এইচ.এস.সি সমাজকর্ম ১ম পত্র MCQ প্রশ্নের সাজেশন ১০০% কমন || Samajakarma 1st patra MCQ prasner sajesan 100% Common

১ম অধ্যায়:
জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘Introduction to Social Welfare’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘Introduction to Social Welfare’ গ্রন্থটি ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারের লেখা।

২. ‘বিপ্লব’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: ‘বিপ্লব’ শব্দের ইংরেজি প্রতিশব্দ Revolution.

৩. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: সমাজকর্ম হলো সামাজিক বিজ্ঞান।

৪. COS এর পূর্ণরূপ কী?
উত্তর: COS এর পূর্ণরূপ Charity Organization Society.

৫. ‘Industry’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ‘Industry’ শব্দটি ল্যাটিন শব্দ ‘Industria’ থেকে উৎপত্তি হয়েছে।

৬. পদ্ধতি কী?
উত্তর: পদ্ধতি হলো কোনো বিশেষ কাজ সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের সুশৃঙ্খল উপায়।

৭. সমাজকর্ম কী?
উত্তর: সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী পেশা, সমাজের বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে।

৮. CSWE–এর পূর্ণরূপ কী?
উত্তর: CSWE–এর পূর্ণরূপ Council on Social Work Education.

৯. উদীয়মান পেশা কোনটি?
উত্তর: উদীয়মান পেশা হলো সমাজকর্ম।
সমাজকর্ম ১ম পত্র MCQ প্রশ্নের সাজেশন ১০০% কমন

বহুনির্বাচনি প্রশ্ন:
১. অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?
ক. সামাজিক সুসম্পর্ক তৈরি করে
● সকল মানুষের কল্যাণ সাধন করে
গ. দক্ষতা বৃদ্ধি করে
ঘ. ব্যক্তিগত সমস্যা সমাধান করে
২. কোন সমাজের জটিল আর্থ-সামাজিক ও মানসিক
সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব?
ক. সনাতন        খ. আধুনিক
গ. প্রাচীন          ● শিল্প বিপ্লবোত্তর
৩. সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে?
● মনো-সামাজিক           খ. ধর্মীয়
গ. অর্থনৈতিক                ঘ. রাজনৈতিক
৪. সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি? 
ক. ঐতিহ্যবাহী সমাজকল্যাণ         ● সমাজকর্ম
গ. শিল্প সমাজকল্যাণ                ঘ. সমাজবিজ্ঞান,
৫. সক্ষমকারী পেশা বলতে বোঝায়
ক. সমাজকর্মীর নিজের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেয়া
● সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
৬. “সমাজকর্ম”-এর ইংরেজি হলো—
ক. Social science            খ. Social welfare
● Social work                 ঘ. Sociology
৭. Introduction to social work গ্রন্থের লেখক কে?
ক. আর. এ. স্কিডমোর এবং এম.জি. থ্যাকারি
● ডব্লি এ. ফ্রিডল্যান্ডার
গ. জি. উইলসন ও রাইল্যান্ড
ঘ. উইলেনস্কি ও লেবো
৮. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করে কোনটি?
ক. পৌরনীতি ও সুশাসন       খ. ইতিহাস
গ. অর্থনীতি,                     ● সমাজকর্ম
৯. সমাজকর্মকে বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্কের উপর দাঁড় করিয়েছেন কোন মনীষী?
ক. ডব্লিউ শেফার্ড               ● ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
গ. আরমান্ডো মরেলস          ঘ. এম.জি থ্যাকারি
১০. Social Welfare in Today’s World’ গ্রন্থটির লেখক কে?
ক. Ronald Clerk           ● Ronald C Fedrico
গ. C. Fredrikn               ঘ. R.W. Bin. Ronald
১১. সমাজকর্ম ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতা
পুনরুদ্ধার করে। কথাটির তাৎপর্য কী?
ক. ব্যক্তির দায়িত্ব কর্তব্যের অনুভূতি সৃষ্টি করে
খ. ব্যক্তিকে সামাজিক করে তোলে
● ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে
ঘ. ব্যক্তির সমস্যার সমাধান করে
১২. ‘The Cultural Background of Personality’ গ্রন্থটির প্রণেতা—
ক. ফিক্টে                     ● লিনটন
গ. ই. এ. হোবেল          ঘ. ই.এ. হোয়াইট
১৩. ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় সমাজকর্মের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
● সেবামূলক ব্যবস্থা            খ. সার্বিক কল্যাণ
গ. সম্পদের ব্যবহার            ঘ. সামাজিক নিরাপত্তা
১৪. কোনটিকে Profession of Practice বলা হয়?
ক. অর্থনীতি            খ.আইন
● সমাজকর্ম           ঘ. সমাজবিজ্ঞান
১৫. সমাজকর্ম পত্রিকা Charities Review কবে প্রকাশিত হয়?
ক. ১৮৯০ সালে            ● ১৮৯১ সালে
গ. ১৯৯০ সালে             ঘ. ১৯৯১ সালে
১৬. কত সালে প্রকাশিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞায় ফ্রিল্যান্ডারের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?
ক. ১৯৬৩            খ. ১৯৬৭
উ.১৯৯৫             ঘ. ১৯৯৮
১৭. Government and Social Welfare গ্রন্থের লেখক কে?
ক. চার্লস জ্যাস্ট্র        খ. ফ্রিডল্যান্ডার
উ.ওয়েন ভেসী         ঘ. উইলসন
১৮. কাদের প্রয়োজন পূরণে সমাজকর্ম সমষ্টিকে উপযোগী করে তোলে?
● ব্যক্তি ও পরিবারের        খ. ব্যক্তি ও দলের
গ. বন্ধু ও প্রতিবেশীর         ঘ. প্রতিবেশী ও সামাজিক প্রতিষ্ঠানের
১৯. সমাজকর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ সংজ্ঞা নির্ধারণ করেছে কোন সংস্থা?
● আমেরিকান জাতীয় সমাজকর্মী সংস্থা
খ. জার্মান জাতীয় সমাজকর্মী সংস্থা
গ. গ্রিক জাতীয় সমাজকর্মী সংস্থা
ঘ. ইংল্যান্ডের জাতীয় সমাজকর্মী সংস্থা
২০. সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যগুলোর মূলভিত্তি হলো-
ক. ব্যক্তি ও পরিবেশের সম্পর্ক      খ. সামাজিক মিথস্ক্রিয়া
গ সামাজিক সম্পর্ক                    ● সামাজিক ভূমিকা
২১. সাহায্যার্থীর অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়?
ক. ব্যক্তির নৈতিকতা          ● ব্যক্তির সুপ্ত প্রতিভা ও দক্ষতা
গ. ব্যক্তির মূল্যবোধ           ঘ. ব্যক্তির সততা
২২. সমাজের বৃহত্তর কল্যাণে সমাজকর্ম কীভাবে জনগণকে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানবসম্পদ উন্নয়নে ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও প্রতিভার বিকাশ সাধন করার লক্ষ্যে কাজ করে থাকে?
● নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে                   খ. নেতৃত্ব দানের মাধ্যমে
গ. রাজনৈতিক দল সৃষ্টির মাধ্যমে        ঘ. সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে
২৩. পরিবর্তনশীল সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে মানুষকে কোনটি সাহায্য করে?
● সমাজকর্ম              খ. সমাজবিজ্ঞান
গ. আইন পেশা           ঘ. পৌরনীতি ও সুশাসন
২৪. সুইডেন, নরওয়ের মতো দেশগুলোর প্রতি লক্ষ করলে দেখা যায় তারা কাঙ্ক্ষিত ও গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। সমাজকর্মের দৃষ্টিতে তাদের এ অবস্থায় পৌছার যৌক্তিক কারণ কী?
● পরিকল্পিত উপায়ে কর্মসূচি পরিচালনা
খ. জনসংখ্যার তুলনায় সম্পদ বেশি হওয়া
গ. উন্নত বিশ্বের সাথে সম্পর্ক ভালো হওয়া
ঘ. দক্ষ জনগোষ্ঠী থাকা
২৫. NASW কী?
ক. National Association of Several Workers
● National Association of Social Workers
গ. Normal Administration of Social Workers
ঘ. Normative Aim of Social Workers
২৬. সমাজকর্মের মূল লক্ষ্য হলো—
● সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে
খ.সামাজিক সম্পর্কের উন্নয়ন করা
গ. সামাজিক ভূমিকার উন্নয়ন
ঘ. সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টি
২৭. সমাজকর্ম হলো —
i. বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্ক বিষয়ক ও দক্ষতাসম্পন্ন পেশাদার সেবাকর্ম
ii. মানবীয় গুণ, নৈতিকতার বিকাশ ও আধ্যাত্মিক জীবন গঠনের পদ্ধতি
iii. ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করার সেবাকর্ম
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             ● i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii
২৮. সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের
লক্ষ্যে যে ধরনের ভূমিকায় সেবাদান করে—–
i. প্রতিকারমূলক
ii. প্রতিশোধমূলক
iii. উন্নয়নমূলক
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              খ. ii ও iii
● i ও iii              ঘ. i, ii ও iii
২৯. সমাজকর্মের লক্ষ্য অর্জনে NASW কর্তৃক প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো—
i. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো
ii. কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা
iii. মানুষের হৃতক্ষমতার পুনরুদ্ধার করা
নিচের কোনটি সঠিক
● i ও ii              খ. i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii
৩০. একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
i. সমাজকে জটিলতর অবস্থায় উন্নীত করতে
ii. সমাজ হতে নানা অবাঞ্ছিত সমস্যা দূর করতে
iii. কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            খ. i ও iii
● ii ও iii           ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ‘ক’ কলেজে যে বিষয়টি পড়ান সেটি সমস্যা সমাধানের আধুনিক বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো সামাজিক ভূমিকা পালনের জন্য সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় ও সক্ষম করে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা।
৩১. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
● সমাজকর্ম          খ. সমাজবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান         ঘ. মনোবিজ্ঞান
৩২. উদ্দীপকে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i. মানুষকে স্বাবলম্বী করে তোলে
ii. মানুষের মানবিক আচরণ বিশ্লেষণ করে
iii. জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. ii ও iii
● i ও iii             ঘ. i, ii ও iii
৩৩. সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় কোনটি?
● পেশাগত দক্ষতা          খ. মোহনীয় আচরণ
গ. শৈল্পিক দক্ষতা          ঘ. বুদ্ধিদীপ্ত জ্ঞান
৩৪. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?
ক. ধর্মীয় আইন              খ. রাষ্ট্রীয় আইন
গ. সামাজিক আইন         ● পেশাদার নীতিমালা
৩৫. মানুষের আচরণের মানদণ্ড কোনটি?
● সামাজিক মূল্যবোধ           খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. সাংস্কৃতিক মূল্যবোধ          ঘ.ধর্মীয় মূল্যবোধ
৩৬. নিচের কোনটি পেশা হিসেবে সমাজকর্মকে পরিচালনার জন্য সমাজকর্মের ধ্যান-ধারণা, নিয়ম-শৃঙ্খলা বা নীতি প্রণয়নের একটি মানদণ্ড স্থাপন করে?
ক. সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান          ● সমাজকর্মের মূল্যবোধ
গ. সমাজকর্মের ব্যবহারিক জ্ঞান        ঘ. সমাজকর্মের পদ্ধতি
৩৭. সমাজকর্মের অনুশীলন কেমন হয়?
ক. একমুখী           খ. বাস্তবতা
গ. বর্জিত              ● দ্বিমুখী ও অংশগ্রহণমূলক
৩৮. সমাজকর্মী আফিয়া ও সাহায্যার্থী রাবেয়ার পারস্পরিক সম্পর্ক বলে দেয় যে তারা একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। এখানে সমাধান কৌশল সফল হওয়ার যৌক্তিক কারণ কী?
ক. পর্যাপ্ত সম্পদ                ● পেশাগত সম্পর্ক স্থাপন
গ. নীতির সঠিক প্রয়োগ        ঘ. সম্পদের সর্বোত্তম ব্যবহার
৩৯. সমাজকর্মে গৃহীত প্রতিকারমূলক কার্যক্রম নিচের
কোনটির আওতাভুক্ত?
● সমাজকর্মের পরিধি                খ. সমাজকর্মের প্রকৃতি
গ. সমাজকর্মের প্রয়োজনীয়তা       ঘ. সমাজকর্মের উদ্দেশ্য
৪০. সমাজকর্মের কোন ধরনের কার্যক্রম অপরাধী ও কিশোর অপরাধীদের সমাজে পুনরায় স্বাভাবিকভাবে জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে দেয়?
ক. প্রতিকারমূলক কার্যক্রম       ● প্রতিরোধমূলক কার্যক্রম
গ. উন্নয়নমূলক কার্যক্রম          ঘ. সংশোধনমূলক কার্যক্রম
৪১. সমাজকর্মের পরিধি বলতে কী বোঝায়?
ক তাত্ত্বিক জ্ঞানকে        খ. সমাজের উন্নত ক্ষেত্রকে
গ. উন্নয়নকে             ● প্রয়োগ উপযোগিতাকে
৪২. কীভাবে সমাজকর্ম মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে?
ক. সমাজের অনাকাঙ্ক্ষিত সমস্যা দূর করে
● জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে
গ. সমাজে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে
ঘ. রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করে
৪৩. সমাজকর্ম মানুষের যে দিকটির বিকাশ সাধন করে স্বাবলম্বী হতে সাহায্য করে তা হলো—
ক. শারীরিক শক্তি          খ. দক্ষতা
গ. আচরণ                   ● সুপ্ত প্রতিভা
৪৪. রাকিব একজন সমাজকর্মী হিসবে সমাজের দরিদ্র, দুস্থ, অসহায় মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তাদেরকে অন্যের মুখাপেক্ষী হতে না হয়। রাকিবের এরূপ কাজ সমাজকর্মের কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত?
ক. সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা
● আত্মনির্ভরশীল করে গড়ে তোলা
গ. পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন
ঘ. সামাজিক বিপর্যয় রোধ
৪৫. সমাজকর্ম সার্বিক কার্যাবলি পরিচালনা করে—
i. সব শ্রেণির জনগোষ্ঠীর কল্যাণের জন্যে
ii. সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্যে
iii. স্থিতিশীল সামাজিক পরিবেশ সৃষ্টির জন্যে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           খ. ii ও iii
● i ও iii           ঘ. i, ii ও iii
৪৬. জাতিসংঘের সামাজিক কমিশন আন্তর্জাতিক জরিপ পরিচালনার মাধ্যমে সমাজকর্মের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তা হলো-
i. একটি সাহায্যকারী কার্যক্রম
ii. একটি সংযোগকারী কার্যক্রম
iii. একটি সামাজিক কার্যক্রম
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           খ. i ও ii
গ. ii ও iii         ● i, ii ও iii
৪৭. সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মীকে খেয়াল রাখতে হয়–
i. সমাজকর্মের মূল্যবোধ ও ব্যবহারিক নীতিমালার প্রতি
ii. রাষ্ট্রীয় বিধিবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি
iii. সামাজিক আদর্শ ও মূল্যবোধের প্রতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           খ. ii ও iii
● i ও iii           ঘ. i, ii ও iii
৪৮. সমাজকর্ম প্রতিরোধমূলক কার্যাবলি গ্রহণ করে—
i. চলমান পরিস্থিতি মোকাবিলার জন্য
ii. অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য
iii. ভবিষ্যৎ বিপর্যয় রোধ করার জন্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           খ. i ও iii
● ii ও iii          ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নং ও ৫০নং প্রশ্নের উত্তর দাও:
হাসানপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুরের ময়লা- আবর্জনা পরিষ্কার করে সেখানে মাছ চাষের পরিকল্পনা করেন স্থানীয় যুব উন্নয়ন এক্ষেত্রে প্রথমে তারা অধিদপ্তরের কর্মকর্তারা।বস্থানীয় জনগণের মতামতেরবভিত্তিতে তাদেরকে প্রশিক্ষণের উদ্যোগ নেন। বেকার সমস্যার সমাধান হবে এই ভেবে স্থানীয় জনগণও এ উদ্যোগে সাড়া দেয়।
৪৯. উদ্দীপকের ঘটনায় নিচের কোনটির বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
● সমাজকর্ম             খ. সমাজবিজ্ঞান
গ. লোক প্রশাসন        ঘ. রাষ্ট্রবিজ্ঞান
৫০. উদ্দীপকে এ বিষয়টির যেসব বৈশি উঠেছে—
i. বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার
ii. পেশাগত সম্পর্ক স্থাপন
iii. মূল্যবোধ ও নীতির অনুশীলন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii          ● i ও iii
গ. ii ও iii         ঘ. i, ii ও iii

২য় অধ্যায়:
জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়?
উত্তর: ইংল্যান্ডে বসতি আইনটি ১৬৬২ সালে প্রণীত হয়

২. COS কী?
উত্তর: COS হচ্ছে Charity Organization Society বা দান সংগঠন সমিতি।

৩. ‘Virgin Queen’ নামে কাকে ডাকা হতো?
উত্তর: রানী প্রথম এলিজাবেথকে ‘Virgin Queen’ নামে ডাকা হতো।

৪. আধুনিক সমাজকর্মের সূত্রপাত কোন দেশে হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয়।

৫. নগরায়ণ কী?
উত্তর: নগরায়ণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা হতে মানুষ অকৃষিভিত্তিক পেশা বা জীবন পদ্ধতিতে স্থানান্তরিত হয়।

৬. NASW–এর পূর্ণরূপ লিখ।
উত্তর: NASW–এর পূর্ণরূপ National Association of Social Workers.

৭. ১৯০৫ সালে দরিদ্র আইন কমিশনের প্রধান কে ছিলেন?
উত্তর: ১৯০৫ সালে লর্ড জর্জ হ্যামিল্টন দরিদ্র আইন কমিশনের প্রধান ছিলেন।

৮. ‘Social Diagnosis’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Social Diagnosis’ গ্রন্থটির লেখক ম্যারি রিচমন্ড।

৯. ইংল্যান্ডে কত সালে দান সংগঠন সমিতি গঠিত হয়?
উত্তর: ১৮৬৯ সালে ইংল্যান্ডে দান সংগঠন সমিতি গঠিত হয়।

বহুনির্বাচনি প্রশ্ন:
১. কোন যুগের অবসান ঘটলে ভূমিদাস ও তাদের পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়ে?
● সামন্ত যুগ                 খ. দাস যুগ
গ. পুঁজিবাদী যুগ             ঘ. মধ্য যুগ
২. ইংল্যান্ডে বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দায়িত্ব সমস্যা প্রকট আকার ধারণ করে কোন যুগে?
● প্রাকশিল্প যুগে          খ. শিল্প যুগে
গ. আধুনিক যুগে            ঘ. আদিম যুগে
৩. ১৩৪৮ খ্রিষ্টাব্দের মহামারিতে ইংল্যান্ডের কতবশতাংশ লোক মৃত্যুমুখে পতিত হয়?
ক. এক-তৃতীয়াংশ          ● দুই-তৃতীয়াংশ
গ. এক-চতুর্থাংশ             ঘ. এক-পঞ্চমাংশ
৪. দরিদ্র ও অসহায়দের জন্য ইংল্যান্ড সরকার কর্তৃক আইন স্বীকৃত হয় কীভাবে?
● দরিদ্র আইনের মাধ্যমে
খ. শিশু আইনের মাধ্যমে
গ. সামাজিক আইনের মাধ্যমে
ঘ. মাদক নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে
৫. ইংল্যান্ডে শ্রমিকদের কর্ম সময় ও মজুরি নিয়মিত করা এবং একটি শিক্ষানবিস ব্যবস্থায় কারিগরি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কত খ্রিষ্টাব্দে একটি আইন প্রণয়ন করা হয়?
● ১৫৬২ খ্রিস্টাব্দে            খ. ১৫৬৩ খ্রিস্টাব্দে
গ. ১৫৬৪ খ্রিস্টাব্দে           ঘ. ১৫৬৫ খ্রিস্টাব্দে
৬. ১৩৪৮ খ্রিষ্টাব্দে জাতীয় দুর্যোগ হিসেবে কোন দেশে প্লেগ রোগ ‘ব্ল্যাক ডেথ’ নামে পরিচিতি লাভ করে?
ক. ফ্রান্স            খ. মাল্টা
গ. ইতালি          ● ইংল্যান্ড
৭. ১৩৪৯-১৫৯৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রণীত আইনগুলো ব্যর্থতায় পর্যবসিত হয় কেন?
ক. সরকারের অবহেলায়
● কতিপয় শ্রেণির ঘৃণ্য দৃষ্টিভঙ্গির কারণে
গ. প্রাকৃতিক দুর্যোগের কারণে
ঘ. আইনের অপব্যবহারের ফলে
৮. দরিদ্র আইন বলতে বোঝায়—
i. ভিক্ষুক, ভবঘুরে এবং দুঃস্থ কল্যাণে প্রণীতcআইন
ii. বেকার, অলস ও সুবিধাবঞ্চিত শ্রেণির কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রণীত আইন
iii. দরিদ্রদের শ্রেণিকরণ করে সহায়তা, কর্মসংস্থান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির বিধান সংবলিত আইন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            খ. i ও iii
গ. ii ও iii          ● i, ii ও iii
৯. ১৩৪৯-১৫৯৭ খ্রিষ্টাব্দের মধ্যে প্রণীত আইনগুলো প্রণয়ন করা হয়েছিল—
i. ভিক্ষাবৃত্তি রোধকল্পে
ii. শ্রমিক ও ভবঘুরে উন্নয়নে
iii. সন্ত্রাস দূরীকরণে
নিচের কোনটি সঠিক
● i ও ii             খ. i ও iii
গ. ii ও iii          ঘ. i, ii ও iii
১০. ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ আইন প্রণয়ন করেন—
i. দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে
ii. ভিক্ষাবৃত্তি রোধ করার জন্য
iii. নিরক্ষরতা দূরীকরণের প্রয়াস হিসেবে
নিচের কোনটি সঠিক
● i ও ii             খ. i ও iii
গ. ii ও iii          ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
“শান্তির শহর নামক দেশটির সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দারিদ্র্যের হার নিরসনে জোর দেন। এ লক্ষ্যে তিনি নিয়ন্ত্রণমূলক একটি আইন প্রণয়ন করেন।
১১. উদ্দীপকের সরকার নিচের কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে?
● রানি প্রথম এলিজাবেথ          খ. জন মেজর
গ. মার্গারেট থ্যাচার                 ঘ. রাজা অষ্টম হেনরি
১২. এই ব্যক্তির আইন প্রণয়নের ফলে—
i. দুঃস্থদের কল্যাণ সাধন করা হয়
ii. সমাজসেবামূলক কাজের পরিধি বৃদ্ধি পায়
iii. সামাজিক নিরাপত্তা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              খ. i ও iii
গ. ii ও iii            ● i, ii ও iii
১৩. কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
● দরিদ্র আইন ১৬০১
খ. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪
গ. ১৯০৯ খ্রিষ্টাব্দের শ্রমিক বিনিয়োগ আইন
ঘ. বেকারত্ব আইন ১৯৩৪
১৪. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কত খ্রিষ্টাব্দে সংস্কার করা হয়?
● ১৮৩৪           খ. ১৯০৫
গ. ১৯৪২           ঘ. ১৯৪৫
১৫. ১৬০১ খ্রিষ্টাব্দের দারিদ্র্য আইন অনুযায়ী কারা সাহায্যাথী দরিদ্রদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করত?
ক. পোপরা          খ. ম্যাজিস্ট্রেটরা
গ. সৈন্যরা           ● ওভারসিয়াররা
১৬. এলিজাবেথীয় দরিদ্র আইনে অক্ষম দরিদ্রদের পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়?
ক. শ্রমাণার                    ● দারিদ্র্যাগার
গ. বাহ্যিক সাহায্য            ঘ. কম খরচে ভরণপোষণের ব্যবস্থা করা
১৭. ওভারসিয়ারের মাধ্যমে কাদের সাহায্য করা হতো?
ক. সক্ষম দরিদ্রদের         ● অক্ষম দরিদ্রদের
গ. মধ্যবিত্তদের              ঘ. নির্ভরশীল শিশুদের
১৮. অন্ধ বাবা, সুস্থ সবল মা এবং পিতামাতাহীন চাচাতো বোন রায়নাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছে শর্মিলা। এ ঘটনায় ইংল্যান্ডে প্রণীত কোন আইনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
● ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
খ. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন
গ. ১৯০৫ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কমিশন
ঘ. ১৯৪২ সালের সামাজিক নিরাপত্তামূলক আইন
১৯. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন প্রণীত হয় কোন সরকারের অধীনে?
● আর্ল গ্রে-এর লিবারেল সরকারের
খ. অষ্টম এডওয়ার্ড-এর সরকারের
গ. তৃতীয় হেনরির সরকারের
ঘ. এলিজাবেথীয় ডেমোক্রেটিক সরকারের
২০. ১৮৩৪ খ্রিস্টাব্দের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে ‘দরিদ্রঃজেলখানা’ হিসেবে অভিহিত করেন কে?
ক. জন ব্রিড সামনার            ● রিচার্ড ওয়েস্টলার
গ. এ্যাডউইন চ্যাডউইক        ঘ. কার্ল মার্কস
২১. সমাজকর্ম পেশাকে প্রাতিষ্ঠানিক রূপদান ও সমাজসেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিচের কোন আইনের ভূমিকা তাৎপর্যপূর্ণ?
● ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন
খ. ১৯৩১ খ্রিষ্টাব্দের জাতীয় অর্থনীতি আইন
গ. ১৯৩৪ খ্রিষ্টাব্দের বেকারত্ব আইন
ঘ. ১৯০৯ খ্রিষ্টাব্দের শ্রমিক বিনিয়োগ আইন কঅর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
২২. ইংল্যান্ডে দরিদ্র সংস্কার আইন ১৮৩৪ প্রণয়নের কত বছরের মধ্যে দরিদ্র সাহায্য ব্যয় এক- তৃতীয়াংশ কমে যায়?
ক. এক            খ. দুই
● তিন             ঘ. চার
২৩. Outdoor Relief Regulation Order- প্রণীত হয় কখন?
ক. ১৮৫১ খ্রিষ্টাব্দে           ● ১৮৫২ খ্রিষ্টাব্দে
গ. ১৮৫৩ খ্রিস্টাব্দে           ঘ. ১৮৫৪ খ্রিস্টাব্দে
২৪. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইনকে নির্মম বলা হয় কেন?
● শ্রমাগারে দরিদ্রদের ওপর নির্যাতন করার বিধান থাকায়
খ. দরিদ্রদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেওয়ায়
গ. দরিদ্রদের সামাজিকভাবে বসবাসের অধিকার কেড়ে নেওয়ায়
ঘ. দরিদ্রদের মেরে ফেলার বিধান থাকায়
২৫. ‘Oliver Twist’ গ্রন্থটি কে রচনা করে?
ক. উইলিয়াম শেক্সপিয়ার      ● চার্লস ডিকেন্স
গ. টমাস মুর                     ঘ. এডউইন চ্যাডউইক
২৬. ‘ব্ল্যাক ডেথ’ হলো –
i. প্লেগ রোগজনিত মৃত্যু
ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু
iii. তীব্র শ্রমিক সংকট
নিচের কোনটি সঠিক
● i                   খ. i ও i
গ. ii ও iii         ঘ. i, ii ও iii
২৭. Lowest bidder হলো-
i. আত্মীয়স্বজনের নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
ii. কম খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
iii. বিনা খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
নিচের কোনটি সঠিক
ক. i               ● ii
গ. i ও ii        ঘ. i, ii ও iii
২৮. ১৮৩২ খ্রিষ্টাব্দের রাজকীয় কমিশনের মূল লক্ষ্য ছিল—
i. প্রচলিত আইনের কার্যকারিতা বৃদ্ধি আইন
ii. বাস্তবায়নে প্রশাসনিক দুর্বলতা অনুসন্ধান
iii. আইন বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
নিচের কোনটি সঠিক
● i ও ii               খ. ii ও iii
গ. i ও iii              ঘ. i, ii ও iii
২৯. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪-এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়—
i. প্রায় দুইশত শ্ৰমাগার নির্মাণ করে
ii. চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে
iii. দারিদ্র্যাগার সংস্কারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              ● i ও iii
গ. ii ও iii            ঘ. i, ii ও iii
৩০. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন সৃষ্টি হয়েছিল মূলত–
i. দরিদ্র আইনের তীব্র বিরোধিতা ও অসন্তোষের প্রেক্ষিতে
ii. দরিদ্র আইনের প্রশাসন ও প্রয়োগ ব্যবস্থার বাস্তবতা তদন্ত সাপেক্ষে রাজকীয় কমিটি দ্বারা
iii. Nassau W Senior ও Edwin Chadwick-এর কমিটির সুপারিশের প্রেক্ষিতে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             ● i ও iii
গ. ii ও iii            ঘ. i, ii ও iii
৩১. ১৮৩৪ খ্রিষ্টাব্দের আইন প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়-
i. কম যোগ্যতার নীতি
ii. শ্রমাগার পরীক্ষার নীতি
iii. নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিকেন্দ্রিকরণ নীতি
নিচের কোনটি সঠিক
● i ও ii               খ. i ও iii
গ. ii ও iii             ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
প্রাকশিল্প যুগে ইংল্যান্ডের দারিদ্র্য সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে রানি ১ম এলিজাবেথের সময় একটি আইন প্রণীত হয়। এবআইনে দরিদ্র জনগণের তাৎক্ষণিক অর্থনৈতিক ও বাসস্থানজনিত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।অর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
৩২. উদ্দীপকে কোন আইনের ইঙ্গিত রয়েছে?
ক. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন              ● ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
গ. ১৯০৫ সালের দরিদ্র আইন                 ঘ. ১৯৪২ সালের দরিদ্র আইন
৩৩. উদ্দীপকের আইন অনুযায়ী প্রধান বিধান হলো—
i. স্থানীয় পর্যায়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা
ii. প্যারিশের প্রত্যেক জনগণ কর্তৃক প্যারিশের নিজস্ব দরিদ্র কর প্রদান
iii. সাহায্যদানের সুবিধার্থে দরিদ্রদের বিভক্তিকরণ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            খ. i ও iii
গ. ii ও iii          ● i, ii ও iii
৩৪. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সুপারিশমালায় স্থানীয় সাহায্য ও সংস্থার প্রশাসনগুলোকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
ক. দুইটি             ● তিনটি
গ. চারটি             ঘ. পাঁচটি
৩৫. ১৯০৬ সালের খাদ্য আইনে কী করা হয়েছে?
ক. বিনামূল্যে খাদ্য বিতরণ
● প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাবার বিতরণ
গ. কাজের বিনিময়ে খাদ্য বিতরণ
ঘ. প্রবীণদের বিনামূল্যে খাদ্য বিতরণ
৩৬. ১৯০৭ সালের শিক্ষা আইনের আলোকে বৃদ্ধদের সামাজিক নিরাপত্তার জন্য কত সালের বৃদ্ধকালীন পেনশন আইন পাস করা হয়?
ক. ১৯০৭ সালে          ● ১৯০৮ সালে
গ. ১৯০৯ সালে           ঘ. ১৯১১ সালে
৩৭. ১৯০৯ সালের শ্রমিক বিনিময় আইনে অক্ষম দরিদ্রদের দরিদ্রাগারে রাখার পরিবর্তে কীসের উদ্যোগ নেওয়া হয়?
ক. শ্রমাগারে রাখার           খ. পেনশন দেওয়ার
গ. আশ্রমে রাখার              ● পুনর্বাসনের
৩৮. কোন আইনে বেকার শ্রমিকদের এবং বেকার বিমা বহির্ভূত তাদের জন্য বেকার সাহায্য প্রদানে ব্যবস্থা গৃহীত হয়?
ক. শ্রমিক বিনিময় আইন ১৯০৯
খ. জাতীয় বিমা আইন ১৯১১
গ. বিধবা, এতিম ও বৃদ্ধ পেনশন আইন ১৯২৫
● জাতীয় অর্থনীতি আইন ১৯৩১
৩৯. কোন শিল্পায়িত সমাজে উপার্জনহীনতাকে সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন?
ক. রাজা তৃতীয় এডওয়ার্ড        খ. অষ্টম হেনরি
গ. লর্ড জর্জ হ্যামিল্টন            ● উইলিয়াম বিভারিজ
৪০. ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আদর্শ মডেল হিসেবে স্বীকৃত –
ক. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
খ. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন
● বিভারিজ রিপোর্ট
ঘ. দান সংগঠন সমিতি
৪১. বিভারিজ মানবসমাজে অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে কয়টি দৈত্যের কথা উল্লেখ করেছেন?
ক. তিনটি             খ. চারটি
● পাঁচটি              ঘ. ছয়টি
৪২. বিভারিজ রিপোর্টের ভিত্তিতে যেসব সামাজিক আইন প্রণয়ন করা হয় যেসব কর্মসূচির মধ্যে পারিবারিক ভাতা কর্মসূচি ব্যতীত অন্য কর্মসূচিগুলো কবে চালু হয়?
ক. ১ জানুয়ারি ১৯৪৭        খ. আগস্ট ১৯৪৬
● ৫ জুলাই ১৯৪৮            ঘ. ৫ নভেম্বর ১৯৪৮
৪৩. বিভারিজ রিপোর্টের নির্দেশনা অনুযায়ী তৎকালীন শ্রম আইনের ভিত্তিতে কত ভাগ অক্ষমদের কর্মে নিয়োগের ব্যবস্থা করা হয়?
ক. ২%         ● ৩%
গ. ৪%         ঘ. ৫%
৪৪. কবে থেকে সরকারি সাহায্য কর্মসূচি কার্যকর হয়?
● ১ জুলাই ১৯৪৮              খ. ৫ জুলাই ১৯৪৮
গ. ১ আগস্ট ১৯৪৮            ঘ. ৫ আগস্ট ১৯৪৮
৪৫. সরকারি সাহায্য কার্যক্রমে জাতীয় সাহায্য বোর্ড এর কতটি আঞ্চলিক কার্যালয় কার্যকরী রয়েছে?
ক. ১০টি          ● ১২টি
গ. ২৫টি           ঘ. ৩৫০টি
৪৬. ১৯১১ সালের জাতীয় বিমা আইনে শ্রমিকদের স্বাস্থ্য বিমার অর্থের সংস্থান করা হতো—
i সরকারি অনুদান দ্বারা
ii. শ্রমিকদের চাঁদা দ্বারা
iii. বিভিন্ন সাহায্যকারী সংস্থার অনুদান দ্বারা
নিচের কোনটি সঠিক
● i ও ii              খ. i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii
৪৭. দরিদ্র আইন কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে যে সামাজিক আইন প্রণীত হয় তা হলো—
i. ১৯০৬ সালের খাদ্য আইন
ii. ১৯০৭ সালের শিক্ষা আইন
iii. ১৯০৮ সালের বৃদ্ধকালীন পেনশন আইন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
৪৮. ১৯০৫ সালের দরিদ্র কমিশন আইন সমাজকল্যাণের ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল—
i. সামাজিক সমস্যা সমাধানে আইন প্রণয়ন করে
ii. সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে
iii. জাতীয় অর্থনীতি সমৃদ্ধকরণে ভূমিকা রেখে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii                খ. i ও iii
গ. ii ও iii              ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ নামক দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামাজিক অনিশ্চয়তা দেখা দেয়। উক্ত সমস্যা নিরসনের জন্যে ১৯৪২ সালে ‘ক’ দেশে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সূচনা হয়। উক্ত কর্মসূচির অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো শিল্প দুর্ঘটনা বিমা, পারিবারিক ভাতা ইত্যাদি।
৪৯. উদ্দীপকে বর্ণিত ‘ক’ দেশ নিচের কোন দেশকে নির্দেশ করে?
ক. আমেরিকা             খ. অস্ট্রেলিয়া
গ. শ্রীলংকা                ● ইংল্যান্ড
৫০. উক্ত কর্মসূচির কার্যকারিতা—
i. শ্রমিকদের পেশাগত নিরাপত্তার সহায়ক হবে
ii. বেশ কিছু সংখ্যক পরিবারকে আর্থিকভাবে উপকার করবে
iii. জনগণকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করবে
নিচের কোনটি সঠিক
● i ও ii               খ. i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৩য় অধ্যায়:
জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. The Value Base of Social Work গ্রন্থের লেখক কে?
উত্তর: The Value Base of Social Work গ্রন্থটির লেখক হলেন চার্লস এস লেডি (Charles S. Levy).

২. NASW কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ সালে NASW (National Association of Social Workers) প্রতিষ্ঠিত হয়।

৩. বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?
উত্তর: ১৯৪২ সালে বিভারিজ রিপোর্ট পেশ করা হয়।

৪. মূল্যবোধ কোন ধরণের প্রত্যয়?
উত্তর: মূল্যবোধ একটি আপেক্ষিক প্রত্যয়।

৫. পেশা কী?
উত্তর: সাধারণত জীবিকা নির্বাহের জন্য তত্ত্বনির্ভর সুশৃঙ্খল জ্ঞান, মূল্যবোধ ও নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হলো পেশা।

৬. সামাজিক মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: সামাজিক মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ Social Values.

৭. গ্রহণনীতি অর্থ কী?
উত্তর: গ্রহণনীতি হলো সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থীকে কীভাবে গ্রহণ করবে সেই নীতি।

৮. CSWE–এর পূর্ণরূপ লেখো।
উত্তর: CSWE–এর পূর্ণরূপ হলো Council on Social Work Education.

৯. মূল্যবোধ কী?
উত্তর: মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে।

১০. মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ Values.

বহুনির্বাচনি প্রশ্ন:
১. ‘সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার স্বাধীনতা থাকে – উক্তিটি কে করেছেন?
ক. আর্নেস্ট গ্রিনউড          খ. জন সি কিডনে
গ. গর্ডন মার্শাল              ● জি মিলারসন
২. পেশা কোন শব্দ থেকে উদ্ভূত?
ক. জার্মান           ● ফারসি
গ. ইতালীয়          ঘ. আরবি
৩. নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে কী বলা হয়?
ক. দল             ● পেশা
গ. কর্ম              ঘ. জ্ঞান
৪. চিকিৎসকের চিকিৎসা একটি পেশা কেন?
ক. এতে প্রচুর ইনকাম করা যায় বলে
খ. এতে ভালো সম্মান পাওয়া যায় বলে
● এতে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান আছে বলে
ঘ. যে কেউ এই কাজ করতে পারে না বলে
৫. মানুষ তার জীবনধারণের জন্য যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাকে কী বলে?
● বৃত্তি                 খ. পেশা
গ. চাকরি              ঘ. ব্যবসা
৬. পেশার মূল দিক কোনটি?
ক. জীবনধারণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড
● বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন
গ. ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয়
ঘ. বিশেষ জ্ঞানার্জন
৭. পেশা ও বৃত্তির মধ্যে কোন বিষয়টির মিল রয়েছে?
● পেশা ও বৃত্তি উভয়েই জীবিকার্জনের পন্থা
খ. নীতি ও মূল্যবোধ আশ্রিত
গ. বিশেষ জ্ঞান ও দক্ষতা নির্ভর
ঘ. মানদণ্ড ও আইন কানুন রয়েছে
৮. কত সালে গ্রিনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করেন?
ক. ১৯৫০              ● ১৯৫৭
গ. ১৯৫৯               ঘ. ১৯৬০
৯. ‘বস্তুতপক্ষে সমাজকর্ম একটি ব্যাপক দৃষ্টিভঙ্গিসম্পন্ন পেশী; যা মানবজীবনের প্রায় প্রতিটি দিক এবং উপাদান নিয়ে ব্যাপৃত’— উক্তিটি কার?
● আরমান্ডো মরেলস ও বি ডব্লিউ শেফারের
খ. ফ্রান্সিস-ই-মেরিল ও আরটি শেফারের
গ. মিন্টন রকইচ ও ডার্থ লির
ঘ. পিনকাস ও মিনাহামের
১০. কোনো বৃত্তিকে পেশা বলা যাবে যখন উক্ত বৃত্তির কাজটি —
i. প্রযুক্তিসম্পন্ন হবে
ii. সচেতনতামূলক হবে
iii. পেশাগত নীতি ও মূল্যবোধ অনুসরণ করে চলবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
● ii ও iii            ঘ. i, ii ও iii
১১. যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে—
i. রাষ্ট্রের স্বীকৃতি অর্জন জরুরি
ii. সেবামূলক মানসিকতা আবশ্যক
iii. সুশৃঙ্খল জ্ঞানভান্ডারের প্রয়োজনীয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii               খ. ii ও iii
গ. i ও iii              ● i, ii ও iii
১২. আধুনিক শিল্পবিপ্লবোত্তর সময়ে প্রতিটি পেশায় যুক্ত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের
i. জ্ঞান ও দক্ষতা
ii. মূল্যবোধ ও নৈতিকতা
iii. অভিজ্ঞতা ও সামাজিক স্বীকৃতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
১৩. মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড পেশাদার কর্মীদের নিয়ন্ত্রণ করে –
i. আচার-আচরণ
ii. দায়িত্ব
iii. কার্যাবলি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii                খ. i ও iii
গ. ii ও iii              ● i, ii ও iii
১৪. কোন ধরনের পরিবর্তন সমাজজীবনে নানা ধরনের বিশৃঙ্খলা ও অসামঞ্জস্য সৃষ্টি করে?
ক. অর্থনৈতিক পরিবর্তন             খ. প্রযুক্তিগত পরিবর্তন
গ. বৈপ্লবিক পরিবর্তন                ● অপরিকল্পিত পরিবর্তন
১৫. স্থানীয় একটি এনজিও রূপসা এলাকার প্রায় অর্ধ শতাধিক বেকার যুকবদের আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছে । এখানে কোন পেশার ইঙ্গিত রয়েছে?
● সমাজকর্ম              খ. আইন
গ. সাংবাদিকতা           ঘ. শিক্ষকতা
১৬. কোন সমাজে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা
হিসেবে স্বীকৃত?
ক. আধুনিক সমাজে          ● পাশ্চাত্যের উন্নত সমাজে
গ. আদিম সমাজে             ঘ. অনুন্নত সমাজে
১৭. ওয়ার্নার ডব্লিউ বোয়েম কত সালে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন?
● ১৯৫৯ সালে            খ. ১৯৬৩ সালে
গ. ১৯৬১ সালে            ঘ. ১৯৬৭ সালে
১৮. সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন?
ক. ১৯১৬ সালে           খ. ১৯১৮ সালে
● ১৯৪০ সালে            ঘ. ১৯৬০ সালে
১৯. সমাজকর্ম সমাজে কাদের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানবিক পেশা হিসেবে স্বীকৃত?
● সুবিধা বঞ্চিত জনগণের       খ. সাধারণ জনগণের
গ. পেশাজীবীদের                  ঘ. রাজনৈতিক নেতাদের
২০. সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক. মানুষের অর্থনৈতিক ভূমিকা চিহ্নিতকরণ
● মানুষের সামাজিক ভূমিকা পুনরুদ্ধার
গ. শারীরিক সক্ষমতা অর্জনে সহায়তা
ঘ. ধর্মীয় ভূমিকা পালনের সহায়তা
২১. সমাজকর্ম একটি সুখী ও সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালায় সমস্যার –
i. স্থায়ী সমাধানের মাধ্যমে
ii. সাময়িক সমাধানের মাধ্যমে
iii. বাস্তবধর্মী সমাধানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           ● i ও iii
গ. ii ও iii          ঘ. i, ii ও iii
২২. পেশাদার সমাজকর্মী বিশেষ ভূমিকা পালন করে
i. অবহেলিত, বঞ্চিত ও শোষিত শ্রেণির অধিকার রক্ষায়
ii. সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে
iii. সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়নে
নিচের কোনটি সঠিক
● i ও ii              খ. i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii
২৩. সমাজকর্ম সাহায্যাথীকে সরাসরিভাবে-
i. আত্মকেন্দ্রিক করে গড়ে তোলে
ii. স্বাবলম্বী করে গড়ে তোলে
iii. আত্মনির্ভরশীল করে গড়ে তোলে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            ● ii ও iii
গ. i ও iii            ঘ. i, ii ও iii
২৪. কোনটি বিচারবোধ হিসাবে ব্যক্তিগত বা দলগত কল্যাণে প্রযোজ্য হয়?
ক. বিশ্বাস           খ. দর্শন
● মূল্যবোধ         ঘ. ধর্ম
২৫. ব্যক্তি ও সমাজকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত কোনটি?
ক. পেশা           খ. বৃত্তি
● মূল্যবোধ        ঘ. পারিশ্রমিক
২৬. সামাজিক মূল্যবোধ কোন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করে?
ক. মানুষের আচার-আচরণের ক্ষেত্রে
খ. ধর্মীয় উন্মাদনার ক্ষেত্রে
গ. রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে
● অর্থনৈতিক বঞ্চনার ক্ষেত্রে
২৭. চরম মূল্যবোধ হলো –
ক. ভোটাধিকার             খ. বাকস্বাধীনতা
গ. বৈষম্যহীনতা            ● গণতান্ত্রিক অধিকার
২৮. যার ভিত্তিতে মানুষের আচার-আচরণের ভালো- মন্দ বিচার করা হয়, তাকে কী বলে?
● মূল্যবোধ           খ. আদর্শ
গ. রীতি-নীতি         ঘ. নৈতিকতা
২৯. কীসের ভিত্তিতে ব্যক্তি পৃথিবীর অন্য সবকিছুর থেকেবনিজের ব্যক্তিসত্তাকে অধিক প্রাধান্য দেয়?
● ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধের         খ. পেশাগত মূল্যবোধের
গ. আধ্যাত্মিক মূল্যবোধের           ঘ. ধর্মীয় মূল্যবোধের
৩০. কোন মূল্যবোধ যুগল বিপরীতমুখী?
● ব্যক্তিস্বাতন্ত্র্য ও পারিবারিক মূল্যবোধ
খ. পারিবারিক ও পেশাগত মূল্যবোধ
গ. পেশাগত ও জাতীয় মূল্যবোধ
ঘ. জাতীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ
৩১. কোনো রাষ্ট্র উন্নত ও শক্তিশালী হতে হলে তার নাগরিকদের কোন মূল্যবোধ ধারণ করা উচিত?
ক. আধ্যাত্মিক মূল্যবোধ      খ. নৈতিক মূল্যবোধ
গ. তাত্ত্বিক মূল্যবোধ          ● জাতীয় মূল্যবোধ
৩২. যখন সমাজ কর্তৃক প্রতিটি মানুষ ভালবাসা ও সম্মান প্রাপ্ত হয় তখন আইন বা বিধানের তুলনায় কোন মূল্যবোধ শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়?
ক. আধ্যাত্মিক       খ. পারিবারিক
● নৈতিক            ঘ. পেশাগত
৩৩. মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তির যেসববকর্মকাণ্ড পরিচালিত হয় তা হলো—
i. দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন
ii. নিজের আচার-আচরণ ও কার্যপ্রণালি নিয়ন্ত্রণ
iii. অপরের ভালো-মন্দের দিক নির্দেশনা প্রদান
নিচের কোনটি সঠিক
● i ও ii           খ. ii ও iii
গ. i ও iii          ঘ. i, ii ও iii
৩৪. সামাজিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ-
i. সততা, সহনশীলতা ও শ্রদ্ধাবোধ
ii. বিশ্বস্ততা, আনুগত্য ও দায়িত্ববোধ
iii. কার্যবোধ, মানবসেবা ও পরোপকার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           খ. i ও iii
গ. ii ও iii         ● i, ii ও iii
৩৫. সমাজকর্মে কর্মসম্পাদনে উপায় হিসেবে মূল্যবোধের উদাহরণ হলো —
i. সেবাগ্রহীতার গোপনীয়তা রক্ষার প্রতি সম্মান
ii. মানব মর্যাদার প্রতি সম্মান
iii. সম্মতি বা মতামত প্রদানের অধিকারের প্রতি সম্মান
নিচের কোনটি সঠিক
ক. i ও ii         খ. ii ও iii
● i ও iii         ঘ. i, ii ও iii
৩৬. মূল্যবোধ ব্যবস্থা বলতে বোঝায়-
i. ব্যক্তির তুলনামূলক পছন্দের ভিত্তিকে
ii. ভালো-মন্দ বিচারবোধের ভিত্তিকে
iii. সঠিক-ভুল সম্পর্কিত ভিত্তিকে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii               খ. i ও iii
গ. ii ও iii             ● i, ii ও iii
৩৭. সামাজিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ –
i. সততা, সহনশীলতা, শ্রদ্ধাবোধ
ii. বিশ্বস্ততা, আনুগত্য, দায়িত্ববোধ
iii. কাৰ্যবোধ, মানবসেবা, পরোপকার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              খ. i ও iii
গ. ii ও iii            ● i, ii ও iii
৩৮. জাতীয় মূল্যবোধ প্রতিফলিত করে দেশের—
i. ইতিহাসকে
ii. ঐতিহ্যকে
iii. অভিজ্ঞতাকে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
নিচের ছকটি পড় এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও: 
‘ক’ বিষয়ের বৈশিষ্ট্য
১. একটি বিমূর্ত ধারণা
২. একটি আদর্শ মানদণ্ড যার সাহায্যে মানুষের আচরণের ভালো-মন্দ বিচার করা হয়।
৩৯. ছকের ‘ক’ বিষয়টি দ্বারা নিচের কোনটিকে বোঝানো হচ্ছে?
ক. প্রথা                  ● মূল্যবোধ
গ. লোকাচার            ঘ. সংস্কৃতি
৪০. এ বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এটি শুধুমাত্র উন্নত সমাজে বিদ্যমান
ii. এটি বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহৃত হয়
iii. প্রতিটি পেশাতেই এর উপস্থিতি বিদ্যমান
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              ● ii ও iii
গ. i ও iii              ঘ. i, ii ও iii
৪১. নিচের কোনটি মানুষের লক্ষ্য অর্জনে সহায়তা করে?
ক. ব্যক্তির পরিবর্তন সাধন ক্ষমতায় গুরুত্ব প্রদান
খ. সেবাগ্রহীতার আত্মনিয়ন্ত্রণ
● ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
ঘ. গোপনীয়তা রক্ষার নীতি
৪২. সমাজে মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে কোনটি?
● সামাজিক মূল্যবোধ           খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. ধর্মীয় মূল্যবোধ               ঘ. সাংস্কৃতিক মূল্যবোধ
৪৩. সমাজকর্ম মূল্যবোধ বলতে বোঝায়—
ক. সামজিক মূল্যবোধের সমষ্টি          খ. সাধারণ লক্ষ্যার্জনের হাতিয়ার
গ. মানবতার চিরায়ত রূপ                ● সমস্যা সমাধান প্রক্রিয়ার উপাদান
৪৪. কোনটি মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধনে সহায়ক হিসেবে কাজ করে?
ক. ব্যক্তি স্বাধীনতা           খ. সামাজিক দায়িত্ববোধ
গ. শ্রমের মর্যাদা             ● ব্যক্তির মর্যাদা ও স্বীকৃতি
৪৫. আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি সমাজকর্মের কতিপয় মূল্যবোধ উল্লেখ করেছে- এর মধ্যে প্রথম কোনটি?
● ব্যক্তির মূল্য ও মর্যাদা
খ. মানুষের প্রতি সম্মান প্রদর্শন
গ. পরিবর্তনের জন্য ব্যক্তির সামর্থ্যের মূল্যায়ন
ঘ. সেবা গ্রহণকারীর আত্মনিয়ন্ত্রণ অধিকার
৪৬. কোন মূলমন্ত্র গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সকলের
জন্যে সমান সুযোগ প্রদানের মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়তা করেছে?
ক. আইনের চোখে সবাই সমান                  খ. মানুষে মানুষে ভাই ভাই
● মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই        ঘ. মানুষ নিজেই নিজের ভাগ্যনিয়ন্ত্রক
৪৭. পেশাদার সমাজকর্মীরা ব্যক্তি, দল ও সমষ্টির সাথেবকাজ করার সময় কেন অত্যন্ত সতর্কতা অবলম্বন করে থাকে?
ক. সমাজকর্মীরা ব্যক্তিত্বপরায়ণ বলে
খ. সাহায্যপ্রার্থীরা নিচু শ্রেণির মানুষ বলে
● সমাজকর্মীর ওপর যেন তারা নির্ভরশীল হয়ে না পড়ে
ঘ. সমাজকর্মীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যে
৪৮. ব্যক্তিগত স্বকীয়তা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি করে দেয়—
● আত্মনিয়ন্ত্রণের অধিকার         খ. সকলের জন্য সমান সুযোগ
গ. সম্পদের সদ্ব্যবহার               ঘ. স্বনির্ভরতা অর্জন
৪৯. ‘নিশ্চয় আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না সে জাতি নিজেরা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে’— ইসলামের এই বাণীর মধ্যে সমাজকল্যাণের কোন দার্শনিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে?
ক. সকলের সমান সুযোগ দান          ● আত্মনিয়ন্ত্রণ অধিকার
গ. সামগ্রিক দৃষ্টিভঙ্গি                      ঘ. পারস্পরিক সাহায্য
৫০. আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
ক. সাহায্যার্থীর বিষয়ে সমাজকর্মীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার
খ. সাহায্যাথীর সমস্যা বিশ্লেষণের অধিকার
গ. সাহায্যাথীর সমস্যা সমাধানে সমাজকর্মীর অধিকার
● সমস্যা সমাধানে সাহায্যাথীর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার

৪র্থ অধ্যায়:
জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘Inn’– এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: ‘Inn’– এর বাংলা প্রতিশব্দ হলো সরাইখানা।

২. উচ্চ মাধ্যমিক শ্রেণিতে সমাজকর্ম বিষয়টি কোন সাল থেকে চালু করা হয়?
উত্তর: ১৯৬৪ সাল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে সমাজকর্ম বিষয়টি চালু করা হয়।

৩. বিধবা বিবাহের সাথে কার নাম ওতপ্রোতভাবে জড়িত?
উত্তর: বিধবা বিবাহের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম ওতপ্রোতভাবে জড়িত।

৪. প্রাক শিল্প যুগের সমাজকল্যাণ ধারার নাম কী?
উত্তর: প্রাক শিল্পযুগের সমাজকল্যাণ ধারার নাম সনাতন সমাজকল্যাণ।

৫. ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
উত্তর: ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে।

৬. সতীদাহ উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: সতীদাহ উচ্ছেদ আইন ১৮২৯ সালে প্রণীত হয়।

৭. বায়তুল মাল কী?
উত্তর: বায়তুল মাল বলতে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি সেবাধর্মী প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে বিভিন্ন উৎস হতে জমাকৃত অর্থ ও সম্পদ রাষ্ট্রের ব্যয়ভারসহ জনগণের কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজে ব্যয় করা হয়।

৮. এতিমখানা কী?
উত্তর: এতিমখানা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে পিতৃহীন বা পিতৃ মাতৃহীন এবং নির্ভরশীল, দুস্থ ও অসহায় শিশুদেরকে লালন–পালন, ভরণ–পোষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়।

৯. যাকাত কোন শব্দ?
উত্তর: যাকাত আরবি শব্দ।

বহুনির্বাচনি প্রশ্ন:
১. প্রাক-শিল্প যুগের অর্থকেন্দ্রিক সমস্যার সাথে বর্তমানে কোনটি যুক্ত হয়েছে?
● মানসিক সমস্যা             খ. অর্থনৈতিক সমস্যা
গ. রাজনৈতিক সমস্যা          ঘ. পেশা নির্বাচনের সমস্য
২. আধুনিক সমাজকল্যাণ বিকাশের পটভূমি হলো-
● সামাজিক সমস্যার গতি পরিবর্তন           খ. সমাজকল্যাণ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি
গ. প্রযুক্তির ব্যবহার                              ঘ. সনাতন সমাজকর্মের দুর্বলতা
৩. কীভাবে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে?
ক. প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে বসবাসের ফলে
খ. বন্য জন্তুর আক্রমণের ভয় থেকে বাঁচার তাগিদে
● সংঘবদ্ধ জীবনযাপনের ফলে
ঘ. ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে
৪. কার সংজ্ঞায় মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের সুস্পষ্ট উল্লেখ রয়েছে?
ক. Grace Coyle               খ. James Midgley
গ. Gertrude wilson          ● Walter A. Friedlander
৫. ফ্রিডল্যান্ডার কত সালে সমাজকল্যাণের সংজ্ঞা প্রদান করেন?
● ১৯৬৩ সালে            খ. ১৯৬২ সালে
গ. ১৯৬১ সালে            ঘ. ১৯৬০ সালে
৬. ‘নিয়ত পরিবর্তনশীল মানব সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে আদিম প্রকৃতির সামঞ্জস্য বিধান না হবার ফলেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়’- সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. রোনাল্ড সি ফেডারিকো           ● অগবার্ন
গ.ওয়েন ভেসি                         ঘ. চার্লস জাস্ট
৭. আধুনিক সমাজকল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য কোনটি?
● মৌল মানবিক চাহিদা পূরণ            খ. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
গ. গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি               ঘ. আত্মনিয়ন্ত্রণের অধিকার দান
৮. মানুষের অন্তর্নিহিত সত্তা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে কোনটি?
ক. সমাজ ব্যবস্থা              ● সমাজ কল্যাণ
গ. সমাজ পরিক্রমা            ঘ. সামাজিক কার্যক্রম
৯. জনাব আরিফ প্রতিষ্ঠিত ‘আলোময় গ্রাম’ নামক সংগঠনটি সমাজের সকল শ্রেণির কল্যাণ সাধন করার জন্য কর্মসূচি প্রণয়ন করেছে। এ প্রতিষ্ঠানটির ধরনগত দিক কোনটি?
● সেবামূলক             খ. ধর্মীয়
গ. সাংস্কৃতিক             ঘ. স্বেচ্ছাপ্রণোদিত
১০. পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার মাধ্যমে সমাজে বাঞ্চিত পরিবর্তন আনয়নে মানুষকে সচেতন করে তোলে কোনটি?
ক. সনাতন সমাজকল্যাণ              ● আধুনিক সমাজকল্যাণ
গ. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ            ঘ. অপেশাদার সমাজকল্যাণ
১১. আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে কোন ব্যবস্থাকে অধিক গুরুত্ব দান করে থাকে?
● সংশোধনমূলক             খ. প্রতিরোধমূলক
গ. প্রতিরক্ষামূলক             ঘ. শাস্তির মাধ্যমে
১২. প্রাক শিল্পযুগে মানুষ আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করত—
i. মানবিকতাবোধে উদ্বুদ্ধ হয়ে
ii. প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে
iii. ধর্মীয় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           ● i ও iii
গ. ii ও iii         ঘ. i, ii ও iii
১৩. James Midgley-এর মতানুযায়ী সমাজকল্যাণ প্রত্যয়টিকে সংজ্ঞায়িত করতে প্রয়োজন হবে—
i. বর্ণাত্মক বিশ্লেষণ
ii. বাস্তব পরিমাপযোগ্যতা
iii. গুণাত্বক বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            খ. i ও iii
গ. ii ও iii          ● i, ii ও iii
১৪. সমাজকল্যাণকে System হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ—
i. এটি সুসংগঠিতভাবে সেবা প্রদান করে
ii. বৈজ্ঞানিক পদ্ধতিতে সেবা দান করে
iii. প্রাতিষ্ঠানিকভাবে সেবা প্রদান করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            ● i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii
১৫. আধুনিক সমাজকল্যাণ প্রগতিশীল তথা বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে—
i. কুসংস্কার দূর করে
ii. ধর্মীয় গোঁড়ামি পরিহার করে
iii. অদৃষ্টবাদিতা পরিহার করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              খ. i ও iii
গ. ii ও iii            ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
সমাজকল্যাণের প্রথম ক্লাসে সমাজকল্যাণের সংজ্ঞা সম্পর্কে আলোচনাবকরছিলেন মান্নান স্যার। আলোচনাকালে তিনি একজন মনীষীর নাম উল্লেখ করেন। যার সংজ্ঞায় আধুনিক সমাজকল্যাণের প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ প্ৰত্যক্ষভাবে উল্লেখ করা হয়েছে।
১৬. উদ্দীপকে মান্নান স্যার কোন মনীষীর সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেন?
● ফ্রিডল্যান্ডার            খ. জেমস মিজলে
গ. ওয়েন ভেসি            ঘ. চার্লস জাস্ট্র
১৭. উদ্দীপকে যে মনীষী সম্পর্কে বলা হয়েছে তার সংজ্ঞায় সমাজকল্যাণের উদ্দেশ্য হওয়া উচিত ব্যক্তি ও দলের-
i. সন্তোষজনক জীবন নিশ্চিত করা
ii. উন্নত স্বাস্থ্যমান অর্জনে সহায়তা করা
iii. সার্বিক কল্যাণের পথ উন্নততর করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. ii ও iii
গ. i ও iii             ● i, ii ও iii
১৮. শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণে কোনো কিছু দান করার রীতিকে কী বলে?
● দানশীলতা                 খ. সদকা
গ. বায়তুল মাল              ঘ. সমাজসেবা
১৯. সমাজকল্যাণের সনাতন দৃষ্টিভঙ্গি কী?
ক. প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসাসেবা
খ. স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় মানবতার সেবা
● অন্নহীনে অন্নদান ও আর্তের সেবা
ঘ. মানবাধিকার ও বিশ্ব শান্তি
২০. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকাশক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক  শিক্ষা                 ● ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা         ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
২১. অন্নহীনে অন্ন দান, আর্তের সেবা করা, দানশীলতা এগুলো কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. আধুনিক সমাজকর্ম             ● সনাতন সমাজকর্ম
গ. ধর্মীয় মূল্যবোধ                  ঘ. সাংগঠনিক কার্যাবলি
২২. সমাজকল্যাণের সনাতন দৃষ্টিভঙ্গি কী?
ক. প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসা সেবা
খ. স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় মানবতার সেবা
● অন্নহীনদের অন্নদান ও আর্তের সেবা
ঘ. মানবাধিকার ও বিশ্বশান্তি
২৩. সমাজের পশ্চাৎপদ, দুস্থ ও অসহায় শ্রেণির কল্যাণে সাহায্য করা কোনটির মূল লক্ষ্য?
● দানশীলতার              খ. বায়তুল মালের
গ. সরাইখানার              ঘ. ধর্মগোলার
২৪. দানশীলতা নির্ভরশীল—
i. ব্যক্তির ইচ্ছার ওপর
ii. ব্যক্তির সামর্থ্যের ওপর
iii. ব্যক্তির মূল্যবোধের ওপর
নিচের কোনটি সঠিক
● i ও ii             খ. i ও iii
গ. ii ও iii          ঘ. i, ii ও iii
২৫. বাধ্যতামূলক সদকার উৎস কয়টি?
ক. একটি             ● দুইটি
গ. তিনটি             ঘ. চারটি
২৬. ‘উত্তম ও মিষ্টি কথা বলা সদকা’ সহীহ বুখারী হাদিসের কত নং এ বর্ণিত আছে?
ক. ২৯৮৬            খ. ২৯৮৭
গ. ২৯৮৮             ● ২৯৮৯
২৭. ঐচ্ছিক সদকা প্রদানের ফলে—
i. মানুষের লঘু পাপ মোচন হয়
ii. অধিক সম্পত্তির অধিকারী হওয়া যায়
iii. পাপ মোচন হওয়ার আশায় মুসলমানরা সদকা প্রদানে উৎসাহী হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              ● i ও iii
গ. ii ও iii             ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
মজিদ সাহেব একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। যাত্রাপথে মসজিদ কিংবা হাসপাতাল নির্মাণে সাহায্য চাওয়া হয়। তিনি অকাতরে সামর্থ্য অনুযায়ী দান করেন।
২৮. উদ্দীপকে ইঙ্গিতকৃত দান প্রথাটির নাম কী?
ক. বায়তুল মাল             ● সদকা
গ. ওয়াক্ফ                   ঘ. যাকাত
২৯. উক্ত প্রথা –
i. ব্যক্তির ওপর নির্ভরশীল
ii. স্বেচ্ছাপ্রণোদিত ইবাদত
iii. ধনী-দরিদ্র উভয় কর্তৃক পালিত হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii               খ. ii ও iii
গ. i ও iii              ● i, ii ও iii
৩০. ‘বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের প্রধান সৎকর্ম— উক্তিটি কার?
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর            খ. রাজা রামমোহন রায়
গ. স্বামী বিবেকানন্দ                ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩১. নিপা রানি পাল নামের একজন হিন্দু বিধবার পুনরায় বিয়ে দেওয়া সম্ভব হয় কোন মনীষীর জন্য?
ক. রাজা রামমোহন রায়              খ. মহাত্মা গান্ধী
গ. নারায়ণ চন্দ্র                        ● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩২. ৬০টি গরু থাকলে কয়টি বাছুর যাকাত হিসেবে দিতে হবে?
ক. একটি              ● দুটি
গ. তিনটি               ঘ. চারটি
৩৩. প্রাকৃতিক সেচের মাধ্যমে ফসল ফললে তার কত ভাগ যাকাত দান ফরজ?
ক. ১/৫             ● ১/১০
গ. ১/১৫            ঘ. ১/২০
৩৪. যাকাত প্রদানে অস্বীকারকারীকে কে ‘মুরতাদ’ বলে গণ্য করেছেন?
ক. ইমাম আবু হানিফা (র.)         ● হযরত আবু বকর সিদ্দিক (রা.)
গ. হযরত উমর (রা.)                ঘ. মহানবি (স.)
৩৫. যাকাত ধনীদের ওপর ফরজ কেন?
ক. সামাজিক বাধ্যবাধকতার জন্য
● সম্পদে গরিবদের অধিকার আছে বলে
গ. সম্পদ পবিত্র করার জন্য
ঘ. সম্পদের সুষম বণ্টনের জন্য
৩৬. কুরআনের আয়াতে যাকাত প্রাপকদেরবে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক পাঁচ               খ. ছয়
গ. সাত              ● আট
৩৭. কোন খলিফার শাসনামলে আরব রাষ্ট্রে যাকাত গ্রহণ করার মতো কোনো দরিদ্র ব্যক্তি ছিল না?
● ওমর বিন আব্দুল আজিজ            খ. হারুন-অর-রশিদ
গ. হাজ্জাজ বিন ইউসুফ                  ঘ. ওমর ফারুক
৩৮. সম্পদের প্রয়োজন মূলত কীসের জন্য?
ক. ভোগ বিলাসের জন্য             খ. ব্যবসা করার জন্য
● চাহিদা পূরণের জন্য              ঘ.  শিক্ষার জন্য
৩৯. হযরত মুহাম্মদ (স.)-এর ঘোষণায় যাকাতের মাধ্যমে বজায় থাকে –
i. সমাজিক প্রগতি
ii. সামাজিক সমন্বয়
iii. সামাজিক সংহতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
● ii ও iii            ঘ. i, ii ও iii
৪০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি প্রকাশ করেন?
ক. হিতকারী                 ● সর্বশুভকারী
গ. সমাচার দর্পণ            ঘ. মিহির
৪১. সমাজকল্যাণে যাকাতের গুরুত্ব হলো—
i. দরিদ্র শ্রেণির কল্যাণে সম্পদশালীদের সচেতন করে তোলে
ii. সামাজিক ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার উত্তম পন্থা
iii. অসংখ্য দরিদ্র শ্রেণিকে আর্থিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii                 খ. ii ও iii
গ. i ও iii                 ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও:
মাহমুদার প্রায় দশ ভরি স্বর্ণ রয়েছে। তার স্বামী তাকে বলল এ স্বর্ণের ওপর গরিবদের হক রয়েছে। তাই স্বর্ণের দাম হিসাব করে টাকা দান করতে হবে। মাহমুদা রাজি না হলে তার স্বামী এর গুরুত্ব সম্পর্কে বলেন ।
৪২. উদ্দীপকে কোন ঐতিহ্যগত প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. বায়তুল মাল              ● যাকাত
গ. ওয়াকফ                    ঘ. সদকা
৪৩. সমাজকল্যাণে উক্ত বিষয়ের গুরুত্ব সম্পর্কে বলা যায়—
i. ব্যক্তির আত্মোন্নয়ন ক্ষমতার বিকাশ ঘটায়
ii. নৈতিক উন্নয়ন সাধন করে
iii. সামাজিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              খ. ii ও iii
গ. i ও iii             ● i, ii ও iii
৪৪. কোন নীতির ওপর ভিত্তি করে ধর্মগোলার উদ্ভব?
ক. সুদহীন ঋণদানের মাধ্যমে কৃষকের মুক্তি
খ. দুর্গত মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা
● স্থানীয় ভিত্তিতে স্থানীয় সমস্যার মোকাবিলা
ঘ. জাতীয় ভিত্তিতে স্থানীয় সমস্যার মোকাবিলা
৪৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্য সমস্যা ও দুর্ভিক্ষ মোকাবিলায় কোন প্রতিষ্ঠান গঠন করা হয়?
ক. লঙ্গরখানা              খ. সরাইখানা
● ধর্মগোলা                ঘ. এতিমখানা
৪৬. কে গ্রান্ড ট্রাঙ্ক রোডের পাশে সরকারি ব্যবস্থাপনায় হিন্দু-মুসলমানদের জন্যে পৃথক সরাইখানার ব্যবস্থা করেছিলেন?
ক. ফিরোজ শাহ              খ. সম্রাট অশোক
● শের শাহ                    ঘ. সিরাজ শাহ
৪৭. ধর্মগোলা প্রতিষ্ঠা করা হয়েছিল—
i. স্থানীয় পর্যায়ে দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষ্যে
ii. কৃষকদের মধ্যে শস্য বিতরণ
iii. স্থানীয় পর্যায়ে খাদ্যাভাব মোকাবিলার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii                 ● i ও iii
গ. ii ও iii                ঘ. i, ii ও iii
৪৮. দেবোত্তর সম্পত্তি দান করতে দেখা যায়—
i. সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের
ii. সাবেক হিন্দু জমিদারদের
iii. হিন্দু মানবহিতৈষী ব্যক্তিবর্গকে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii                খ. i ও iii
● ii ও iii               ঘ. i, ii ও iii
৪৯. বায়তুল মালের প্রধান উদ্দেশ্য কী?
ক. সকলের মৌল চাহিদা নিশ্চিতকরণ           খ. রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখা
গ. রাষ্ট্রের আয়-ব্যয় নির্বাহ করা                   ● রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করা
৫০. কার আমলে প্রথম রাষ্ট্রের ধনসম্পদে আপামর জনগণের হিস্যা স্বীকার করে নেওয়া হয়?
ক. হযরত আবু বকর (রা)              খ. হযরত আলী (রা)
গ. হযরত ওসমান (রা)                  ● হযরত ওমর (রা)

৫ম অধ্যায়:
জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. জ্ঞান–বিজ্ঞানের ধারা কয়টি?
উত্তর: জ্ঞান–বিজ্ঞানের ধারা দুইটি।

২. ‘Positive Philosophy’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Positive Philosophy’ গ্রন্থের লেখক হলেন অগাস্ট কোঁৎ।

৩. Anthropos শব্দের অর্থ কী?
উত্তর: ‘Anthropos’ শব্দের অর্থ ‘মানুষ’।

৪. ‘Psyche’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Psyche’ শব্দের অর্থ ‘আব্বা’।

৫. কে প্রথম ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ প্রথম ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন।

৬. জনবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী
উত্তর: জনবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Demography.

৭. জনবিজ্ঞান কী?
উত্তর: জনবিজ্ঞান হলো জনসংখ্যা বিষয়ক বিজ্ঞান, যা জনসংখ্যা ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করে।

৮. অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তর: সীমাহীন অভাব অনুভবকারী ব্যক্তি ও সমাজ কীভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভাব পূরণের জন্য পছন্দমতো বণ্টন করে তা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই অর্থনীতি।

৯. Anthropo শব্দের অর্থ কী?
উত্তর: Anthropo শব্দের অর্থ মানুষ।

বহুনির্বাচনি প্রশ্ন:
১. ‘Sociology’ শব্দটি কোন দুটি ভাষার শব্দ থেকে এসেছে ?
ক. গ্রিক + হিব্রু            খ. হিব্রু + স্প্যানিশ
গ. জার্মান + গ্রিক         ● ল্যাটিন + গ্রিক
২. সামাজিক বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?
● সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক          খ. দারিদ্র্য বিমোচনের বিভিন্ন দিক
গ. মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্র              ঘ. মানব জীবনের বিভিন্ন দিক
৩. ‘সামাজিক বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’ উক্তিটি কার?
ক. ওয়াল্টার. এ. ফ্রিডল্যান্ডার         ● এমিল ডুর্খেইম
গ. টমাস মুর                              ঘ. অগাস্ট কোঁৎ
৪. ‘সমাজবিজ্ঞান মানুষের মানসিক সংযোগের বিজ্ঞান’- উক্তিটি কার?
● Franklin Giddings          খ. Auguste Comte
গ. E A Hoebel                    ঘ. M Jacoband BJ Stem
৫. ‘সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে বাস্তব আলাদা সত্তা নেই’— এটি কার উক্তি?
ক. ম্যাক্স ওয়েবার            ● আরএম ম্যাকাইভার
গ. হার্বার্ট স্পেনসার           ঘ. ফ্রিডল্যান্ডার
৬. বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য লক্ষ করা যায় কেন?
● দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে        খ. গবেষণাগত পার্থক্যের কারণে
গ. পরিবেশগত পার্থক্যের কারণে        ঘ. সময়গত পার্থক্যের কারণে
৭. রিচার্ড টি শেফার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
ক. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়                    খ. ওয়াটারলু বিশ্ববিদ্যালয়
● ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়         ঘ. টোকিও বিশ্ববিদ্যালয়
৮. শারমিন পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল?
ক. রিচার্ড টি শেফার            ● ডেভিড পোপেনো
গ. নেইল জে স্মেলসার         ঘ. এমিল ডুর্খেইম
৯. ‘সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান, যার উদ্দেশ্য হলো সামাজিক কার্যাবলির মধ্যে একটি কার্যকর সম্পর্ক নির্ণয়ের ব্যাখ্যা দান করা।’ উক্তিটি কার?
ক. কিংসলে ডেভিসের         খ. ম্যাকাইভারের
● ম্যাক্স ওয়েবারের             ঘ. বটোমোরের
১০. ‘মানবিক সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এসবের ব্যাখ্যা করা সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলেও মানুষের জীবনযাত্রার উন্নতি বিধান হলো সমাজবিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য।’—উক্তিটি কার?
ক. আর এম ম্যাকাইভারের          খ. টি বি বটোমোরের
● স্যামুয়েল কোয়েনিগের            ঘ. কিম্বল ইয়ং এর
১১. সমাজকল্যাণের মূল প্রতিপাদ্য –
● সমাজস্থ মানুষের কল্যাণ         খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা মোকাবেলা
গ. সমস্যা সমাধান                   ঘ. সমস্যা চিহ্নিতকরণ
১২. সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী বলেছেন যে, সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যাবলির পাঠ্য-
ক. কোভালেভস্কি                ● ম্যাক্স ওয়েবার
গ. ডেভিড পোপেনো            ঘ. নেইল জে স্কেলসার
১৩. রিচার্ড টি শেফার সমাজবিজ্ঞানের সংজ্ঞায় যে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন তা হলো—
i. মানবগোষ্ঠী
ii. সামাজিক ক্রিয়া
iii. সামাজিক আচরণ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. ii ও iii
● i ও iii             ঘ. i, ii ও iii
১৪. সমাজবিজ্ঞান ও সমাজকর্মের বিষয়গত পার্থক্য হলো—
i. মৌলিক সামাজিক বিজ্ঞান ও ব্যবহারিক সামাজিক বিজ্ঞান
ii. বিষয়গত জ্ঞানের ভিত্তি নিজস্ব এবং জ্ঞানের ভিত্তি অন্যান্য বিষয়ের ওপর নির্ভরশীল
iii. বিষয়বস্তু, আলোচ্য বিষয় শুধুমাত্র সমাজকাঠামো এবং গবেষণা
নিচের কোনটি সঠিক
● i ও ii             খ. i ও iii
গ. ii ও iii          ঘ. i, ii ও iii
১৫. সামাজিক কার্যাবলির মাধ্যমে উপলব্ধি করা যায় —
i. মানুষের আচরণ
ii. সামাজিক সম্পর্ক
iii. সামাজিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক
ক. i ও ii               খ. ii ও iii
গ. i ও iii              ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
সামাজিক বিজ্ঞানের একটি শাখা যা সমাজকাঠামো, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক কার্যাবলি প্রভৃতি বিশ্লেষণের মাধ্যমে সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ জ্ঞান দান করে।
১৬. উদ্দীপকে সামাজিক বিজ্ঞানের কোন শাখাটির কথা বলা হয়েছে?
ক. সমাজকর্ম             ● সমাজবিজ্ঞান
গ. মনোবিজ্ঞান           ঘ. নৃবিজ্ঞান
১৭. উক্ত বিষয়টির আলোচ্য বিষয়বস্তু হলো—
i. মানুষের আচরণ
ii. সমাজকাঠামো
iii. সামাজিক সম্পর্ক
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              খ. i ও iii
● ii ও iii             ঘ. i, ii ও iii
১৮. ‘নৃবিজ্ঞানীরা একই বিষয়ের মধ্যে মানুষের জৈবিক ও সামাজিক বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছে’- উক্তিটি কাদের?
● বিলস্ এবং হোজারের             খ. জ্যাকব এবং স্টেমের
গ. হ্যারিস এবং হোবেলের           ঘ. ম্যালিনোস্কি এবং ডেগালুনারের
১৯. ‘নৃবিজ্ঞান আদিম এবং আধুনিক মানবজাতি এবং তাদের জীবন প্রণালির অধ্যয়ন’- উক্তিটি কার?
ক. বটোমোরের           খ. সরোকিনের
গ. অপবার্নের             ● মারভিন হ্যারিসের
২০. ‘Anthropology শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
ক. গ্রিক Enthros এবং Logs                  ● গ্রিক Anthropos এবং Logia
গ. ল্যাটিন Enthrops এবং Logia.           ঘ. ল্যাটিন Antrics এবং Logos
২১. গ্রিক শব্দ ‘Anthropos’এর অর্থ কী?
ক. মন বা আত্মা           ● মানুষ
গ. পাঠ                      ঘ. সমাজ
২২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আবেদ চৌধুরী। তাকে মানুষের প্রকৃতি ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করতে গেলে কোন বিষয়ের ওপর দক্ষতা অর্জন করতে হবে?
ক. সাংস্কৃতিক নৃবিজ্ঞান        ● দৈহিক নৃবিজ্ঞান
গ. ভাষাতত্ত্ব                     ঘ. সমাজবিজ্ঞান
২৩. সামাজিক সমস্যা বিশ্লেষণে ও সমাধানে সমাজকর্মীদের নির্দেশনা দান করে কোনটি?
ক. দৈহিক নৃবিজ্ঞান               খ. সাংস্কৃতিক নৃবিজ্ঞান
গ. ভাষাতত্ত্ব                        ● ফলিত নৃবিজ্ঞান
২৪. প্রাচীন ও আধুনিক সাংস্কৃতিক জগতের সাধারণ ও ব্যতিক্রমী বৈশিষ্ট্যের তুলনামূলক চিত্র তুলে ধরেন কোন বিজ্ঞানী?
ক. দৈহিক নৃবিজ্ঞানী               খ. ভাষাবিজ্ঞানী
● সাংস্কৃতিক নৃবিজ্ঞানী            ঘ. সমাজবিজ্ঞানী
২৫. ‘The Anthropologist is the Astronomer or the Social Science’- উক্তিটি কোন সংস্থার?
● UNESCO             খ. UNICEF
গ. UNFPA                ঘ. UNHCR
২৬. বাংলাদেশে বিদ্যমান ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বৈশিষ্ট্য, প্রকৃতি নিয়ে গবেষণা করছেন রশিদ তালুকদার। তাকে কী বলা যায়?
● নৃবিজ্ঞানী                 খ. সমাজবিজ্ঞানী
গ. রাষ্ট্রবিজ্ঞানী              ঘ. জনবিজ্ঞানী
২৭. “আদিম ও সভ্য মানুষের জীবনধারার তুলনামূলক আলোচনা, বিবাহ ও পরিবারের বিবর্তন বিষয়বআলোচনা”-সামাজিক বিজ্ঞানের কোন শাখার বিষয়বস্তু?
ক. রাষ্ট্রবিজ্ঞান             খ. সামাজিক ইতিহাস
● নৃবিজ্ঞান                 ঘ. মনোবিজ্ঞান
২৮. সমাজকর্ম সমস্যা সমাধানে নৃতাত্ত্বিক পদ্ধতি গ্রহণ করে কেন?
● মানুষের আচরণ বিশ্লেষণের জন্য
খ. মানুষের দৈনন্দিন কার্যকলাপ বিশ্লেষণে
গ. শহরায়নজনিত সমস্যা সমাধানে
ঘ. সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে
২৯. নৃবিজ্ঞান বিষয়টিকে অধ্যয়ন করতে হলে জানতে হবে –
i. মানুষের রাষ্ট্রীয় অবস্থান সম্পর্ককে
ii. মানুষের দৈহিক গঠন সম্পর্কে
iii. মানুষের সংস্কৃতি সম্পর্ক
নিচের কোনটি সঠিক
ক. i ও ii               ● ii ও iii
গ. i ও iii              ঘ. i, ii ও iii
৩০. সামাজিক জীব হিসেবে নৃবিজ্ঞান আলোচনা করে—
i. মানুষের ক্রমবিকাশ সম্পর্কে
ii. মানব সংস্কৃতি সম্পর্কে
iii. ভাষাগত উচ্চারণ সম্পর্কে
নিচের কোনটি সঠিক
● i ও ii               খ. i ও iii
গ. ii ও iii             ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
আরিব যে বিষয় নিয়ে অনার্স করছে সে বিষয়টি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর একটি সাহায্যকারী পেশা। এটি সমাজস্থ ব্যক্তি, দল ও সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যাথীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়।
৩১. উদ্দীপকে আরিব কোন বিষয়ে অনার্স পড়ছে?
ক. সমাজবিজ্ঞান              খ. নৃবিজ্ঞান
● সমাজকর্ম                  ঘ. রাষ্ট্রবিজ্ঞান
৩২. উক্ত বিষয় সম্পর্কে বলা যায় –
i. সমস্যা সমাধানের বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া
ii. আলোচ্য বিষয় অর্থনৈতিক কার্যাবলি
iii. সেবামূলক প্রক্রিয়াঅর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii                খ. ii ও iii
● i ও iii                ঘ. i, ii ও iii
৩৩. ‘যে বিজ্ঞান মানসিক ও শারীরিক ক্রিয়ার পারস্পারিক সম্পর্ক, বিশেষ করে যা ব্যক্তিত্ত্বকে প্রভাবিত করে, তার অনুধ্যান করে তাকে মনোবিজ্ঞান বলে। – উক্তিটি কীসে উল্লেখ আছে?
ক. এনসাইক্লোপিডিয়ায়             খ. সমাজবিজ্ঞান অভিধানে
গ. অক্সফোর্ড ডিকশনারিতে         ● সমাজকর্ম অভিধানে
৩৪. Psychology এর বাংলা প্রতিশব্দ কোনটি?
ক. নৃবিজ্ঞান               ● মনোবিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান          ঘ. রাষ্ট্রবিজ্ঞান
৩৫. মানুষের বাহ্যিক আচরণ বিশ্লেষণ করে মানবীয় আচরণের পেছনে যে অভ্যন্তরীণ চালিকাশক্তি রয়েছে তার অনুসন্ধান করে কোন বিজ্ঞান?
ক. সমাজবিজ্ঞান            ● মনোবিজ্ঞান
গ. নৃবিজ্ঞান                  ঘ. রাষ্ট্রবিজ্ঞান
৩৬. ‘মানুষের বাহ্যিক আচরণ ও সামাজিক সম্পর্ক বুঝতে হলে তার মানসিক বৃত্তি ও প্রকৃতি বিশ্লেষণ করা প্রয়োজন’- উক্তিটি কার?
ক. ই এ হোবেলের             খ. ম্যাকাইভারের
গ. বটোমোরের                 ● জন স্টুয়ার্ট মিলের
৩৭. কোন বিষয়কে মানুষ ও প্রাণির মন ও আচরণের বিজ্ঞান বলা হয়?
ক. নৃ-বিজ্ঞান               ● মনোবিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান            ঘ. জীববিজ্ঞান
৩৮. জ্ঞানের কোন শাখা মানুষের বাহ্যিক আচরণের অভ্যন্তরীন শক্তি অনুসন্ধান করে?
ক. সমাজ বিজ্ঞান           ● মনোবিজ্ঞান
গ. পৌরনীতি                ঘ. সমাজকর্ম
৩৯. আচরণ → মানসিক প্রক্রিয়া → ?  উপরের (?) স্থানে কোনটি বসবে?
● মনোবিজ্ঞান             খ. সমাজবিজ্ঞান
গ. জীববিজ্ঞান              ঘ. সমাজকর্ম
৪০. আধুনিক সমাজকর্মের পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া মনোবিজ্ঞানের কোন শাখার ওপর বিশেষভাবে নির্ভরশীল?
ক. চিকিৎসা মনোবিজ্ঞান                   খ. শিশু মনোবিজ্ঞান
গ. শিল্প ও শিক্ষা মনোবিজ্ঞান            ● সমাজ মনোবিজ্ঞান
৪১. ‘The Background of Personality’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ক্লাইডার                    খ. জন সিরাচ
গ. জন এল ভোগেল         ● আর লিনটন
৪২. মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়ার প্রতি গুরুত্ব দেয় কোনটি?
● সমাজকর্ম               খ. জীববিজ্ঞান
গ. মনোবিজ্ঞান             ঘ. রাষ্ট্রবিজ্ঞান
৪৩. কোন অর্থে-পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান?
ক. ব্যাপক অর্থে           ● শব্দগত অর্থে
গ. সংকীর্ণ অর্থে            ঘ. উৎপত্তিগত অর্থে
৪৪. পৌরনীতি ও সুশাসন মানুষের মধ্যে-
i. ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটায়
ii. সহমর্মিতাবোধের উন্মেষ ঘটায়
iii. স্বাবলম্বন মানসিকতা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক
● i ও ii               খ. i ও iii
গ. ii ও iii            ঘ. i, ii ও iii
৪৫. সুশাসনের ধারণাটি কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন উপাদানের ওপর প্রয়োজনীয় আলোকপাত করে— উক্তিটি কোন সংস্থার?
ক. বিশ্বব্যাংক                         ● এশীয় উন্নয়ন ব্যাংক
গ. ইসলামি উন্নয়ন ব্যাংক           ঘ. হিন্দুস্থান ব্যাংক
৪৬. ‘পৌরনীতি হলো জ্ঞানভাণ্ডারের সে প্রয়োজনীয় শাখা— যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত প্রতিটি বিষয় সম্পর্কে আলোচনা করে।’- উক্তিটি কার?
● ই এম হোয়াইটের                   খ. এফ আই গ্লাউডের
গ. আর এম ম্যাকাইভারের             ঘ. ই এ হোবেলের
৪৭. কে পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন?
● ই এম হোয়াইট                খ. জন লক
গ. জন মিলস                      ঘ. ফস্টার
৪৮. পৌরনীতি কোন দৃষ্টিকোণ থেকে মানুষের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনা করে?
ক. সামাজিক দৃষ্টিকোণ          খ. অর্থনৈতিক দৃষ্টিকোণ
গ. ভৌগোলিক দৃষ্টিকোণ         ● নাগরিকতার দৃষ্টিকোণ
৪৯. পৌরনীতিতে নাগরিক ও পৌরসভা সম্পর্কে আলোচনায়আনাগরিকতার কোন দিক প্রকাশ পায়?
● স্থানীয় দিক              খ. সামাজিক দিক
গ. জাতীয় দিক             ঘ. আন্তর্জাতিক দিক
৫০. পৌরনীতি কীভাবে সমাজের উন্নয়ন ঘটায়?
● নাগরিক শিক্ষা প্রদানের মাধ্যমে
খ. বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে
গ. অর্থনীতি সংশ্লিষ্ট বিষয় আলোচনার মাধ্যমে
ঘ. রাজনীতি সম্পর্কিত বিষয় আলোচনার মাধ্যমে

৬ষ্ঠ অধ্যায়:
জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি?
উত্তর: সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিনটি, যথা– সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণা।

২. সামাজিক কার্যক্রম কী?
উত্তর: সামাজিক কার্যক্রম হলো পরিকল্পিত ও সংগঠিত উপায়ে সমাজে পরিবর্তনের প্রক্রিয়া।

৩. দল সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর: দল সমাজকর্মের উপাদান ৪টি, যথা– দল; দল সমাজকর্ম প্রতিষ্ঠান; দল সমাজকর্মী ও দল সমাজকর্ম প্রক্রিয়া।

৪. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি?
উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি ৩টি।

৫. সমষ্টি সংগঠন পদ্ধতি কোন ধরনের সমষ্টিতে প্রয়োগ করা হয়?
উত্তর: সমষ্টি সংগঠন পদ্ধতি উন্নত দেশ ও উন্নয়নশীল দেশগুলোর শহরাঞ্চলে প্রয়োগ করা হয়।

৬. Social Diagnosis– গ্রন্থটি কার লেখা?
উত্তর: Social Diagnosis গ্রন্থটির লেখক ম্যারি রিচমন্ড।

৭. সমষ্টি সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: সমষ্টি সমাজকর্মের ইংরেজী প্রতিশব্দ Community Social Work.

৮. মৌলিক পদ্ধতি কী?
উত্তর: ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের যে সকল পদ্ধতি বাস্তবক্ষেত্রে প্রয়োগ করা হয় সেগুলোই মৌলিক পদ্ধতি।

৯. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি।

১০. সমষ্টি সংগঠন কী?
উত্তর: সমষ্টি সংগঠন হলো সামাজিক উন্নতি ও ভারসাম্য রক্ষার জন্য পরিচালিত জনসমষ্টি কেন্দ্রিক সুশৃঙ্খল সেবাকর্ম প্রক্রিয়া।

বহুনির্বাচনি প্রশ্ন:
১. সমাজকর্মকে কী বলা হয়?
ক. অনুকল্পের বিজ্ঞান            খ. অনুশাসনের বিজ্ঞান
● অনুশীলনের বিজ্ঞান            ঘ. তাত্ত্বিক বিজ্ঞান
২.‘পদ্ধতি হচ্ছে সচেতন প্রক্রিয়া সুনির্দিষ্ট লক্ষ্যার্জনের একটি সুপরিকল্পিত উপায়’- উক্তিটি কার?
ক. ড. আব্দুল হাকিম          খ. এইচ বি ট্রেকার
● ড. আলি আকবর           ঘ. ম্যারি রিচমন্ড
৩. The Social System গ্রন্থটি কার লেখা?
● টি.পারসন             খ. ফ্রিডল্যান্ডার
গ. নিমকফ               ঘ. অগবার্ন
৪. যে সকল পন্থা অবলম্বন করে সমাজকর্মের জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পেশার অনুশীলন করা হয় সেগুলোকে কী বলে?
ক. সমাজকর্মের উৎস             ● সমাজকর্মের পদ্ধতি
গ. সমাজকর্মের প্রকৃতি            ঘ. সমাজকর্মের পরিধি
৫. সমাজকর্মকে সাহায্যকারী পদ্ধতি বলা হয় কেন?
ক. তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগ করে বলে
● ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে বলে
গ. নতুন নতুন জ্ঞানের ক্ষেত্র তৈরি হয় বলে
ঘ. সমস্যার স্বরূপ নির্ণয় করে বলে
৬. সমাজকার্যের মৌলিক ও সহায়ক পদ্ধতি কয়টি?
ক. তিনটি           খ. পাঁচটি
গ. চারটি            ● ছয়টি
৭. সমাজকর্ম একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি কী প্ৰমাণ করে?
ক. সমাজকর্মের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে
খ. সমাজকর্মের প্রয়োগক্ষেত্র রয়েছে
● তাত্ত্বিক জ্ঞান রয়েছে
ঘ. সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে
৮. রতন একটি বিষয় নিয়ে অনার্স করছে, যাতে গবেষণা, জরিপ প্রভৃতির ওপর জোর দেওয়া হয়। উক্ত বিষয় নিচের কোনটিকে নির্দেশ করছে?
● সমাজকর্ম        খ. মনোবিজ্ঞান
গ. অর্থনীতি         ঘ. রাষ্ট্রবিজ্ঞানঅর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
৯. দল সমাজকর্ম দলীয় সদস্যদের সাহায্য করে-
i. ব্যক্তিগত সমস্যা সমাধানে
ii. দলীয় সমস্যা সমাধানে
iii. সমষ্টিগত সমস্যা সমাধানে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            খ. i ও iii
গ. ii ও iii         ● i, ii ও iii
১০. সমষ্টি উন্নয়নে সমষ্টির জনগণের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সহায়তা করা হয় –
i. জনগণের সম্পদ ও প্রচেষ্টা দ্বারা
ii. সরকারের সম্পদ ও প্রচেষ্টার মাধ্যমে
iii. বিশেষ গোষ্ঠীর সম্পদ ও প্রচেষ্টা ব্যবহার করে
নিচের কোনটি সঠিক
● i ও ii            খ. i ও iii
গ. ii ও iii          ঘ. i, ii ও iii
১১. ‘ব্যক্তি কর্ম’ (Case work) ধারণাটি কত সালে প্রথম ব্যবহৃত হয়?
ক. ১৯১০           ● ১৯১১
গ. ১৯২০            ঘ. ১৯২১
১২. ১৯৫৭ সালে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন কে?
ক. স্কিডমোর           খ. সুইদান বাওয়ার্স
গ. গ্যালাওয়ে          ● হেলেন হ্যারিস পার্লম্যান
১৩. কোন সময়ে ব্যক্তি সমাজকর্ম নির্দিষ্ট জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধ হয়ে বিকাশ লাভ করে?
ক. ১৯১০ থেকে ১৯২০ সালের মধ্যে
● ১৯২০ থেকে ১৯৩০ সালের মধ্যে
গ. ১৯৩০ থেকে ১৯৪০ সালের মধ্যে
ঘ. ১৯৪০ থেকে ১৯৫০ সালের মধ্যে
১৪. ম্যারি রিচমন্ডের ভাষায় তিনি ব্যক্তি সমাজকর্মকে সমাজকর্মের প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবনের কত বছর ব্যয় করেন?
ক. ২০ বছর           ● ২৫ বছর
গ. ৩০ বছর            ঘ. ৩৫ বছর
১৫. এইচএইচ পার্লম্যান যে গ্রন্থটি লিখেছেন তার নাম কী?
ক. The Nursery of Human Nature
খ. Social Work Year Book
গ. World Community Social Case Work
● A Problem Solving Process
১৬. মক্কেলকে পুনর্বাসনে সহায়তা করে কোনটি?
ক. সামাজিক প্রশাসন             খ. সামাজিক গবেষণা
গ. সামাজিক কার্যক্রম            ● ব্যক্তি সমাজকর্ম
১৭. ব্যক্তি সমাজকর্মের নির্দেশিকা প্রস্তাবের রচয়িতা কে?
ক. অধ্যক্ষ কেয়ার্নস         ● ড. আব্দুল হাকিম সরকার
গ. মার্শাল                     ঘ. আব্দুল হালিম
১৮. সমাজকর্ম অনুশীলনের মৌলিক একক কোনটি?
● ব্যক্তি           খ. পরিবার
গ. সমাজ          ঘ.রাষ্ট্র
১৯. ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তির মক্কেল হওয়ার পূর্বশর্ত কী?
ক. পেশাদার প্রতিনিধি হওয়া           খ. চরম সাহসী হওয়া
গ. প্রতিবন্ধী হওয়া                       ● সমস্যাগ্রস্ত হওয়া
২০. ব্যক্তি ও সমস্যা ব্যক্তি সমাজকর্মের কোন ধরনের উপাদান?
ক. নিজস্ব প্রধান উপাদান        খ. অভ্যন্তরীণ উপাদান
গ. মনস্তাত্ত্বিক উপাদান           ● বাহ্যিক উপাদান
২১. মক্কেলের সমস্যা সমাধান থেকে শুরু করে এজেন্সি পরিচালনা, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে কার তাৎপর্যপূর্ণ অবদান আছে?
ক. মক্কেলের                  খ. সরকারি প্রতিনিধির
● পেশাদার প্রতিনিধির      ঘ. বেসরকারি প্রতিনিধির
২২. ব্যক্তি সমাজকর্মে মক্কেলের সমস্যার সমাধান করা হয় কী অনুসারে?
ক. সমস্যার ধরন            খ. সামাজিক রীতি অনুসারে
গ. ব্যক্তি অনুসারে           ● প্রক্রিয়া অনুসারে
২৩. ব্যক্তি সমাজকর্ম একটি সাহায্য প্রক্রিয়া যার সমস্যাগ্রস্ত ব্যক্তি —
i. সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন
ii. সমস্যা মোকাবিলা করে
iii. পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
২৪. মিনতী রায় মনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত। তার ক্ষেত্রে পরিলক্ষিত হয়—
i. ব্যক্তিত্বের বিপর্যয়
ii. ব্যক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব
iii. অর্থনৈতিক বিপর্যয়
নিচের কোনটি সঠিক
● i ও ii              খ. i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের শিক্ষার্থীরা স্কুলে আসে না। সেখানে গ্রামের মানুষ গরু বেঁধে রাখে। আবার, ঢাকা শহরের একটি গার্লস স্কুলের সামনে ইভটিজাররা প্রায়ই মেয়েদের উত্যক্ত করে।
২৫. উদ্দীপকে উল্লিখিত গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সমাজকার্যের কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে?
● ব্যক্তি সমাজকার্য            খ. দল সমাজকার্য
গ. সমষ্টি উন্নয়ন                ঘ. সমষ্টি সংগঠন
২৬. উদ্দীপকে উল্লিখিত উভয় স্কুলের সমস্যা সমাধানে প্রথমেই–
i. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়া যেতে পারে
ii. শিক্ষার্থীদের বাবা মাকে সচেতন করা যেতে পারে
iii. সমাজে গণ্যমান্য লোকদের সচেতন করা যেতে পারে
নিচের কোনটি সঠিক
ক. i                   খ. i ও ii
গ. ii ও iii          ● i, ii ও iii
২৭. মক্কেলের সাথে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে তার সম্পর্কে সম্পূর্ণভাবে না জানা পর্যন্ত কোন নীতি প্রয়োগ করা হয়?
ক. ভিন্নধর্মী নীতি          ● সাধারণ নীতি
গ. গৌণ নীতি              ঘ. গ্রহণ নীতি
২৮. সমস্যার প্রকৃতি, পরিস্থিতি ও প্রয়োজন মোতাবেক সমস্যা নির্ণয়কে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
● ৩টি           খ. ৪টি
গ. ৫টি          ঘ. ৬টি
২৯. ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া হলো সমস্যা সমাধানের একটি প্ৰক্ৰিয়া যেখানে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে পদ্ধতির উক্তিটি কার?
● H H Perlman           খ. Marry Richmond
গ. WA Fridlander        ঘ. H B Tracker
৩০. গোপনীয়তা রক্ষা, ব্যক্তি মর্যাদার স্বীকৃতি যোগ্যতার মূল্যায়ন, ব্যক্তি স্বাধীনতা প্রদান এগুলো কোন পদ্ধতির নীতি?
● ব্যক্তি সমাজকর্মের             খ. দল সমাজকর্মের
গ. সমষ্টি উন্নয়নের                 ঘ. সামাজিক কার্যক্রমের
৩১. তথ্য সংগ্রহে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস?
ক. দল              খ. সমষ্টি
গ. সমাজ           ● ব্যক্তি
৩২. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি?
ক. সমস্যা নির্ণয়         ● অনুধ্যান
গ. সমাধান                ঘ. সমাপ্তি
৩৩. ব্যক্তি সমাজকর্মের আত্মনিয়ন্ত্রণ নীতির মূল কথা হলো—
ক. সমাজকর্মীর নিজের হস্তক্ষেপের ওপর গুরুত্ব প্রদান
● মক্কেলের স্বাধীন পছন্দ ও সিদ্ধান্ত গ্রহণের স্বীকৃতি
গ. সমস্যা সমাধানের পরিবেশ উন্নয়ন ও নিয়ন্ত্রণ 
ঘ. সমাজকর্মের নীতি ও কৌশল প্রয়োগ নীতির নিয়ন্ত্রণ
৩৪. ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতা বিকাশের লক্ষ্যে তার আচরণের পরিবর্তনে সাহায্য নেওয়া হয়ে থাকে কোন পদ্ধতিতে?
ক. বৈষয়িক সাহায্যদান পদ্ধতি         ● সংশোধনমূলক পদ্ধতি
গ. প্রতিরোধমূলক পদ্ধতি               ঘ. প্রতিকারমূলক পদ্ধতি
৩৫. কোন স্তরের মাধ্যমে সমস্যা সমাধানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে?
ক. সমস্যা নির্ণয়           খ. অনুধ্যান
গ. মূল্যায়ন                 ● সমাপ্তি
৩৬. সমাজকর্ম সমস্যা সমাধানে নৃতাত্ত্বিক পদ্ধতি গ্রহণ করে কেন?
● মানুষের আচরণ বিশ্লেষণের জন্য
খ. মানুষের দৈনন্দিন কার্যকলাপ বিশ্লেষণ
গ. শহরায়নজনিত সমস্যা সমাধানে
ঘ. সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে
৩৭. সামগ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝ?
● সমস্যার ধরন বিশ্লেষণ করে সেবাদান
খ. ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সেবাদান
গ. সমাজস্থ বিভিন্ন দলকে নিরীক্ষণ পূর্বক সেবাদান
ঘ. কোনোটিই নয়।
৩৮. ব্যক্তি সমাজকর্মের কোন নীতিতে প্রত্যেক ব্যক্তির সমস্যাকে আলাদাভাবে মূল্যায়ন করে?
ক. যোগাযোগ নীতি           খ. গ্রহণ নীতি
গ. সাধারণ নীতি               ● ব্যক্তি স্বাতন্ত্রীকরণ
৩৯. সমস্যা নির্ণয় করার জন্যে যে মুখ্য পদক্ষেপ গ্রহণ করতে হয় তার মধ্যে রয়েছে –
i. সমস্যার পরিমাপ
ii. উৎপত্তি ও পরিমিত অবস্থার মধ্যকার সম্পর্ক
iii. সমস্যা নির্ণয়ের শ্রেণিবিভাগ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
৪০. জুয়েল সাহেব একজন সমাজকর্মী। ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনে জুয়েল সাহেবের লক্ষ্য হলো-
i. মক্কেলের সমস্যা সমাধানে সহায়তা করা
ii. সমস্যা সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ
iii. মক্কেলের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. ii ও iii
গ. i ও iii            ● i, ii ও iii
৪১. ‘এই সম্পর্ক সমগ্র ব্যক্তি সমাজকর্ম মাধ্যমেও হতে পারে যার দক্ষতা অন্তর্বর্তীকালীন অবস্থা, অনুধ্যান, সমস্যা নির্ণয় ও সমাধানের ক্ষেত্রে প্রভাব রাখে।’ উক্তিটি কার?
ক. Henry S Mass                ● Biestek
গ. Gordon Hamilton           ঘ. Earl Eubank
৪২. ‘র‍্যাপো হলো সমাজকর্ম সাক্ষাৎকারের সাদৃশ্য, সামঞ্জস্য ও সহমর্মিতাপূর্ণ অবস্থা যা সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে পারস্পরিক উপলব্ধি ও কার্যকর সম্পর্ক স্থাপন করে।’- উক্তিটি কার?
ক. এনসাইক্লোপেডিয়া         খ. গর্ডন হ্যামিলটন
● সমাজকর্ম অভিধান          ঘ. হেরি এস মাস
৪৩. ব্যক্তি সমাজকর্মের সফলতা কীসের ওপর নির্ভর করে?
● পেশাগত সম্পর্কের        খ. পারিবারিক বন্ধনের
গ. সামাজিক মর্যাদার        ঘ. বংশীয় মর্যাদার
৪৪. পারস্পরিক গ্রহণের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মে মক্কেল ও সমাজকর্মীর মাঝে কীসের সূচনা হয়?
ক. দ্বন্দ্বের                   খ. আন্তরিকতার
● পেশাগত সম্পর্কের     ঘ. মনোমালিন্যের
৪৫. অপরাধ ও কিশোর অপরাধ সংশোধনে – বাংলাদেশের কয়টি জেলায় সংশোধনমূলক কর্মসূচি চালু আছে?
ক. ১২টি           খ. ১৭টি
● ২৩টি            ঘ. ২৭টি
৪৬. বাংলাদেশের পল্লী উন্নয়ন কর্মসূচির সফলতা বহুলাংশে নির্ভর করে কোনটির ওপর?
ক. কেন্দ্রীয় নেতৃত্বের ওপর              খ. স্থানীয় ধনী ব্যক্তিদের ওপর
● স্থানীয় নেতৃত্বের ওপর                 ঘ. স্থানীয় বিচার ব্যবস্থার ওপর
৪৭. কোন পদ্ধতির মাধ্যমে মাদকাসক্তি, নৈতিক মূল্যবোধ ও অবক্ষয়জনিত সমস্যা দূর করা যায়?
ক. সামাজিক দল            খ. সামাজিক নীতি
গ. সমষ্টি সমাজকর্ম         ● ব্যক্তি সমাজকর্ম
৪৮. বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের ওপর ভিত্তি করে যে পুনর্বাসন কর্মসূচির চালু আছে তার নাম কী?
ক. পঙ্গু কল্যাণ কর্মসূচি                 খ. প্রতিবন্ধী কর্মসূচি
● প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচি            ঘ. অন্ধ উন্নয়ন কর্মসূচি
৪৯. র‍্যাপো স্থাপন প্রক্রিয়ার মধ্যে সমাজকর্মী ও সাহায্যাথী উভয়ের যেসব বিষয় বিশেষভাবে অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে—
i. মনোভাব
ii. প্রত্যাশা
iii. প্রেষণা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              খ. i ও iii
গ. ii ও iii            ● i, ii ও iii
৫০. পল্লি উন্নয়নে ব্যক্তি সমাজকর্ম ভূমিকা পালন করে—
i. সঠিক নেতা নির্বাচনে
ii. নেতাদের মাঝে নেতৃত্বের বিকাশের মাধ্যমে
iii. স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের মাঝে সংযোগ স্থাপন করে
নিচের কোনটি সঠিক
● i ও ii             খ. i ও iii
গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৭ম অধ্যায়:
জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. প্রেক্ষিত পরিকল্পনা কত বছর মেয়াদী?
উত্তর: প্রেক্ষিত পরিকল্পনা ১০ থেকে ২০ বছর মেয়াদী।

২. বাংলাদেশে বিদ্যমান যেকোনো একটি সামাজিক নীতির নাম উল্লেখ কর।
উত্তর: বাংলাদেশে বিদ্যমান একটি সামাজিক নীতি হলো জাতীয় নারী উন্নয়ন নীতি–২০১১।

৩. বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি কবে প্রণীত হয়?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি প্রণীত হয় ২০১০ সালে।

৪. স্বল্পমেয়াদি পরিকল্পনার মেয়াদ কত বছর হয়?
উত্তর: স্বল্পমেয়াদি পরিকল্পনার মেয়াদকাল সাধারণত ১ বছর বা তার চেয়ে কম সময়ের হয়।

৫. বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি কবে প্রণীত হয়?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি ২০১০ সালে প্রণীত হয়।

৬. স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়?
উত্তর: স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়।

৭. জাতীয় নারী উন্নয়ন নীতি কতসালে প্রণীত হয়?
উত্তর: জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয় ২০১১ সালে।

৮. বাংলাদেশে জাতীয় নারী উন্নয়ন নীতি কবে পাস হয়?
উত্তর: বাংলাদেশে জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ সালে পাস হয়।

৯. পরিকল্পনা কী?
উত্তর: কোনো কাজ করার পূর্বে সে সম্পর্কে যুক্তিযুক্তভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হলো পরিকল্পনা।

১০. জাতীয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়?
উত্তর: জাতীয় নারী উন্নয়ন নীতি সর্বপ্রথম প্রণীত হয় ১৯৯৭ সালে এবং সর্বশেষ প্রণীত হয় ২০১১ সালে।

বহুনির্বাচনি প্রশ্ন:
১. সমাজের কল্যাণে বিভিন্ন সমাজকল্যাণমূলক সেবা প্রদান বা সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি ও গোষ্ঠী জীবনের স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা বিধানে যে সকল নীতি প্রণয়ন করা হয় তাকে কী বলে?
ক. ধর্মীয় নীতি           খ. অর্থনৈতিক নীতি
● সামাজিক নীতি       ঘ. রাজনৈতিক নীতি
২. ‘সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবিলার একটি যৌথ প্রয়াস।’ উক্তিটি কার?
● Bruce S Jansson             খ. A.E. Ben
গ. Wilbert E Moore            ঘ. Richard M Titmass
৩. সামাজিক নীতির মূল্য উদ্দেশ্য কোনটি?
ক. জনগণের সর্বাধিক আর্থসামাজিক কল্যাণ সাধন
খ. দুর্বল ও অসহায় শ্রেণির স্বার্থ সংরক্ষণ .
গ. সীমিত সম্পদের অপচয় রোধ
● পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে জনগণকে সহায়তা করা
৪. সামাজিক নীতিকে পথনির্দেশিকা বলা হয় কেন?
● সামাজিক উন্নয়নের পথ নির্দেশ করে বলে
খ. সমাজকে পরিচালিত করে বলে
গ. মানুষের জীবনে সমৃদ্ধি আনয়ন করে বলে
ঘ. সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে বলে
৫. নিচের কোনটি সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধারাবাহিক অংশ বিশেষ?
ক. বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ → কার্যকরী কমিটি গঠন → নীতির অনুশীলন
● নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ → বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ → কার্যকরী কমিটি গঠন
গ. কার্যকরী কমিটি গঠন → বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ → নীতি অনুশীলন
ঘ. নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ নীতির প্রচার ও জনসমর্থন → নীতির বিশ্লেষণ
৬. সামাজিক নীতি প্রণয়নের চূড়ান্ত ধাপ কোনটি?
● নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন
খ. খসড়া নীতি প্রস্তুত করা ও বাস্তবায়ন
গ. নীতি বিশ্লেষণ ও কমিটি গঠন
ঘ. কমিটি গঠন ও বাস্তবায়ন
৭. নীতি প্রণয়নে কমিটি গঠন করা হয় কেন?
● সার্বিক দায়িত্ব পালনের জন্যে            খ. নীতি অনুমোদনের জন্যে
গ. পরামর্শ গ্রহণের জন্যে                     ঘ. কর্মসূচি বাস্তবায়নের জন্যে
৮. Richard M Titmass-এর মতে, সামাজিক নীতির উদ্দেশ্য হলো—
i. নাগরিকদের কল্যাণ নিশ্চিতকরণ
ii. অর্থনৈতিক বিষয়ের সাথে অ-অর্থনৈতিক বিষয় অন্তর্ভুক্ত করা
iii. ধনী ও দরিদ্রের মাঝে সম্পদের পুনর্বণ্টন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
৯. সামাজিক নীতির জন্য অনুসরণ করা হয়-
i. একমুখী প্রক্রিয়া
ii. দ্বিমুখী প্রক্রিয়া
iii. ধারাবাহিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           ● ii ও iii
গ. i ও iii          ঘ. i, ii ও iii
১০. সামাজিক নীতি-
i. সমাজসেবামূলক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরি করে
ii. মানুষের প্রতিভার সুষ্ঠু বিকাশে সহায়তা করে
iii. সকলের মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা বিধান করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii         খ. ii ও iii
● i ও iii         ঘ. i, ii ও iii
১১. সামাজিক নীতির উদ্দেশ্য হচ্ছে—
i. সকলের কল্যাণ সাধন
ii. দারিদ্র্য নিরসন
iii. গণতন্ত্র সংরক্ষণ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            খ. i ও iii
গ. ii ও iii          ● i, ii ও iii
১২. ‘ক’ দেশটির সরকার সম্পদ ও প্রাপ্ত সুবিধার ন্যায় ভিত্তিক বণ্টনের লক্ষ্যে সামাজিক নীতি প্রণয়ন করেছে। এর ফলে ‘ক’ দেশটিতে—
i. সাম্য ও সমতা প্রতিষ্ঠিত হবে
ii. অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাবে
iii: অধিকারহীনদের অধিকার প্রতিষ্ঠিত হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            ● i ও iii
গ. ii ও iii          ঘ. i, ii ও iii
১৩. সামাজিক নীতি প্রণয়নের মাধ্যমে—
i. জনগণের জীবনমান বজায় রাখা হয়।
ii. সমাজের জনগণের নিরাপত্তা লঙ্ঘিত হয়
iii. সমাজে সম্পদের সুষ্ঠু বণ্টন করা হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            ● i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii
১৪. শিশুদের জন্য কত বছর প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হবে?
● এক বছর            খ. দুই বছর
গ. তিন বছর            ঘ. চার বছর
১৫. কার নেতৃত্বে বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণীত হয়?
● ড. কুদরত-এ খুদা          খ. খুদাদাত খান
গ. মোঃ শামসুল হক            ঘ. অধ্যাপক আবুল ফজল
১৬. উপানুষ্ঠানিক শিক্ষা কী?
ক. প্রাথমিক শিক্ষার বিপরীত অবস্থা           খ. মাধ্যমিক শিক্ষার পরিপূরক অবস্থা
● প্রাথমিক শিক্ষার পরিপূরক অবস্থা           ঘ. মাধ্যমিক শিক্ষার বিপরীত অবস্থা
১৭. নতুন শিক্ষা কাঠামোয় কোন শ্রেণি পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হিসেবে বিবেচিত হবে?
ক. ৫ম-৮ম          খ. ৮ম-৯ম
● ৯ম-দ্বাদশ         ঘ. ৮ম-দ্বাদশ
১৮. বর্তমান বাংলাদেশের শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামক বিষয়টি অধ্যয়ন করছে। এখানে কোন শিক্ষানীতির প্রতিফলন ঘটেছে?
ক. ১৯৭৪         খ. ১৯৮৪
গ. ২০০১         ● ২০১০
১৯. বর্তমানে শিক্ষকেরা শ্রেণিতে পাঠদানকালে সব ধর্মের শিক্ষার্থীদের পরস্পরকে বিপদ আপদে সহযোগিতা প্রদানের শিক্ষা দিয়ে থাকেন। এর ফলে নিচের কোনটি হতে পারে?
ক. মানবাধিকার প্রতিষ্ঠা                     খ.নারী-পুরুষ বৈষম্য দূরীভূত
● অসাম্প্রদায়িক বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি          ঘ. সাংস্কৃতিক বিকাশ
২০. শিল্প, বাণিজ্য ও যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য সেবামূলক প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় জ্ঞানের শাখাসমূহের সমন্বিত ব্যবস্থাকে কী বলে?
ক. তথ্যপ্রযুক্তি শিক্ষা      ● ব্যবসায় শিক্ষা
খ. বিজ্ঞান                   গ. নৈতিক শিক্ষা
২১. শিশুদের প্রস্তুতিমূলক শিক্ষার জন্য শিক্ষানীতি ২০১০ এ কোন শিক্ষা স্তরের কথা বলা হয়েছে?
ক. প্রাথমিক         ● প্রাক-প্রাথমিক
গ. ধর্মীয় শিক্ষা      ঘ. কিন্ডার গার্টেন
২২. বাংলাদেশে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রচলিত রয়েছে কোন স্তরে?
ক. প্রাক-প্রাথমিক       ● প্রাথমিক
গ. মাধ্যমিক              ঘ. উচ্চ মাধ্যমিক
২৩. আমাদের দেশে কার নেতৃত্বে সর্বশেষ শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
ক. অধ্যাপক জাফর ইকবাল       খ. অধ্যাপক ফায়েজ
● অধ্যাপক কবির চৌধুরী          ঘ. অধ্যাপক আমিনুল ইসলাম
২৪. শিক্ষানীতির মূল উদ্দেশ্য হলো—
i. মানবতার বিকাশ, জনমুখী উন্নয়ন ও প্রগতিকে নেতৃত্বদানকারী দক্ষ জনগোষ্ঠী তৈরি
ii. মননশীল, যুক্তিবাদী, যুক্তিবাদী, নীতিবান এবং অসাম্প্রদায়িক নাগরিক গড়ে তোলা
iii. শিক্ষার মাধ্যমে সমাজজীবনে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা
নিচের কোনটি সঠিক
● i ও ii           খ. i ও iii
গ. ii ও iii        ঘ. i, ii ও iii
২৫. বাংলাদেশে শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে—
i. দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার প্রতি শিক্ষার্থীদের সচেতন করা
ii. জাতীয় ইতিহাস, ঐতিহ্যের ধারা বিকশিত করে প্রজন্ম পরম্পরায় তা সঞ্চালনের ব্যবস্থা করা
iii. দেশের সকল ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি ও ভাষার বিকাশ ঘটানো
নিচের কোনটি সঠিক
ক. i ও ii         খ. i ও iii
গ. ii ও iii       ● i, ii ও iii
২৬. আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে-
i. ইসলাম ধর্ম অনুধাবনে সাহায্য করা
ii. সর্বশক্তিমান আল্লাহতাআলা ও তাঁর রাসুল (স)-এর প্রতি অটল বিশ্বাস গড়ে তোলা
iii. শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়তা করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           খ. i ও iii
গ. ii ও iii         ● i, ii ও iii
২৭. একটি দেশের শিক্ষাব্যবস্থা যার ওপর ভিত্তি করে গড়ে উঠবে—
i. দেশের বিরাজমান আর্থ-সামাজিক রাজনৈতিক অবস্থা
ii. দীর্ঘদিনের লালিত সাংস্কৃতিক ঐতিহ্য
iii. নৈতিক ও মানবিক মূল্যবোধ
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
২৮. জনসংখ্যা নীতি বাস্তবায়নে গ্রহীতামুখী সেবায় কাদের তথ্য ও সেবা প্রাপ্যতা নিশ্চিত করতে হবে?
ক. নব-দম্পতির            খ. কিশোর-কিশোরীর
গ. শিশু-মহিলাদের        ● ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর
২৯. বর্তমানে দক্ষিণ কোরিয়ায় কত সংখ্যক লাইসেন্সধারী সমাজকর্মী রয়েছে?
ক. এক লাখ          ● দুই লাখ
গ. তিন লাখ          ঘ. চার লাখ
৩০. জনসংখ্যা নীতি অনুযায়ী পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণে গ্রহীতা বিভাজন করা কোন কার্যক্রমের আওতাভুক্ত?
ক. নগর স্বাস্থ্যসেবা
● এলাকাভিত্তিক পরিকল্পনা ও কর্মকৌশল
গ. আচরণ পরিবর্তনে যোগাযোগ
ঘ. বেসরকারি ও ব্যক্তিখাতের অংশগ্রহণ
৩১. জনসংখ্যা নীতি অনুযায়ী বেসরকারি ও ব্যক্তিখাত প্রতিষ্ঠানের দ্বৈততা পরিহার করার লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কী হিসেবে কাজ করে?
● ফোকাল পয়েন্ট             খ. গণমাধ্যম
গ. সেবামূলক প্রতিষ্ঠান        ঘ. তথ্য সরবরাহকারী
৩২. জনসংখ্যা নীতি অনুযায়ী জনসংখ্যা ও পরিবেশকে সর্বদা কোনটির সাথে বিবেচনায় রেখে কর্মকৌশল গ্রহণ করতে হবে?
● সামাজিক নিরাপত্তা        খ. জনগণের অংশগ্রহণ
গ. আইনগত ব্যবস্থা           ঘ. কর্মপরিকল্পনা
৩৩. বর্তমান বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যু হার প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। এখানে কোন নীতির প্রতিফলন ঘটেছে?
ক. নারী উন্নয়ন নীতি         খ. শিশু নীতি
● জনসংখ্যা নীতি             ঘ. শিক্ষানীতি
৩৪. জনসংখ্যা নীতি বাস্তবায়নের গ্রহীতামুখী সেবার মুখ্য উদ্দেশ্য—
i. কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা নিশ্চিত করা
ii. ই-প্রজনন সেবা প্রচলন করা
iii. এইচআইভি/এইডস বিষয়ে সচেতন করা
নিচের কোনটি সঠিক
● i ও ii              খ. ii ও iii
গ. i ও iii            ঘ. i, ii ও iii
৩৫. জনসংখ্যা নীতি বাস্তবায়নে মুখ্য কৌশল–
i. গ্রহীতামুখী সেবা
ii. কিশোর-কিশোরীর কল্যাণ
iii. শিক্ষা ও প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক
● i ও ii           খ. ii ও iii
গ. i ও iii          ঘ. i, ii ও iii
৩৬. জনসংখ্যা নীতি অনুযায়ী কিশোর-কিশোরী কল্যাণ কার্যক্রমে অবিবাহিত মহিলাদের –
i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়
ii. গ্রহীতা বিভাজন করা হয়
iii. ঋণ সুবিধা দেওয়া হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. ii ও iii
● i ও iii             ঘ. i, ii ও iii
৩৭. জনসংখ্যা ও পরিবেশ কার্যক্রমের আওতায় রয়েছে—
i. সামাজিক বনায়ন কর্মসূচি শক্তিশালী করা
ii. একাডেমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা
iii. দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
● ii ও iii            ঘ. i, ii ও iii
৩৮. সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সকল স্তরে নারী ও পুরুষের সমানাধিকারের উল্লেখ আছে?
ক. ২৭               খ. ২৯
● ২৮(২)           ঘ. ২৮(৩)
৩৯. বাংলাদেশের প্রথম নারী উন্নয়ন নীতির লক্ষ্য ছিল?
ক. নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা
খ. নারীদের রক্ষণশীল করে তোলা
● অবহেলিত নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটানো
ঘ. নারীদের মানসিকতার উন্নয়ন ঘটানো
৪০. বাংলাদেশে সর্বশেষ কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়?
ক. ২০০৮           খ. ২০০৯
গ. ২০১০            ● ২০১১
৪১. নারী ও মেয়ে শিশুর প্রতি বৈষম্য দূরীকরণে করণীয় কী?
● নারীর অধিকার প্রতিষ্ঠা
খ. নারীকে পারিবারিক শৃঙ্খলমুক্ত করা
গ. নারীকে অভিশাপমুক্ত করা
ঘ. নারীকে সাহসী ও কর্মঠ করে তোলা
৪২. জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন করার জন্য বন্ধ করতে হবে
i. বাল্যবিবাহ
ii. যৌতুকের জন্য নিপীড়ন
iii. এসিড সন্ত্রাস ও যৌন হয়রানি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii           খ. i ও iii
গ. ii ও iii         ● i, ii ও iii
৪৩. নারীর দারিদ্র্য দূরীকরণে–
i. নারীদের উৎপাদনশীল কর্মে সম্পৃক্ত করতে হবে
ii. নারীদের মৌলিক চাহিদা পূরণে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি করতে হবে
iii. নারীদেরকে অর্থনৈতিক মূল ধারায় সম্পৃক্ত করতে হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            খ. i ও iii
গ. ii ও iii          ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও:
রহিমা বেগম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তার মাসিক আয় স্বামীর মাসিক আয়ের সমান। তবুও নানা কারণে তিনি নানা বৈষম্যের শিকার হন।
৪৪. কীসের মাধ্যমে রহিমা বেগমের প্রতি সকল বৈষম্য দূর করা যায়?
ক. গণসচেতনতা            খ. উন্নত নারী নীতির
● সামাজিক নীতির         ঘ. নারীকে শিক্ষিত করে
৪৫. অধিকার বঞ্চিত নারীদের রক্ষায় সরকারের উচিত-
i. সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা করা
ii. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা
iii. নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
৪৬. জাতীয় শিশু নীতি অনুযায়ী কোন সময়কে কিশোর- কিশোরীর বয়ঃসন্ধিকালীন সময় হিসেবে ধরা হয়?
ক. ১০ থেকে ১২         খ. ১০ থেকে ১৪
গ. ১০ থেকে ১৬         ● ১০ থেকে ১৮
৪৭. জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে বাংলাদেশে কত সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন করা হয়?
ক. ২০০০ সালে             খ. ২০০৩ সালে
● ২০০৪ সালে              ঘ. ২০০৫ সালে
৪৮. জাতীয় শিশু নীতি ২০১১ অনুযায়ী কিশোর- কিশোরী বলতে কোন বয়সীদের বোঝানো হয়েছে?
ক. ১২ বছর থেকে ১৫ বছরের কম বয়সী
খ. ১৩ বছর থেকে ১৭ বছরের কম বয়সী
● ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী
ঘ. ১৫ বছর থেকে ২০ বছরের কম বয়সী
৪৯. জাতীয় শিশুনীতি ২০১১ অনুযায়ী শিশু বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. ১৩ বছর বয়সী শিশু             খ. ১৪ বছর বয়সী শিশু
● ১৬ বছর বয়সী শিশু              ঘ. ১৮ বছর বয়সী শিশু
৫০. জাতীয় শিশু নীতি অনুযায়ী অনূর্ধ্ব কত বছরের শিশুদের Low Birth weight হ্রাস করতে হবে?
ক. এক বছর           ● দুই বছর
গ. তিন বছর            ঘ. চার বছর

৮ম অধ্যায়:
জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কোন দেশকে সমাজকর্মের সুতিকাগার বলা হয়?
উত্তর: ইংল্যান্ডকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়।

২. আমেরিকায় ‘দানশীলতা, সংশোধন ও মানবহিতৈষণা’র আন্তর্জাতিক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: আমেরিকায় ‘দানশীলতা, সংশোধন ও মানবহিতৈষণা’র আন্তর্জাতিক সম্মেলন ১৮৯৩ সালে অনুষ্ঠিত হয়।

৩. ঢাকা মেডিকেল কলেজে কত সালে হাসপাতাল সমাজসেবা কর্মসূচি চালু করা হয়?
উত্তর: ১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা কর্মসূচি চালু করা হয়।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকল্যাপ কলেজ ও গবেষণা কেন্দ্র করে চালু করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ্র চালু করা হয় ১৯৬৪ সালে।

৫. কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
উত্তর: ইংল্যান্ডকে সমাজকর্মের সুতিকাগার বলা হয়।

৬. সামাজিক প্রশাসন কী?
উত্তর: সামাজিক প্রশাসন সমাজকর্মের একটি কৌশল ও প্রক্রিয়া যা সামাজিক নীতিকে সামাজিক সেবায় পরিণত করে।

৭. বাংলাদেশে কত সালে পেশাদার সমাজকর্ম  শিক্ষার যাত্রা শুরু হয়?
উত্তর: বাংলাদেশে পেশাদার সমাজকর্ম শিক্ষার যাত্রা শুরু হয় ১৯৫৩ সালে।

৮. কত সালে ঢাকা প্রজেক্ট শুরু হয়?
উত্তর: ১৯৫৫ সালে ঢাকা প্রজেক্ট শুরু হয়।

৯. ঢাকা প্রজেক্ট কত সালে চালু হয়?
উত্তর: ঢাকা প্রজেক্ট চালু হয় ১৯৫৫ সালে।

১০. Rapport অর্থ?
উত্তর: Rapport অর্থ পেশাগত সম্পর্ক।

বহুনির্বাচনি প্রশ্ন:
১. এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কত সালে জাতিসংঘের কাছে পরামর্শ ও সাহায্যের আবেদন জানানো হয়?
ক. ১৯৪৫              খ. ১৯৪৭
গ. ১৯৪৯              ● ১৯৫১
২. জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সুপারিশ ও সহায়তায় কত সালে তৎকালীন পাকিস্তানে সর্বপ্রথম পেশাদার সমাজকর্মের ওপর একটি প্রশিক্ষণ কোর্স প্রবর্তিত হয়?
ক. ১৯৯৫             খ. ১৯৫২
● ১৯৫৩              ঘ. ১৯৭০
৩. পেশা হিসেবে সমাজকর্ম কীরূপ?
● নবীন            খ প্রবীণ
গ. পুরাতন         ঘ. আদিম
৪. জাতিসংঘ কর্তৃক ১৯৫২ সালে বাংলাদেশে প্রেরিত কার্যকরী সাহায্য কর্মসূচি কয় সদস্যবিশিষ্ট ছিল?
ক. চার            ● ছয়
গ. আট            ঘ. দশ
৫. বাংলাদেশে কীভাবে সমাজকর্ম শিক্ষা বিকাশ লাভ করে?
ক. পাকিস্তান সরকার কর্তৃক ১৯৫১ সালে জাতিসংঘের কাছে পরামর্শ ও সাহায্য আবেদনের মাধ্যমে
খ. ১৯৫২ সালে জাতিসংঘ কর্তৃক প্রেরিত কার্যকরী সাহায্য কর্মসূচির মাধ্যমে
● ১৯৫৩ সালে ঢাকায় তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে
ঘ. ১৯৫৫ সালে বর্ধমান হাউসে নয় মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে
৬. সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের গুরুত্বপূর্ণ দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে
ক. ড. জেমস ডাম্পসন          খ. মিস্টার শাউটি
গ. মিস অ্যানামা                 ● ড. জে মুর
৭. কোন শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম কলেজ প্রতিষ্ঠা হয়?
ক. ১৯৬১-১৯৬২ শিক্ষাবর্ষ              খ. ১৯৬২-১৯৬৩ শিক্ষাবর্ষ
● ১৯৬৪–১৯৬৫ শিক্ষাবর্ষ               ঘ. ১৯৬৫–১৯৬৬ শিক্ষাবর্ষ
৮. বাংলাদেশের সর্বপ্রথম সমাজকর্ম জ্ঞান বিকাশের পর্যায়/প্রশিক্ষণ/ পেশাদার সমাজকর্মের ভিত রচিত হয় কবে?
ক. ১৯৪৭ সালে           খ. ১৯৫২ সালে
● ১৯৫৩ সালে            ঘ. ১৯৫৫ সালে
৯. মিস্টার শাউটি ও মিস অ্যানামা কর্তৃক সমাজকর্ম প্রশিক্ষণ কোর্স আয়োজন কোথায় করা হয়?
ক. মালবরো হাউসে             ● বর্ধমান হাউসে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে           ঘ. গণপরিষদে
১০. সমাজকর্মের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় কত সালে?
ক. ১৯৩৮             ● ১৯২৮
গ. ১৯৫৮              ঘ. ১৯৪৮
১১. বর্ধমান হাউসের বর্তমান নাম কী?
ক. গণপরিষদ              খ. শিশু একাডেমি
● বাংলা একাডেমি        ঘ. সমাজকল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ
১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয় কোন সেশনে?
ক. ১৯৫৩-৫৪              ● ১৯৫৮-৫৯
গ. ১৯৬৪-৬৫               ঘ. ১৯৬৯-৭০
১৩. ১৯৫৫ সালের ঢাকায় কোথায় সমাজকর্ম কোর্স চালু হয়েছিল?
● ঢাকা বিশ্ববিদ্যালয়ে           খ. ঢাকা কলেজে
গ. বর্ধমান হাউসে                ঘ. কার্জন হলে
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৭৩ সালে ‘সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্রের নাম পরিবর্তন করে কী রাখা হয়?
● সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
খ. সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট
গ. সমাজকল্যাণ ও গবেষণাকেন্দ্র
ঘ. সমাজকর্ম ও গবেষণাকেন্দ্র
১৫. নিচের কোনটিকে সমাজকর্মের অন্যতম একটি পাঠ্যক্রম হিসেবে বিবেচনা করা হয়?
ক. রীতি-নীতি অনুশীলন
খ. মূল্যবোধ অনুশীলন
● মাঠকর্ম অনুশীলন
ঘ. সমাজকর্ম গবেষণা
১৬. অনার্স পাঠক্রম (সমাজকর্মে) শেষে পরবর্তী ২ মাস বাধ্যতামূলক ব্যবহারিক প্রশিক্ষণের যৌক্তিক কারণ কোনটি?
● অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা অর্জন
খ. অবসরের ছুটি কাটানো
গ. চাকরির নিশ্চয়তার জন্য
ঘ. ভালো বেতন পাওয়ার জন্য
১৭. পেশাদার সমাজকর্মী তৈরির জন্য এ দেশে তিন মাসমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু হয় কবে?
ক. ১৯৫২               ● ১৯৫৩
গ. ১৯৫৪                ঘ. ১৯৫৫
১৮. জাতীয় সমাজসেবা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে কেন?
● সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে
খ. সামাজিক সমস্যা সমাধানের জন্য
গ. আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে
ঘ. সমাজকর্ম পেশাকে আধুনিক করতে
১৯. রায়না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম  শিক্ষা অর্জন করে বারডেম, ঢাকা মেডিকেল প্রভৃতি হাসপাতালে সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ ঘটাচ্ছে। রায়নার দ্বিতীয় পর্যায়ের কাজটিকে কী বলা হয়?
ক. চিকিৎসা সমাজকর্ম             ● মাঠকর্ম অনুশীলন
গ. সমাজকর্ম গবেষণা              ঘ. সমাজসেবামূলক কাজ
২০. পঞ্চাশের দশক থেকে বাংলাদেশে সমাজকর্মের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর কারণ—
i. পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন
ii. সামাজিক সমস্যার সমাধান
iii. উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii           ● i, ii ও iii
২১. দেশ বিভাগের পূর্বে এদেশের অধিকাংশ মানুষ অনেক দূরে ছিল-
i. শিল্পের ছোঁয়া থেকে
ii. ডিজিটালের ছোঁয়া থেকে
iii. আধুনিকতার ছোঁয়া থেকে
নিচের কোনটি সঠিক
● i ও ii           খ. ii ও iii
গ. i ও iii          ঘ. i, ii ও iii
২২. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সমাজকর্ম কলেজ’ প্রতিষ্ঠার পর এখানে সমাজকর্মে চালু করা হয়—
i. মাস্টার্স কোর্স
ii. স্নাতক কোর্স
iii. ডিগ্রি কোর্স
নিচের কোনটি সঠিক
● i ও ii               খ. ii ও iii
গ. i ও iii             ঘ. i, ii ও iii
২৩. বাংলাদেশে ছাত্রছাত্রীদের সমাজকর্মের মাঠকর্ম শিক্ষা অর্জনের জন্যে যে সংস্থাগুলোতে অনুশীলন গ্রহণের সুযোগ তৈরি করা হয় –
i. সরকারি সংস্থা
ii. বেসরকারি সংস্থা
iii. আন্তর্জাতিক সংস্থা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii               খ. ii ও iii
গ. i ও iii              ● i, ii ও iii
২৪. ‘National Institute of Social Development’ সংস্থাটি শ্রীলংকা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. জনসেবা মন্ত্রণালয়             খ. সমাজকল্যাণ মন্ত্রণালয়
গ. পুনর্গঠন মন্ত্রণালয়              ● সমাজসেবা মন্ত্রণালয়
২৫. ২০০৪ সালের সুনামি বিপর্যয় পরবর্তী সময়ে কয়টি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধীনে সমাজকর্ম বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়?
ক. দুইটি              খ. তিনটি
● চারটি               ঘ. পাঁচটি
২৬. বাংলাদেশে সমাজকল্যাণ কর্মসূচি বাস্তবায়নের জন্যে তৎকালীন পাকিস্তান সরকার নিচের কোনটি প্রতিষ্ঠা করে?
ক. জাতীয় সমাজকল্যাণ পরিষদ           খ. সমাজসেবা অধিদপ্তর
● সমাজকল্যাণ পরিদপ্তর                   ঘ. জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়
২৭. বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা গ্রহণ করতে কোন সংস্থা সহায়তা প্রদান করে?
● জাতিসংঘ                খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ. রেডক্রিসেন্ট            ঘ. আন্তর্জাতিক শ্রমসংস্থা
২৮. BARD-এর প্রতিষ্ঠাতা কে?
ক. ড. মোঃ ইউনূস                খ. ড. ফজলে হাসান আবেদ
গ. ড. আর. সি মজুমদার         ● ড. আখতার হামিদ খান
২৯. বাংলাদেশে পেশাদার সমাজকর্মের প্রয়োগ কোন কর্মসূচির মাধ্যমে শুরু হয়?
ক. হাসপাতাল সমাজকর্ম              ● শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প
গ. গ্রামীণ সমাজসেবা                   ঘ. সমাজকর্ম প্রশিক্ষণ
৩০. ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির সুপারিশে সমাজকল্যাণ দপ্তর এর নামকরণ পুনরায় কী করা হয়?
ক. সমাজকল্যাণ পরিদপ্তর             খ. সমাজকল্যাণ অধিদপ্তর
● সমাজসেবা অধিদপ্তর                ঘ. সমাজকল্যাণ দপ্তর
৩১. বাংলাদেশ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়মিত যে অর্ধ-বার্ষিক পত্রিকা প্রকাশিত হয় তার নাম কী?
ক. নিউজ সোশ্যাল ডেভেলপমেন্ট
খ. নিউজ অব সোশ্যাল ডিগ্রি
গ. জার্নাল অব সোশ্যাল অর্গানাইজেশন
● জার্নাল অব সোশ্যাল ডেভেলপমেন্ট
৩২. পরিকল্পিত পরিবার গঠনের সুফল ও জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন শাস্ত্রের জ্ঞান প্রয়োগ করা যেতে পারে?
ক. সমাজবিজ্ঞান           খ. জনবিজ্ঞান
● সমাজকর্ম               ঘ. রাষ্ট্রবিজ্ঞান
৩৩. ‘ঢাকা প্রজেক্ট’ নামে পরীক্ষামূলক শহর সমাজ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয় কত সালে?
ক. ১৯৪৭ সালে           ● ১৯৫৪ সালে
গ. ১৯৫৮ সালে           ঘ. ১৯৬০ সালে
৩৪. ১৯৫৫-৫৬ অর্থবছরে ‘ঢাকা প্রজেক্ট’ নামক শহর উন্নয়নমূলক কার্যক্রমের সাফল্যের ভিত্তিতে যে কার্যক্রম গ্রহণ করা হয় –
i. কায়েতটুলিতে শহর সমাজ উন্নয়ন প্রকল্প গ্রহণ
ii. ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা সমাজকর্ম চালু
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্ৰ’ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক
● i ও ii         খ. ii ও iii
গ. i ও iii        ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
মইন সাহেব স্বেচ্ছাসেবামূলক একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা। তিনি সমমনা কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘সমাজকর্ম পরিষদ’ গঠন করেন।
৩৫. সমাজকর্মীদের স্বার্থ সংরক্ষণে কী দরকার?
● পেশাদার সমাজকর্ম সংগঠন         খ. কাজের পরিধি বৃদ্ধি
গ. সমাজকর্ম পেশার মান বৃদ্ধি          ঘ. সমাজকর্ম  শিক্ষার মান বৃদ্ধি
৩৬. মইন সাহেবের সংগঠনটির মাধ্যমে–
i. সমাজ কর্মীদের পেশাগত মান বাড়বে
ii. কর্মীদের স্বার্থ সংরক্ষণ হবে
iii. কর্মীদের পেশা হিসেবে মর্যাদা পাবে
নিচের কোনটি সঠিক
● i ও ii           খ. ii ও iii
গ. i ও iii          ঘ. i, ii ও iii
৩৭. বাংলাদেশে প্রশাসনিক জটিলতা কোন ধরনের অর্থনীতি নির্ভর?
ক. সমাজতান্ত্রিক         খ. ধনতান্ত্রিক
গ. ইসলামিক             ● মিশ্রঅর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
৩৮. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার সাথে কোন বিষয়টি বিশেষভাবে জড়িত?
● সমাজকর্ম পেশার স্বীকৃতি                খ. সমাজকর্ম পেশার অবমূল্যায়ন
গ. সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনা      ঘ. সমাজকর্ম পেশার জনপ্রিয়তা
৩৯. বাংলাদেশে সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা সৃষ্টির কারণ কী?
ক. দক্ষ সমাজকর্মী না থাকা         খ. অর্থের সুষম প্রবাহ না থাকা
● আমলাতান্ত্রিক জটিলতা           ঘ. সামাজিক অস্থিরতা
৪০. বাংলাদেশে সমাজকর্ম পেশার বিকাশ ব্যাহত হচ্ছে কেন?
● পেশাগত সংগঠন না থাকার কারণে       খ. উপযুক্ত  শিক্ষাব্যবস্থার অভাবে
গ. শিক্ষার্থীর অভাবে                            ঘ. সরকারি অনুদানের অভাবে
৪১. পেশাদার সমাজকর্মীদের কাজকর্ম সমাজের মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয় না কেন?
ক. পেশাগত মূল্যবোধের কারণে            খ. পেশাগত ঝুঁকির কারণে
● পেশার স্বীকৃতি না থাকার কারণে         ঘ. পেশাগত নীতির কারণে
৪২. বেসরকারি সমাজকল্যাণমূলক সংস্থা কীভাবে সমাজকর্ম পেশা বিকাশে বাধা সৃষ্টি করছে?
● ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে কাজ করে
খ. পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ না করে।
গ. পেশাগত মূল্যবোধ অনুশীলন না করে
ঘ. দায়িত্বহীনভাবে কাজ করে
৪৩. সমাজকর্মকে একটি জনপ্রিয় পেশা হিসেবে তৈরির মাধ্যম কোনটি?
ক. স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি
● সমাজকর্মের প্রয়োগ উপযোগিতা তুলে ধরা
গ. মূল্যবোধের সঠিক অনুশীলন করা
ঘ. সমাজকর্মী তৈরি করা
৪৪. কত সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজকর্ম পাঠের অনুমতি দেওয়া হয়?
ক. ১৯৬২            ● ১৯৬৪
গ. ১৯৬৩            ঘ. ১৯৬০
৪৫. বাংলাদেশে সমাজকর্ম পেশা হিসেবে মর্যাদা পেতে কোন বৈশিষ্ট্যটির ঘাটতি রয়েছে?
ক. সমাজকর্ম শিক্ষার প্রসারের অভাব
খ. সমাজকর্মীদের দক্ষতা ও যোগ্যতার অভাব
গ. সমাজকর্মের জনকল্যাণমুখীর অভাব
● সমাজকর্মে পেশার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই
৪৬. সমাজকর্ম শিক্ষার ওপর মানুষের নেতিবাচক মনোভাবের কারণ কী?
● অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ না থাকা
খ. সামাজিক সম্মান প্রাপ্তির সুযোগ না থাকা
গ. অর্থ উপার্জনের সুযোগ না থাকা
ঘ. অধিক শ্রমের পেশা হওয়া
৪৭. সমাজকর্ম পেশায় সমাজকর্মীদের মূল্যায়ন করার সুযোগ পাচ্ছে না—
i. পেশাগত অপ্রতুলতার অভাব
ii. পেশাগত সংগঠনের অভাব
iii. আর্থ-সামাজিকতার পরিবেশের অভাব
নিচের কোনটি সঠিক
ক. i ও ii              খ. i ও iii
● ii ও iii             ঘ. i, ii ও iii
৪৮. সমাজের মানুষ সমাজকর্মীদের মূল্যায়ন না করার কারণ—
i. পেশাগত সংগঠনের অভাব
ii. রাজনৈতিক স্থিতিশীলতার অভাব
iii. পেশাগত অপ্রতুলতার অভাব
নিচের কোনটি সঠিক
ক. i ও ii             খ. ii ও iii
● i ও iii             ঘ. i, ii ও iii
৪৯. পেশাগত সংগঠনের প্রয়োজনীয়তা হলো—
i. পেশার মানোন্নয়নের জন্য
ii. কর্মীদের স্বার্থ সংরক্ষণের জন্য
iii. পেশার নৈতিক মানদণ্ড নির্ধারণের জন্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii            খ. i ও iii
গ. ii ও iii          ● i, ii ও iii
৫০. সাহায্যকারী পেশা বলতে বোঝায় –
i. সমস্যা সমাধানে উপায় উদ্ভাবন করা
ii. সমস্যা সমাধানে সাহায্যাথীকে সক্ষম করে তোলা
iii. সাহায্যাথীকে সমস্যা বিশ্লেষণে কৌশলগত সহায়তা করা
নিচের কোনটি সঠিক
ক. i              খ. ii
গ. i ও ii        ● i, ii ও iii
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url