এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ সাজেশন ১০০% কমন || HSC ICT MCQ Suggestion 100% Common
১ম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
বহুনির্বাচনি প্রশ্ন:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক. রেডিও খ. টেলিফোন
গ. টেলিভিশন ঘ. কম্পিউটার
২. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?
ক. টেলিকনফারেন্স খ. টেলিকমিউনিকেশন
গ. ভিডিও কনফারেন্স ঘ. ভিডিও চ্যাটিং
৩. রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
ক. ভিডিও কনফারেন্স খ. অনলাইন চ্যাটিং
গ. টেলিকনফারেন্স ঘ. ভয়েস কল
৪. সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার হয়েছে?
ক. টেলিভিশন খ. ইন্টারনেট
গ. কম্পিউটার ঘ. মোবাইল
৫. তথ্য প্রযুক্তি বলতে মূলত কী বুঝায়?
ক. তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি খ. তথ্য বিক্রির প্রযুক্তি
গ. তথ্য বিকৃতির প্রযুক্তি ঘ. শুধুমাত্র তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
৬. স্কাইপি বলতে কী বুঝায়?
ক. ইলেকট্রনিক্স গুডস খ. ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যম
গ. রেডিও স্টেশন ঘ. স্পেইস স্টেশন
৭. বর্তমান সময়ের আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাই মূলত কী নির্ভর?
ক. স্যাটেলাইট খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. দৈনিক পত্রিকা
৮. টেলিভিশন একটি
ক. প্রেরক যন্ত্র খ. একমুখী যোগাযোগ ব্যবস্থা
গ. দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা ঘ. টেলিকমিউনিকেশন
৯. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?
ক. ই-মেইল খ. ফেসবুক
গ. টেলিকনফারেন্সিং ঘ. টুইটার
১০. কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়?
ক. কম্পিউটার খ. টেলিফোন
গ. প্রিন্টার ঘ. টেলিগ্রাফ
১১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ক. অপচয় কমায় খ. শারীরিক শ্রম বাড়ায়
গ. ব্যয় বৃদ্ধি পায় ঘ. মানুষের মেধা ব্যবহার কমায়
১২. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
ক. মার্শাল ম্যাকলুহান খ. টিম বানারসলী
গ. মার্ক জুকারবার্গ ঘ. ই এফ কড
১৩. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং
গ. ই-বিজনেস ঘ. আউটসোর্সিং
১৪. ফ্রিল্যান্সিং কী?
ক. দীর্ঘ মেয়াদি চুক্তিতে কাজ করা
খ. নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করা
গ. স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করা
ঘ. সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করা
১৫. গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. ইন্টারনেট খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. টেলিফোন
১৬. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?
ক. গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ খ. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার
গ. বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন ঘ. শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার
১৭. কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কী করতে হবে?
ক. সাইনবোর্ডে টাঙাতে হবে খ. পত্রিকায় দিতে হবে
গ. ওয়েবসাইটে দিতে হবে ঘ. রেডিওতে প্রচার করতে হবে
১৮. হারবার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন?
ক. জার্মানি খ. ফ্রান্স
গ. গ্রিস ঘ. কানাডা
১৯. বিশ্বগ্রামের মেরুদ- কোনটি?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার
গ. কানেকটিভিটি ঘ. ডেটা
২০. কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করেন?
ক. স্কাইপি খ. মাই স্পেস
গ. টুইটার ঘ. ইউটিউব
২য় অধ্যায়: MCQ
১. ডেটা কমিউনিকেশন কী?
ক. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়
খ. মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ
গ. শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ
ঘ. শুধুমাত্র কম্পিউটারনির্ভর যোগাযোগ
২. কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?
ক. ডিভাইস খ. জিপিএস
গ. রিসিভার ঘ. পার্সোনালডিজিটাল
৩. ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ?
ক. সেন্ডারের কাজ খ. রিসিভারের কাজ
গ. মডেমের কাজ ঘ. সিগন্যালের কাজ
৪. ফটোডিটেক্টরের কাজ কী?
ক. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা
খ. ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
গ. বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা
ঘ. আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা
৫. ব্যান্ডউইথ কী?
ক. ডেটা প্রবাহের হার খ. ডেটা প্রবাহের মাধ্যম
গ. ডেটা প্রবাহের দিক ঘ. ডেটা প্রবাহের পদ্ধতি
৬. ডেটা স্থানান্তরের হারকে বলে
ক. ব্যান্ড মিটার খ. ব্যান্ড উইথ
গ. ডেটা ট্রান্সমিশন ঘ. ডেটা কানেকশন
৭. ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে?
ক. টেলিফোনে খ. টেলিগ্রাফে
গ. স্যাটেলাইটে ঘ. কম্পিউটারে
৮. নিচের কোনটিতে ন্যারোব্যান্ড ব্যবহৃত হয়?
ক. টেলিফোন খ. টেলিগ্রাফ
গ. স্যাটেলাইট ফোন ঘ. ওয়াকিটকি
৯. ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?
ক. 6900 bps খ. 6900 kbps
গ. 9600 bps ঘ. 9600 kbps
১০. ব্রডব্যান্ডের ব্যান্ডউইডথ কত?
ক. 1 mps বা অধিক খ. 9600 bps
গ. 45-300 bps এর মধ্যে ঘ. 45 bps এর কম
১১. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত?
ক. ৬০০ bps খ. ১৮০০ bps
গ. ২৭০০ bps ঘ. ৫৪০০ bps
১২. ন্যারো ব্রান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত bps?
ক. ৩৫ খ. ৪৫
গ. ২০০ ঘ. ৩০০
১৩. ন্যারোব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে?
ক. ৩০০-৩০০০ খ. ৩০০-৩৪০০
গ. ৩০০-৩৫০০ ঘ. ৩০০-৪৪০০
১৪. ডেটা কমিউনিকেশনের গতিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৫. অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি?
ক. ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়
খ. বেশি ডেটা ট্রান্সমিট হয়
গ. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই
ঘ. বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে‘
১৬. নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
গ. আইসোক্রোনাস ট্রান্সমিশন ঘ. ট্রান্সমিশন
১৭. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য?
ক. ইন্সটলের খরচ অত্যন্ত বেশি
খ. প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়
গ. প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
ঘ. ডেটা ট্রান্সমিশনের গতি কম
১৮. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?
ক. স্টার্ট/স্টপ ট্রান্সমিশন খ. স্টপ ট্রান্সমিশন
গ. স্টার্ট ট্রান্সমিশন ঘ. লিনিয়ার ট্রান্সমিশন
১৯. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো
ক. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
খ. ডাটা ট্রান্সমিশনের গতি বেশি
গ. ব্লক আকারে ডাটা প্রেরিত হয়
ঘ. স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী
২০. নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ?
ক. শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
খ. আন-শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
গ. কো-এক্সিয়াল ক্যাবল
ঘ. ফাইবার অপটিক্যাল ক্যাবল
৩য় অধ্যায়: MCQ
১. সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কী বলে?
ক. সংখ্যা পদ্ধতি খ. বাইনারি
গ. দশমিক ঘ. অক্টাল
২. প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কী ব্যবহার করত?
ক. ৪ ধরনের পদ্ধতি খ. ৩ ধরনের পদ্ধতি
গ. ২ ধরনের পদ্ধতি ঘ. ১ ধরনের পদ্ধতি
৩. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে?
ক) দশমিক খ. বাইনারি
গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমেল
৪. অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে?
ক. গটফ্রিজ লিবনিজব খ. রাজা ৭ম চার্লস
গ. আল খোয়ারিজমি ঘ. আল হ্যাজেন
৫. MSB-এর পূর্ণনাম কী?
ক. Most Scientific Bit খ. Most Significant Byte
গ. Most Significant Bit ঘ. Most Sign Bit
৬. বাইনারি ডিজিটকে সংক্ষেপে কী বলে?
ক. বিট খ. বাইট
গ. কিলোবাইট ঘ. মেগাবাইট
৭. ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি উপযোগি?
ক. দশমিক খ. বাইনারি
গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমেল
৮. কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদন করে?
ক. দশমিক খ. বাইনারি
গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমেল
৮. কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদন করে?
ক. দশমিক খ. বাইনারি
গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমেল
৯. দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যাকে বাইনারী সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহার করা হয়?
ক. অকটাল কোড খ. বিসিডি কোড
গ. অ্যাসকি কোড ঘ. ইউনিকোড
১০. বাংলা বর্ণমালা কোন কোডটির অন্তর্ভুক্ত?
ক. BCD খ. ASCII
গ. UNICODE ঘ. EBCDIC
১১. বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয়?
ক. ক্যারি বিট খ. প্যারিটি বিট
গ. জোন বিট ঘ. সংখ্যা বিট
১২. এনকোডারকে কি বলা হয়?
ক. দশমিক থেকে বাইনারি এনকোডার
খ. অকটাল থেকে বাইনারি এনকোডার
গ. হেক্সাডেসিমেল থেকে অকটাল এনকোডার
ঘ. হেক্সাডেসিমেল এনকোডার
১৩. খ্রিষ্টপূর্ব কত বছর পূর্বে সর্বপ্রথম গণনার কাজ হয় শুরু?
ক. ১০০০ খ. ২৪০০
গ. ৩৪০০ ঘ. ৫৪০০
১৪. শূন্য এর উদ্ভব কোন সংখ্যা পদ্ধতি থেকে?
ক. গ্রিক খ. হিন্দু
গ. রোমান ঘ. চাইনিজ
১৫. দশভিত্তিক এবং শূন্য এর প্রবক্তা কারা?
ক. আরবীয়রা খ. মিশরীয়রা
গ. ভারতীয়রা ঘ. ইউরোপীয়রা
১৬. ঋণাত্মক সংখ্যার ব্যবহার সর্বপ্রথম কখন শুরু হয়?
ক. ৩০০ সালে খ. ৪০০ সালে
গ. ৫০০ সালে ঘ. ৬০০ সালে
১৭. প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করতো কীভাবে?
ক. কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে খ. গণনাযন্ত্রের সাহায্যে
গ. হাতের আঙুলের সাহায্যে ঘ. কম্পিউটারের সাহায্যে
১৮. প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কয় ধরনের পদ্ধতি ব্যবহার করত?
ক. ১ ধরনের পদ্ধতি খ. ২ ধরনের পদ্ধতি
গ. ৩ ধরনের পদ্ধতি ঘ. ৪ ধরনের পদ্ধতি
১৯. প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?
ক. ২ ভিত্তিক খ. ৮ ভিত্তিক
গ. ২০ ভিত্তিক ঘ. ৬০ ভিত্তিক
২০. আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?
ক. চীনাদের কাছ থেকে খ. গ্রিকদের কাছ থেকে
গ. ভারতীয়দের কাছ থেকে ঘ. মিশরীয়দের কাছ থেকে
২১. খ্রিষ্টপূর্ব ৪০০ সালে গ্রিসে কয়টি গ্রিক অ্যালফাবেট নিয়ে ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়?
ক. ২০ টি খ. ২৩ টি
গ. ২৭ টি ঘ. ৩০ টি
২২. কোন ভারতীয় গণিতবিদ শূন্য (০) আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন?
ক. পিংগালা খ. জন ভন নিউম্যান
গ. চার্লস ব্যাবেজ ঘ. লেডি এডা
২৩. ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিষ্টাব্দে?
ক. ৪২০ খ্রিষ্টাব্দে খ. ৫১০ খ্রিষ্টাব্দে
গ. ৫০০ খ্রিষ্টাব্দে ঘ. ৬০০ খ্রিষ্টাব্দে
২৪. কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ওপর বই রচনা করেন?
ক. আল বিরুনী খ. আল জাবির
গ. আল খোয়ারিজমি ঘ. আল হ্যাজেন
২৫. ০ (শূন্য) এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে?
ক. রোমান ও ইউরোপীয়দের সংখ্যা পদ্ধতিতে
খ. ভারতীয় ও আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
গ. ভারতীয় সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে
ঘ. আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
২৬. কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?
ক. বাইনারি খ. দশমিক
গ. অক্টাল ঘ. হেক্সাডেসিম্যাল
২৭. কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেবরা?
ক. বাইনারি খ. অকটাল
গ. দশমিক ঘ. হেক্সাডেসিম্যাল
২৮. বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. বাইনারি সংখ্যা পদ্ধতি খ. অকটাল সংখ্যা পদ্ধতি
গ. দশমিক সংখ্যা পদ্ধতি ঘ. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি
২৯. বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন
ক. গটফ্রিজ লিবনিজ খ. আল জাবির
গ. আল খোয়ারিজমি ঘ. আল হ্যাজেন
৩০. কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে?
ক. একটি মাত্র সংকেতের সমন্বয়ে
খ. দুটি মাত্র সংকেতের সমন্বয়ে
গ. তিনটি মাত্র সংকেতের সমন্বয়ে
ঘ. চারটি মাত্র সংকেতের সমন্বয়ে
৩১. দশমিক পূর্ণসংখ্যক বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ঐ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি ২ দিয়ে বার বার কী করতে হয়?
ক. গুণ করতে হয় খ. ভাগ করতে হয়
গ. যোগ করতে হয় ঘ. বিয়োগ করতে হয়
৩২. কম্পিউটারে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা হয় কোন প্রক্রিয়ায়?
ক. সাধারণ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ প্রক্রিয়ায়
খ. শুধুমাত্র যোগ প্রক্রিয়ায়
গ. শুধুমাত্র বিয়োগ প্রক্রিয়ায়
ঘ. শুধুমাত্র গুণ প্রক্রিয়ায়
৪র্থ অধ্যায়: MCQ
১. URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
ক. ইন্টারনেট খ. ডোমেইন নেম
গ. ইয়াহু ঘ. ফেসবুক
২. URL এর তৃতীয় অংশের নাম কী?
ক. প্রোটোকল খ. পাথ
গ. প্যারামিটার ঘ. হোস্টনেম
৩. কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কমপিউটারে রাখা হয় তাকে কী বলা হয়?
ক. হোম কম্পিউটার খ. মাদার কম্পিউটার
গ. হাউজ কম্পিউটার ঘ. হোস্ট কম্পিউটার
৪. কোনটি ওয়েব ব্রাউজার?
ক. গুগল খ. ইয়াহু
গ. মজিলা ঘ. বিং
৫. কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কী?
ক. হোমপেজ খ. ওয়েব সার্ভার
গ. হোস্টার ঘ. মাদার কমপিউটার
৬. এইচটিএমএল হলো
ক. ওয়েব ব্রাউজার খ. মার্কআপ ল্যাংগুয়েজ
গ. মেশিন ল্যাংগুয়েজ ঘ. ওয়েবপেজ তৈরির টুলস
৭. HTML এ লিংক সিনটেক্স হলো
ক. a hot reference খ. a hyperlink replace
গ. a hypertext reference ঘ. a home reference
৮. HTTP এর পূর্ণরূপ কী?
ক. Higher Text Transfer Protocol
খ. Hyper Text Transfer Protocol
গ. Hyper Text Transfer Protocol
ঘ. Hyper Transfer Text Protocol
৯. ওয়েবপেজ ডিজাইন কোনটি?
ক. ওয়েবসার্ভারে তথ্য রাখা খ. HTML ডকুমেন্ট তৈরি
গ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ঘ. ডোমেইন রেজিস্ট্রেশন
১০. http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী?
ক. প্রোটোকল খ. ডোমেইন নেম
গ. ফাইল প্রকৃতি ঘ. ডোমেইন প্রকৃতি
১১. ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামো কী?
ক. হোমপেজ নির্ভর ওয়েবসাইট খ. প্রতি পেজের সাথে লিংক
গ. ওয়েবভিত্তিক যোগাযোগ ঘ. দুটি পেজের মধ্যে লিংক
১২. ওয়েবপেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
ক. PYTHON খ. HTMl
গ. COBCt ঘ. FORTRAN
১৩. এইচটিএমএল এ <p> ও </p> ট্যাগ ব্যবহার করা হয়
ক. প্যারাগ্রাফ তৈরির জন্য খ. নতুন পেজ তৈরির জন্য
গ. লেখা বোল্ড করার জন্য ঘ. প্রোগ্রাম শুরু করার জন্য
১৪. এইচটিএমএল এ <b> ও </b> ট্যাগ ব্যবহার করা হয়
ক. প্যারাগ্রাফ তৈরির জন্য
খ. নতুন পেজ তৈরির জন্য
গ. লেখা বোল্ড করার জন্য
ঘ. কোনটি নয়
১৫. ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয়
ক. nt খ. net
গ. Inet ঘ. Int
১৬. দু’টি ওয়েবপেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কী ব্যবহার করতে হয়?
ক. হাইপার লিঙ্ক খ. এলিমেন্ট
গ. সার্চ ইঞ্জিন ঘ. ব্রাউজার
১৭. প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কী বলে?
ক. ফটোশপ খ. ডোমেইন
গ. HTML ঘ. সাইট ডিজাইন
১৮. একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML ভাষায় কী বলে?
ক. Connection খ. Hyperlink
গ. Link ঘ. Addition
১৯. ISP এর পূর্ণ নাম কী?
ক. Internet Super Power খ. Internet Server Provider
গ. Internet Server Programme ঘ. Internet Service Provide
২০. ওয়েবপেজের এড্রেসকে কী বলে?
ক. URL খ. HTTP
গ. HTML ঘ. WWW
২১. HTML এর বৈশিষ্ট্য হলো
ক. এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি
খ. নিরাপত্তা ব্যবস্থা উন্নত
গ. HTML নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে
ঘ. কোড লিখতে সিনটেক্স মনে রাখতে হয়
২২. যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ থাকে না তাকে বলে
ক. অ্যাট্রিবিউট খ. হেড
গ. এম্পটি ঘ. কনটেইনার
৫ম অধ্যায়: MCQ
১. প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি?
ক. সমস্যা বিশ্লেষণ খ. প্রোগ্রাম কোডিং
গ. প্রোগ্রাম বাস্তবায়ন ঘ. প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ
২. সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ফাংশন খ. পয়েন্টার
গ. স্ট্রাকচর ঘ. অ্যারে
৩. প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে?
ক. যান্ত্রিক ভাষা খ. অ্যাসেম্বলি ভাষা
গ. উচ্চস্তরের ভাষা ঘ. অতি উচ্চস্তরের ভাষা
৪. উচ্চস্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করাকে কী বলে?
ক. প্রসেসিং খ. ডিবাগিং
গ. অনুবাদ ঘ. মডিউল
৫. কোনো ভাষা কোনো ধরনের রূপান্তর ছাড়া কম্পিউটার সরাসরি নির্বাহ করতে পারে?
ক. মেশিন ভাষা খ. অ্যাসেম্বলি ভাষা
গ. উচ্চস্তরের ভাষা ঘ. মধ্যম স্তরের ভাষা
৬. মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কী বলা হয়?
ক. অ্যাসেম্বলার খ. কম্পাইলার
গ. ইন্টারপ্রিন্টার ঘ. অবজেক্ট প্রোগ্রাম
৭. মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি?
ক. অপারেন্ট খ. লেবেল
গ. কমেন্ট ঘ. অপারেশন কোড
৮. কোনটি অনুবাদক প্রোগ্রাম?
ক. অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ খ. কম্পাইলার
গ. পাইথন ঘ. ফক্সপ্রো
৯. কোনটি স্বাভাবিক ভাষা?
ক. 4GL খ. 5GL
গ. মেশিনভাষা ঘ. অ্যাসিম্বলী ভাষা
১০. কোন অনুবাদক দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করা সম্ভব?
ক. অ্যাসেম্বলার খ. কম্পাইলার
গ. ইন্টারপ্রিটার ঘ. মেশিন ভাষা
১১. কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি-অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব?
ক. মেশিন ভাষা খ. হাই লেভেল ভাষা
গ. অ্যাসেম্বলি ভাষা ঘ. চতুর্থ প্রজন্মের ভাষা
১২. কোনটি উচ্চস্তরের ভাষা?
ক. অ্যাডা খ. অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ
গ. পাইথন ঘ. মেশিন ল্যাংগুয়েজ
১৩. যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষা বলা হয়?
ক. উচ্চস্তরের খ. মধ্যস্তরের
গ. নিম্নস্তরের ঘ. অতি উচ্চস্তরের
১৪. অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে—
ক. কম্পাইলার খ. ইন্টারপ্রেটার
গ. অ্যাসেম্বলার ঘ. ভিডিও
১৫. মানুষের ভাষার সাথে কোন ভাষার মিল আছে?
ক. উচ্চস্তরের খ. নিম্নস্তরের
গ. যান্ত্রিক ঘ. অ্যাসেম্বলি
১৬. মেশিন ভাষার সুবিধা কোনটি?
ক. প্রোগ্রাম সহজে লেখা যায়
খ. সবধরনের মেশিনে ব্যবহার উপযোগী
গ. প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরি হয়
ঘ. প্রোগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায়
১৭. কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে?
ক. মেশিন ভাষা খ. উচ্চস্তরের ভাষা
গ. অ্যাসেম্বলি ভাষা ঘ. চতুর্থ প্রজন্মের ভাষা
১৮. নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম?
ক. ইন্টারপ্রেটার খ. সি++
গ. পাইথন ঘ. প্যাসকেল
১৯. উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি?
ক. কম্পাইলার খ. ইন্টারপ্রেটার
গ. লিংকার ঘ. অ্যাসেম্বলার
২০. অনুবাদক সফটওয়্যার কয় ধরনের?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২১. প্রোগ্রামিং ভাষার সর্বনিম্নস্তর কোনটি?
ক. মেশিন ভাষা খ. অ্যাসেম্বলি ভাষা
গ. হাই লেভেল ভাষা ঘ. ভেরি হাই লেভেল ভাষা
২২. ইন্টারপ্রেটার প্রোগ্রামকে-
ক. এক লাইন এক লাইন করে অনুবাদ করে
খ. একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
গ. একসাথে পাঁচ লাইন করে অনুবাদ করে
ঘ. অর্ধেক অর্ধেক লাইন অনুবাদ করে
২৩. সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়?
ক. কারেক্টার খ. ইন্টিজার
গ. রিয়াল ঘ. ডাবল
২৪. অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা?
ক. ১ম খ. ২য়
গ. ৩য় ঘ. ৪র্থ
২৫. প্রবাহচিত্র কী?
ক. বিশেষ চিহ্ন সংবলিত ধারাবাহিক প্রোগ্রাম নির্বাহ চিত্র
খ. প্রোগ্রামের চিত্র
গ. প্রোগ্রামের উন্নয়ন চিত্র
ঘ. প্রোগ্রামের অংশের চিত্র
৬ষ্ঠ অধ্যায়: MCQ
১. ব্যক্তির নাম কোন ধরনের ডেটা?
ক. Text খ. Record
গ. Number ঘ. Value
২. কোন সম্পর্কটি সঠিক?
ক. কুয়েরি-বাছাই
খ. সর্টিং-খোঁজা
গ. ইনডেক্সিং-সাজানো
ঘ. সার্চিং-শনাক্ত
৩. শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে?
ক. মডিউল খ. কুয়েরি
গ. সর্টিং ঘ. ইনডেক্সিং
৪. কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ?
ক. টেক্সট খ. নাম্বার
গ. কারেন্সি ঘ. মেমো
৫. ডেটাবেজের ভিত্তি কোনটি?
ক. ফিল্ড খ. রেকর্ড
গ. টেবিল ঘ. কুয়েরি
৬. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
ক. ১২৮ খ. ২৫৫
গ. ২৫৬ ঘ. ৫১২
৭. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়?
ক. ফিল্ড খ. টেবিল
গ. ডেটাবেজ ঘ. কী ফিল্ড
৮. একই ধরনের ডেটা থাকে কোনটিতে?
ক. ফিল্ডে খ. ডেটা টেবিলে
গ. রেকর্ডে ঘ. সম্পর্কযুক্ত ফিল্ডে
৯. কোন ধরনের ডেটাটাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজের লিংক করা যায়?
ক. OLE Object খ. Memo
গ. Hyperlink ঘ. Look up wizard
১০. Name এর ভিত্তিতে A-Z সর্টেড টেবিলের রেকর্ডগুলোকে Name এর ভিত্তিতে Z-A ইনডেক্সিং করার পর মূল টেবিলে কতগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে মূল টেবিলে কিরূপ পরিবর্তন হবে?
ক. সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে A-Z সর্টেড হবে
খ. সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে A-Z সর্টেড হবে
গ. নতুন এন্ট্রিকৃত রেকর্ডগুলো আনসর্টেড থাকবে
ঘ. শুধু নতুন রেকর্ডগুলো Z-A সর্টেড হবে
১১. ডেটা এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশনের নিয়ম কোনটি?
ক. সাইবারনেট্রিক্স খ. ক্রিপ্টোগ্রাফি
গ. ইনফরমেট্রিক্স ঘ. সাইটোগ্রাফি
১২. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে?
ক. Name খ. Address
গ. Fee ঘ. Mobile No
১৩. ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কুয়েরির মাধ্যমে?
ক. Select খ. Parameter
গ. Crosstab ঘ. Action
১৪. ডেটাবেজ থেকে কোনো তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. DBMS খ. CAESAR
গ. SQL ঘ. RDBMS
১৫. ডেটাবেজে কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়?
ক. এনটিটি ও টেবিল খ. এনটিটি সেট ও টেবিল
গ. টেবিল ও কলাম ঘ. এট্রিবিউট ও ফিল্ড
১৬. ‘Name’ কোন ধরনের ডেটা?
ক. Logical খ. Number
গ. Text ঘ. Currency
১৭. ‘SQL’ এর পূর্ণরূপ কোনটি?
ক. Search and Query Language
খ. Simulation for Query Language
গ. Standard Query Language
ঘ. Structured Query Language
১৮. SQL এর পূর্ণরূপ
ক. Sequential Query Language
খ. Structured Query Language
গ. Serial Query Language
ঘ. Select Query Language
১৯. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি?
ক. Delete data খ. Delete field
গ. Delete record ঘ. Delete row
২০. ডেটাবেজ মানে হল
ক. উপাত্ত ঘাঁটি খ. উপাত্ত বিন্যাস
গ. উপাত্ত সর্টিং ঘ. উপাত্ত সার্চিং
২১. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ডেটাবেজ সফটওয়্যার
খ. স্প্রেডশিট সফটওয়্যার
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
২২. ডেটা সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?
ক. ফিল্ড খ. রেকর্ড
গ. ডেটাবেজ ঘ. ফাইল
২৩. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
ক. ওরাকল খ. পাইথন
গ. এ্যাডা ঘ. নোটপ্যাড
২৪. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়?
ক. প্লেইন টেক্সট খ. সাইফার টেক্সট
গ. এলগরিদম ঘ. প্যারিটি বিট
২৫. ডেটাবেজ এর প্রাণ হলো
ক. টেবিল খ. রের্কড
গ. ফাইল ঘ. ফিল্ড