এইচ.এস.সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ১০০% কমন || HSC byabasay sangaṭhan o byabasthapana 1st patra sajesan 100% kaman

প্রথম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ব্যবসায় কী?
২. ব্যবসায়ের মুখ্য/মূল/মৌলিক উদ্দেশ্য কী?
৩. ঝুঁকি কী?
৪. উৎপাদনের বাহন কী?
৫. শিল্প কী?
৬. প্রাথমিক শিল্প কী?
৭. প্রজনন শিল্প কী?
৮. নিষ্কাশন শিল্প কী?
৯. সমুদ্র থেকে মাছ শিকার কোন শিল্পের অন্তর্গত?
১০. বিশ্লেষণ শিল্প কী?
১১. বাণিজ্য কী?
১২. বিনিময় কী?
১৩. পাইকারি ব্যবসা কাকে বলে?
১৪. খুচরা ব্যবসায় কী?
১৫. আমদানি কাকে বলে?
১৬. পুনঃরপ্তানি কাকে বলে?
১৭. অন্ট্রাপো কী?
১৮. ব্যবসায় প্রত্যক্ষ সেবা কী?
১৯. প্রমিতকরণ কী?
২০. সামাজিক ব্যবসায় কাকে বলে?
এইচ.এস.সি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ১০০% কমন

অনুধাবনমূলক প্রশ্ন:
১. মানুষের অভাববোধ হয় কেন?
২. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্যটি বর্ণনা করো।
৩. মুনাফাকে ঝু্ঁকি নেওয়ার পুরস্কার/প্রতিদান বলা হয় কেন?
৪. "নমনীয়তার বৈশিষ্ট্য ব্যবসায়ের অনেক সমস্যা সমাধানের সহায়ক"-ব্যাখ্যা করো।
৫. শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
 অথবা, শিল্প কীভাবে নতুন উপযোগ সৃষ্টি করে?
৬. শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
৭. শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
৮. প্রাথমিক শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
৯. প্রাথমিক শিল্প গুরুত্বপূর্ণ কেন?
১০. প্রজনন শিল্পের ধারণাটি ব্যাখ্যা করো।
১১. বাণিজ্য বলতে কী বোঝা? ব্যাখ্যা করো।
১২. বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয় কেন?
১৩. পণ্যের মালিকানা/স্বত্ব সংক্রান্ত প্রতিবন্ধকতা কীভাবে দূর করা যায়? ব্যাখ্যা করো।
১৪. "আমদানি বাণিজ্য জীবনযাত্রার মান উন্নত করে"- ব্যাখ্যা করো।
১৫. বীমা কীভাবে ঝুঁকিগত বাধা দূর করে?
১৬. পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
অথবা, ব্যবসায়ের স্থানগত উপযোগ সৃষ্টি করে কোনটি?
১৭. বাণিজ্যের মাধ্যমে কীভাবে ব্যবসায়ের কালগত বাধা দূর করা যায়? ব্যাখ্যা করো।
       অথবা, "গুদামজাতকরণ ব্যবসায়ের সময়গত বাধা দূর করে"- ব্যাখ্যা করো।
১৮. ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখাটি ব্যাখ্যা করো।
       অথবা, প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
১৯. ব্যবসায়কে সর্বোত্তম পেশা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
২০. ব্যবসায়কে স্বাধীন পেশা বলা হয় কেন?
২১. সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
২২. পাইকারি ব্যবসায়ীকে মধ্যস্থকারী বলা হয়?
২৩. প্রত্যক্ষ সেবাকে ব্যবসায় বলা হয় কেন? ব্যাখ্যা করো।
২৪. অর্থসংস্থান ব্যবসায়ের গুরুত্বপূর্ণ কাজ কেন?
২৫. বাণিজ্যের কাজ বিকেন্দ্রীভূত কেন? ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন:
১. মি. আলম একজন ব্যবসায়ী। তিনি ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন। মন্দা মৌসুমে নিজস্ব ট্রাকে করে সেগুলো চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এতে তার ভালো লাভ হয়। এভাবে তিনি তার ব্যবসায়ে সফলতা লাভ করে চলেছেন।
ক. শিল্প কী?
খ. কেন মুনাফাকে ঝুঁকি বহনের প্রতিদান বলা হয়? 
গ. উদ্দীপকে মি. আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? উদ্দীপক অনুসারে ব্যাখ্যা করো।

২. জনাব মুরাদ রংপুরে একটি রাইস মিল স্থাপন করেছেন। তিনি তার এলাকার বিভিন্ন স্থানে চাল বিক্রি করেন। তিনি অভিজ্ঞতার মাধ্যমে কাজে বেশ উন্নতি করেছেন। তিনি এখন একটি স্বয়ংক্রিয় রাইস মিল স্থাপন করতে চান। কিন্তু এজন্য তার যথেষ্ট সক্ষমতা নেই।
ক. প্রমিতকরণ কী?
খ. বিমা কীভাবে বাধা দূর করে? ব্যাখ্যা করো।
গ. জনাব মুরাদ কী ধরনের শিল্প স্থাপন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব মুরাদের সমস্যা সমাধানে তোমার পরামর্শ দাও।

৩. শিপনকে ব্যবসায়িক উদ্দেশ্যে মাঝে মাঝে জাপান যেতে হয়। সেখানকার স্ট্রবেরির স্বাদ তাকে খুবই আকৃষ্ট করে। এই স্বাদের কথা মাথায় রেখে তিনি ভেবেছিলেন, দেশে এই ফলের চাষ শুরু করবেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে বাণিজ্যিক উদ্দেশ্যে স্ট্রবেরির চাষ শুরু করেন। ফলন বেশ ভালো হচ্ছে। বিক্রিও অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি বিদেশে স্ট্রবেরি রপ্তানির কথা ভাবছেন।
ক. প্রমিতকরণ কী?
খ. ব্যবসায়কে সর্বোত্তম পেশা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. শিপনের ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।
ঘ. তুমি কি মনে করো, শিপন স্ট্রবেরি রপ্তানি করে সাফল্য অর্জন করতে পারবে? সম্ভাবনার যৌক্তিকতা তুলে ধরো।

৪. জুনায়েদ একজন ব্যবসায়ী। তিনি মায়ানমার থেকে চাল আমদানির পর প্রক্রিয়াজাত করে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন তা আর কয়েক মাস পর বিক্রি করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চাল সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকায় আগে ভাগেই বিক্রি করে দিতে হয়।
ক. শিল্প কী?
খ. পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ. জুনায়েদের ব্যবসায়িক কাজ বাণিজ্যের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. জুনায়েদের সমস্যা থেকে উত্তরণের উপায় সুপারিশ করো।

৫. উত্তরা ইপিজেড-এ তুহিনের একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তিনি বিদেশ থেকে সুতা, কাপড় ও অন্যান্য উপকরণ কিনে এনে পোশাক তৈরি করে ইউরোপের বাজারে বিক্রি করেন। মান উন্নত হওয়ায় তার তৈরি পোশাক কেনার ব্যাপারে উত্তর ও দক্ষিণ আমেরিকার ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে তুহিন সেখানে বাজার সম্প্রসারণ করতে পারছেন না।
ক. বিনিময় কী?
খ. প্রমিতকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ব্যবসায়ের কোন কাজের বর্ণনা দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তুহিন কীভাবে এ সমস্যা থেকে উত্তরণ লাভ করতে পারে? ব্যাখ্যা করো।

২য় অধ্যায়: ব্যবসায় পরিবেশ
জ্ঞানমূলক প্রশ্ন:
১. পরিবেশ কী?
২. ব্যবসায় পরিবেশ কী?
৩. সাধারণত কোন পরিবেশ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না?
৪. অর্থনৈতিক পরিবেশ কী?
৫. মূলধন কী?
৬. শ্রমশক্তি কোন পরিবেশের উপাদান?
৭. সামাজিক পরিবেশ কী?
৮. সাংস্কৃতিক পরিবেশ কী?
৯. রাজনৈতিক পরিবেশ কী?
১০. আইন-শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?
১১. ধর্মীয় পরিবেশ কী?
১২. ব্যবসায়ের আইনগত পরিবেশ কী?
১৩. প্রযুক্তির ইংরেজি প্রতিশব্দ কী?
১৪. প্রযুক্তিগত পরিবেশ কী?

অনুধাবনমূলক প্রশ্ন:
১. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
২. ব্যবসায়ের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কীরূপ?
৩. ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো।
৪. অর্থনৈতিক পরিবেশ বলতে কী বোঝ?
৫. ব্যবসায় পরিবেশ বলতে কী বোঝায়?
৬. 

সৃজনশীল প্রশ্ন:
১. গণি মিয়া কৃষক পরিবারের কর্মঠ ছেলে। নদী বিধৌত পদ্মার পাড়ে তারা বাস করতো জমিতে পলি থাকায় সেখানে প্রচুর ফসল উৎপন্ন হতো। ফলে তারা সচ্ছল জীবিকা নির্বাহ করতো। বন্যায় নদীভাঙনের ফলে গত বছর গণি মিয়াদের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তার ব্যবসায় করার ইচ্ছা ছিল। ব্যাংক ঋণ না পেয়ে তিনি ইটের ভাটায় কাজ শুরু করেন। পরবর্তীতে নদীভাঙন এলাকায় সরকার ব্যাংক ঋণের ব্যবচ্ছা করলে গণি মিয়াদের আর্থিক অবস্থার উন্নতি হয়।
ক. প্রযুক্তিগত পরিবেশ কী?
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝ?
গ. গণি মিয়াদের মানবেতর জীবনযাপনের ওপর কোন পরিবেশের প্রভাব ছিল? ব্যাখ্যা করো।
ঘ. সরকারি নীতিমালা প্রণয়নের কারণে গণি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থার উন্নয়ন কি সম্ভব? মতামত দাও।

২. বাংলাদেশে রয়েছে প্রচুর জনশক্তি। এ জনশক্তি ও সম্ভা শ্রমিকের ওপর নির্ভর করে গড়ে ওঠেছে পোশাক শিল্প বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম আছে। তবে পোশাক শিল্পে অনেক সমস্যাও আছে। এসব সমস্যার কারণে এ শিল্পের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।
ক. অর্থনৈতিক পরিবেশ কী?
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
গ. বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কোন পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।

৩. খুলনার বাসিন্দা রাজিব একজন কৃষক। তার জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এসব ফসল বিক্রি করে তিনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন। কিন্তু লবণাক্ততার কারণে তার জমিতে কয়েক বছর যাবত উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে রাজিব কৃষিকাজ ছেড়ে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন।
ক. BSTI-এর পূর্ণরূপ কী?
খ. শিল্প বলতে কী বোঝায়?
গ. রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে রাজিবের মতো অনেক ব্যক্তির পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো।

৪. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও শিল্পের ক্ষেত্রে এদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয় তবে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশি পণ্য | আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রকে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ক. পরিবেশ কাকে বলে?
খ. অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়ের ক্ষেত্রে রানা প্লাজার ঘটনা উত্তরণে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

৫. জনাব ইকবাল ঢাকায় থাকেন। তিনি সন্দ্বীপেও একটি বাড়ি কিনেছেন। সেখানে গিয়ে তিনি সমুদ্রে মাছ ধরেন। উক্ত মাছ বিশেষ | প্রক্রিয়ায় শুকিয়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। বাজারে তার পণ্যের ব্যাপক সুনাম আছে। তবে পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্লেতারা মাঝে মধ্যে তার পণ্য ক্রয়ে সমস্যার মুখোমুখি হন।
ক. সামাজিক ব্যবসায় কী?
খ. শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?
গ. উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন? ব্যাখ্যা করো।
ঘ. ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।


৩য় অধ্যায়: একমালিকানা ব্যবসায়
জ্ঞানমূলক প্রশ্ন:
১. শিল্প কী?
২. মূলধন?
৩. অংশীদারি ব্যবসায় কাকে বলে?
৪. BGMEA এর পূর্ণ রূপ লেখো।
৫. একমালিকানা ব্যবসায় কাকে বলে?
৬. ট্রেড লাইসেন্স কী?
৭. অসীম দায় কী?
৮. ভ্রাম্যমাণ ব্যবসায় কোন ধরনের ব্যবসায়?
৯. ভ্রাম্যমাণ ব্যবসায় কী?
১০. যৌথ উদ্যোগে ব্যবসায় কী?
১১. ব্যবসায় জোট কী?
১২. একক ঝুঁকি কী?

অনুধাবনমূলক প্রশ্ন:
১. একমালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে বোঝায়?
২. বাংলাদেশের আমদানি বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
৩. অংশীদারি ব্যবসায়ের দায় অসীম কেন?
৪. ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাদা বলতে কী বোঝায়?
৫. আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝ?
৬. একটি একমালিকানা ব্যবসায় কীভাবে প্রতিষ্ঠিত হয়? ব্যাখ্যা করো।
৭. “একমালিকানায় ব্যবসায় হলো সবচেয়ে সহজ ও সরল প্রকৃতির সংগঠন”-উক্তিটি ব্যাখ্যা করো।
৮. একমালিকানা ব্যবসায়ের আয়তন ছোট হয় কেন? ব্যাখ্যা করো।
৯. গোপনীয়তা রক্ষা ও যোগ্যতার প্রতিফলন একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নাকি সুবিধা? ব্যাখ্যা করো।
১০. একমালিকানা ব্যবসায়ের দায় অসীম কেন? ব্যাখ্যা করো।
১১. পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযুক্ত? ব্যাখ্যা করো।
১২. একমালিকানা ব্যবসায় জনপ্রিয় কেন? ব্যাখ্যা করো। 

সৃজনশীল প্রশ্ন:  
১. জনাব শফিক তার নিজস্ব কারখানায় মানসম্মত চামড়ার জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন শিল্প কারখানায় সরবরাহ করে থাকেন। তাকে সহযোগিতা করার জন্য তার দুই বন্ধু শ্যামল ও সজল উত্ত প্রতিষ্ঠানে কর্মরত জনাব শফিকের উৎপাদিত জুতা মানসম্মত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে তা ব্যাপকভাবে সমাদৃত। তিনি তার বন্ধুদের সহযোগিতায় নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে উৎপাদনকার্য পরিচালনা করেন। তিনি এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন।
ক. ব্যবসায় কি?
খ. ব্যবসায়ে অসীম দায় বলতে কী বোঝ?
গ. জনাব শফিকের ব্যবসায়টি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব শফিকের ব্যবসায়টি। দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে? মতামত দাও।

২. সালাম কলেজের নিকট একটি স্টেশনারি দোকান পরিচালনা করে। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসায়টি খুব লাভজনক হয়ে ওঠে। তাই সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার ক্রয় করে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এজন্য সে মাসিক টাকায় বিনিময়ে তার ভাইকে এ কাজে নিযুক্ত করে বছরান্তে সালামের ভাই মুনাফা দাবি করে।
ক. একমালিকানা ব্যবসায় কাকে বলে?
খ. একমালিকানা ব্যবসায়ে স্থায়িত্বের অভাব কেন?
গ. উদ্দীপকে সালামের ব্যবসায়টি কোন প্রকৃতির? বিশ্লেষণ করো।
ঘ. সালামের ভাইয়ের মুনাফা দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

৩. মি. রহমান একজন ফল ব্যবসায়ী ঢাকার কাওরান বাজারে তার আড়ত রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারকি করেন। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তাহলো ‘সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী।
ক. প্রত্যক্ষ সেবা কী?
খ. পরিবেশ দূষণ বলতে কী বোঝ?
গ. মি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা সম্ভব? মতামত দাও।

৪. নিয়ামত হোসেন ১০ বছর ধরে চট্টগ্রাম শহরে একটি মুদি দোকান চালাচ্ছেন। গ্রাহকের সাথে তার সম্পর্ক ভালো যুক্তিসঙ্গত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করেন। প্রতিযোগিতার মধ্যেও তার গ্রাহক বেড়েছে। এখন তিনি বড় আকারের দোকান দেওয়ার কথা ভাবছেন। এজন্য তার অধিক টাকার প্রয়োজন। বন্ধু রহিম তার ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করতে চান। ব্যাংকও ঋণ দিতে রাজি।
ক. প্রমিতকরণ কাকে বলে?
খ. শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন?
গ. উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধাটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. বড় দোকান দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে তোমার অভিমত উদ্দীপকের আলোকে তুলে ধরো।

৫. জনাব তারে কলেজ রোডের একটি মনিহারি দোকানের মালিক। কলেজ রোডের পাশে চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি লক্ষ করলেন আজকাল ছাত্রদের সব কাজই ইন্টারনেটভিত্তিক এবং এর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তিনি এ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিলেন। তিনি দুটি কম্পিউটার এবং দুটি মডেম কিনলেন। তার ব্যবসায়ে এখন গরম রুটির মতো বিক্রি চলছে।
ক. একমালিকানা ব্যবসায় কী?
ঘ. একমালিকানা ব্যবসায় কীভাবে প্রতিষ্ঠিত হয়?
গ. কোন প্রধান সুবিধাটি থাকায় ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. একজন একমালিকানা ব্যবসায়ের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে তুমি কি একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

৪র্থ অধ্যায়: অংশীদারি ব্যবসায়
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ব্যবসায় পরিবেশ কী?
২. অংশীদারি ব্যবসায় কী?
৩. চুক্তিপত্র কি?
৪. অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দাও।
৫. অংশীদারি চুক্তিপত্র কী?

অনুধাবনমূলক প্রশ্ন:
১. প্রত্যক্ষ সেরা বলতে কী বোঝায়?
২. চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো।
৩. নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন? ব্যাখ্যা করো।
৪. আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝায়?
৫. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কী বোঝায়?

সৃজনশীল প্রশ্ন: 
১. রনি, জনি ও তাদের আরও ৫ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি কম্পিউটার ব্যবসার শুরু করলেন। সুমি কম্পিউটার বিষয়ক জ্যানে পারদর্শী। সে কারণে এ ব্যবসায়ে তাকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সুমি কোনো মূলধন সরবরাহ করেনি। হঠাৎ রনি পাগল হয়ে গেলে তাদের ব্যবসায়টি জটিলতার সম্মুখীন হয়।
ক. ঘুমন্ত অংশীদার কাকে বলে?
ঘ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সুমি কোন ধরনের অংশীদারত্ব ব্যাখ্যা করো।
ঘ. বুনি পাগল হওয়ায় ব্যবসায়টির কীরূণ বিলোপসাধন ঘটবে? তোমার মতামত দাও।

২. রফিক, শফিক ও করিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। রফিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন ও পরিচালনায়ও অংশগ্রহণ করেন। শফিক মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না। করিম মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম রয়েছে। হঠাৎ রকম বিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।
ক. ক্রেডিট কার্ড কি?
খ. ই-ব্যাংকিং বলতে কি বুঝো?
গ. করিম কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত অংশীদারি ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা কতটুকু? যুক্তিসহ লেখো।

৩. শফিক, আজিম ও রনি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি গৃহনির্মাণ ফার্ম গঠন করার পরিকল্পনা করেন তারা উত্ত ফার্মে প্রকৌশলী রফিকের সুনাম ব্যবহার করার জন্য তাকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী তিনি উক্ত ব্যবসায়ে মূলধন, শ্রম বা দক্ষতা কিছুই বিনিয়োগ করেন না। কিন্তু মুনাফা ভোগ করেন এবং তিনি ১০,০০০ টাকা পর্যন্ত দায় বহন করবেন। তিন বছর পর আজিম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার ১৫ বছর বয়সী সন্তান তামীমকে তারা অংশীদার হিসেবে গ্রহণ করে। পরবর্তী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটির দশ লক্ষ টাকা দায় সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের সম্পদ ও মূলধনসহ মোট দুই লক্ষ টাকা দায় মিটানো সম্ভব। অবশিষ্ট দায় মিটানোর জন্য শফিক ও রনি দুই লক্ষ টাকা করে চার লক্ষ টাকা প্রদান করে এবং রফিক ও তামীমকে দুই লক্ষ টাকা করে প্রদান করার জন্য চিঠি দেওয়া হয়।
ক. ঘুমন্ত অংশীদার কী?
খ. চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়ের ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে দায় মেটানোর জন্য রফিক ও তামীমকে প্রদত্ত চিঠির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

৪. ফারজানা ও তার তিন বোন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে জেকস নামক বুটিক হাউজ গড়ে তোলেন। ভালো ডিজাইন ও সুলভ মূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। ফলে প্রতিষ্ঠানটি অল্পদিনে প্রচুর মুনাফা অর্জন করে ৪ বছর পর ফারজানার বড় বোন মারা গেলে তার ১৬ বছর বয়সী ছেলে তৌকিরকে ব্যবসায় দেখাশোনার সুযোগ দেয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকা ওয়ান ব্যাংক হতে ঋণ নেয়।
ক. নামমাত্র অংশীদার কে?
খ. অংশীদারি চুক্তিপত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণের দায় পরিশোধের ক্ষেত্রে তৌকিরের ভূমিকা মূল্যায়ন করো।

৫. মুন এবং রবি ‘সাদ ট্রেডার্স’ নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। রাফি নামে তাদের বন্ধু প্রায়ই তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। তাকেও ব্যবসায়টির একজন অংশীদার বলে মনে হয়। মাঝে মাঝে সে নিজেকে একজন অংশীদার বলে পরিচয় দেয়। কিছুদিন পরে ‘আশিক ট্রেডার্স’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাদ ট্রেডার্সের কাছে ৩০,০০০ টাকা দাবি করে। রাফি টাকাটা নিয়েছিল, এটা সত্যি ছিল কিন্তু ‘সাদ ট্রেডার্স’ সে অর্থ দিতে নারাজ।
ক. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
খ. অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝ?
গ. সাদ ট্রেডার্সে রাঁফি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. আশিক ট্রেডার্স কি আইনগতভাবে অর্থ ফেরত পাবে? কীভাবে পেতে পারে ব্যাখ্যা করো।

৫ম অধ্যায়: যৌথ মূলধনী ব্যবসায়
জ্ঞানমূলক প্রশ্ন:
১. যোগ্যতাসূচক শেয়ার কী?
২. স্মারকলিপি কী?
৩. হোল্ডিং কোম্পানি কাকে বলে?
৪. শেয়ার কী?
৫. পাবলিক লি. কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত?

অনুধাবনমূলক প্রশ্ন:
১. তফসিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
২. ইক্যুইটি শেয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
৩. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
৪. ন্যূনতম মূলধন বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
৫. কোম্পানি সংগঠন মূলধন গঠনে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন: 
১. জনাব আরিফ ও তার হয় বন্ধু একত্রিত হয়ে ৯০ কোটি টাকা মূলধন নিয়ে আনন্দ ট্রেডার্স নামে একটি ব্যবসায় গঠন করেন। আরিফ ও তার বন্ধু রিপন পরিচালক নিযুক্ত হন। তাদের সঠিক পরিচালনায় প্রতিষ্ঠানটি অল্প সময়েই সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বৃদ্ধিসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তারা জনগণের মাঝে উচ্চহার সুদের ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।
ক. পরিমেল নিয়মাবলি কী?
খ. কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

২. “রাইট কোং লি.” অতিরিক্ত মূলধনের প্রয়োজন হওয়ায় তা সংগ্রহ করার জন্য পুরাতন শেয়ারহোল্ডারদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যবসায়ে লোকসানের কারণে প্রতিষ্ঠানটির ৫ কোটি টাকা দেনা হয়ে যায় যা কোম্পানিটি পরিশোধে অক্ষম। অবস্থা নিরসনে তারা উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. ন্যূনতম চাঁদা কী?
খ. শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কোম্পানিটি কোন ধরনের শেয়ার ইস্যু করতে চায়? ব্যাখ্যা করো।
ঘ. অতিরিক্ত দেনার দায়ে কোম্পানিটি পরিচালনা সম্ভব না হলে সেটি কোন ধরনের অবসানে পড়বে? বিশ্লেষণ করো।

৩. রতন তার পাঁচ বন্ধুকে নিয়ে টাঙ্গাইলে ‘বিডি ফার্নিচার নামে একটি কারখানা গড়ে তোলেন। তাদের প্রাথমিক মূলধন ১০ কোটি টাকা। সবার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এজন্য তারা ব্যাংক ঋণের পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চান।
ক. বাণিজ্য কী?
খ. বিবরণপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে? মতামত দাও।

৪. মি. সাত্তার একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করে মুনাফা অর্জন করেন। তিনি তিস্তা ব্যাংক লিমিটেডের কিছু শেয়ার ক্রয় করলেন শেয়ার ক্রয়ের মাধ্যমে তিনি ব্যাংকটির সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা লাভ করেন। সব সুযোগ-সুবিধা ঠিক থাকলেও তিনি লভ্যাংশ প্রাপ্তিতে অনিশ্চয়তায় ভোগেন।
ক. সমবায় সমিতি কী?
খ. ঋণপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. সাতার কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি মি. সাত্তারের যেসব সুবিধা নিশ্চিত করবে তা বিশ্লেষণ করো।

৫. জনাব আরেফিন, ক ও খ নামক দুটি প্রতিষ্ঠানের মালিকানার সাথে জড়িত। ক প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স এবং প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র নিয়ে কাজ শুরু করেন। দুটি প্রতিষ্ঠান ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছিল। মেয়াদ শেষে ঋণের টাকা পরিশোধের জন্য ক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক জনাব আরেফিনকে নোটিশ প্রদান করে। খ-এর ক্ষেত্রে মালিক আরেফিনের পরিবর্তে প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে সচ্ছল।
ক. শিল্প কী?
খ. ব্যবসায় বেকার সমস্যা দূর করে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি মালিকানাভিত্তিক কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব আরেফিনকে ‘ক’ প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণদায় পরিশোধের নোটিশ প্রদানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

৬ষ্ঠ অধ্যায়: সমবায় সমিতি
জ্ঞানমূলক প্রশ্ন:
১. সমবায় সমিতির ‘উপবিধি’ কী?
২. সমবায় সমিতির ‘উপবিধি’ কী?
৩. রাষ্ট্রীয় ব্যবসায় কি?
৪. সমবায় সমিতির উপবিধি কী?
৫. সমবায় সমিতির সংজ্ঞা দাও। 

অনুধাবনমূলক প্রশ্ন:
১. বহুমুখী সমবায় সমিতি বলতে কী বোঝ?
২. সমবায় সমিতির সাম্যের নীতিটি ব্যাখ্যা করো।
৩. ব্যবসায়ের আইনগত সস্তা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। 
৪. সমবায় সমিতির সাম্যের নীতি ব্যাখ্যা করো।
৫. ‘একতাই বল’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন: 
১. মধ্যস্থব্যবসায়ীদের হাত থাকে রক্ষা পাওয়ার জন্য কুমারখালীর তাঁতিরা ২০১২ সালে ৫০ জন সদস্য একত্রিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। পরবর্তী তিন বছরে তাদের অর্জিত মুনাফার পরিমাণ যথাক্রমে ৬০,০০০, ৬৫,০০০ ও ৭৫,০০০ টাকা। তারা বিধিবদ্ধ নিয়ম অনুসারে ন্যূনতম হারে সম্মিতি তহবিল সংরক্ষণ করেন। তারা প্রতিটা তাঁতকল ১৫,০০০ টাকা দরে দুইটি তাঁতকল ক্রয়ের জন্য সংরক্ষিত তহবিল ব্যবহারের চিন্তা করছেন।
ক. সমবায়ের মূলমন্ত্র কী?
খ. সমবায়ের উপবিধি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে তিন বছরের মোট মুনাফার সর্বোচ্চ কত পরিমাণ অর্থ সদস্যদের মধ্যে বণ্টিত হবে? নির্ণয় করো।
ঘ. তুমি কি মনে করো সংরক্ষিত তহবিলের টাকা হতে দুটি তাঁতকল ক্রয়ের সমুদয় অর্থের সংস্থান হবে? যুক্তিসহ মতামত দাও।

২. ঢাকার মিরপুর এলাকায় ‘মেঘনা সমবায় সমিতি’ ও ‘আশার আলো’ নামে দুটি সমবায় সমিতি রয়েছে। মেঘনা সমবায় সমিতির সদস্যরা তাদের তৈরি করা খেলনাসামগ্রী একত্র করে ন্যায্যমূল্যে বিক্রি করে। এতে অত্র এলাকার মানুষের আয় বেড়েছে। অপরদিকে আশার আলো সমবায় সমিতির সদস্যরা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরাসরি কোম্পানি থেকে কিনে এনে নিজেরা ভাগ করে নেয়।
ক. ট্রেড মার্ক কি?
খ. আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ‘আশার আলো’ কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
ঘ. অত্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে মেঘনা সমবায় সমিতির ভূমিকা বিশ্লেষণ করো।

৩. পাবনার বিল্লালসহ ৫০ জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। তিন বছরে তাদের মূলধন দাঁড়ায় ২০ লক্ষ টাকা। চতুর্থ বছরে মোট মুনাফা ১,০০,০০০ টাকা হতে ৩৫,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ১৫,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা সদস্যরা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিলেন।
ক. সমবায়ের ‘উপবিধি’ কাকে বলে?
খ. সমবায় সমিতিতে ‘একতাই বল’ ধারণাটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যাচাই করো।

৪. দোহাজারীর আলুচাষি নাসির আরও ৪০ জন আলুচাষি নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তাদের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ক্রয় এবং আলু সংরক্ষণ ও বিক্রয়ে সুবিধা লাভ করা। উক্ত সমবায় গঠনের চূড়ান্ত পর্যায়ে সমবায় নিবন্ধক তার সিল ও স্বাক্ষরযুক্ত গুরুত্বপূর্ণ দলিল নাসিরকে প্রদান করেন। উক্ত দলিলে সমিতির মোট শেয়ার সংখ্যা ১,০০০ উল্লেখ আছে। নাসির ২০০ শেয়ার ব্রু করেন। আগামী নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য তিনি আরও শেয়ার ক্রয়ের পরিকল্পনা করছেন।
ক. সমবায় সমিতির উপবিধি কী?
খ. জাতীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?
গ. সদস্যদের প্রকৃতির ভিত্তিতে উদ্দীপকের সমবায় সমিতির ধরন ব্যাখ্যা করো।
ঘ. নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে কি? যুক্তিসহ মতামত দাও।

৫. রফিক পেশায় একজন রিকশা-ভ্যানচালক স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গঠন করেন। তারা দৈনিক ভিত্তিক চাঁদা দিয়ে স্যায় জমা করেন এবং জমাকৃত টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হন। সমিতি অল্পদিনে ৩৫টি ভ্যান গাড়ি নিজস্ব অর্থায়নে ক্রয় করে। সমিতির সদস্য সংখ্যা এখন ৮৩ জন।
ক. সমবায়ের মূল উদ্দেশ্য কী?
খ. ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে রফিকের উদ্যোগ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url