এইচ.এস.সি সমাজবিজ্ঞান ২য় পত্র MCQ প্রশ্নের সাজেশন ১০০% কমন || SomajBiggan 2nd patra MCQ prasner sajesan 100% Common
১ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. ‘আকবরনামা’ গ্রন্থের লেখক কে?
ক. সম্রাট আকবর ● আবুল ফজল
গ. রাজা রামমোহন রায় ঘ. আল-বেরুনী
২. বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
ক. অজিত কুমার সেন ● এ কে নাজমুল করিম
গ. রাধাকমল মুখার্জী ঘ. লেভি স্ট্রস
৩. ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ’ বইটির রচয়িতা কে?
● ড. এ কে নাজমুল করিম খ. অধ্যাপক আফসার উদ্দিন
গ. অধ্যাপক ফজলুর রশিদ হক ঘ. ড. রংগলাল সেন
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৮ সালে ● ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে ঘ. ১৯৬০ সালে
৫. বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ হলো—
i. বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য
ii. বাংলাদেশের পরিবার, বিবাহ ও সামাজিক সমস্যা সম্পর্কে জানার জন্য
iii. বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে জানার জন্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান-
i. কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে
ii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক
iii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করেঅর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কোন ভারতীয় সমাজবিজ্ঞানীর রচনা?
ক. সম্রাট আকবর ● আবুল ফজল
গ. রাজা রামমোহন রায় ঘ. আল-বেরুনী
৮. কখন থেকে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়?
ক. নবম শতকের প্রথমদিকে ● অষ্টম শতকের মাঝামাঝি
গ. সপ্তম শতকের শেষদিকে ঘ. ষষ্ঠ শতকের মাঝামাঝি
৯. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার?
ক. সম্রাট আকবর ● কৌটিল্য
গ. রাজা রামমোহন রায় ঘ. আল-বেরুনী
১০. বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের ‘স্বর্গস্বরূপ’ বলে মন্তব্য করেন কে?
● ক্লদ লেডি স্ট্রস খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম ঘ. ড. পেরি বেসেইনী
১১. ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তার ইতিহাস কত বছরের পুরানো?
ক. প্রায় এক হাজার বছর ● প্রায় দুই হাজার বছর
গ. প্রায় তিন হাজার বছর ঘ. প্রায় চার হাজার বছর
১২. বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
● UNESCO খ. ILO
গ. UNICEF ঘ. WHO
১৩. গুপ্ত যুগের রচনা কোনটি?
● কামসূত্র খ. অর্থশাস্ত্র
গ. বেদ-সহিংতা ঘ. বেতাল পঞ্চবিংশতি
১৪. দেশের সামাজিক উন্নয়নে কোনটি বেশি প্রয়োজন?
● সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়
খ. সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি
গ. বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়
ঘ. পল্লী জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন
১৫. বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠার সাথে সরাসরি কোন নামটি জড়িত?
● ক্লদ লেডি স্ট্রস খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম ঘ. ড. পেরি বেসেইনী
১৬. সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসংবদ্ধ চিন্তাভাবনা কাদের দ্বারা সূচিত হয়?
ক. সক্রেটিস ও প্লেটো ● প্লেটো ও এরিস্টটল
গ. প্লেটো ও ম্যাকাইভার ঘ. এরিস্টটল ও ম্যাকাইভার
১৭. ‘Analysis of moral conscious’ গ্রন্থটি কে লিখেছেন?
ক. অজিত কুমার সেন খ. অধ্যাপক গানার
● জি এইচ ল্যাংগলী ঘ. রংগলাল সেন
১৮. অধ্যাপক এ. কে. নাজমুল করিমের প্রথম ও বিখ্যাত গ্রন্থ কোনটি?
ক. Positiue Philosophy
খ. Social Philosophy
গ. The Dynamics of Bangladesh Society
● Changing Society in India Pakistan and Bangladesh
১৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হওয়ার পূর্বে সমাজবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল?
ক. অর্থনীতি খ. ইতিহাস
● রাষ্ট্রবিজ্ঞান ঘ. সমাজকল্যাণ
২০. কত সালে অধ্যাপক নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব গ্রহণ করেন?
● ১৯৫৮ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে ঘ. ১৯৬০ সালে
২১. সমাজে মানুষের সামগ্রিক জীবন প্রণালি নিয়ে আলোচনা করে কোন বিষয়টি?
ক. নৃবিজ্ঞান ● সমাজবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান ঘ. জনবিজ্ঞান
২২. মানুষের চিন্তা জগতে আলোড়ন সৃষ্টির ক্ষেত্রে অধিক উপযোগী কোনটি?
ক. ফরাসি বিপ্লব খ. শিল্প বিপ্লব
● ফরাসি ও শিল্পবিপ্লব ঘ. রূশ বিপ্লব
২৩. ‘The Division of Labour’ গ্রন্থটির রচয়িতা কে?
● Durkhelim খ. Marx
গ. Comte ঘ. Weber
২৪. সুনীল যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেখানে ১৯৯২ সালে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। সুনীল কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে?
ক. খুলনা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
● শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৫. সামাজিক বিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
● মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান খ. সমস্যার সমাধানকেন্দ্রিক বিজ্ঞান
গ. বাস্তবতার বিজ্ঞান ঘ. প্রাকৃতিক বিজ্ঞান
২৬. ‘Society’ গ্রন্থের কে?
● ম্যাকাইভার ও পেজ খ. গিলিন ও গেলিন
গ. ডেভিড পপোনো ঘ. এরিস্টটল
২৭. ‘মানুষ স্বভাবতই সামাজিক জীব’ — কে বলেছেন?
ক. প্লেটো ● এরিস্টটল
গ. সক্রেটিস ঘ. ম্যাক্স ওয়েবার
২৮. বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার অগ্রপথিক কে?
ক. ক্লদ লেডি স্ট্রস খ. ড. অনুপম সেন
● এ কে নাজমুল করিম ঘ. ড. পেরি বেসেইনী
২৯. সমাজবিজ্ঞানকে ‘মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান’ বলার যৌক্তিকতা কী?
ক. সমস্যার প্রকৃতি নির্ধারণে নিরপেক্ষতার প্রয়োজন হয় বলে
খ. উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বস্তুনিষ্ঠতার বিকল্প নেই বলে
● অন্যান্য বিষয়ের তুলনায় প্রায়োগিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায়
ঘ. মানুষের মূল্যবোধ ও মানবতাবোধ নিয়ে কাজ করায়
৩০. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ চালু হয়?
● ১৯৭০ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে ঘ. ১৯৬০ সালে
৩১. খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রথম প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন?
● সেলিনা আহমেদ খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম ঘ. হাসিবুল হাসান
৩২. ১৯৫৭ সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের অন্তর্ভুক্ত কোর্স হিসেবে সমাজবিজ্ঞান বিষয় পড়ানো হতো?
● রাষ্ট্রবিজ্ঞান বিভাগ খ. অর্থনীতি বিভাগ
গ. ইতিহাস বিভাগ ঘ. ভূগোল বিভাগ
৩৩. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়?
ক. ১৯৭০ সালে ● ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে ঘ. ১৯৬০ সালে
৩৪. অগাস্ট কোঁৎ কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন?
ক. যুক্তরাষ্ট্র ● ফ্রান্স
গ. ভারত ঘ. ইতালি
৩৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
● ফজলুর রশিদ খান খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম ঘ. হাসিবুল হাসান
৩৬. ব্যাপক অর্থে সমাজের যথার্থ বৈশিষ্ট্য কোনটি?
ক. কিছুসংখ্যক মানুষের সংঘবদ্ধতা
খ. সহযোগিতা ও দ্বন্দ্বের বহিস্থরূপ
● মানুষের সকল ধরনের সম্পর্ক
ঘ. পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক আচরণ
৩৭. Positive Philosophy গ্রন্থটির কোন খণ্ডে Sociology শব্দটির উৎপত্তি হয়?
ক. ৩য় খণ্ডে খ. ৪র্থ খণ্ডে
গ. ৫ম খণ্ডে ● ৬ষ্ঠ খণ্ডে
৩৮. ডব্লিউ ডব্লিউ হান্টারের লিখিত গ্রন্থের নাম কী?
ক. Positive Philosophy খ. Sociology
● Imperial Gazetteer ঘ. Bengal History
৩৯. ব্যক্তিত্ব গঠন ও বিকাশে যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন কে?
● সিগমন্ড ফ্রয়েড খ. ডারউইন
গ. লর্ড উইলিয়াম ঘ. অগাস্ট কোঁৎ
৪০. কোন যুগে মানব জ্ঞান ছিল প্রধানত কল্পনাশ্রয়ী?
ক. প্রাচীন ও আধুনিক যুগে ● প্রাচীন ও মধ্যযুগে
গ. মধ্য ও আধুনিক যুগে ঘ. মধ্যযুগে
৪১. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে একটি স্বতন্ত্র বিভাগের মর্যাদা পায়।
ক. ১৯৭০ সালে ● ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে ঘ. ১৯৬০ সালে
৪২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
● ড. পেরি বেসাইনী খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম ঘ. হাসিবুল হাসান
৪৩. সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হলো-
i. ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক
ii. সমাজের শ্রেণিবিন্যাস, শ্রেণিগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক
iii. সমাজের কল্যাণ ও কৃষি উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন-
i. সামাজিক সমস্যা দূর করতে
ii. সমাজ সংস্কার করতে
iii. সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞানলাভ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৪৫. ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাঙালি বুদ্ধিজীবীরা অনুপ্রাণীত হন—
i. অগাস্ট কোঁতের ধ্যান-ধারণা দ্বারা
ii. বেহামের ধ্যান-ধারণা দ্বারা
iii. লেভি-স্ট্রসের ধ্যান-ধারণা দ্বারা
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন মানুষ সমাজের-
i. আত্মসচেতন মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়
ii. শ্রেণি সচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়
iii. উচ্ছ্বল জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. যা মানুষকে তার আদিম প্রকৃতি ও সমাজব্যবস্থা থেকে উত্তরণ করেছে-
ক. পৌরনীতি ● সমাজবিজ্ঞান
গ. অর্থনীতি ঘ. ইতিহাস
৪৮. বর্তমানে সমাজবিজ্ঞান বিষয় চালু আছে—
i. জাতীয় বিশ্ববিদ্যালয়ে
ii. প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে
iii. পাবলিক বিশ্ববিদ্যালয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৪৯. বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয় অনস্বীকার্য; কেননা এটি-
i. আর্থ-সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সাহায্য করে
ii. আর্থ-সামাজিক নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের জন্য উপযুক্ত দিক নির্দেশনা প্রদান করে
iii. ব্যবহারিক বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু হলো-
i. সমাজকাঠামো
ii. পারস্পরিক সম্পর্ক
ii. রাজনৈতিক কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২য় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. Culture শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
ক. জোনস খ. ই.বি. টেইলর
গ. ম্যাকাইভার ● ফ্রান্সিস বেকন
২. নিম্নের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ?
ক. বৈসাবী উৎসব খ. বইমেলা
● নবান্ন উৎসব ঘ. বৃক্ষমেলা
৩. নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ?
ক. ভাষা-সাহিত্য ● প্রযুক্তিগত আবিষ্কার
গ. বিজ্ঞান ঘ. শিল্পকলা
৪. নিচের কোনটি সংস্কৃতির উপসংস্কৃতির বহির্ভূত?
ক. বেদে ● হিপ্পি
গ. হিজড়া ঘ. বাঙালি
৫. বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ হলো—
i. গ্রামীণ সংস্কৃতি
ii. বস্তুগত ও অবস্থগত সংস্কৃতি
iii. নগর সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬নং প্রশ্নের উত্তর দাও:
কাটাখালী গ্রামের কৃষকরা ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ, সেচ, বীজবপন, ফসলকর্তন ইত্যাদি কার্যসম্পাদন করে। এতে কৃষিফলন যেমন বেড়েছে তেমনি সময় ও শ্রমের সাশ্রয় হয়। কিন্তু যন্ত্র একবার বিকল হলে মেরামতের জন্য পর্যাপ্ত কারিগর নেই বলে কৃষিকাজ বিঘ্নিত হয়।
৬. উদ্দীপকের সমস্যাটি নিচের কোন প্রত্যয়ের মাধ্যমে ব্যাখ্যা করা যায়?
ক. সংস্কৃতির পরিবর্তন ● সংস্কৃতির ব্যবধান
গ. কৃষির আধুনিকায়ন ঘ. প্রযুক্তির উন্নয়ন
৭. কার মতে, সাংস্কৃতির স্বাধীন নিকটি নির্ভরশীল দিকটিকে পেছনে ফেলে দেয়?
ক. শেফার খ. স্পেনসার
● অগবার্ন ঘ. ডুর্খেইম
৮. নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ?
ক. ভাষা ও সাহিত্য খ. বিজ্ঞান
● প্রযুক্তির আবিষ্কার ঘ. শিল্পকলা
৯. কে সংস্কৃতির ব্যবধান বোঝাতে গিয়ে উন্নয়নশীল দেশে বস্তুগত- অবস্তুগত বিষয়কে টেনে এনেছেন?
ক. শেফার খ. স্পেনসার
● অগবার্ন ঘ. ডুর্খেইম
১০. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
ক. বিবাহ খ. ধর্ম
গ. জাতি সম্পর্ক ● পরিবার
১১. Culture শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. গ্রিক শব্দ Calore থেকে
খ. রোমান শব্দ Colere থেকে
গ. ল্যাটিন শব্দ Calere থেকে
● ল্যাটিন শব্দ Colere থেকে
১২. উৎপাদন কৌশল কোন ধরনের সংস্কৃতি-
ক. গ্রামীণ খ. বস্তুগত
গ. নগর ● অবস্তুগত
১৩. ‘Social Change’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. শেফার খ. স্পেনসার
● ডব্লিউ এফ অগবার্ন ঘ. ডুর্খেইম
১৪. সংস্কৃতির ক্ষেত্রে কোনটি সঠিক?
● শিখতে হয় খ. বিরোধমূলক
গ. চাপিয়ে দেওয়া ঘ. ব্যবসার সাথে সম্পৃক্ত
১৫. বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি –
ক. দ্রুতগতিসম্পন্ন ● ধীরগতিসম্পন্ন
গ. মন্থর গতিসম্পন্ন ঘ. মাঝারি গতিসম্পন্ন
১৬. কোনটি নগর সংস্কৃতির বৈশিষ্ট্য?
ক. কুসংস্কার খ. ধর্মানুরাগী
● নারী স্বাধীনতা ঘ. ক্লাব
১৭. জাতীয় জীবনে সাংস্কৃতিক ঐতিহ্য নির্মাণে কোনটির গুরুত্ব অপরিসীম?
ক. হালখাতা খ. নবান্ন উৎসব
● খেলাধুলা ঘ. মেলা
১৮. কোনটি সামাজিক সংহতি সংরক্ষণে সহায়তা করে?
ক. সংস্কৃতি খ. লোকাচার
● লোকরীতি ঘ. মূল্যবোধ
১৯. ‘মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হলো সংস্কৃতি’ -উক্তিটি কার?
ক. শেফার খ. স্পেনসার
● জোন্সের ঘ. ডুর্খেইম
২০. “Culture is what we are and Civilization is what we use” সংজ্ঞটি কে প্রদান করেছেন?
ক. শেফার খ. স্পেনসার
● আর. এম. ম্যাকাইভার ঘ. ট্যালকট পারসন্স
২১. সংস্কৃতি বলতে প্রকৃত অর্থে কী বোঝায়?
ক. মানুষের মনোভাব খ. মানুষের মূল্যবোধ
● মানুষের জীবন প্রণালী ঘ. মানুষের ধারণা
২২. সমাজের প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাস, মূল্যবোধকে একত্রে বলা হয়-
● সংস্কৃতি খ. সভ্যতা
গ. সামাজিক রীতি নীতি ঘ. সামাজিক আইন
২৩. চিত্তবিনোদন মানুষের কোন ধরনের চাহিদা?
ক. সাংস্কৃতিক খ. দৈহিক
গ. পারিবারিক ● মানসিক
২৪. কোনটি নগর সংস্কৃতির বৈশিষ্ট্য?
● চা পান করা খ. সকালে ফিরনি খাওয়া
গ. কফি পান করা ঘ. উৎসবে মদ খাওয়া
২৫. আদিম সাম্যবাদী সমাজে উৎপাদনশক্তি বৃদ্ধির ফলে কোন প্রথার প্রচলন ঘটে?
ক. ধর্মীয় প্রথা খ. বিনিময় প্রথা
● দাস প্রথা ঘ. সামন্ত প্রথা
২৬. কার্ল মার্কসের মতে, কোনটি প্রথম শ্রেণিনির্ভর শোষণমূলক সমাজ?
ক. ধর্মীয় প্রথা খ. বিনিময় প্রথা
● দাস প্রথা ঘ. সামন্ত প্রথা
২৭. সংস্কৃতির স্বাক্ষর বহন করে কোনটি?
ক. প্রথাগত সংস্কৃতি খ. বস্তুগত সংস্কৃতি
গ. অবস্থগত সংস্কৃতি ● ঐতিহ্যগত সংস্কৃতি
২৮. বহির্বিশ্বে একটি স্বাতন্ত্র্য জাতি হিসেবে পরিচিত করে তোলে কোনটি?
● সংস্কৃতি খ. লোকাচার
গ. লোকরীতি ঘ. মূল্যবোধ
২৯. ‘সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া’— কার মত?
ক. টেইলর খ. কান্ট
● ম্যাথিউ আরনল্ড ঘ. ম্যাকাইভার
৩০. মানুষ সংস্কৃতির পরিবর্তন করে কেন?
ক. উন্নত জীবন যাপনের জন্য খ. অর্থনৈতিক স্বাধীনতার জন্য
● সমাজের গতিশীলতার জন্য ঘ. জ্ঞানার্জনের জন্য
৩১. ‘সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, নীতি-প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই সংস্কৃতি।’ -সংজ্ঞাটি কার?
● টেইলর খ. কান্ট
গ. ম্যাথিউ আরনল্ড ঘ. ম্যাকাইভার
৩২. গ্রাম্য সংস্কৃতির কোন উপাদানটি বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত করেছে?
ক. পেশা খ. ধর্ম
● রাজনীতি ঘ. পরিবার
৩৩. কোনটি গ্রামীণ সংস্কৃতি বহির্ভূত?
ক. রক্ষণশীলতা খ. গতানুগতিকতা
গ. পরিবর্তনশীলতা ● ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ
৩৪. লোক সাহিত্যের উপাদান নয় কোনটি?
ক. গল্প খ. গান
● উপন্যাস ঘ. খনার বচন
৩৫. সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি কে প্রদান করেন?
ক. শেফার খ. স্পেনসার
● অগবার্ন ঘ. ডুর্খেইম
৩৬. বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধানের কারণে কোনটি হচ্ছে?
● উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে
খ. শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে
গ. শিল্পায়নের গতি তরান্বিত হচ্ছে
ঘ. নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে
৩৭. বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে বলে –
ক. জীবাশ্মতত্ত্ব ● প্রত্নতত্ত্ব
গ. গবেষণাতত্ত্ব ঘ. সমাজতত্ত্ব
৩৮. ‘Fundamental Sociology’ গ্রন্থটির লেখক কে?
ক. শেফার খ. স্পেনসার
● পি.জিসবার্ট ঘ. ডুর্খেইম
৩৯. সংস্কৃতি ধ্বংস করা যায় না কেন?
ক. এগুলো কঠিন বলে খ. এগুলো মূর্ত বলে
● এগুলো বিমূর্ত বলে ঘ. এগুলো বাহ্যিক উপাদান দ্বারা তৈরি বলে
৪০. ‘Social Structure of Values’ গ্রন্থের লেখক কে?
ক. অধ্যাপক যদুনাথ সরকার
খ. অধ্যাপক হরিদাস ভট্টাচার্য
গ. অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার
● অধ্যাপক রাধাকমল মুখার্জী
৪১. মানুষের চিন্তা-ভাবনা, কল্পনা, আচার-আচরণ, অভ্যাস ও বিশ্বাস ইত্যাদিকে বোঝানোর জন্য কোন প্রত্যয়টি ব্যবহার করা হয়?
● সংস্কৃতি খ. লোকাচার
গ. লোকরীতি ঘ. মূল্যবোধ
৪২. সংস্কৃতি কী?
● জীবন ধারণ পদ্ধতি খ. অভিযোজন পদ্ধতি
গ. শ্রেণি মর্যাদা ঘ. সামাজিক মূল্যবোধ
৪৩. উপাদানের ভিত্তিতে সংস্কৃতি কয়ভাগে বিভক্ত?
● দুইভাগে খ. চারভাগে
গ. তিনভাগে ঘ. পাঁচভাগে
৪৪. ‘Culture’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
● Colere খ. Cultare
গ. Culturer ঘ. Coleur
৪৫. ‘Colere’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি খ. ফরাসি
● ল্যাটিন ঘ. গ্রিক
৪৬. ‘Colere শব্দটির অর্থ কী?
● চাষ খ. সভ্যতা
গ. প্রগতি ঘ. উন্নতি
৪৭. প্রকৃত অর্থে সংস্কৃতি কোনটি?
● মানুষের জীবনপ্রণালি খ. মানুষের নৈতিকতা
গ. মানুষের মূল্যবোধ ঘ. ধর্মীয় বিধি বিধান
৪৮. বাংলাদেশে কোন ধরনের সংস্কৃতি বিদ্যমান রয়েছে?
● মিশ্র খ. গ্রামীণ
গ. শিল্প ঘ. শহুরে
৪৯. কোনটি বাংলাদেশের সংস্কৃতিতে বিরাট অংশ জুড়ে রয়েছে?
ক. বিদেশি সংস্কৃতি খ. মানবিক মূল্যবোধ
● ধর্মীয় অনুভূতি ঘ. রীতিনীতি
৫০. পীর-দরবেশ, মাজার, মারফতি, গাজীর গান- এগুলো কোন ধরনের উপাদান?
ক. প্রাচীন খ. শহুরে
গ. গ্রামীণ ● আধ্যাত্মিক
৩য় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১ . পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রাই-
ক. অষ্টম শতাব্দীর খ. পঞ্চদশ শতাব্দীর
গ. ত্রয়োদশ শতাব্দীর ● ষোড়শ শতাব্দীর
২. নব্যপ্রস্তর যুগ বা নবোপলীয় যুগের সূচনা হয় কত খ্রিষ্ট পূর্বে?
ক. ৪,০০০ অব্দে খ. ৬,০০০ অব্দে
গ. ৫,০০০ অব্দে ● ৭,০০০ অব্দে
৩. নিচের কোনটি ময়নামতির প্রত্ন নিদর্শন?
ক. সত্যপীর ভিটা খ. গোদিডিটা
● কোটিলামুয়া ঘ. গোবিন্দভিটা
৪. সিন্ধু সভ্যতার সড়কবাতি, রাস্তাঘাটের বৈশিষ্ট্য প্রমাণ করে, এখানে ছিল—
ক. শক্তিশালী কেন্দ্রীয় শাসন ● পর্যাপ্ত নাগরিক সুবিধা
গ. বিভিন্ন শ্রেণির অস্তিত্ব ঘ. আধুনিক স্থাপত্যের সমাহার
৫. বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে?
ক. রাজশাহী খ. বগুড়া
● নরসিংদী ঘ. কুমিল্লা
৬. পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ নিদর্শন কোনটি?
● গন্ধেশ্বরীর মন্দির খ. পরশুরামের প্রাসাদ
গ. বৈরাগীর ভিটা ঘ. আনন্দ বিহার
৭. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
ক. নিয়ানডারথাল খ. হাইডেলবার্গ
গ. পিকিং ● ক্রোম্যাগনন
৮. নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো—
i. পর্যাপ্ত খাদ্য উৎপাদন ব্যবস্থা
ii. আগুনের বহুমুখী ব্যবহার
iii. বিনিময় প্রথার উদ্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
শীতের ছুটিতে অপু তার বন্ধু-বান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ী অঞ্চলে বেড়াতে যায়। সেখানে খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল।
৯. উদ্দীপকে অপুর বেড়াতে যাওয়া সভ্যতাটি পাঠ্যপুস্তকের কোন সভ্যতাকে ইঙ্গিত করে?
ক. মহাস্থানগড় খ. পাহাড়পুর
গ. উয়ারি-বটেশ্বর ● ময়নামতি
১০. উক্ত সভ্যতাটির ঐতিহাসিক গুরুত্ব হলো—
i. এ যুগের সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম দ্বারা প্রভাবিত
ii. ধ্বংসাবশেষ-এ মন্দির ও বিহারই বেশি ছিল
iii. স্থানীয় নৃপতিরা মন্দির তৈরিতে অবদান রেখেছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
মিতুল ও তার বন্ধুরা বান্দরবান বেড়াতে গিয়ে এমন একটি জনগোষ্ঠীর খোঁজ পায় যারা মাত্র কয়েক বছর আগে শিকারী জীবন পরিত্যাগ করে খাদ্য উৎপাদন করতে শিখেছে। এরপর দ্রুতই বদলে যায় তাদের জীবনধারা ও সংস্কৃতি। স্থায়ী বসবাস, উৎপাদিত পণ্যের আদান-প্রদান এবং অবসর সময়ের যথার্থ ব্যবহার করে তারা সমাজে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে।
১১. উদ্দীপকের জনগোষ্ঠীর জীবনধারার সাথে কোন প্রত্নতাত্ত্বিক যুগের সাদৃশ্য রয়েছে?
ক. পুরাতন প্রস্তর খ. ব্রোঞ্জ
● নব্যপ্রস্তর ঘ. লৌহ
১২. উদ্দীপকে বর্ণিত সমাজে বৈপ্লবিক পরিবর্তনের মূল নিয়ামক কোনটি?
ক. ব্যবসা-বাণিজ্যের প্রসার খ. যাযাবর জীবনের অবসান
● প্রচুর অবসর সময় ঘ. কৃষির সূচনা
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
তমা একটি প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে গিয়ে দেখে মন্দিরের দেয়ালে প্রায় দুই হাজার চিত্রফলক সেঁটে আছে। ফলকে নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায়- যেমন: ধর্মীয় বিভিন্ন দেব-দেবীর চিত্র, কলসী কাঁখে গ্রাম্য বধু, সন্তান কোলে জননী, লাঙল কাঁধে কৃষক ইত্যাদি।
১৩. উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে?
ক. মহাস্থানগড় ● পাহাড়পুর
গ. উয়ারি-বটেশ্বর ঘ. ময়নামতি
১৪. উদ্দীপকের ফলকগুলোর মাধ্যমে কীসের চিত্র ফুটে ওঠে?
i. গ্রামের মানুষের জীবনযাপন ব্যবস্থা
ii. বিভিন্ন পেশার অভিজ্ঞতা
iii. ধর্মীয় সম্প্রীতি
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
রিয়াজ সাহেব উপমহাদেশের একটি নগরে বেড়াতে গিয়ে দেখলেন সেখানকার রাস্তাগুলো বেশ প্রশস্ত, ভবনগুলো পোড়ানো শক্ত ইটের তৈরি। সেখানে পরিবেশসম্মত গোসলখানা ও পয়ঃপ্রণালি ব্যবস্থা এবং নির্দিষ্ট ব্যবধানে ল্যাম্প পোস্টের ব্যবস্থা আছে। সেখানে বড় বড় প্রাসাদের পাশাপাশি মাঝারি ও ছোট আকারের আবাসিক ভবনও বিদ্যমান আছে।
১৫. উদ্দীপকের রিয়াজ সাহেবের বর্ণিত শহরটি কোন সভ্যতার নিদর্শনকে ইঙ্গিত করে?
● সিন্ধু খ. মহাস্থানগড়
গ. উয়ারি-বটেশ্বর ঘ. পাহাড়পুর
১৬. উদ্দীপকের শহরটির বড় প্রাসাদ ও ছোট ভবনগুলো প্রমাণ করে যে নগরটিতে-
i. পৌরসভার অস্তিত্ব ছিল ছিল
ii. প্রশাসন ব্যবস্থা ছিল
iii. সামাজিক স্তরবিন্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
যোগাযোগ ব্যবস্থার উন্নতির মূলে ঢাকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যা পৃথিবীতে একটি নির্দিষ্ট যুগে উদ্ভাবিত হয়। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, ব্যবসা বাণিজ্যে প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
১৭. উদ্দীপকে চাকার আবির্ভাব কোন যুগকে নির্দেশ করে?
ক. নব্য প্রস্তর ● লৌহ
গ. তাম্র ঘ. প্রাচীন
১৮. উদ্দীপকের যুগটির বৈশিষ্ট্য হলো—
i. লেখার আবিষ্কার
ii. আগুনের ব্যবহার
iii. খাদ্য উৎপাদন অর্থনীতির উদ্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
১৯. মধ্যপ্রাচ্যে লৌহ যুগ প্রচলিত হয় কত খ্রিস্টপূর্ব অব্দে?
ক. ১০০০ ● ১৫০০
গ. ৩০০০ ঘ. ৫০০০
২০. আনন্দমুড়া কোথায় অবস্থিত?
ক. মহাস্থানগড় খ. পাহাড়পুর
গ. উয়ারি-বটেশ্বর ● ময়নামতি
২১. লৌহ যুগের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. কারিগরি ও ব্যবসায় বাণিজ্যের প্রসার
● নগর সভ্যতার উদ্ভব
গ. কৃষির উদ্ভ
ঘ. পরিবারের উৎপত্তি
২২. মানবসভ্যতার বিকাশে কৃষির মতো গুরুত্বপূর্ণ আরেকটি পদক্ষেপ কী ছিল?
ক. বাড়িঘর নির্মাণ খ. যন্ত্র আবিষ্কার
গ. আগুনের আবি ● পশুপালন
২৩. শালবন বিহার কী?
● বৌদ্ধ মন্দির খ. পোড়ামাটির ফলক
গ. শাল বাগান ঘ. প্রস্তর মূর্তি
২৪. নবোপলীয় যুগকে ‘বিপ্লব’ বলেছেন কে?
ক. ম্যাকাইভার ● গর্ডন চাইল্ড
গ. টয়েনবি ঘ. রবার্টসন
২৫. যাযাবর জীবনের পরিসমাপ্তি ও স্থায়ী মানববসতি শুরু হয় কোন যুগে?
ক. প্রাচীন প্রস্তর যুগ খ. তাম্র যুগ
● নব্য প্রস্তর যুগ ঘ. ব্রোঞ্জ যুগ
২৬. লিখিত ভাষার প্রথম উদ্ভব হয়েছিল কোন যুগে?
ক. প্রাচীন প্রস্তর যুগে খ. তাম্র যুগে
● লৌহ যুগে ঘ. ব্রোঞ্জ যুগে
২৭. প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য কী?
ক. জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা
● প্রাচীনকালের মানুষের ইতিবৃত্ত খুঁজে বের করা
গ. নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা
ঘ. মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া
২৮. পাহাড়পুর বিহারটি সর্বপ্রথম কার নজরে আসে?
ক. বেসমাকোট ● বুকানন হ্যামিল্টন
গ. আলেকজান্ডার ক্যানিংহাম ঘ. ইবনে বতুতা
২৯. বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে কী বলে?
ক. জীবাশ্মতত্ত্ব খ. সমাজতত্ত্ব
● প্রত্নতত্ত্ব ঘ. গবেষণাতত্ত্ব
৩০. এশিয়া মাইনরে প্রথম লৌহের ব্যবহার শুরু করে —
ক. আগরীয়রা খ. আরবীয়রা
● হিট্টাইটরা ● নিয়ানডারথালরা
৩১. মহাস্থানগড়ে কোন ধর্মের সংস্কৃতি ও সভ্যতার নিদর্শন লক্ষ্য করা যায়?
ক. হিন্দু ● হিন্দু ও বৌদ্ধ
গ. হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ঘ. বৌদ্ধ ও মুসলিম
৩২. ময়নামতিতে আবিষ্কৃত মুদ্রাগুলো কীসের তৈরি ছিল?
ক. স্বর্ণ ও লোহা ● স্বর্ণ ও রৌপ্য
গ. রৌপ্য ও তামা ঘ. তামা ও ব্রোঞ্জ
৩৩. চাকা আবিষ্কারের ফলে—
ক. মানুষের শিক্ষা বেড়ে যায় খ. পরিবারের উৎপত্তি হয়
● পরিবহন বেড়ে যায় ঘ. বিনিময় প্রথার চালু হয়
৩৪. কোনটি ভারতীয় উপমহাদেশে অবস্থিত সবচেয়ে বড় বৌদ্ধ বিহার?
ক. আনন্দ বিহার ● সোমপুর বিহার
গ. শালবন বিহার ঘ. জৈন বিহার
৩৫. কোনটি আবিষ্কারের ফলে ব্রোঞ্জযুগের অবসান ঘটে?
ক. তামা ● লোহা
গ. সোনা ঘ. রোপা
৩৬. আনন্দ বিহার কোন দেশে অবস্থিত?
● বাংলাদেশ খ. নেপাল
গ. ভারত ঘ. শ্রীলঙ্কা
৩৭. কোনটির মূল পঠিতব্য বিষয় প্রাচীন মানুষের ব্যবহৃত উদ্ধারকৃত জিনিসপত্র?
ক. সমাজবিজ্ঞান ● প্রত্নতত্ত্ব
গ. ইতিহাস ঘ. নৃবিজ্ঞান
৩৮. পাথরের বল্লম কোন সময়কালকে নির্দেশ করে?
ক. মধ্য পাথরের যুগ ● উচ্চ পাথরের যুগ
গ. নতুন পাথরের যুগ ঘ. লৌহ যুগ
৩৯. সিন্ধু সমাজে কয় ধরনের বর্ণভিত্তিক শ্রেণি চোখে পড়ে?
ক. দুই ধরনের খ. তিন ধরনের
● চার ধরনের ঘ. পাঁচ ধরনের
৪০. আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় কোন যুগকে?
ক. তাম্র খ. প্রস্তর
● লৌহ ঘ. ব্রোঞ্জ
৪১. প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানীর মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. বিখ্যাত মানুষদের চিত্রাঙ্কন ● মানুষের বিচিত্র জীবনধারার চিত্রাঙ্কন
গ. রাজনীতির বিবরণ দেওয়া ঘ. ধর্মীয় জীবনধারার ব্যাখ্যা দান
৪২. প্রত্নতত্ত্ববিদগণ প্রাচীন সমাজকে কত ভাগে ভাগ করেছেন?
ক. দুই ভাগে ● তিন ভাগে
গ. পাঁচ ভাগে ঘ. চার ভাগে
৪৩. মধ্য প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কোনটি?
ক. হেইডেলবার্গ মানব খ. জাভা মানব
● নিয়ানডারথাল ঘ. ক্রোমাগনন
৪৪. উয়ারি-বটেশ্বরে আবিষ্কৃত ‘গর্ত-বসতি’ কী কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা যায়?
ক. দুর্যোগে আশ্রয় নিতে ● শস্য সংরক্ষণে
গ. কোষাগার হিসেবে ঘ. অপরাধীদের বন্দী করতে
৪৫. জাভা মানব কোন যুগের বাসিন্দা ছিল?
● প্রাচীন প্রস্তর যুগ খ. তাম্র যুগ
গ. নব্য প্রস্তর যুগ ঘ. ব্রোঞ্জ যুগ
৪৬. সামন্ত প্রভুরা কোন ক্ষেত্রে ব্রোঞ্জ নির্মিত অস্ত্র ব্যবহার করত?
ক. কৃষিক্ষেত্রে ● যুদ্ধক্ষেত্রে
গ. পশু শিকারে ঘ. নিরাপত্তার ক্ষেত্রে
৪৭. উয়ারি-বটেশ্বরের প্রাচীন নাম কী?
ক. হরিকেল খ. কলিজা
গ. সমতট ● সৌনাগড়া
৪৮. কোটিল্য মুড়া কোথায় অবস্থিত?
ক. মহাস্থানগড়ে খ. পাহাড়পুরে
গ. উয়ারি-বটেশ্বরে ● ময়নামতিতে
৪৯. তাম্রযুগের সময়কাল হচ্ছে—
ক. ৪০০০-৩৫০০ খ্রিস্টাব্দ
● ৩৫০০-২৩০০ খ্রিস্টাব্দ
গ. ৩৫০০-২০০০ খ্রিস্টাব্দ
ঘ. ২৫০০-১৯০০ খ্রিস্টাব্দ
৫০. লিপির আবিষ্কার কোন সমাজের বৈশিষ্ট্য?
● লৌহযুগ খ. তাম্র যুগ
গ. নব্য প্রস্তর যুগ ঘ. ব্রোঞ্জ যুগ
৪র্থ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. ‘আস্থিক’ ও ‘লামদানী’ নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত-
ক. চাকমা ● গারো
গ. রাখাইন ঘ. মণিপুরি
২. খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?
ক. রাজা খ. হেডম্যান
গ. কারবারি ● মন্ত্রী
৩. রাখাইন জনগোষ্ঠী নিম্নের কোন অঞ্চলে বসবাস করে?
ক. দিনাজপুর খ. ময়মনসিংহ
গ. মৌলভীবাজার ● পটুয়াখালী
৪. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম –
ক. বৈষ্ণব খ. সর্বপ্রাণবাদ
● সাংসারেক ঘ. জৈন
৫. চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয়?
ক. পাড়া খ. আদাম
● মৌজা ঘ. সার্কেল
৬. নিচের কোন জনগোষ্ঠী অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
ক. চাকমা খ. কোচ
গ. রাখাইন ● সাঁওতাল
৭. সাঁওতাল দেবতাকে বলা হয়—
ক. গোজেন তাতুরা ● বোঙ্গা
গ. আন্দাহুরা ঘ. তাতুরা
৮. চাটচী হলো গারো সমাজের-
ক ভাষার নাম খ. বৈবাহিক রীতির নাম
● সর্ববৃহৎ গোত্রের নাম ঘ. একটি অনুষ্ঠানের নাম
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
বাসু সরেন সব সময় মঙ্গলের জন্য সূর্যকে পূজা করেন। তার মতে, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলো ঠাকুর জিও আর জাগতিক দেবতা মারংপুর।
৯. উদ্দীপকে বাসু সরেন কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. চাকমা খ. কোচ
গ. রাখাইন ● সাঁওতাল
১০. উক্ত নৃগোষ্ঠী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ আগুনে পুড়িয়ে, কারণ—
i. স্বর্গ-নরকের প্রতি বিশ্বাস
ii. আত্মার শান্তির জন্য
iii. সামাজিক রীতিনীতির জন্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ নং প্রশ্নের উত্তর দাও:
কমল পটুয়াখালীতে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যেয়ে জানতে পারে তাদের সমাজব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক। পাড়ার নেতা বা মাতব্বর নির্বাচিত হন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেখানে নারীদের কোনো ভূমিকা নেই।
১১. কমলের বন্ধু কোন এথনিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত?
ক. চাকমা খ. কোচ
● রাখাইন ঘ. সাঁওতাল
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানের দিন দুজন বন্ধুর সাথে তার পরিচয়। যাদের গায়ের রং বাদামি ও চুলের গড়ন সোজা ও খাড়া।
১২. শাকিলের নতুন বন্ধুরা কোন নৃগোষ্ঠীর সদস্য?
ক. ককেশয়েড খ. নিগ্রোয়েড
● মঙ্গোলয়েড ঘ. অস্ট্রালয়েড
১৩. উক্ত নৃগোষ্ঠীর লোকদের বৈশিষ্ট্য যে এথনিক সম্প্রদায়ে দেখা যায় তা হলো—
i. সাঁওতাল
ii. মণিপুরি
iii. গারো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
১৪. সিলেট অঞ্চলে বসবাসরত একটি নৃগোষ্ঠীর নাম—
ক. চাকমা খ. কোচ
গ. রাখাইন ● মণিপুরী
১৫. চাকমাদের খাজনা আদায়ের দায়িত্ব কার ওপর অর্পিত?
ক. রাজা ● হেডম্যান
গ. কারবারি ঘ. মন্ত্রী
১৬. গারো সম্প্রদায়ের স্থানীয় ভাষার নাম কী?
● মান্দি খ. ভাইস
গ. ওলাহা ঘ. পিকী
১৭. বাংলাদেশের রাখাইন সম্প্রদায়ের লোকেরা বসবাস করে—
● উপকূলীয় অঞ্চলে খ. পাহাড়ি অঞ্চলে
গ. উত্তরাঞ্চলে ঘ. লংঘদু অঞ্চলে
১৮. চাকমা সমাজের মৌজার প্রধান কে?
ক. রাজা ● হেডম্যান
গ. কারবারি ঘ. মন্ত্রী
১৯. খাসিয়া নৃগোষ্ঠীর পরিবার ব্যবস্থা কীরূপ?
ক. পিতৃতান্ত্রিক খ. যৌথ
গ. নয়াবাস ● মাতৃতান্ত্রিক
২০. কোচ উপজাতিরা কোন ধর্মের অনুসারী?
● হিন্দু খ. খ্রিষ্টান
গ. ইসলাম ঘ. ইহুদি
২১. চাকমা আদামের প্রধানকে কী বলে?
ক. রাজা খ. হেডম্যান
● কারবারি ঘ. মন্ত্রী
২২. রাখাইনদের সান্দ্রে উৎসবটি কতদিন পর্যন্ত চলে?
● ৩ দিন খ. ৭ দিন
গ. ১০ দিন ঘ. ১৫ দিন
২৩. কৌটিলা মুড়া পাহাড়ে কয়টি স্তূপ আবিষ্কৃত হয়েছে?
● ৩ খ. ৭
গ. ১০ ঘ. ১৫
২৪. মাতৃতান্ত্রিক পরিবার কোন জনগোষ্ঠীর মধ্যে লক্ষ করা যায়—
ক. চাকমা খ. কোচ
● গারো ঘ. মণিপুরী
২৫. মণিপুরি জনগোষ্ঠীর বেশিরভাগই বসবাস করে—
ক. বৃহত্তর ঢাকা জেলায় খ. বৃহত্তর কুমিল্লা জেলায়
গ. বৃহত্তর চট্টগ্রাম জেলায় ● বৃহত্তর সিলেট জেলায়
২৬. জুমচাষ নিষিদ্ধ করা হয় কোন সালে?
ক. ১৯৪৩ সালে ● ১৯৫০ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৯২ সালে
২৭. বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর সংখ্যা বেশি?
● চাকমা খ. কোচ
গ. গারো ঘ. মণিপুরী
২৮. ‘নৃ’ শব্দের অর্থ কী?
ক. মাটি ● মানুষ
গ. বানর ঘ. প্রাণী
২৯. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম /
ক. বৈষ্ণব খ. সর্বপ্রাণবাদ
গ. নৈ ● সাংসারেক
৩০. মাঘী পূর্ণিমা মারমাদের কাছে কী নামে পরিচিত?
● তাবুংলার খ. সিনতেং
গ. ফুলবিষু ঘ. চুমুংলে
৩১. পুত্র সন্তান লাভের আশায় কোচরা কোন মাসে উৎসব পালন করে?
● ফাল্গুন খ. বৈশাখ
গ. মাঘ ঘ. ভাদ্র
৩২. চাকমা নৃগোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
ক. হিন্দু খ. ইসলাম
● বৌদ্ধ ঘ. খ্রিস্টান
৩৩. ইংরেজি রেস (Race) শব্দের বাংলা পরিভাষা কোনটি?
● সংস্কৃতি খ. জাতি
গ. নগোষ্ঠী ঘ. সভ্যতা
৩৪. বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে সব নরগোষ্ঠীর প্রভাব বেশি-
● মঙ্গোলীয় ও ভেড্ডিড খ. ককেশীয় ও ভেড্ডিড
গ. মঙ্গোলীয় ও ককেশীয় ঘ. নিগ্রো ও মঙ্গোলীয়
৩৫. মাতৃতান্ত্রিক পরিবার লক্ষ করা যায়-
ক. মারমা জনগোষ্ঠীর মধ্যে খ. চাকমা জনগোষ্ঠীর মধ্যে
গ. রাখাইন জনগোষ্ঠীর মধ্যে ● গারো জনগোষ্ঠীর মধ্যে
৩৬. সাঁওতালদের গ্রামদেবতার নাম-
ক. টাটারা ● মারাংবুরো
গ. সালজং ঘ. মাইতে
৩৭. কোন নৃগোষ্ঠী মান্দিভাষায় কথা বলে?
ক. মণিপুরি খ. সাঁওতাল
● গারো ঘ. খাসিয়া
৩৮. চাকমাদের আদি পিতা হিসাবে কোন রাজার নাম পাওয়া যায়?
ক. রঘুনাথ ● বিজয়গিরি
গ. মান্দুং ঘ. পানিনি
৩৯. কোন বিচারে চাকমারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক?
ক. তাত্ত্বিক ● নৃতাত্ত্বিক
গ. সামাজিক ঘ. জাতিগত
৪০. কোন সমাজে পিতার সম্পত্তিতে কন্যার অধিকার নেই?
ক. গারো সমাজে ● সাঁওতাল সমাজে
গ. চাকমা সমাজে ঘ. খাসিয়া সমাজে
৪১. মণিপুরিদের নিজস্ব ভাষার নাম কী?
ক. মনিপুরি খ. বিজু
● মৈথয়ী ঘ. মান্দি
৪২. চাকমারা এক কালে কোন নগরের বাসিন্দা ছিল?
ক. চাকমা ● চম্পক
গ. মনিপুরি ঘ. ক্যাং
৪৩. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
ক. চাকমা ● মারমা
গ. মনিপুরি ঘ. ক্যাং
৪৪. চাকমারা কোথা থেকে বিতাড়িত?
ক. মিয়ানমার ● আরাকান
গ. ত্রিপুরা ঘ. আসাম
৪৫. বাংলাদেশে সাঁওতালদের আগমনের কারণ কী?
ক. স্বাধীনভাবে বসবাসের জন্য
খ. চাষ করার জন্য
● ইংরেজ কর্তৃক পরাজিত ও বিতাড়িত হওয়ার জন্য
ঘ. নতুন রাজ্য গড়ার জন্য
৪৬. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত?
ক. চাকমা খ. মারমা
গ. মনিপুরি ● গারো
৪৭. ক্ষুদ্র জাতিসত্ত্বার অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. চাকমা খ. মারমা
গ. মনিপুরি ● বাঙালি
৪৮. কোথায় চাকমাদের বসবাস সবচেয়ে বেশি?
ক. খাগড়াছড়ি খ. বান্দরবান
● রাঙামাটি ঘ. কক্সবাজার
৪৯. গারোদের কয় ধরনের গোত্র রয়েছে?
ক. পাঁচ ধরনের খ. ছয় ধরনের
● সাত ধরনের ঘ. আট ধরনের
৫০. গারোদের মৃতদেহ কখন সৎকার করা হয়?
ক. সকালে খ. বিকালে
গ. দুপুরে ● রাতে
৫ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. ‘অপারেশন সার্চ লাইট’ হলো—
ক. নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
● নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
গ. পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
ঘ. বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৬ সাল খ. ১৯১৮ সাল
● ১৯২০ সাল ঘ. ১৯২৩ সাল
৩. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?
ক. ১৬৭ খ. ১৮৮
গ. ২৭৮ ● ২৯৮
৪. বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে?
ক. একুশ দফা খ. এগার দফা
● ছয় দফা ঘ. সাতই মার্চের ভাষণ
৫. দ্বি জাতি তত্ত্বের মূলভাব হলো—
ক. হিন্দু ও মুসলিমদের জন্য একটি রাষ্ট্র হবে
● হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে
গ. সকল জাতির জন্য ভিন্ন ভিন্ন রাষ্ট্র হবে
ঘ. সকল জাতির জন্য একটি রাষ্ট্র হবে
৬. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয়?
ক. আওয়ামী লীগ খ. মুসলিম লীগ
গ. কংগ্রেস ● যুক্তফ্রন্ট
৭. কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?
ক. ১৯১৬ সাল খ. ১৯১৮ সাল
● ১৯৬৯ সাল ঘ. ১৯২৩ সাল
৮. ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন ছিল?
ক. ১৬৭ খ. ১৮৮
গ. ২৭৮ ● ১৬৯
৯. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা—
i. ভাষা আন্দোলনে নেতৃত্ব দান
ii. বাঙালির বাঁচার দাবি ছয়-দফা কর্মসূচি ঘোষণা
iii. দ্বি-জাতিভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দান
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
রুবায়েতের মামা মনি সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। ৭০ এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বললেন, বাংলার অবিসংবাদিত নেতার প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয় এটিকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্রও বলা হয়।
১০. উদ্দীপকে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের কথা বলা হয়েছে?
ক. ১৯৪৮ সালে কার্জন হলে জিন্নাহ প্রদত্ত ভাষণ
● ১৯৭১ সালে বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ
গ. কাগমারীতে প্রদত্ত মওলানা ভাসানীর ভাষণ
ঘ. ছয়দফা উত্থাপনকালে বাবলু প্রদত্ত ভাষণ
১১. উক্ত ভাষণকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা বলা হয়, কারণ—
i. এতে পাকিস্তান রাষ্ট্রকে অস্বীকার করা হয়
ii. এটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়
iii. এতে ঘরে ঘরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
১২. কত সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়?
ক. ১৯১৬ সাল খ. ১৯১৮ সাল
● ১৯৪৮ সাল ঘ. ১৯২৩ সাল
১৩. পাকিস্তানিরা পূর্ব বাংলার সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল কেন?
ক. বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে খ. উর্দু ভাষাকে প্রাধান্য দিতে
● বাঙালিকে দমিয়ে রাখতে ঘ. বিশ্ব জনমতের চাপে পড়ে
১৪. চৈতির বাবা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালে একটি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। চৈতির বাবা কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?
● ভাষা আন্দোলন খ. ৬ দফা আন্দোলন
গ. শিক্ষা আন্দোলন ঘ. ৬৯-এর গণআন্দোলন
১৫. ১৯৭০ সালের কত তারিখে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ৫ ডিসেম্বর খ. ২২ ডিসেম্বর
● ৭ ডিসেম্বর ঘ. ২৭ ডিসেম্বর
১৬. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয় কবে?
● ১৯৪৭ সালের ডিসেম্বর খ. ১৯৪৮ সালের ডিসেম্বর
গ. ১৯৪৮ সালের জানুয়ারি ঘ. ১৯৪৮ সালের ফেব্রুয়ারি
১৭. বর্তমান বিশ্বের কয়টি দেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
ক. ১৬৭ খ. ১৪৮
গ. ২৭৮ ● ১৮৮
১৮. পূর্বপাকিস্তানে বৈদেশিক সাহায্যের শতকরা হার কত ছিল?
ক. ১০% খ. ১৫%
● ২০% ঘ. ২৫%
১৯. কোনটি পাকিস্তানী শাসনের ভিতকে দুর্বল করে দেয়?
ক. ভাষা আন্দোলন ● ৬ দফা আন্দোলন
গ. শিক্ষা আন্দোলন ঘ. ৬৯-এর গণআন্দোলন
২০. ছয় দফার মূল উদ্দেশ্য কী ছিল?
ক. একটি প্রদেশ গঠন
খ. একটি সার্বভৌম রাষ্ট্র গঠন
● একটি স্বাতন্ত্র্য স্বায়ত্তশাসিত অঞ্চল
ঘ. একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন
২১. ১৯৫৪ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কোন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন?
ক. অর্থমন্ত্রীর খ. পররাষ্ট্রমন্ত্রীর
গ. শিক্ষামন্ত্রীর ● কৃষিমন্ত্রীর
২২. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেন?
ক. ৫টি খ. ৬টি
● ৪টি ঘ. ৭টি
২৩. ‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। এদেশের মানুষের অধিকার চাই’-উক্তিটি কার?
ক. এ. কে. ফজলুল হক খ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৪. শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
ক. ১৯১৬ সাল খ. ১৯১৮ সাল
● ১৯৬৯ সাল ঘ. ১৯২৩ সাল
২৫. তমদ্দুন মজলিশ কর্তৃক গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
ক. এ. কে. ফজলুল হক খ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ● অধ্যাপক আবুল কাশেম
২৬. ভাষা আন্দোলনের অন্যতম তাৎপর্য কোনটি?
● বাঙালি জাতীয়তাবাদের প্রেরণা
খ. বাঙালির স্বাধীনতার অর্জন
গ. বাঙালির অর্থনৈতিক মুক্তি
ঘ. বাঙালির সামরিক মুক্তি
২৭. ভাষা আন্দোলনের প্রয়োজন হয় কেন?
ক. পশ্চিম পাকিস্তানের জনগণের ভোটাধিকার আদায়ের জন্য
খ. পূর্ব পাকিস্তানের জনগণের ভোটাধিকার আদায়ের জন্য
গ. পশ্চিম পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য
● পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য
২৮. আইয়ুব খান কোন ধরনের গণতন্ত্রের কথা বলেন?
● মৌলিক খ. প্রজাতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. পশ্চিমা গণতন্ত্র
২৯. বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নাম কী ছিল?
ক. পাকিস্তান আওয়ামী লীগ খ. পূর্ব-বাংলা আধ
● আওয়ামী মুসলিম লীগ ঘ. পাক-বাংলা আওয়ামী লীগ
৩০. পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টেরি- এ প্রস্তাবটি ছিল—
● ছয়দফা আন্দোলনের একটি দফা
খ. লাহোর প্রস্তাবের অন্যতম দফা
গ. পাকিস্তানের সংবিধানের একটি ধারা
ঘ. ভাষা আন্দোলনের অন্যতম দাবি
৩১. বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন কত তারিখে?
ক. ৩রা মার্চ খ. ৪ঠা মার্চ
● ৭ই মার্চ ঘ. ১১ই মার্চ
৩২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন—
ক. এ. কে. ফজলুল হক খ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ● বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
৩৩. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল কী?
ক. আওয়ামী লীগ জয়লাভ করে ● যুক্তফ্রন্ট জয়লাভ করে
গ. কংগ্রেস জয়ী হয় ঘ. মুসলিম লীগ জয়লাভ করে
৩৪. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?
ক. ৫০ হাজার খ. ৬৩ হাজার
গ. ৬০ হাজার ● ৯৩ হাজার
৩৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
ক. ১৬৭ খ. ১৮৮
গ. ২৭৮ ● ২২৩
৩৬. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর তৎপরতায় কখন প্রাদেশিক সরকারের কাছে বাংলাভাষা ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়?
● ১৯৪৮ সালের এপ্রিল মাসে
খ. ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে
গ. ১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে
ঘ. ১৯৪৯ সালের এপ্রিল মাসে
৩৭. পূর্ব পাকিস্তানের কত শতাংশ মানুষ উর্দুতে কথা বলত?
● ০.০২% খ. ৫৪%
গ. ৪৪% ঘ. ৯৮.৭%
৩৮. বরুণের দাদা বরুণকে বললেন যে, বাংলাদেশ সৃষ্টির পূর্বে একটি নির্বাচন হয়েছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ। বরুণ কোন নির্বাচন সম্পর্কে জানতে পেল?
ক. ১৯৬৭ এর নির্বাচন খ. ১৯৬৯ এর নির্বাচন
গ. ১৯৬৮ এর নির্বাচন ● ১৯৭০ এর নির্বাচন
৩৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্যু কী ছিল?
ক. এগারো দফা দাবি ● ছয় দফা দাবি
গ. একুশ দফা দাবি ঘ. ‘৬৯ এর গণঅভ্যূত্থান
৪০. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে কার পতন হয়?
● আইয়ুব খানের খ. লিয়াকত আলী খানের
গ. ইয়াহিয়া খানের ঘ. খাজা নাজিম উদ্দীন
৪১. ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির ৬নং দফায় কোন বাহিনী গঠনের কথা বলা হয়েছে?
ক. সেনাবাহিনী খ. নৌবাহিনী
● মিলিশিয়া বাহিনী ঘ. বিমান বাহিনী
৪২. কার নির্দেশে অপারেশন সার্চলাইট শুরু হয়?
ক. এ. কে. ফজলুল হক খ. আইয়ুব খান
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ● ইয়াহিয়া খান
৪৩. কোন আন্দোলনকে জোরদার করার জন্য ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠন করা হয়।
ক. এগারো দফা দাবি ● ভাষা আন্দোলন
গ. একুশ দফা দাবি ঘ. ‘৬৯ এর গণঅভ্যূত্থান
৪৪. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের শোভাযাত্রায় কারা প্রথম সারিতে ছিল?
ক. ছাত্র নেতৃবৃন্দ খ. রাজনৈতিক নেতৃবৃন্দ
গ. ব্যবসায়ী শেণি ● মেয়েরা
৪৫. পাকিস্তান সৃষ্টির পর কোথায় রাজধানী নির্বাচন করা হয়?
ক. লাহোর ● করাচি
গ. ঢাকা ঘ. পাঞ্জাব
৪৬. কাকে আহবায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল?
ক. গোলাম মাহবুব খ. অলি আহাদ
● আব্দুল মতিন ঘ. শামসুল হক
৪৭. পাকিস্তানের কোন সম্মেলনে উর্দুকে রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়?
ক. ভাষা সম্মেলনে খ. সংসদ অধিবেশনে
গ. ইসলামী সম্মেলনে ● শিক্ষা সম্মেলনে
৪৮. ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্যের বহুমুখী কারণ কী?
● স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং এর প্রত্যক্ষদল
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পাওয়া
গ. বাঙালি জাতির চরম ত্যাগ ও অসম সাহসিকতা প্রকাশ
ঘ. সমস্ত জাতি দেশ গড়ায় অংশগ্রহণ করে
৪৯. ব্রিটিশ আমলে ভারতবর্ষের রাষ্ট্রভাষা কী ছিল?
ক. হিন্দি ● ইংরেজি
গ. উর্দু ঘ. সংস্কৃত
৫০. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
ক. ১৯১৬ সাল খ. ১৯১৮ সাল
● ১৯৪০ সাল ঘ. ১৯২৩ সাল
৬ষ্ঠ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি?
● সম্পত্তি খ. পেশা
গ. শিক্ষা ঘ. জেন্ডার
২. গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয়-
● জ্ঞাতি সম্পর্কের জন্য খ. সহানুভূতির জন্য
গ. যৌথ পরিবারের জন্য ঘ. সহজ-সরল মানুষের জন্য
৩. বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস কোনটি?
ক. শিল্প কারখানার মালিকানা খ. উচ্চ পেশাগত অবস্থাপন
● ভূমি মালিকানা ঘ. রাজনৈতিক দলের সদস্যপদ
৪. নিম্নের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ?
ক. বৈসাবী উৎসব খ. বইমেলা
● নবান্ন উৎসব ঘ. বৃক্ষমেলা
৫. বাংলাদেশের প্রেক্ষিতে কোনো এলাকায় কমপক্ষে কত জনগণ থাকলে তাকে নগর বলা যায়?
ক. চার হাজার ● পাঁচ হাজার
গ. ছয় হাজার ঘ. দশ হাজার
৬. গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান বাহন কোনটি?
● ভূমি খ. শিক্ষা
গ. বংশমর্যাদা ঘ. পেশা
৭. গ্রাম ও শহরের স্তরবিন্যাসের ক্ষেত্রে যে উপাদানগুলো অপরিহার—
i. পেশা ও শ্রম
ii. ভূমি ও বংশমর্যাদা
iii. ক্ষমতা ও মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য হচ্ছে-
i. স্থানীয় প্রশাসন ব্যবস্থা
ii. আবেগীয় সামাজিক সম্পর্ক
iii. সীমিত এলাকায় ঘনবসতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৯. গ্রামীণ বাংলাদেশে ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস হচ্ছে—
i. ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা
ii. রাজনৈতিক দলের সদস্যপদ লাভ
iii. উৎপাদন উপায়ের মালিকানা ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. বাংলাদেশের শহুরে সমাজের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো—
i. সীমিত এলাকায় ঘনবসতি
ii. অকৃষিজ পেশা
iii. জাঁকজমকপূর্ণ আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
১১. যেসব কৃষক নিজ জমিতে চাষবাস করে কোনো রকমে নিজেদের ভরণ-পোষণ করে তাদেরকে কী বলে?
● প্রান্তিক কৃষক খ. বর্গাচাষী
গ. ধনী কৃষক ঘ. কৃষি শ্রমিক
১২. কানাডায় আয়তনের তুলনায় জনবসতি অনেক কম। কানাডার সাথে বাংলাদেশের কোন সমাজের সাদৃশ্য রয়েছে?
ক. শহুরে খ. পৌর
● গ্রামীণ ঘ. নগর
১৩. কোন সমাজে পারিবারিক বন্ধন অত্যন্ত দুর্বল?
ক. প্রাচ্য ● পাশ্চাত্যে
গ. মুসলিম ঘ. হিন্দু
১৪. মানবসভ্যতার প্রধানতম ব্যবস্থা কোনটি?
ক. কৃষি সমাজ খ. শহুরে সমাজ
গ. শিল্প সমাজজ ● গ্রামীণ সমাজ
১৫. গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণি আরও দরিদ্র হয়ে পড়ে। কারণ-
● ঋণের সুদ দিতে খ. বিনোদনের অর্থ যোগাতে
গ. লেখাপড়ার খরচ যোগাতে ঘ. কৃষির খরচ যোগাতে
১৬. কাদের ধ্যানধারণা কৃত্রিমতাপূর্ণ?
ক. গ্রামের মানুষের ● শহরের মানুষের
গ. পল্লির মানুষের ঘ. বাজারের মানুষের
১৭. শহরের জনগণ যে পেশা গ্রহণ করেন তা কোন ধরনের?
ক. পৈতৃক পেশা খ. চাকরি পেশা
● অর্জিত পেশা ঘ. চাকরি ও ব্যবসায়
১৮. কোনটি বাংলাদেশের শহুরে সমাজে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধির কারণ?
ক. অর্থনৈতিক বৈষম্য খ. সামাজিক বৈষম
গ. রাজনৈতিক বৈষম্য ● বিভিন্ন ধরনের শিক্ষাব্যবস্থা
১৯. নগরের আকার বৃদ্ধিতে কারা সাহায্য করে?
ক. শহরের মানুষ খ. সমুদ্র তীরবর্তী মানুষ
গ. মরুভূমি থেকে আসা মানুষ ● গ্রাম থেকে আসা মানুষ
২০. বাংলাদেশের গ্রাম সমাজের স্তরায়নে কীসের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ?
● জমি খ. বংশ মর্যাদা
গ. ক্ষমতা ঘ. শিক্ষা
২১. গ্রামের মানুষ তাদের চিন্তাধারাকে সংকুচিত করে রাখে কেন?
ক. অর্থনৈতিক দুর্বলতার কারণে খ. সামাজিক স্থবিরতার ফলে
● সনাতন ধ্যানধারণার প্রভাবে ঘ. সামাজিক কঠোরতার কারণে
২২. গ্রামীণ সমাজের স্তরবিন্যাস সাধারণত কী ধরনের হয়?
● ভূমি ও বংশ মর্যাদা কেন্দ্রিক খ. ব্যবসা কেন্দ্রিক
গ. পরিবার কেন্দ্রিক ঘ. চাকুরি কেন্দ্রিক
২৩. প্রান্তিক জমির মালিক কারা?
ক. সর্বোচ্চ জমির মালিক
● স্বপ্ন জমির মালিক
গ. যারা মজুরীর বিনিময়ে অন্যের জমিতে কাজ করে
ঘ. যারা জমির বর্গা দেয় না বা বর্গাচাষও করে না
২৪. ক্ষমতা কাঠামো কার ওপর নির্ভরশীল?
ক. রাষ্ট্রের ওপর খ. সরকারের ওপর
● প্রশাসনিক ব্যবস্থার ওপর ঘ. সমাজের ওপর
২৫. সমাজের মৌল কাঠামো কোনটি?
ক. যোগাযোগ ব্যবস্থা খ. চিরাচরিত সংস্কৃতি
● উৎপাদন ব্যবস্থা ঘ. স্বচ্ছল অর্থনীতি
২৬. সমাজবিজ্ঞানী মিল শহর সমাজের বৈশিষ্ট্য হিসেবে কোন পেশাকে বাদ দিয়েছেন?
● কৃষি খ. সরকারি চাকরি
গ. আইন ঘ. ব্যবসা
২৭. ‘শ্রম শিল্পের আবাসভূমি বলো শহর’ নগরের বৈশিষ্ট্য হিসেবে এটি কে উল্লেখ করেছেন?
● হায়েস খ. মিল
গ. ডেভিস ঘ. মুনরো
২৮. মানুষকে কোনটির সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে হয়?
ক. প্রাকৃতিক পরিবেশ খ. সামাজিক পরিবেশ
গ. রাজনৈতিক পরিবেশ ● প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ
২৯. কোনটি নগর সংস্কৃতির বৈশিষ্ট্য?
ক. ক্লাব ● নারী স্বাধীনতা
গ. কুসংস্কার ঘ. ধর্মানুরাগী
৩০. কার্ল মার্কস সমাজ কাঠামোকে কত ভাগে ভাগ করেছেন?
● ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৩১. গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কৃষির পাশাপাশি কী স্থাপনের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন?
ক. অফিস আদালত খ. শিক্ষা প্রতিষ্ঠান
● ক্ষুদ্র ও কুটির শিল্প ঘ. হাট-বাজার
৩২. ব্যক্তি স্বাধীনতার প্রভাব বিদ্যমান কোন সমাজে?
ক. গ্রামীণ সমাজে ● শহুরে সমাজে
গ. আধুনিক সমাজে ঘ. আদিম সমাজে
৩৩. শহরে জনসংখ্যার আকার ও ঘনত্ব বেশি কেন?
ক. ভূমির আয়তন বেশি বলে
খ. পরিবার পরিকল্পনার জন্য
● শিল্পায়ন ও নগরায়ণের কারণে
ঘ. অনিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থার কারণে
৩৪. সম্পত্তির পরিমাণ তথা আয় ভেদে বাংলাদেশের নগরসমূহকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
● চার খ. ছয়
গ. সাত ঘ. আট
৩৫. পরিবার প্রতি কত বিঘা জমি রাখার ব্যবস্থা আছে?
● ৬০ বিঘা খ. ৭০ বিঘা
গ. ৫০ বিঘা ঘ. ৫৫ বিঘা
৩৬. পাড়ার মধ্যে জব্বারের একটি ছোট চায়ের দোকান আছে। জব্বার স্তরবিন্যাসের কোন স্তরের অন্তর্ভুক্ত?
ক. উচ্চ মধ্যবিত্ত খ. মধ্যবিত্ত
গ. নিম্ন মধ্যবিত্ত ● নিম্নবিত্ত
৩৭. সমাজে আমরা কিসের মধ্যে জীবনযাপন করি?
ক. মানুষের মধ্যে খ. পরিবারের মধ্যে
● সমাজিক সম্পর্কের মধ্যে ঘ. জাতীয় সম্পর্কের মধ্যে
৩৮. বাংলাদেশের গ্রাম সমাজের কাঠামো মূর্ত হয়ে ওঠে তার কীসের মাধ্যমে?
ক. ভৌগোলিক সীমারেখা খ. অর্থনৈতিক ভিত্তি
● সামাজিক স্তরবিন্যাস ঘ. রাজনৈতিক দিক
৩৯. কত বছর আগে ধর্মীয় আনুগত্য গ্রামীণ সমাজে বিশেষভাবে প্রভাব তৈরি করতো?
ক. প্রায় ২০ বছর খ. প্রায় ৩০ বছর
● প্রায় ৪০ বছর ঘ. প্রায় ৫০ বছর
৪০. কার্ল মার্কসের মতে, কোন প্রথা শ্রেণিনির্ভর শোষণমূলক সমাজ?
ক. পণ প্রথা ● দাস প্রথা
গ. বিনিময় প্রথা ঘ. যৌতুক প্রথা
৪১. কোন সমাজের অসংগতির কারণে শ্রেণিভিত্তিক সমাজ গড়ে ওঠে?
ক. সামন্ত সমাজ ● পুজিবাদী সমাজ
গ. আদিম সাম্যবাদী সমাজ ঘ. সমাজতান্ত্রিক সমাজ
৪২. কোথায় ধর্মের প্রভাব সুস্পষ্ট ও বেশী?
ক. শহরে খ. পাহাড়ি এলাকায়
গ. উপজাতি সমাজে ● গ্রামে
৪৩. জমিদার কৃষ্ণ প্রসাদ রায় হরিপুর অঞ্চল নিয়ন্ত্রণ করতেন। এখানে ক্ষমতা-কাঠামোর কোন উপাদান দেখা যায়?
● ভূমির মালিকানা খ. জেন্ডার
গ. শিক্ষা ঘ. বংশমর্যাদা
৪৪. গ্রাম-সমাজের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. অকৃষিপেশা ● অসমতা কম
গ. স্তরবিন্যাসের বৈচিত্র্য ঘ. অপ্রতিবেশীসুলভ
৪৫. শহরে সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোনটি?
ক. আকারে ছোট ● খুবই জটিল
গ. সমজাতীয় ঘ. আন্তরিক
৪৬. ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্যের সামাজিক ক্ষেত্র কোনটি?
● বৈধতা খ. কার্যাবলি
গ. সামর্থ্য ঘ. বাস্তবায়ন
৪৭. বাংলাদেশের নগর সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়?
ক. বর্ধিত খ. যৌথ
গ. মাতৃতান্ত্রিক ● অণু
৪৮. গ্রামে অবসর যাপনের প্রধান কেন্দ্র হল-
● পরিবার খ. শিক্ষা প্রতিষ্ঠান
গ. খেলার মাঠ ঘ. পার্ক
৪৯. মি. ‘ক’ পেশায় একজন আইনজীবী। সামাজিক স্তরবিন্যাসে ‘ক’-এর অবস্থান কোথায়?
ক. উচ্চবিত্ত খ. উচ্চ মধ্যবিত্ত
● মধ্যবিত্ত ঘ. নিম্ন মধ্যবিত্ত
৫০. সমাজের শীর্ষে অবস্থানকারী গোষ্ঠীকে কী বলে?
ক. শাসক এলিট ● চাপসৃষ্টিকারী গোষ্ঠী
গ. অশাসক এলিট ঘ. সাধারণ গোষ্ঠী
৭ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. নৃবিজ্ঞানী লুইস হেনরী দর্গানের মতে, আতি সম্পর্ক কত প্রকার?
● দুই প্রকার খ. চার প্রকার
গ. সাত প্রকার ঘ. আট প্রকার
২. নগর সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়?
● অণু খ. মাতৃতান্ত্রিক
গ. বর্ধিত ঘ. যৌথ
৩. তোমার মামা-মামি তোমার কোন ধরনের জাতি?
ক. বৈবাহিক রক্তসম্পর্কিত খ. রক্তসম্পর্কিত কাল্পনিক
● রক্তসম্পর্কিত-বৈবাহিক ঘ. প্রথাগত-বৈবাহিক
৪. পরিবারের কোন কাজ সন্তান-সন্ততির আবেগীয় চাহিদা মেটায়?
● মনস্তাত্ত্বিক খ. শিক্ষামূলক
গ. সামাজিকীকরণ ঘ. চিত্তবিনোদন
৫. নিচের কোনটি প্রথাগত জ্ঞাতি সম্পর্কের উদাহরণ?—
ক. পালকপুত্র খ. দেবর
● দোস্ত ঘ. নাতি
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
১ বছর বয়সী ছবির বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ছবির মা ছবির চাচাকে বিয়ে করেন।
৬. উদ্দীপকে ছবির মায়ের বিবাহ রীতিকে কী বলে?
ক. অন্তর্বিবাহ খ. বহির্বিবাহ
গ. সরোরেট ● লেভিরেট
৭. উক্ত বিবাহের কারণ হলো-
i. সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য
ii. সন্তান-সন্ততি লালন পালনের জন্য
iii. সুন্দরী রমনী লালসার শিকার
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮ প্রশ্নের উত্তর দাও:
দীপ্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পারিবারিক সিদ্ধান্তে তার মামার একমাত্র মেয়ে সোহার সাথে তার বিয়ে ঠিক হয়। এ নিয়ে দুই পরিবারই উচ্ছ্বসিত।
৮. উদ্দীপকে দীপ্ত ও সোহার বিয়ে কোন ধরনের?
ক. অনুলোম খ. প্রতিলোম
গ. প্যারালাল কাজিন ● ক্রস কাজিন
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
এক ও তিন বছরের দুই সন্তানের জনক শাকিলের স্ত্রী মাহমুদা সড়ক দুর্ঘটনায় নিহত হন। শাকিল মাহমুদার ভালোবাসার সংসার ছিল অন্যের কাছে দৃষ্টান্ত। শাকিলকে বন্ধুরা পুনরায় বিয়ের জন্য বললেও সে রাজি হয় না। কিন্তু একটা সময়ে নিজ ও স্ত্রীর আত্মীয়-স্বজনের অনুরোধ ও সন্তানের মুখের দিকে তাকিয়ে দুই বছর পর সে ২৮ বছরের শ্যালিকা হামিদাকে নিয়ে করে। বর্তমানে তারা সুখে আছে এবং উভয়ের পরিবারও আনন্দিত।
৯. উদ্দীপকে উল্লিখিত শাকিলের বিবাহ কোন ধরনের বিবাহকে নির্দেশ করে?
● সরোরেট খ. বিপত্নীক বিবাহ
গ. বিধবা বিবাহ ঘ. লেভিরেট
১০. উদ্দীপকে বর্ণিত বিবাহ সমাজে যে গুরুত্ব বহন করে তা হলো—
i. শিশুর লালন পালন
ii. সম্পত্তির উত্তরাধিকার রক্ষা
iii. আত্মীয়তার সম্পর্ক রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ প্রশ্নের উত্তর দাও:
রুমা ও রুনি একে অপরের সই। পরবর্তীতে তুমার সাথে বুনির ভাইয়ের বিয়ে হয়।
১১. উদ্দীপকের রুমা ও রুনির সম্পর্ক কোন জ্ঞাতি সম্পর্ককে নির্দেশ করে?
● বৈবাহিক ও কাল্পনিক খ. বৈবাহিক ও প্রথাগত
গ. জৈবিক ও কাল্পনিক ঘ. কাল্পনিক ও প্রথাগত
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
মাসুদ দরিদ্র কৃষকের ছেলে। কাজের সন্ধানে ঢাকায় আসে এবং একটি পোশাক কারখানায় কাজ নেয়। কিছুদিন পর সে গ্রামে পারিবারিকভাবে বিশ্বে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করে। তবে মাঝে মধ্যে সে গ্রামে বাবা-মার সাথে দেখা করার জন্য স্ত্রীসহ বেড়াতে যায়।
১২. উদ্দীপকের মাসুদের পরিবারটি কোন ধরনের পরিবার?
ক. মাতৃবাস খ. পিতৃবাস
● নয়াবাস ঘ. মাতুলবাস
১৩. উদ্দীপকের আলোকে বাংলাদেশে যৌথ পরিবার ভাঙার কারণ হচ্ছে-
i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
ii. আর্থিক অনটন
iii. নগরায়ণ ও শিল্পায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
১৪. সরোরেট বিয়ে বলা হয়-
● মৃত স্ত্রীর বোনকে বিবাহ
খ. মৃত স্বামীর ভাইকে বিবাহ
গ. চাচাতো বা খালাতো ভাই-বোনের বিবাহ
ঘ. মামাতো ও ফুফাতো ভাই-বোনের বিবাহ
১৫. বৈবাহিক বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠা জ্ঞাতি সম্পর্ক হলো—
ক. পিতা-মাতা ● শ্বশুর-শাশুড়ি
গ. ধর্ম-পুত্র ঘ. চাচাতো ভাই
১৬. কলি তার মামাতো ভাইকে বিয়ে করে সুখের সংসার করছে। নিচের কোন বিবাহের সাথে তাদের বিবাহের মিল আছে?
ক. অনুলোম খ. প্রতিলোম
গ. প্যারালাল কাজিন ● ক্রস কাজিন
১৭. বর্ধিত পরিবার কয় পুরুষের?
ক. এক খ. দুই
গ. চার ● তিন
১৮. ফেরদৌসি তার চাচাতো ভাইকে বিয়ে করেছে। এক্ষেত্রে তাদের মধ্যে সংঘটিত বিবাহটি কোন ধরনের?
ক. অনুলোম খ. প্রতিলোম
● প্যারালাল কাজিন ঘ. ক্রস কাজিন
১৯. মূলত কীসের ভিত্তিতে শহরে জ্ঞাতি সম্পর্ক গড়ে উঠে?
ক. সহানুভূতি খ. সহমর্মিতা
গ. সহযোগিতা ● স্বার্থ
২০. জৈবিক বন্ধন কোনটি?
ক. বন্ধু-বান্ধবী ● পিতা-মাতা
গ. শ্বশুর-শাশুড়ি ঘ. ধর্মের ভাই
২১. শ্রেণিমূলক জ্ঞাতি সম্পর্কের উদাহরণ হলো—
ক. পিতা ● চাচাতো ভাই
গ. আপন ভাই ঘ. মাতা
২২. বিবাহের অন্যতম প্রধান শর্ত কী?
ক. প্রস্তাব পাস ● বয়স প্রাপ্ত হওয়া
গ. সিদ্ধান্ত গ্রহণ ঘ. স্পষ্টতা
২৩. কোন ধরনের পরিবার সমাজে জনপ্রিয় হয়ে উঠেছে?
ক. পিতৃতান্ত্রিক ● আণু
গ. যৌথ ঘ. মাতৃতান্ত্রিক
২৪. বাংলাদেশের সমাজ মূলত কী ভিত্তিক?
ক. গোত্রভিত্তিক ● জ্ঞাতিভিত্তিক
গ. দলভিত্তিক ঘ. কোনোটিই নয়
২৫. যৌথ পরিবার ভেঙে যাওয়ার অন্যতম কারণ কী?
ক. মতামতের অভিন্নতা ● ব্যক্তিত্বের সংঘাত
গ. শিক্ষার ব্যবধান ঘ. উপার্যনের সাম্যতা
২৬. ‘Kinship is the social recognition of biological ties’ সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
ক. অগবার্ন খ. গেটেল
● রিভার্স ঘ. সরোকিন
২৭. মানুষের পারস্পরিক সম্পর্ক কীসের মূলভিত্তি?
● সমাজকাঠামো খ. সংঘ
গ. গোষ্ঠী ঘ. পরিবার
২৮. শহুরে সমাজে আতি সম্পর্কের মূলভিত্তি কী?
ক. কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক খ. রক্ত সম্পৰ্কীয় আত্মীয়তা
● পারস্পরিক সহযোগিতা ঘ. বন্ধুসুলভ আচরণ
২৯. স্বজনপ্রীতির অন্যতম বড় কারণ কোনটি?
ক. সামাজিক সম্পর্ক খ. রাজনৈতিক সম্পর্ক
গ. ধর্মীয় সম্পর্ক ● জ্ঞাতি সম্পর্ক
৩০. “The History fo Human Marriage” গ্রন্থটি কার?
● Westarmark খ. Malinowski
গ. Hoebel ঘ. Rivers
৩১. বর্তমান আইন অনুযায়ী কত বছরের নিচে মেয়েদের বিবাহ নিষিদ্ধ?
ক. ১৬ বছর ● ১৮ বছর
গ. ১৭ বছর ঘ. ১৯ বছর
৩২. কিসের মাধ্যমে মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনের সূচনা ঘটে?
ক. বিবাহের মাধ্যমে ● পরিবারের মাধ্যমে
গ. সন্তান প্রজননের মাধ্যমে ঘ. সংস্কৃতির মাধ্যমে
৩৩. Marriage and the family গ্রন্থটি রচনা করেন—
● নিমকফ খ. ম্যাকাইভার
গ. পেজ ঘ. উইল ডুরান্ট
৩৪. কোনটিকে কেন্দ্র করে সমাজ জীবনের উদ্ভব হয়?
ক. সমাজকাঠামো খ. সংঘ
গ. গোষ্ঠী ● পরিবার
৩৫. বাংলাদেশে গ্রমীণ সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত পরিবার কোনটি?
ক. একক পরিবার ● যৌথ পরিবার
গ. মাতৃকম পরিবার ঘ. নয়াবাস পরিবার
৩৬. বহির্বিবাহ কোন সমাজে নিষিদ্ধ?
ক. মুসলিম খ. খ্রিস্টান
● হিন্দু ঘ. বৌদ্ধ
৩৭. জৈবিক বন্ধন কোনটি?
ক. বন্ধু-বান্ধবী খ. শ্বশুর-শাশুড়ী
● পিতা-মাতা ঘ. ধর্মের ভাই
৩৮. বিশ্ব পরিবার দিবস পালন করার লক্ষ্য কী?
● পারিবারিক সম্প্রীতি বজায় রাখা খ. বাল্য বিবাহ রোধ করা
গ. বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হওয়া ঘ. পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানো
৩৯. চাচাত ও খালাত ভাই বোনের মধ্যে বিবাহকে কী বলে?
ক. অনুলোম খ. প্রতিলোম
● প্যারালাল কাজিন ঘ. ক্রস কাজিন
৪০. একান্নবর্তী কথাটির অর্থ হচ্ছে-
ক. যারা একই পৃষ্ঠে বসবাস করে ● যারা একই হাড়িতে রান্না করে
গ. যাদের আয়ের উৎস এক ঘ. যারা কয়েক প্রজন্ম এক সাথে থাকে
৪১. বাংলাদেশের গ্রামীণ পরিবারের সদস্যদের সম্পর্ক কখনও বিচ্ছেদের দিকে গড়ায় না কেন?
ক. পারিবারিক ঐক্যের দৃঢ়তার জন্য ● জ্ঞাতিগোষ্ঠীর দৃঢ় বন্ধনের ফলে
গ. মানবিক মূল্যবোধের কারণে ঘ. ধর্মীয় অনুশাসনের জন্য
৪২. ক্রস-কাজিন বিবাহে কাদের বিবাহ হয়?
ক. চাচাতো ও মামাতো ভাইবোন খ. চাচাতো ও খালাতো ভাইবোন
● মামাতো ও ফুফাতো কাজিনের ঘ. চাচাতো ও ফুপাতো কাজিনের
৪৩. কোন সমাজে অবাধ যৌন আচরণ ছিল?
● আদিম খ. দাস
গ. সামন্ত ঘ. মধ্যযুগীয়
৪৪. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
ক. সমাজকাঠামো খ. সংঘ
গ. গোষ্ঠী ● পরিবার
৪৫. ইসলাম ধর্মে বিশেষ কঠোর শর্তে এক সঙ্গে কত জন স্ত্রী রাখার নিয়ম রয়েছে?
● ৪ খ. ৫
গ. ৮ ঘ. ৯
৪৬. “জ্ঞাতিসম্পর্ক বলতে আত্মীয়-স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্কই বোঝায়”— উক্তিটি কার?
● রবিন ফক্স খ. ড্রেসলার
গ. মার্কস ঘ. লিয়োনটিভ
৪৭. কোনটির সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই?
ক. সমাজকাঠামো খ. সংঘ
গ. গোষ্ঠী ● পরিবার
৪৮. লেভিরেট কী?
ক. কাজিন বিবাহ খ. শ্যালিকা বিবাহ
গ. দ্বিতীয় স্ত্রী গ্রহণ ● দেবর বিবাহ
৪৯. ‘ধর্মের মা’ কোন জ্ঞাতির অন্তর্গত?
ক. রক্তসম্পর্কীয় জ্ঞাতির ● কাল্পনিক জ্ঞাতির
গ. প্রথাগত জ্ঞাতির ঘ. শ্রেণিমূলক জাতির
৫০. রক্ত সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা জ্ঞাতি সম্পর্কের উদাহরণ কোনটি?
ক. শাশুড়ি ● বাবা
গ. বেয়াই ঘ. বন্ধু
৮ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. যে প্রক্রিয়া একটি লক্ষ্যে সমগ্র পৃথিবীকে একই পরিবারভূক্ত করে—
ক. নগরায়ণ ● বিশ্বায়ন
গ. তথ্যপ্রযুক্তি ঘ. শিল্পায়ন
২. নিচের কোনটি সামাজিক পরিবর্তন?
ক. স্বাধীনতা যুদ্ধ খ. নদী ভাঙন
গ. পরিবেশগত বিপর্যয় ● যৌথ পরিবারে ভাঙন
৩. বিশ্বায়নের ফলে সমাজে —
● ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে খ. সমতা প্রতিষ্ঠিত হয়
গ. জ্ঞাতি সম্পর্ক সুদৃঢ় ঘ. সংহতি বৃদ্ধি পায়
৪. নগরায়ণের ফলে সমাজে —
ক. বেকারত্ব বৃদ্ধি পায় খ. সংহতি দৃঢ় হয়
গ. অপরাধপ্রবণতা হ্রাস পায় ● বস্তির প্রসার ঘটে
৫. কোনটির ওপর ভিত্তি করে ই-গভর্ন্যান্স ব্যবস্থা চালু হয়েছে?
ক. ATM ব্যবস্থা খ. মোবাইল ব্যাংকিং
● ইন্টারনেট ঘ. তথ্য প্রযুক্তি
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
জেবুন নেছার বয়স ৬৫ বছর। এই বৃদ্ধ বয়সে পাশে কেউ নেই। ছেলে- মেয়ে, নাতী-নাতনী সবাই বিদেশে। তবে প্রতিদিন জেবুন নেছার সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ছেলে-মেয়ে, নাতী-নাতনীর সাথে কথা হয়।
৬. উদ্দীপকে বাংলাদেশের সমকালীন সমাজে কিরূপ পরিবর্তনের ইংগিত রয়েছে?
ক. সামাজিক পরিবর্তন ● প্রযুক্তিগত পরিবর্তন
গ. মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘ. ধর্মীয় পরিবর্তন
৭. উক্ত পরিবর্তনের ফলে-
i. যোগাযোগ সহজতর হয়েছে
ii. কৃষিক্ষেত্রে পরিবর্তন হয়েছে
iii. শিল্পের প্রসার বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৮. যন্ত্রপাতি তৈরির কৌশল, কারুশিল্পের ব্যক্তিগত নৈপুণ্যের কৌশল। প্রভৃতির সম্মিলিত গুণকে কী বলে?
ক. পরিবর্তন ● প্রযুক্তি
গ. বিশ্বায়ন ঘ. উৎপাদন
৯. বৰ্তমান যুগকে কীরূপ যুগ বলে অভিহিত করা হয়?
● তথ্য প্রযুক্তির যুগ খ. বিজ্ঞানের যুগ
গ. প্রকৃতির যুগ ঘ. শিল্প যুগ
১০. বাংলাদেশের জি ডি পি’র কত শতাংশ পোশাক খাত থেকে আসে?
ক. ৪% ● ৫%
গ. ৩% ঘ. ৭%
১১. সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে কোন দেশগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে?
ক. শিল্প যুগ খ. উন্নত দেশ
● তৃতীয় বিশ্বের দেশ ঘ. ধনী দেশ
১২. সামাজিক পরিবর্তন বলতে কোন কাঠামোর পরিবর্তনকে বোঝায়?
ক. অর্থনৈতিক কাঠামো খ. পারিবারিক কাঠামো
● সামাজিক কাঠামো ঘ. রাষ্ট্রীয় কাঠামো
১৩. সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করার প্রধান উপায় কোনটি?
ক. সুষ্ঠ পরিকল্পনা খ. যথাযথ শিক্ষা
গ. পারস্পরিক মূল্যবোধ ● সচেতনতা
১৪. কার্ল মার্কস সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
● উৎপাদন প্রণালির পরিবর্তন
খ. সাংস্কৃতিক উপাদানের পরিবর্তন
গ. রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন
ঘ. শিক্ষা ব্যবস্থার পরিবর্তন
১৫. দেশের ই-গভর্নেন্সে ব্যাপক প্রভাব ফেলেছে কী?
ক. রাজনীতি খ. চিকিৎসা
● তথ্য প্রযুক্তি ঘ. শিক্ষা
১৬. তথ্য প্রযুক্তি বিশ্বের প্রতিটি দেশে ব্যাপক ভূমিকা পালন করেছে—
● সামাজিক পরিবর্তনে খ. টেকসই উন্নয়ন হ্রাসে
গ. নারীর ক্ষমতারোধে ঘ. জনসংখ্যা বৃদ্ধিতে
১৭. বিশ্বায়নের মধ্যে কয়টি মৌলিক বিষয় বিদ্যমান?
● ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
১৮. সামাজিক পরিবর্তন বেশি লক্ষ করা যায়-
ক. গ্রামীণ সমাজে ● শহুরে সমাজে
গ. যাযাবর সমাজে ঘ. আদিবাসী সমাজে
১৯. ‘যুদ্ধ’ কোন ধরনের পরিবর্তন?
● পরিকল্পিত পরিবর্তন খ. অপরিকল্পিত পরিবর্তন
গ. গুণগত পরিবর্তন ঘ. তাত্ত্বিক পরিবর্তন
২০. ‘Global Village’ ধারণাটি কার?
ক. রবার্টসের ● মার্শাল ম্যাকলোহানের
গ. আলব্রোর ঘ. টমাস মুরের
২১. বিশ্বায়নের মূল চালিকা শক্তি কী?
● আধুনিক পুঁজিবাদ খ. গণতন্ত্র
গ. বহুজাতিক সংখ্যা ঘ. নব্য উপনিবেশবাদ
২২. Global Village তৈরির মূল দর্শন হিসাবে কোনটি অধিক যৌক্তিক?
● গণ্ডিবিহীন পৃথিবী খ. বাণিজ্যিক আধিপত্যবাদ
গ. বিশ্ব ভ্রাতৃত্ববোধ ঘ. বিশ্ব মানবতা
২৩. বাংলাদেশে বিভিন্ন প্রকার রাজনৈতিক আন্দোলনে কারা অগ্রণী ভূমিকা পালন করছে?
ক. ছিন্নমূল জনগোষ্ঠী খ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
● মধ্যবিত্ত জনগোষ্ঠী ঘ. সুশীল জনগোষ্ঠী
২৪. ‘সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবনধারার পরিবর্তন’- উক্তিটি কার?
ক. রবার্টসের ● স্যামুয়েল কোয়েনিগের
গ. আলব্রোর ঘ. টমাস মুরের
২৫. ব্রিটিশ পণ্য আমদানির ফলে আমাদের কোন শিল্প ধ্বংস হয়?
● তাঁত শিল্প খ. মৃৎশিল্প
গ. জাহাজ শিল্প ঘ. কাগজ শিল্প
২৬. বাংলাদেশের সমাজ কর্তৃক নির্ভরশীল অর্থনীতি অধিক পছন্দ করার পিছনে ক্রিয়াশীল কারণ কোনটি?
ক. আধুনিক প্রযুক্তির আবিষ্কার ● উন্নত জীবনের হাতছানি
গ. উন্নত রাষ্ট্রের জনসংখ্যার চাহিদা ঘ. উন্নত রাষ্ট্রের সাংস্কৃতিক প্রভাব
২৭. হাসিনা কলেজে ভর্তি হবে। সেজন্য তার মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে কলেজে ভর্তির আবেদন নিশ্চিত করেছে। এতে করে তার সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। উদ্দীপকের হাসিনা কোন প্রযুক্তির মাধ্যমে ভর্তির আবেদন নিশ্চিত করেছে?
ক. বৈজ্ঞানিক প্রযুক্তি খ. কম্পিউটার প্রযুক্তি
● তথ্য প্রযুক্তি ঘ. মোবাইল প্রযুক্তি
২৮. সমাজ জীবনের ওপর কোনটি প্রভাব সবচেয়ে বেশি?
● শিক্ষা-দীক্ষা খ. ধন-সম্পত্তি
গ. বংশগতি ঘ. উন্নত ক্যারিয়ার
২৯. বাংলাদেশের মানুষ গ্রাম থেকে ক্রমেই শহরমুখী হচ্ছে কেন?
ক. শিক্ষার জন্য ● জীবিকার তাগিদে
গ. উন্নয়নের জানা ঘ. রাজনৈতিক কারণে
৩০. শিল্পায়নের প্রভাবে শিক্ষা ব্যবস্থায় কী পরিবর্তন হচ্ছে?
ক. শিক্ষার হার কমেছে
● কর্মমুখী শিক্ষার প্রসার হয়েছে
গ. উচ্চ শিক্ষার হার বেড়েছে
ঘ. প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া কমেছে
৩১. সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করার প্রধান উপায় কোনটি?
ক. যথাযথ শিক্ষা খ. পারস্পরিক মূল্যবোধ
● সুষ্ঠু পরিকল্পনা ঘ. সচেতনতা
৩২. কোন বিষয়টির সাথে সামাজিক অবস্থা ওতপ্রোতভাবে জড়িত?
ক. ধর্মীয় অব্যস্থা ● অর্থনৈতিক অবস্থা
গ. রাজনৈতিক অবস্থা ঘ. আন্তর্জাতিক অবস্থা
৩৩. তথ্য আদান প্রদানের কৃৎকৌশলকে কী বলা হয়?
● তথ্য প্রযুক্তি খ. বিশ্বায়ন
গ. বিজ্ঞান ঘ. ই-গভর্ন্যান্স
৩৪. বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশে ব্যাপক হারে কী হচ্ছে?
● পরিবেশ দূষিত খ. সামাজিক উন্নয়ন
গ. সুশাসন ঘ. শিল্পায়ন
৩৫. বিশ্বায়ন হলো—
● বিভিন্ন দেশের পারস্পরিক নির্ভরশীলতা
খ. সমাজসমূহের ক্রমাগত সম্প্রসারণ
গ. সমাজসমূহের পরিবর্তন
ঘ. ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ
৩৬. ‘Social Change’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. পি জিসবার্ট ● ডব্লিউ, এফ, অগবার্ন
গ. এফ এইচ গিভিংস ঘ. ম্যাকাইভার
৩৭. রাজনৈতিক স্বাধীনতা, প্রযুক্তির উদ্ভাবন ও উৎপাদন প্রণালীর পরিবর্তনকে কী বলা হয়?
● সামাজিক পরিবর্তন খ. সামাজিক উন্নয়ন
গ. সামাজিক প্রগতি ঘ. সামাজিক বিবর্তন
৩৮. শিল্পায়ন তথা সার্বিক উন্নয়নের পূর্বশর্ত কী?
ক. রাজনৈতিক অস্থিতিশীলতা খ. ঘন ঘন সরকার বদল
● রাজনৈতিক স্থিতিশীলতা ঘ. শিল্পনীতির পরিবর্তন
৩৯. আধুনিক শিল্পায়িত সমাজে কয়টি বিপরীতমুখী রাজনৈতিক দর্শনে প্রভাবিত?
● ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৪০. নগর জীবনের সূত্রপাত ঘটে কীভাবে?
ক. প্রাকৃতিক ভাবে ● কর্মসংস্থানের প্রয়োজনে
গ. উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলনে ঘ. অনুকূল পরিবেশের কারণে
৪১. যেসব বস্তুর ওপর মানব শ্ৰম প্ৰয়োগ হয় তাকে বলে—
ক. মৌলিক বস্তু খ. উৎপাদনশীল বস্তু
গ. কৃত্রিম বস্তু ● শ্রমবস্তু
৪২. ম্যাকাইভার ও পেয়া সামাজিক পরিবর্তনের কয়টি ধরনের কথা উল্লেখ করেছেন?
ক. ২টি ● ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৪৩. কার্ল মার্কস সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
ক. উৎপাদন প্রণালি খ. রাজনৈতিক ব্যবস্থা
● সামাজিক স্তরবিন্যাস ঘ. সাংস্কৃতিক উপাদান
৪৪. শিক্ষার প্রথম সোপান কী?
ক. বিদ্যালয়ে যাওয়া খ. বলতে শেখা
● সাক্ষরতা ঘ. পড়তে শেখা
৪৫. কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার অনিবার্য?
ক. অর্থনৈতিক ক্ষেত্রে খ. চিকিৎসা ক্ষেত্রে
গ. যোগাযোগ ক্ষেত্রে ● মানব জীবনের সকল ক্ষেত্রে
৪৬. অফিস-আদালতে টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটারের ব্যবহার শুরু হওয়ার ফলে অনেক লোক বেকার হয়ে পড়ে। এরূপ বেকারত্ব নিচের কোনটির অন্তর্ভুক্ত?
● প্রযুক্তিগত খ. প্রচ্ছন্ন
গ. মৌসুমি ঘ. আকস্মিক
৪৭. নগর তৈরির প্রক্রিয়াকে কি বলে?
ক. আধুনিকায়ন খ. বিশ্বায়ন
● নগরায়ণ ঘ. শিল্পায়ন
৪৮. নিচের কোনটি বাজার শর্ত বহির্ভূত?
ক. ক্রয়ের ইচ্ছা ● ক্রয়ের সামর্থ্য
গ. ক্রয়ের অধিকার ঘ. ক্রয় সন্তুষ্টি
৪৯. ‘সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবনযাত্রার ধরনের রূপান্তর’- উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের খ. কার্ল মার্কসের
গ. টমাস মুরের ● স্যামুয়েল কোনিগের
৫০. বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত কোনটি?
ক. রেমিটেন্স খ. কুটির শিল্প
গ. মৎস্য ● পোশাক শিল্প
৯ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. বর্তমানে মাদকাসক্তি কিরূপ সমস্যা হিসেবে পরিগণিত?
ক. জাতীয় ● আন্তর্জাতিক
গ. আঞ্চলিক ঘ. স্থানীয়
২. Unemployment-এর বাংলা প্রতিশব্দ কী?
● বেকারত্ব খ. নিরক্ষরতা
গ. বেকার সমস্যা ঘ. অজ্ঞতা
৩. জঙ্গিবাদী কর্মকাণ্ড—
● সমাজের আইন ও রাষ্ট্রবিরোধী
খ. ধর্মীয় আদর্শের সমর্থক
গ. জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ
ঘ. ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক
৪. বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়?
● ১৯৮০ খ. ১৯৯৯
গ. ১৯৭০ ঘ. ১৯৮৮
৫. বেকার কে?
ক. প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক নয়
● প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক
গ. অপ্রাপ্তবয়স্ক, শিক্ষিত, কর্মে ইচ্ছুক
ঘ. অপ্রাপ্তবয়স্ক, দক্ষ, কর্মে ইচ্ছুক
৬. জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে-
i. নারী নির্যাতন বৃদ্ধি পায়
ii. মানবাধিকার লঙ্ঘিত হয়
iii. সামাজিক উন্নয়ন ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
নদীভাঙনে সর্বস্ব হারিয়ে বৃদ্ধ রহিম মিয়া স্ত্রীকে নিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিয়েছেন। তাদের সন্তানেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। রহিম মিয়া রিকশা চালিয়ে কোনোমতে নিজের ও স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা করতে সক্ষম হলেও অসুস্থ স্ত্রীর ঔষধপত্র ও পথ্য কিনতে পারেন না।
৭. উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটি হলো-
ক. নিরক্ষরতা খ. স্বাস্থ্যহীনতা
● বার্ধক্য ঘ. আবাসন
৮. উষ্ণ সমস্যা হতে উত্তরণের জন্য করণীয় হলো-
i. বেকার সমস্যার সমাধান
ii. বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা
iii. প্রবীণ জনগোষ্ঠীর জন্য ভাতা প্রবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
দশম শ্রেণির ছাত্র রুমনের স্কুলে আসা-যাওয়ার পথে এক দোকানে মাদকদ্রব্য কেনাবেচা হয়। একদিন এক মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে। মাদকাসক্ত রুমন বর্তমানে তার পরিবার ও সমাজের জন্য অভিশাপস্বরূপ।
৯. উদ্দীপকে রুমনের মাদকাসক্তির কারণ কোনটি?
ক. পারিবারিক বিশৃঙ্খলা ● মাদকের সহজলভ্যতা
গ. মূল্যবোধের অবক্ষয় ঘ. অসৎ সঙ্গ
১০. মাদকাসক্তির প্রভাবে রুমন-
i. শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে
ii. মানসিক ভারসাম্য হারাতে পারে
iii. অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
মামুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। উৎপাদিত পোশাকের চাহিদা কমে যাওয়ায় মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ নেয়। এতে মামুনসহ বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।
১১. উদ্দীপকে মামুনের বেকারত্বকে বলা হয়-
ক. প্রযুক্তিজনিত বেকারত্ব ● আকস্মিক বেকারত্ব
গ. বাণিজ্য চক্রজনিত বেকারত্ব ঘ. মৌসুমি বেকারত্ব
১২. উদ্দীপকের অনুরূপ বেকারত্বের ফলে সমাজে —
i. আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে
ii. বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে
iii. উৎপাদিত পণ্যের দাম কমতে পারে।
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
সঞ্চিতার বিয়েতে তার বাবা-মা স্বর্ণালংকার ও গৃহস্থালি সামগ্রীসহ নানান উপহারসামগ্রী প্রদান করেন। এতে শ্বশুরবাড়িতে সঞ্চিতার কদর সাময়িকভাবে বৃদ্ধি পায় বটে। কিন্তু বিপুল খরচ নির্বাহ করতে গিয়ে তার পিতা ঋণগ্রস্ত হয়ে পড়েন।
১৩. সম্বিতার বিয়েতে প্রদত্ত উপহারসামগ্রীকে বলা হয়-
ক. কনে পণ খ. উপঢৌকন
● যৌতুক ঘ. সম্মানী
১৪. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি একটি সামাজিক সমস্যা। কারণ এতে—
i. সমাজের কিছু মানুষ লাভবান হয়
ii. কনের পিতামাতা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়
iii. বিদ্যমান আইনের লঙ্ঘন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫নং প্রশ্নের উত্তর দাও:
রহমান একটি সোয়েটার গার্মেন্টসে মেশিন অপারেটরের কাজ করে। ভবন ধসের কারণে রহমানসহ অন্যান্য শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে। ফলে তাদের জীবনযাপন খুব দুর্বিষহ হয়ে পড়ে।
১৫. রহমানদের কর্মহীনতা কোন ধরনের বেকারত্ব?
ক. প্রচ্ছন্ন ● আকস্মিক
গ. প্রযুক্তিজনিত ঘ. মৌসুমি
১৬. বায়ু দূষণ রোধে নিম্নের কোনটির প্রভাব নেই?
ক. যানবাহনের ব্যবহার কমাতে হবে
খ. ইটভাটার ব্যবহার কমাতে হবে
● কলকারখানার সংখ্যা বৃদ্ধি করতে হবে
ঘ. বেশি বেশি গাছ লাগাতে হবে
১৭. বর্তমানে সারা বিশ্বের কত মানুষ নিরক্ষর?
ক. প্রায় অর্ধাংশ খ. প্রায় এক-তৃতীয়াংশ
গ. প্রায় এক-পঞ্চমাংশ ● প্রায় এক-চতুর্থাংশ
১৮. কাম্য জনসংখ্যা তত্ত্ব হলো-
● সম্পদের অনুপাতে জনসংখ্যা
খ. আয়তনের অনুপাতে জনসংখ্যা
গ. খাদ্য অনুপাতে জনসংখ্যা
ঘ. জনসংখ্যার তুলনায় সম্পদ বেশি
১৯. মৌসুমি বেকারত্ব বলতে বোঝায়-
● ঋতু পরিবর্তনের ফলে বেকারত্ব
খ. বন্যার কারণে বেকারত্ব
গ. খড়ার কারণে বেকারত্ব
ঘ. ঘূর্ণিঝড়ের কারণে বেকারত্ব
২০. নারী-পুরুষের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে কীভাবে?
ক. প্রাকৃতিক পার্থক্যের কারণে
● সমাজ সৃষ্ট পার্থক্যের কারণে
গ. দৈহিক পার্থক্যের কারণে
ঘ. মানসিক পার্থক্যের কারণে
২১. জঙ্গিদের ভুল পথে পরিচালনার জন্য দায়ী কোনটি?
ক. ধর্মীয় ফতোয়া খ. ধর্মীয় ঐতিহ্য
● ধর্মের অপব্যাখ্যা ঘ. ধর্মান্ধতা
২২. নারীর সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়?
ক. যা রাষ্ট্র নারীকে প্রদান করে
● যা সমাজ নারীকে দিয়ে থাকে
গ. আইনের মাধ্যমে সংরক্ষিত হয়
ঘ. যা পরিবার নারীর জন্য নিশ্চিত করে
২৩. যৌন নিপীড়ন প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কোন শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে?
ক. বাস্তবধর্মী ● নৈতিক
গ. ধর্মীয় ঘ. কারিগর
২৪. পানি দূষণের প্রধান ও বৃহত্তর কারণ কোনটি?
● কল কারখানার বর্জ্য পদার্থ
খ. গৃহস্থালি ও পয়ঃবর্জ্য পদার্থ
গ. সামুদ্রিক নৌযানের তেল নিঃসরণ
ঘ. কীটনাশক ও সার প্রয়োগ
২৫. বাংলাদেশে নারীর অবস্থা কীরূপ?
● নিম্ন সামাজিক মর্যাদা খ. উচ্চ সামাজিক মর্যাদা
গ. কোনো মর্যাদা নেই ঘ. পুরুষের সমান মর্যাদা
২৬. পাত্রপক্ষ বিবাহের সময় যে উপহার দাবি করে তা কী হিসেবে স্বীকৃত?
ক. দেনমোহর খ. উপহার
● যৌতুক ঘ. পণ
২৭. যৌতুক নিরোধ আইন ১৯৮০ অনুযায়ী যৌতুক গ্রহণের শাস্তি কত বছর?
● এক খ. দুই
গ. চার ঘ. ছয়
২৮. ‘An Essay on the Principle of Population’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. অগবার্ন খ. উইলোবি
● ম্যালথাস ঘ. পিবি হর্টন
২৯. জেন্ডার বৈষম্যের সর্বশেষ পরিণত কি?
ক. নারীর একা থাকার ইচ্ছা খ. নারীর তালাক গ্রহণ
গ. নারীর নির্ভরশীল হওয়ার ইচ্ছা ● নারীর আত্মহত্যা
৩০. জেন্ডার বৈষম্যের অন্যতম কারণ হলো—
● কুসংস্কার খ. দুর্বলতা
গ. পর্দাপ্রথা ঘ. অসচেতনতা
৩১. মাটি দূষণের মাত্রাকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে কোনটি?
● বর্জ্য পদার্থ খ. রাসায়নিক সার
গ. পলিথিন ঘ. লবণাক্ত পানি
৩২. বাংলাদেশে কয় ধরনের যৌতুক প্রচলিত আছে?
ক. এক ● দুই
গ. চার ঘ. ছয়
৩৩. মূল্যবোধের অবক্ষয় রোধ করতে কোনটি বেশি প্রয়োজন?
ক. সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি ● শিক্ষিত যুবসমাজ
গ. ধর্মীয় গোঁড়ামি দূর ঘ. প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনী
৩৪. বর্তমানে বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা কোনটি?
ক. বেকারত্ব খ. নারী নির্যাতন
● জনসংখ্যা সমস্যা ঘ. নারী নির্যাতন
৩৫. আনিস ভালো ড্রাইভিং জানে। সে তার যোগ্যতা অনুযায়ী কোন কাজ পাচ্ছে না। তাকে কী বলা হবে?
● বেকার খ. অভাব
গ. হতাশ ঘ. দরিদ্র
৩৬. দরিদ্র আনিস বিয়ের সময় যৌতুক দাবি করে। সে ব্যবসায় করতে চায়। আনিসের যৌতুক চাওয়ার কারণ কোনটি?
ক. উচ্চাভিলাষ খ. প্ররোচনা
● অর্থনৈতিক দুরবস্থা ঘ. শখ
৩৭. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রাকৃতিক কারণ কোনটি?
ক. বাল্যবিবাহ ও বহুবিবাহ ● উচ্চ প্রজনন ক্ষমতা
গ. খাদ্যাভ্যাস ঘ. কৃষি জমির উর্বরতা
৩৮. বাংলাদেশে নারীরা জেন্ডার বৈষম্যের কারনে পিছিয়ে পড়ছে কোন ক্ষেত্রে?
ক. বিবাহের ক্ষেত্রে ● অর্থনৈতিক ক্ষেত্রে
গ. সাংস্কৃতিক ক্ষেত্রে ঘ. রাজনৈতিক ক্ষেত্রে
৩৯. বর্তমান বিশ্বে জঙ্গিবাদকে কী হিসেবে চিহ্নিত করা হয়েছে?
ক. রাজনৈতিক সমস্যা ● সামাজিক সমস্যা
গ. ধর্মীয় সমস্যা ঘ. সামরিক সমস্যা
৪০. পরিবেশ তার নিজস্বতা হারিয়ে ফেলেছে কেন?
● ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগের ফলে
খ. গ্রিন হাউজ এফেক্টের কারণে
গ. প্রাকৃতিক স্বাভাবিক নিয়মের কারণে
ঘ. মানুষের নিষ্ঠুর ব্যবহারের জন্য
৪১. ‘ছোট পরিবার সুখি পরিবার’ কোন সমস্যার শ্লোগান?
ক. নিরক্ষরতা খ. মাদকাসক্তি
গ. বেকারত্ব ● জনসংখ্যা
৪২. যৌন নিপীড়নের শিকার নারীরা সব সময় কেমন থাকে?
ক. অসুখী থাকে খ. খিটখিটে মেজাজের হয়
● হীনমন্যতায় ভোগে ঘ. কঠোর হয়
৪৩. পানি দূষণের প্রধান কারণ-
● শিল্প বর্জ্য খ. নর্দমার আবর্জনা
গ. কীটনাশক দ্রব্য ঘ. তেজস্ক্রিয় পদার্থ
৪৪. মৌসুমী বেকারত্ব হচ্ছে-
ক. প্রাকৃতিক দুর্যোগের কারণে বেকারত্ব
● ঋতু পরিবর্তনের কারণে বেকারত্ব
গ. বন্যার কারণে বেকারত্ব
ঘ. খরার কারণে বেকারত্ব
৪৫. নারীর সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়?
ক. যা রাষ্ট্র নারীকে প্রদান করে
● যা সমাজ নারীকে দিয়ে থাকে
গ. আইনের মাধ্যমে সংরক্ষিত হয়
ঘ. যা পরিবার নারীর জন্য নিশ্চিত করে
৪৬. জাতিসংঘের কোন সময়ের মানবাধিকার ঘোষণার সাক্ষরতাকে মৌলিক অধিকার হিসেবে ধরা হয়েছিল?
ক. ১৯৪৬ সালের ১৮ ডিসেম্বর
● ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
গ. ১৯৫২ সালের ৮ ডিসেম্বর
ঘ. ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর
৪৭. যৌতুক প্রথা নিরসনের উপায় কী?
ক. ধনসম্পদ বৃদ্ধি খ. রাজনৈতিক প্রসার
● শিক্ষা বিস্তার ঘ. পুলিশ শাসন
৪৮. আমাদের সমাজে যৌতুক-
● আত্মঘাতী রীতিতে পরিণত হয়েছে
খ. অত্যাবশ্যকীয় রীতিতে পরিণত হয়েছে
গ. স্বীকৃতি পেয়েছে
ঘ. সামাজিক মর্যাদাকে ত্বরান্বিত করেছে
৪৯. জীবজগতের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. মাটি খ. গাছপালা
গ. বাসস্থান ● বাতাস
৫০. জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশের যে অঞ্চলে খরা বাড়বে-
ক. দক্ষিনাঞ্চল ও উত্তরাঞ্চল ● পশ্চিমাঞ্চল ও দক্ষিণঞ্চল
গ. উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল ঘ. পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল
১০ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ হলো –
● দেশের জনগণের উন্নয়ন খ. বেসরকারি সংস্থার উন্নয়ন
গ. অবকাঠামোগত উন্নয়ন ঘ. কারিগরি শিক্ষার উন্নয়ন
২. ‘আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষের আয় অথবা সম্পদ বৃদ্ধির প্রক্রিয়া’- উক্তিটি কার?
ক. এডাম স্মিথ ● ড. মুহাম্মদ ইউনূস
গ. ডাডলি সিয়ার্স ঘ. কার্ল মার্কস
৩. বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
ক. এডাম স্মিথ ● ড. আখতার হামিদ খান
গ. ডাডলি সিয়ার্স ঘ. কার্ল মার্কস
৪. নিচের কোনটি সরকারি সংস্থা?
ক. BRAC ● BARD
গ. ASA ঘ. USAID
৫. বিংশ শতকের কোন দশক হতে উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহৃত হয়?
ক. চল্লিশের খ. পঞ্চাশের
● ষাটের ঘ. সত্তরের
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
রানুদের গ্রামে ‘হাতেখড়ি’ নামে একটি বেসরকারি সংস্থা কাজ করে। রানু এই সংস্থা হতে সেলাই প্রশিক্ষণ নেয়। অতঃপর তাদের আর্থিক সহায়তায় একটি সেলাই মেশিন কিনে কাপড় সেলাই করে সময়মতো টাকাও ফেরত দিয়েছে। বর্তমানে সে স্বাবলম্বী। পরিবার ও সমাজে তার মর্যাদা ও গ্রহণযোগ্যতা বেড়েছে।
৬. উদ্দীপকে বর্ণিত আর্থিক সহায়তা কোন ধরনের কার্যক্রম?
ক. বেকার ভাতা ● ক্ষুদ্রঋণ
গ. বিধবা ভাতা ঘ. শিল্পঋণ
৭. হাতেখড়ি নামক সংগঠন রানুদের গ্রামে –
i. দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে
ii. অবকাঠামোগত উন্নয়ন ঘটাবে
iii. নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ নং প্রশ্নের উত্তর দাও:
নাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শীতের ছুটিতে গ্রামে গিয়ে দেখল গ্রামীণ দুস্থ ও মহিলা শ্রমিকরা এলাকার রাস্তাঘাট মেরামত ও নদী-নালা পুনঃখননের কাজ করছে। দিন শেষে তাদের পারিশ্রমিক হিসেবে টাকার পরিবর্তে বিশ কেজি করে গম দেয়া হলো।
৮. উদ্দীপকের নাইমের গ্রামের কার্যক্রমটি কোন কর্মসূচিকে নির্দেশ করে?
ক. গ্রামীণ কৃষি ও শিল্প উন্নয়ন কর্মসূচি
খ. সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচি
● কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি
ঘ. স্বনির্ভর আন্দোলন কর্মসূচি
৯. বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম ধাপ কোনটি?
ক. উপজেলা পরিষদ ● ইউনিয়ন পরিষদ
গ. পৌরসভা ঘ. সিটি কর্পোরেশন
১০. সামাজিক উন্নয়ন কোনটিকে নির্দেশ করে?
ক.সমাজের সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনকে
খ. শিক্ষার অগ্রগতিকে
● নারীর ক্ষমতায়নকে
ঘ. রাজনৈতিক স্থিতিশীলতাকে
১১. সরকারি পতিত জমিতে কোন বেসরকারি সংস্থা সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করেছে?
ক. আশা খ. ব্র্যাক
গ. গ্রামীণ ব্যাংক ● প্রশিকা
১২. BARD কোন জেলায় অবস্থিত?
ক. বগুড়া খ. রাজশাহী
● কুমিল্লা ঘ. রংপুর
১৩. ‘স্বনির্ভর আন্দোলন’ কোন ধরনের সংস্থা?
● জাতীয় খ. সাংস্কৃতিক
গ. বেসরকারি ঘ. আন্তর্জাতিক
১৪. সরকারি সংস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক. জাতীয় বা আঞ্চলিকভাবে সেবামূলক
খ. উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত
● সাধারণ জনগণের কাছে দায়বদ্ধতা
ঘ. স্বল্পপরিসরে কর্ম এলাকা বিদ্যমান
১৫. সামাজিক উন্নয়ন মূলত একটি—
ক. সামাজিকীকরণ প্রক্রিয়া ● পরিবর্তন প্রক্রিয়া
গ. রাজনৈতিক প্রক্রিয়া ঘ. ধর্মীয় প্রক্রিয়া
১৬. সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি কবে গ্রহণ করা হয়?
● ১৯৭০ খ. ১৯৮২
গ. ১৯৮৫ ঘ. ১৯৯০
১৭. বাংলাদেশের সামাজিক উন্নয়নের জন্য কোনটি বেশি জরুরি?
ক. কৃষির উন্নয়ন খ. রাজনৈতিক উন্নয়ন
গ. মৎস্য প্রকল্পের উন্নয়ন ● শিল্পের উন্নয়ন
১৮. কীসের উন্নয়ন সামাজিক উন্নয়নের পূর্বশর্ত?
ক. সংস্কৃতির খ. রাজনীতির
● শিক্ষার ঘ. কৃষির
১৯. বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় কোনটি?
ক. বিবৰ্তন খ. প্ৰগতি
গ. স্থিতিশীলতা ● উন্নয়ন
২০. স্বনির্ভর আন্দোলন চালু হয় কত সালে?
● ১৯৭৫ খ. ১৯৮২
গ. ১৯৮৫ ঘ. ১৯৯০
২১. যুব উন্নয়ন মন্ত্রণালয়ের নাম কী?
ক. ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় ● যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
গ. যুব উন্নয়ন অধিদপ্তর ঘ. যুব উন্নয়ন পরিদপ্তর
২২. টার্গেট গ্রুপ পদ্ধতি কী?
● দারিদ্র বিমোচন কার্যক্রম খ. ধর্মীয় গোঁড়ামি দূরীকরণ
গ. দক্ষ কর্মী বাহিনী গঠন ঘ. কর্মসংস্থান সৃষ্টি
২৩. কোন সময় হতে সামাজিক উন্নয়ন প্রত্যয়টি ব্যবহৃত হয়ে থাকে?
● ষাটের দশক হতে খ. চল্লিশের দশক হতে
গ. সত্তরের দশক হতে ঘ. পঞ্চাশের দশক হতে
২৪. পরীক্ষামূলক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বেসরকারি সংস্থার গুরুত্ব অত্যাধিক হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. আমলাতান্ত্রিক জটিলতা না থাকা
খ. প্রয়োগজনিত ভুল কম হওয়া
গ. প্রশাসনিক কাঠামো নমনীয় বিধান
● মাঠ পর্যায়ে বিস্তৃত কাঠামো থাকায়
২৫. বাংলাদেশে অবহেলিত এলাকাগুলোর উন্নতির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের সবচেয়ে বড় সহায়ক হতে পারে কোনটি?
● অবকাঠামোগত উন্নয়ন খ. ঋণ সহায়তা
গ. শিল্প প্রতিষ্ঠান তৈরি ঘ. শিক্ষার মান ও হার বৃদ্ধি
২৬. সামাজিক উন্নয়ন বিষয়টি উন্নয়নের কোন বিশেষ দিকটিকে নির্দেশ করে?
● কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন
খ. শিক্ষার অগ্রগতি
গ. নারীর ক্ষমতায়ন
ঘ. রাজনৈতিক স্থিতিশীলতা
২৭. জাতিসংঘের সামাজিক উন্নয়নের আওতায় কয়টি সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়?
ক দশ খ. বারো
● এগারো ঘ. তেরো
২৮. কুমিল্লা পদ্ধতি বা কুমিল্লা মডেল কী?
ক. অর্থনৈতিক উন্নয়নের একটি পদ্ধতি
খ. সামাজিক উন্নয়নের একটি পদ্ধতি
গ. অবকাঠামো উন্নয়নের একটি পদ্ধতি
● গ্রাম উন্নয়নের একটি পদ্ধতি
২৯. কত সালে কুমিল্লা ভিলেজ এইড একাডেমি স্থাপন করা হয়?
● ১৯৫৯ খ. ১৯৮২
গ. ১৯৮৫ ঘ. ১৯৯০
৩০. গ্রামপর্যায়ের উন্নয়ন কর্মচারীদের প্রশিক্ষণ দানের জন্যে কয়টি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছিল?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ● পাঁচটি
৩১. ‘The Sociology of Developing Society’ বইটির লেখক কে?
● উন্নয়ন চিন্তাবিদ এম হুগভেল্ট খ. সমাজবিজ্ঞানী টিবি বটোমোর
গ. রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল ঘ. অর্থনীতিবিদ ড. মো. ইউনূস
৩২. নিচের কোনটি NGO?
● ব্র্যাক
খ. ক্লাব
গ. রাজনৈতিক সংগঠন
ঘ. ট্রেড ইউনিয়ন
৩৩. সরকারের পাশাপাশি বেসরকারি সমন্বয়ের মাধ্যমে জনগণ অর্থ বিনিয়োগ করতে পারে-
● সামাজিক উন্নয়নে খ. রাজনৈতিক উন্নয়নে
গ. বৃক্ষরোপণে ঘ. সমবায় গঠনে
৩৪. সরকারি সংস্থা সামাজিক উন্নয়নের লক্ষ্যে জনগণের জন্য কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে?
ক. আরবি শিক্ষা প্রদান খ. ইংরেজি শিক্ষার প্রসার
গ. ফারসি শিক্ষা প্রদান ● দক্ষ কারিগরি শিক্ষা প্রদান
৩৫. বেসরকারি সংস্থা বিভিন্ন দিবসে স্কুলের শিক্ষার্থীদেরকে কী প্রদান করে?
ক. পোশাক ● খাবার
গ. গাছ ঘ. টাকা
৩৬. সামাজিক উন্নয়নের জন্য দেশের কোন ক্ষেত্রে উন্নয়ন সাধন প্রয়োজন?
ক. সাহিত্যের খ. পরিবেশের
● শিল্পের ঘ. পরিবেশের
৩৭. কত লাখের অধিক লোক বেসরকারি সংস্থায় চাকরিতে নিয়োজিত?
● ৪ লাখের খ. ৬ লাখের
গ. ৫ লাখের ঘ. ৭ লাখের
৩৮. তুলি খান একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক। সংস্থাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. লাভজনক সংস্থা ● অলাভজনক সংস্থা
গ. মুনাফাভোগী সংস্থ ঘ. স্বরলাভজনক সংস্থা
৩৯. সমবায়ের মূলনীতি কী?
ক. দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ
● সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে
গ. একতাই বল
ঘ. সবার ওপরে মানুষ সত্য তাহার ওপর নাই
৪০. সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের মডেল উন্নত বিশ্বের কোন দেশে সমাদৃত হয়েছে?
ক. চীনে ● ফ্রান্সে
গ. অস্ট্রেলিয়ায় ঘ. জাপানে
৪১. ব্র্যাকের গ্রাম সংগঠনে কতজন করে নারী সদস্য রয়েছে?
● ৩০-৪০ জন খ. ৩৫-৪০ জন
গ. ২০-৩০ জন ঘ. ৪০-৪৫ জন
৪২. কত সালে স্বনির্ভর আন্দোলন হয়?
● ১৯৭৫ খ. ১৯৮২
গ. ১৯৮৫ ঘ. ১৯৯০
৪৩. দেশের সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কী?
● মৌলিক অধিকার প্রতিষ্ঠা
খ. কারিগরি শিক্ষার প্রসার
গ. কুটির শিল্পের বিকাশ
ঘ. অবকাঠামোগত উন্ন
৪৪. সামাজিক উন্নয়নের আওতায় কয়টি সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়?
● ১০ টি খ. ১২ টি
গ. ১১ টি ঘ. ১৩ টি
৪৫. কত সালে ‘কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয়?
● ১৯৭৪ খ. ১৯৮২
গ. ১৯৮৫ ঘ. ১৯৯০
৪৬. কৃষি থেকে দেশের জাতীয় আয়ের কত শতাংশ পাওয়া যায়?
● ১৩.০৯ শতাংশ খ. ২৪ শতাংশ
গ. ২৮ শতাংশের ঘ. ১৮ শতাংশ
৪৭. সমবায়ভিত্তিক উন্নয়ন হচ্ছে—
i. সেচব্যবস্থার উন্নয়ন
ii. শিক্ষা কর্মসূচির আয়োজন
iii. শিল্প কারখানা স্থাপন
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. দেশের অবকাঠামো উন্নয়নের ফলে উন্নয়ন সাধিত হয়-
i. ব্যবসা বাণিজ্য
ii. কৃষিতে
iii. শিল্পে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় কোনটি?
ক. বিবর্তন ● উন্নয়ন
গ. প্রগতি ঘ. সামাজিক উন্নয়ন
৫০. ‘সেভ দ্যা চিলড্রেন’ কোন ধরনের বেসরকারি সংস্থা?
ক. স্থানীয় ● আন্তর্জাতিক
গ. জাতীয় ঘ. আঞ্চলিক