডোঙা তালগাছ দিয়ে তৈরি।

১৯. তারিণী মাঝি ময়ূরাক্ষী নদীর কোন ঘাটে খেয়া বায়?
উত্তর: গনুটিয়ার ঘাটে তারিণী মাঝি খেয়া বায়।

২০. তারিণী মাঝির নৌকার সহকারীর নাম কী?
উত্তর: তারিণী মাঝির নৌকায় সহকারী কালাচাঁদ।

২১. “আর লয় গো ঠাকুরুণরা, আর লয়।”-উক্তিটি কার?
উত্তর: “আর লয় গো ঠাকুরুণরা, আর লয়।”-উক্তিটি তারিণী মাঝির।

২২. অগ্রদানী শব্দের অর্থ কী?
উত্তর: প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ।

২৩. ‘ডাইনী’ গল্পে বর্ণিত মাঠের নাম কী?
উত্তর: ছাতি ফাটার মাঠ।

২৪. ‘মানুষের মন’ গল্পে বৈজ্ঞানিক কে?
উত্তর: ‘মানুষের মন’ গল্পে নরেশ বৈজ্ঞানিক।

২৫. পল্টু কোন রোগে মারা যায়?
উত্তর: জ্বর থেকে শ্বাসপ্রশ্বাস বেড়ে যাওয়ায় মারা যায়।

২৬. নিম গাছটার শেষ দশা কী হয়?
উত্তর: বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে নিমগাছটা দাঁড়িয়ে থাকে।

২৭. ‘গণেশ জননী’ গল্পে গল্পকারের পেশা কী?
অথবা, ‘গণেশ জননী’ গল্পের কথকের পেশা কী ছিল?
উত্তর: ‘গণেশ জননী’ গল্পে গল্পকারের পেশা পশু চিকিৎসক।

২৮. ‘গণেশ জননী’ গল্পের কথক কীসের চিকিৎসক?
উত্তর: ভেটেরেনারি সার্জন অর্থাৎ পশুচিকিৎসক।

২৯. “ঐ গণেশই আমাদের সব”- এখানে গণেশ কে?
অথবা, গৃহস্থের গিন্নি হাতির বাচ্চাটিকে কী নামে ডাকে?
উত্তর: গণেশ হলো গৃহস্তের পালিত হাতির বাচ্চটি।

৩০. অর্জুন মন্ডলের গুরু কে?
উত্তর: অর্জন মণ্ডলের পূর্বস্থানীয় হবার মতো লোক কেউ ছিল না তাই তিনি নিজেই নিজের পুরু ছিলেন।

৩১. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে?
অথবা, ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে কোন সময়ের উল্লেখ আছে?
উত্তর: ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে ১৯৪৭ সালের দেশবিভাগের সময়ের উল্লেখ আছে।

৩২. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত।
উত্তর: হাসান আজিজুল হকের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘আত্মজা ও একটি করবী পাছ’ গ্রন্থের অন্তর্গত।

৩৩. মুসলমান কিশোরটির মৃত্যুর কারণ কী ছিল?
উত্তর: মুসলমান কিশোরটি অনাহারে মরেছে।

৩৪. সম্মেলনে গিয়ে আরেফের পাশের মানুষের গা থেকে সে কীসের গন্ধ পায়?
উত্তর: সম্মেলনে গিয়ে আরেফের পাশের মানুষের গা থেকে যে মরা মানুষের গন্ধ পায়।

৩৫. ‘শকুন’ গল্পে শকুন কীসের প্রতীক?
উত্তর: সমকালীন সমাজে সুদখোর, বিকৃত যৌনাচার তথা কলুষিত সমাজ ব্যবস্থার প্রতীক।

৩৬. ‘বিধবাদের কথা’ গল্পের পটভূমি কোন গ্রামের?
উত্তর: ‘বিধবাদের কথা’ গল্পের পটভূমি নিঝুমপুর গ্রামের।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url