৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন || Class 6 Bangla 2nd paper MCQ

১ম অধ্যায়
ভাষা ও বাংলা ভাষা
১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?
ক.পাখির                    খ. পশুর
✔ মানুষের                  ঘ. সবার
২. ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম কোন দিক থেকে?
i. স্নায়ুতন্ত্র
ii. মস্তিষ্ক
iii. মানুষের অন্যান্য প্রত্যঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক. i                     খ. ii
গ. ii                      i, ii ও iii
৩. ভাষার মাধ্যমে আমরা কোন ধরনের অনুভূতি প্রকাশ করি?
i. হিংসা-বিদ্বেষ
ii. ভালোলাগা-ভালোবাসা
iii. ঘৃণা, ক্ষোভ
নিচের কোনটি সঠিক?
ক. i                      খ. ii
গ. i ও ii                 i, ii ও iii
৪. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?
ক. মাধ্যম                হাতিয়ার
গ.অঙ্গ                     ঘ. বাহক
৫. ভাষা কত প্রকার?
ক. ১                  ২
গ. ৩                 ঘ. ৪
৬. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই, সেগুলোকে কী বলে?
✔ মৌখিক ভাষা              খ. লিখিত ভাষা
গ. ইশারা ভাষা                  ঘ. সবকটি
৭. কোন ভাষার সীমাবদ্ধতা আছে?
ক. লিখিত ভাষার                 খ. ইশারা ভাষার
✔ মৌখিক ভাষার                 ঘ. সব কটি
৮. ভাষার লিখন ব্যবস্থা কেমন?
i. বর্ণভিত্তিক
ii. অক্ষরভিত্তিক
iii. ভাবাত্মক
নিচের কোনটি সঠিক?
ক. i                      খ. ii
গ. i ও ii                 i, ii ও iii
৯. কোন ভাষার বর্ণ রয়েছে?
i. ইংরেজি
ii. বাংলা
iii. তামিল
নিচের কোনটি সঠিক?
ক. i                      খ. ii
গ. i ও ii                 i, ii ও iii
১০. অক্ষর কী?
ক. বর্ণ                   খ. ধ্বনি
গ. বাক্য                  কথার টুকরো অংশ
১১. উচ্চারণের একক কী?
ক. বর্ণ                     খ. ধ্বনি
✔ অক্ষর                 ঘ. শব্দ
১২. অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখনরীতি বলে?
ক. বর্ণভিত্তিক               ✔ অক্ষরভিত্তিক
গ. ভাবাত্মক                 ঘ. ভাষাভিত্তিক
১৩. ভাষার প্রধান উপাদান কয়টি?
ক. ১                   খ. ২
গ. ৩                   ✔ ৪
১৪. কোনটি ভাষার উপাদান নয়?
ক. বাগধ্বনি               খ. বাগর্থ
✔ আওয়াজ              ঘ. বাক্য
১৫. পশু-পাখির ডাককে কী বলে?
ক. ধ্বনি                     খ. ভাষা
✔ আওয়াজ               ঘ. সংকেত
১৬. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক. আওয়াজ               ✔ শব্দ
গ. ধ্বনি                       ঘ. ভাষা
১৭. বাক্য বলতে কী বোঝায়?
i. কথা 
ii. বাচন
iii. অর্থবোধক শব্দ
নিচের কোনটি সঠিক?
ক. i                      খ. ii
✔ i ও ii                ঘ. i, ii ও iii
১৮. ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? জ
ক. প্রথম                 খ. দ্বিতীয়
✔ তৃতীয়                 ঘ. চতুর্থ
১৯. বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে?
i. বক্তা 
ii. শ্রোতা
iii. দর্শক
নিচের কোনটি সঠিক?
ক. i                      খ. ii
✔ i ও ii                ঘ. i, ii ও iii
২০. ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?
ক. ধ্বনি                     খ. শব্দ
গ. বাক্য                     ✔ বাগর্থ
২১. অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানাধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে?
✔ অঙ্গভঙ্গির ভাষা                  খ. ভাব বিনিময়ের ভাষা
গ. চোখের ভাষা                       ঘ. বর্ণনার ভাষা
২২. সংকেত ভাষা কীভাবে প্রকাশ করা হয়?
i. আঙুল মুখে ছুঁয়ে
ii. হাত মাথায় উঠিয়ে
iii. বুকে হাত দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i                       খ. ii
গ. i ও ii                 i, ii ও iii
২৩. সংকেত ভাষার অপর নাম কী?
ক. চোখের ভাষা                  খ. ভাব বিনিময়ের ভাষা
✔ ইশারা ভাষা                    ঘ. বর্ণনার ভাষা
২৪. মাতৃভাষা কী?
i. মায়ের কাছ থেকে শেখা ভাষা
ii. মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা
iii. জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা
নিচের কোনটি সঠিক?
ক. i                      খ. ii
গ. i ও ii                 i, ii ও iii
২৫. শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কী বলে?
i. প্রথম ভাষা
ii. মাতৃভাষা
iii. বিদেশি ভাষা
নিচের কোনটি সঠিক?
ক. i                      খ. ii
✔ i ও ii                ঘ. i, ii ও iii
২৬. ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যেকে কী বলা হয়?
i. উপভাষা
ii. প্রমিত ভাষা
iii. কথ্যভাষা
নিচের কোনটি সঠিক?
✔ i                      খ. ii
গ. i ও ii                ঘ. i, ii ও iii
২৭. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য, তাকে কী ভাষা বলে?
ক. কথ্যভাষা                    ✔ উপভাষা
গ. প্রমিত ভাষা                  ঘ. ব্যক্তি ভাষা
২৮. উপভাষার আরেক নাম কী?
✔ আঞ্চলিক ভাষা                খ. কথ্যভাষা
গ. ব্যক্তিভাষা                          ঘ. প্রমিত ভাষা
২৯. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?
ক. ব্যক্তিভাষা                  খ. কথাভাষা
গ. উপভাষা                     ✔ প্রমিত ভাষা
৩০. প্রমিত ভাষার অপর নাম কী?
ক. ব্যক্তিভাষা                খ. সামাজিক ভাষা
✔ উপভাষা                    ঘ. কথ্যভাষা
৩১. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা                    খ. সামাজিক ভাষা
গ. উপভাষা                          ✔ কথ্যভাষা
৩২. ব্যক্তির নিজস্ব পরচিয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা                     ✔ ব্যক্তিভাষা
গ. উপভাষা                          ঘ. কথ্যভাষা
৩৩. সমাজের ভাষা কত প্রকার?
ক. প্রমিত ভাষা                 ✔ সামাজিক ভাষা
গ. উপভাষা                       ঘ. কথ্যভাষা
৩৪. সামাজিক ভাষা কত প্রকার?
✔ ২ প্রকার                খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার                 ঘ. ৫ প্রকার
৩৫. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?
✔. উচ্চ শ্রেণির ভাষা                খ. উচ্চ ভাষা
গ. অভিজাত ভাষা                    ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা
৩৬. সামাজিক সুযোগ-সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা-দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়- তাদের ভাষাকে কী ভাষা বলে?
ক. নিম্নভাষা                                ✔ নিম্নশ্রেণির ভাষা
গ. অশিষ্টজনের ভাষা                 ঘ. সাধারণের ভাষা
৩৭. সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা                     খ. সামাজিক ভাষা
গ.উপভাষা                            ✔ পেশাগত ভাষা
৩৮. মাতৃভাষা ছাড়া যেকোনো ভাষাকে কী ভাষা বলে?
i. দ্বিতীয় ভাষা
ii. তৃতীয় ভাষা
iii. বিদেশী ভাষা
নিচের কোনটি সঠিক?
ক. i                      খ. ii
গ. i ও ii                 i, ii ও iii
৩৯. বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কী বলে?
ক. লেখার ভাষা                  ✔ সাধুভাষা
গ. চলিত ভাষা                     ঘ. প্রমিত ভাষা


২য় অধ্যায়
ধ্বনিতত্ত্ব
১. ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে?
ক. শ্বাসনালি                 খ. স্বরযন্ত্র
গ. গলনালি                  ✔ বাগযন্ত্র
২. আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ কী?
i. শ্বাসকার্য পরিচালনা করা
ii. খাদ্য গ্রহণ করা
iii. কথা বলা
নিচের কোনটি সঠিক?
ক. i                     খ. ii
✔ i ও ii              ঘ. i, ii ও iii
৩. বাগযন্ত্রের সাহায্যে আমরা কী উৎপাদন করি?
✔ ধ্বনি               খ. বর্ণ
গ. শব্দ                 ঘ. বাক্য
৪. কী নিয়ে বাগযন্ত্র তৈরি?
i. ফুসফুস, শ্বাসনালি, মধ্যছচ্ছদা, চিবুক
ii. স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল
iii. দাঁত, তালু, গলনালি, মধ্যচ্ছদা, চিবুক
নিচের কোনটি সঠিক?
ক. i                     খ. ii
গ. i ও ii              ✔ i, ii ও iii
৫. যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে?
✔ স্বরধ্বনি                   খ. স্বরবর্ণ
গ. ব্যাঞ্জনধ্বনি              ঘ. ব্যাঞ্জনবর্ণ
৬. কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়?
ক. অ                   খ. আ
✔ ই                     ঘ. উ
৭. স্বরধ্বনির উচ্চারণের বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় কী?
ক. দুটি                   ✔ তিনটি
গ. চারটি                 ঘ. পাঁচটি
৮. স্বরধ্বনির উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় কী?
i. জিভের উচ্চতা
ii. জিভের অবস্থান
iii. ঠোঁটের আকৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i                     খ. ii
গ. i ও ii              ✔ i, ii ও iii
৯. কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কী জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়?
i. মৌখিক স্বরধ্বনি
ii. আনুনাসিক স্বরধ্বনি
iii. সম্মুখ স্বরধ্বনি
নিচের কোনটি সঠিক?
ক. i                     খ. ii
✔ i ও ii              ঘ. i, ii ও iii
১০. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
✔ সম্মুখ স্বরধ্বনি                  খ. মধ্য-স্বরধ্বনি
গ. পশ্চাৎ স্বরধ্বনি                 ঘ. নিম্ন-স্বরধ্বনি
১১. জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ, সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি                 ✔ মধ্য-স্বরধ্বনি
গ. পশ্চাৎ স্বরধ্বনি                ঘ. নিম্ন-স্বরধ্বনি
১২. জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি, তাকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি                     খ. মধ্য-স্বরধ্বনি
✔ পশ্চাৎ স্বরধ্বনি                    ঘ. নিম্ন-স্বরধ্বনি
১৩. জিভ সবচেয়ে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি               খ. নিম্ন-স্বরধ্বনি
✔ উচ্চ স্বরধ্বনি                        ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৪. জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি                 ✔ নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি                          ঘ. নিম্ন মধ্য স্বরধ্বনি
১৫. জিভ নিম্ন-স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ-স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
✔ উচ্চ-মধ্য স্বরধ্বনি              খ. নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি                       ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৬. জিভ উচ্চ-মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন-স্বরধ্বনি থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি              খ. নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি                       ✔ নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৭. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
✔ ২                     খ. ৩
গ. ৪                      ঘ. ৫
১৮. স্বরধ্বনি তৈরির সময় হাঁ করার উপর নির্ভর করে যে স্বরধ্বনিগুলো গঠিত হয়, সেগুলোকে কী বলে?
i. বিবৃত
ii. অর্ধ-বিবৃত
iii. সংবৃত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii               খ. i ও iii
গ. ii ও iii              ✔ i, ii ও iii
১৯. যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয়, সেই স্বরধ্বনিগুলোকে কী বলে?
✔ গোলাকৃত স্বরধ্বনি        খ. অগোলাকৃত স্বরধ্বনি
গ. সংবৃত স্বরধ্বনি               ঘ. বিবৃত স্বরধ্বনি
২০. গোলাকৃত স্বরধ্বনি কোনটি?
✔ অ                     খ. আ
গ. ই                       ঘ. এ
২১. স্বরধ্বনির তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী?
i. জিভের উচ্চতা
ii. জিভের অবস্থান
iii. ঠোঁটের আকৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii               ✔ i ও iii
গ. ii ও iii              ঘ. i, ii ও iii
২২. ব্যঞ্জনধ্বনি কয় প্রকার?
ক. ১             খ. ২
✔ ৩             ঘ. ৪
২৩. নিচের কোনটি ধ্বনি বিশিষ্ট ব্যঞ্জনধ্বনি নয়?
✔ প           খ. স
গ. ম            ঘ. ঙ
২৪. ধ্বনি বিশিষ্ট ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোনটি বাধা সৃষ্টি করে?
ক. ঠোঁট             ✔ জিভ
গ. দাঁত              ঘ. সবকটি
২৫. ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২           ✔ ৩
গ. ৪            ঘ. ৫
২৬. ব্যঞ্জনধ্বনির উচ্চারণস্থান কয়টি?
ক. ৪              ✔ ৫
গ. ৬               ঘ. ৭
২৭. কণ্ঠ্য ধ্বনি কোনটি?
ক. গ               খ. ঙ
✔ চ                ঘ. ট
২৮. তালব্য ধ্বনির একটি উদাহরণ কী?
ক. চ               খ. ব
গ. ত               ✔ জ
২৯. মূর্ধন্য ধ্বনির একটি উদাহরণ কী?
ক. ত              খ. ন
✔ ড               ঘ. ফ
৩০. দন্ত্য ধ্বনির একটি উদাহরণ কী?
ক. থ              ✔ ফ
গ. ব              ঘ. ধ
৩১. ওষ্ঠ্য ধ্বনির একটি উদাহরণ কী?
✔ চ                খ. থ
গ. ম                ঘ. ড
৩২. ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখগহ্বর দিয়ে নির্গত হলে তাকে কী বলে?
✔ অনুনাসিক ধ্বনি              খ. অর্ধ ধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি                     ঘ. মৌখিক ধ্বনি
৩৩. নিচের কোনটি অনুনাসিক ধ্বনি?
ক. ম            খ. ণ
গ. ন            ✔ সবকটি
৩৪. অর্ধধ্বনির প্রধান বৈশিষ্ট্য কী?
ক. ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনির মিল
খ. শুধুই ব্যঞ্জনধ্বনি
গ. শুধুই স্বরধ্বনি
✔ মৌখিক ধ্বনি
৩৫. বাংলা ভাষায় অর্ধ ধ্বনি কয়টি?
✔ ১             খ. ২
গ. ৩             ঘ. ৪
৩৬. নিচের কোনটি বাংলা ভাষার অর্ধ ধ্বনি?
ক. র              খ. য
✔ ল              ঘ. র ও য
৩৭. বাংলা ভাষার ধ্বনি কয়টি?
✔ ৩৯                খ. ৪০
গ. ৪২                 ঘ. ৪৪
৩৮. স্বরধ্বনি কয়টি?
ক. ৫            খ. ৬
✔ ৭             ঘ. ৮
৩৯. ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক. ৩৩                খ. ৩৫
✔ ৩৭                ঘ. ৩৯
৪০. ধ্বনি শব্দের অর্থ কী?
ক. বর্ণ                       খ. শব্দ
✔ শব্দের একক            ঘ. বাক্য
৪১. কোন ধ্বনিগুলো উচ্চারণে বাঁধা পায় না?
✔ ব্যঞ্জনধ্বনি                 খ. স্বরধ্বনি
গ. অনুনাসিক                  ঘ. অর্ধ ধ্বনি
৪২. স্বরধ্বনি উচ্চারণে মুখ ও নাক কোন অবস্থায় থাকে?
ক. সম্পূর্ণ বন্ধ             ✔ অর্ধ বন্ধ
গ. খোলা                    ঘ. চাপা
৪৩. ব্যঞ্জনধ্বনির উচ্চারণের সময় বাতাস কোথায় বাধা পায়?
ক. স্বরযন্ত্রে               খ. জিভে
গ. মুখগহ্বরে             ✔ নাকগহ্বরে
৪৪. ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কী সৃষ্টি হয়?
ক. স্পন্দন              ✔ কম্পন
গ. ঘর্ষণ                  ঘ. শব্দ
৪৫. ব্যঞ্জনধ্বনির উচ্চারণে মুখগহ্বরে বাধা সৃষ্টি করে কোনটি?
ক. ঠোঁট                ✔ দাঁত
গ. তালু                 ঘ. সবকটি
৪৬. নিচের কোনটি ব্যঞ্জনধ্বনির উচ্চারণস্থান নয়?
ক. কণ্ঠ্য                 খ. তালব্য
✔ কণ্ঠস্বর              ঘ. ওষ্ঠ্য
৪৭. ব্যঞ্জনধ্বনি উৎপন্ন হয় কোথায়?
ক. মুখে             খ. নাকে
গ. ফুসফুসে        ✔ গলায়
৪৮. ব্যঞ্জনধ্বনির উচ্চারণে বাধা কোথা থেকে সৃষ্টি হয়?
ক. গলার নিচ থেকে             খ. মুখগহ্বর থেকে
✔ জিভের নিচ থেকে            ঘ. মধ্যছদ্দ থেকে
৪৯. কোন ধ্বনির উচ্চারণে মুখ ও নাসারন্ধ্র দুটি পথেই বাতাস যায়?
✔ মৌখিক ধ্বনি                  খ. অনুনাসিক ধ্বনি
গ. অর্ধ ধ্বনি                       ঘ. ব্যঞ্জনধ্বনি
৫০. ধ্বনির উৎপত্তিস্থল কোথায়?
ক. ফুসফুস            ✔ কণ্ঠনালি
গ. স্বরতন্ত্রী              ঘ. গলনালি
৫১. মৌখিক ধ্বনির একমাত্র উৎস কোনটি?
ক. মুখ             ✔ গলা
গ. নাক             ঘ. বুক
৫২. উচ্চারণের দিক থেকে বাংলা ভাষার ধ্বনিগুলোকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
ক. ২              খ. ৩
✔ ৪              ঘ. ৫
৫৩. নিচের কোনটি বাংলা ভাষার ধ্বনির শ্রেণি নয়?
✔ স্বরধ্বনি              খ. ব্যঞ্জনধ্বনি
গ. অর্ধ ধ্বনি             ঘ. মৌল ধ্বনি
৫৪. স্বরধ্বনি উৎপন্ন হয় কোন মাধ্যমে?
ক. গলা              খ. ঠোঁট
গ. জিভ              ✔ স্বরতন্ত্রী
৫৫. স্বরতন্ত্রী কোথায় অবস্থিত?
ক. গলায়             ✔ কণ্ঠনালিতে
গ. নাকে              ঘ. মুখে
৫৬. নিচের কোনটি স্বরতন্ত্রী ব্যবহার করে না?
ক. স্বরধ্বনি              খ. ব্যঞ্জনধ্বনি
গ. অনুনাসিক            ✔ অর্ধ ধ্বনি
৫৭. নিচের কোনটি একমাত্র স্বরধ্বনি?
✔ অ               খ. ক
গ. গ                ঘ. খ
৫৮. ধ্বনিকে বিশ্লেষণ করে কী পাওয়া যায়?
✔ বাক্য             খ. শব্দ
গ. বর্ণ                ঘ. পদ
৫৯. বাংলা ভাষার ধ্বনিগুলোকে কীভাবে শ্রেণিবদ্ধ করা হয়?
ক. উচ্চারণভিত্তিক            ✔ বানানভিত্তিক
গ. শব্দভিত্তিক                   ঘ. অর্থভিত্তিক
৬০. স্বরধ্বনির উচ্চারণে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
ক. দাঁত              খ. ঠোঁট
✔ জিভ              ঘ. তালু
৬১. স্বরধ্বনির উচ্চারণে জিভের উচ্চতা কত প্রকার?
ক. ২                 খ. ৩
গ. ৪                ✔ ৫
৬২. ব্যঞ্জনধ্বনি শব্দ গঠনের সময় কী কাজ করে?
ক. সহায়ক ধ্বনি                খ. মূল ধ্বনি
✔ বিকল্প ধ্বনি                ঘ. প্রধান ধ্বনি
৬৩. ব্যঞ্জনধ্বনির আরেক নাম কী?
✔ সহধ্বনি                খ. অর্ধধ্বনি
গ. মূলধ্বনি                ঘ. অমূল ধ্বনি
৬৪. অনুনাসিক ধ্বনির বৈশিষ্ট্য কী?
ক. নাক দিয়ে বাতাস যায়
খ. মুখ দিয়ে বাতাস যায়
✔ মুখ ও নাক দুটো দিয়ে বাতাস যায়
ঘ. ফুসফুসে বাতাস আটকে থাকে
৬৫. নিচের কোনটি ধ্বনি শ্রেণির অন্তর্গত নয়?
✔ স্বর                     খ. ব্যঞ্জন
গ. অনুনাসিক             ঘ. উপসর্গ
৬৬. ধ্বনি কোন স্তরে ব্যবহার হয়?
✔ বাক্য               খ. শব্দ
গ. ধ্বনি                ঘ. মূল
৬৭. ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় নাক বন্ধ থাকে, কিন্তু মুখগহ্বরে বাধা থাকে—এটি কোন ধ্বনির বৈশিষ্ট্য?
✔ মৌখিক ধ্বনি           খ. ব্যঞ্জনধ্বনি
গ. অর্ধধ্বনি                  ঘ. অনুনাসিক
৬৮. বাংলা ভাষায় কটি অনুনাসিক ধ্বনি আছে?
ক. ২             খ. ৩
✔ ৪             ঘ. ৫
৬৯. ব্যঞ্জনধ্বনি উচ্চারণে ঠোঁটের ভূমিকা কোন ধ্বনিতে গুরুত্বপূর্ণ?
ক. ওষ্ঠ্য               খ. তালব্য
গ. কণ্ঠ্য               ✔ দন্ত্য
৭০. ব্যঞ্জনধ্বনি উচ্চারণে জিভ মূর্ধা স্পর্শ করলে সেটি কোন উচ্চারণস্থান?
✔ তালব্য            খ. কণ্ঠ্য
গ. মূর্ধন্য              ঘ. ওষ্ঠ্য
৭১. ব্যঞ্জনধ্বনি উচ্চারণে জিভ দাঁতের সঙ্গে ঘর্ষণ করলে সেটি কোন উচ্চারণ?
ক. তালব্য             খ. মূর্ধন্য
✔ ওষ্ঠ্য                ঘ. দন্ত্য
৭২. নিচের কোনটি ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ নয়?
ক. ধ্বনিবিশিষ্ট              খ. অনুনাসিক
গ. অর্ধধ্বনি                 ✔ মৌলধ্বনি


৩য় অধ্যায় 
রূপতত্ত্ব
১. শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়?
ক. ধ্বনিতত্ত্বে                ✔ রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে                 ঘ. বাগর্থতত্ত্বে
২. শব্দ গঠনের জন্য কী ভাষিক উপাদান রয়েছে?
i. প্রত্যয়
ii. বিভক্তি
iii. উপসর্গ ও সমাস
নিচের কোনটি সঠিক?
ক. i                 খ. ii
গ. i ও ii          ✔ i, ii ও iii
৩. প্রত্যয় শব্দের কোথায় বসে?
✔ পরে                     খ. পূর্বে
গ. মাঝে                    ঘ. সঙ্গে
৪. কোনটির স্বাধীন ব্যবহার নেই?
i. প্রত্যয়
ii. বিভক্তি
iii. উপসর্গ
নিচের কোনটি সঠিক?
ক. i                 খ. ii
✔ i ও ii           ঘ. i, ii ও iii
৫. বিভক্তির কী নেই?
i. অর্থ
ii. স্বাধীন ব্যবহার
iii. শব্দ গঠনের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i                 ✔ ii
গ. i ও ii          ঘ. i, ii ও iii
৬. শব্দের পরে যে বিভক্তি বসে, তাকে কী বলে?
ক. নাম বিভক্তি                 খ. পদ বিভক্তি
✔ শব্দ বিভক্তি                   ঘ. ক্রিয়া বিভক্তি
৭. দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক. বিভক্তি                খ. উপসর্গ
গ. সন্ধি                     ✔ সমাস
৮. শব্দ কত প্রকার?
ক. ৩                  খ. ৪
✔ ৫                   ঘ. ৬
৯. কোনো শব্দের মাধ্যমে কী বোঝালে তাকে বিশেষ্য বলে?
i. ব্যক্তি, জাতির নাম
ii. সমষ্টি, বস্তু, স্থানের নাম
iii. কাল, ভাব, কর্ম বা গুণের নাম
নিচের কোনটি সঠিক?
ক. i                 খ. ii
✔ i ও ii           ঘ. i, ii ও iii
১০. বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক. বিশেষণ                  ✔ সর্বনাম
গ. ক্রিয়া                        ঘ. অব্যয়
১১. বিশেষণ কী প্রকাশ করে?
i. বিশেষ্য বা সর্বনামের গুণ
ii. বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য
iii. ক্রিয়ার ভাব
নিচের কোনটি সঠিক?
ক. i                 খ. ii
✔ i ও ii          ঘ. i, ii ও iii
১২. যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায়, তাকে কী বলে?
i. বিশেষ্য
ii. বিশেষণ
iii. ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i                খ. ii
✔ iii              ঘ. i, ii ও iii
১৩. ক্রিয়া প্রধানত কত প্রকার?
✔ ২                খ. ৩
গ. ৪                 ঘ. ৫
১৪. যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে, তাকে কী বলে?
ক. বিশেষ্য                         ✔ সমাপিকা ক্রিয়া
গ. অসমাপিকা ক্রিয়া           ঘ. ক্রিয়া
১৫. যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায়, তাকে কী বলে?
ক. বিশেষ্য                            খ. সমাপিকা ক্রিয়া
✔ অসমাপিকা ক্রিয়া              ঘ. ক্রিয়া
১৬. বিশেষ্য শব্দের শেষে কী যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়?
ক. উপসর্গ               খ. অনুসর্গ
গ. বিভক্তি              ✔ প্রত্যয়
১৭. কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়?
ক. দাদা                   খ. মামা
✔ উপাচার্য              ঘ. খালা
১৮. বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়?
✔ ২                   খ. ৩
গ. ৪                    ঘ. ৫
১৯. পক্ষ বা পুরুষ কত প্রকার?
ক. ২                 ✔ ৩
গ. ৪                  ঘ. ৫
২০. যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায়, তাকে কী বলে?
i. বক্তাপক্ষ
ii. শ্রোতাপক্ষ
iii. অন্যপক্ষ
নিচের কোনটি সঠিক?
✔ i                 খ. ii
গ. iii                ঘ. i, ii ও iii
২১. যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে কী বলে?
i. বক্তাপক্ষ
ii. শ্রোতাপক্ষ
iii. অন্যপক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i                 খ. ii
✔ iii                ঘ. i, ii ও iii
২২. শ্রোতাপক্ষ কোনটি?
ক. আমি               ✔ তুমি
গ. সে                    ঘ. আক
২৩. ‘ইচ্ছুক’ শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
ক. -অক               খ. -ইক
✔ -উক                 ঘ. -আক
২৪. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে?
ক. আকাশ            খ. আহার
গ. বিকল              ✔ হাতল


৪র্থ অধ্যায়
বাক্যতত্ত্ব
১. যে কাজ করে তাকে কী বলে?
ক. কর্ম                ✔ কর্তা
গ. ক্রিয়া               ঘ. উদ্দেশ্য
২. বাংলা বাক্যের গঠন-প্রক্রিয়া কেমন?
i. কর্তা+কর্ম+ক্রিয়া
ii. কর্ম+কর্তা+ক্রিয়া
iii. কর্তা+ক্রিয়া+কর্ম
নিচের কোনটি সঠিক?
✔ i                      খ. ii
গ. i ও ii              ঘ. i, ii ও iii
৩. ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার?
ক. ৩              ✔ ৪
গ. ৫                 ঘ. ৬
৪. যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয়, তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য
খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. হাঁ-বোধক বাক্য
✔ বিবৃতিমূলক বাক্য
৫. বিবৃতিমূলক বাক্য কত প্রকার?
✔ ২                  খ. ৩
গ. ৪                    ঘ. ৫
৬. সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ করে যে বাক্য বলা হয়, তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য                   খ. অনুজ্ঞাবাচক বাক্য
✔ জিজ্ঞাসাবোধক বাক্য                 ঘ. বিবৃতিমূলক বাক্য
৭. যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদির আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায়, তাকে কী বলে?
✔ বিস্ময়বোধক বাক্য                     খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য                 ঘ. বিবৃতিমূলক বাক্য
৮. যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য                 ✔ অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য              ঘ. বিবৃতিমূলক বাক্য
৯. ‘পিউ সিনেমা দেখতে পছন্দ করে না।’ – এটি কোন ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক বাক্য                    খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য                 ✔ বিবৃতিমূলক বাক্য
১০. ‘সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’ – এটি কোন ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক বাক্য                ✔ অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য              ঘ. বিবৃতিমূলক বাক্য


৫ম অধ্যায়
বাগার্থ
১. বাগর্থে কোন বিষয়ের আলোচনা হয়?
i. ধ্বনির অর্থের
ii. শব্দের অর্থের
iii. বাক্যের অর্থের
নিচের কোনটি সঠিক?
ক. i                         খ. ii
গ. i ও ii                 ✔ ii ও iii
২. দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায়, কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন একে কী বলে?
✔ সমশব্দ                        খ. সমার্থশব্দ
গ. সমোচ্চারিত শব্দ          ঘ. রূপক
৩. সমশব্দের অপর নাম কী?
ক. বিকল্প শব্দ                      খ. সমার্থশব্দ
✔ সমোচ্চারিত শব্দ            ঘ. রূপক
৪. যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে, তাকে কী বলে?
ক. বিকল্প শব্দ                         ✔ সমার্থশব্দ
গ. সমোচ্চারিত শব্দ                 ঘ. রূপক
৫. সমার্থ শব্দের অপর নাম কী?
ক. বিকল্প শব্দ                    খ. সমশব্দ
গ. সমোচ্চারিত শব্দ           ✔ প্রতিশব্দ
৬. যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের কী শব্দ বলে?
ক. বিকল্প শব্দ                     ✔ বিপরীত শব্দ
গ. সমোচ্চারিত শব্দ            ঘ. প্রতিশব্দ
৭. শব্দ যখন অভিধান-অতিরিক্ত অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?
ক. বিকল্প শব্দ                  খ. সমার্থশব্দ
গ. সমোচ্চারিত শব্দ         ✔ রূপক
৮. একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কী বলে?
✔ দ্বিরুক্ত শব্দ                      খ. সমশব্দ
গ. সমোচ্চারিত শব্দ              ঘ. প্রতিশব্দ
৯. বিশেষ অর্থ বহন করে, এমন শব্দকে কী বলে?
ক. দ্বিরুক্ত শব্দ                     খ. সমশব্দ
✔ পারিভাষিক শব্দ               ঘ. প্রতিশব্দ
১০. ‘কুল’-এর সমশব্দ কী?
ক. কল                   খ. কাল
গ. বরই                 ✔. কূল
১১. ‘চোখ’-এর সমার্থশব্দ কোনটি নয়?
ক. আঁখি                 খ. নেত্র
গ. লোচন               ✔ লেচন
১২. ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক. ভালোয় ভালোয়               ✔ যেতে যেতে
গ. হাতে হাতে                        ঘ. হাঁকাহাঁকি
১৩. ‘আকাশ’-এর প্রতিশব্দ কোনটি?
ক. পৃথিবী              ✔ গগন
গ. বিশ্ব                   ঘ. ধরণী
১৪. কোনটি ‘পাহাড়’ শব্দের সমার্থশব্দ নয়?
ক. পর্বত                খ. শৈল
গ. গিরি                 ✔ ধরণী
১৫. ‘সুন্দর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. জিৎ                    ✔ কুৎসিত
গ. কদাকার               ঘ. কোনোটি নয়
১৬. ‘কাঁচা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. গুণ                  খ. পুণ্য
✔ পাকা                 ঘ. অপরিপক্ব


৬ষ্ঠ অধ্যায়
বানান
১. বানান বলতে কী বোঝায়?
ক. বর্ণন                       ✔ বর্ণনা করা
গ. বর্ণিল                       ঘ. বিশ্লেষণ
২. পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই?
✔ বানান লেখার নিয়ম                     খ. ধ্বনির নিয়ম
গ. শব্দ গঠনের নিয়ম                        ঘ. ব্যাকরণের নিয়ম
৩. কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের ওপর প্রকাশিত গ্রন্থের নাম কী?
✔ বাঙলা শব্দের বানানের নিয়ম
খ. বাঙ্গলা শব্দের বানানের নিয়ম
গ. বাঙ্গাল শব্দের বানানের নিয়ম
ঘ. বাঙ্গালা শব্দের বানানের নিয়ম
৪. ‘বাঙলা শব্দের বানানের নিয়ম’ কখন প্রকাশিত হয়?
ক. ১৯৩৫                    ✔ ১৯৩৬
গ. ১৯৩৭                     ঘ. ১৯৩৮
৫. বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠান বানানরীতি তৈরি করেছে?
i. বাংলাদেশ টেকস্ট বুক বোর্ড
ii. বাংলা একাডেমি
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
ক. i                            খ. ii
✔ i ও ii                  ঘ. i, ii ও iii
৬. বিদেশি শব্দের বানানে সব সময় কী হবে?
ক. ণ                            ✔ ই বা ই-কার
গ. ষ                              ঘ. ঈ বা ঈ-কার
৭. জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয়?
ক. দীর্ঘ ঈ-কার                       ✔ হ্রস্ব ই-কার
গ. হ্রস্ব উ-কার                        ঘ. কোনোটি নয়
৮. কোন বানানগুলো ঠিক?
✔ ডুলি, চরণ                   খ. মরন, শানকী
গ. গহিণ, বনেদী               ঘ. আর্টিষ্ট, অণুসরন


৭ম অধ্যায়
বিরামচিহ্ন
১. বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কী ব্যবহার করা হয়?
ক. দাঁড়ি                         খ. প্রশ্নচিহ্ন
গ. বিস্ময় চিহ্ন                 ঘ. বিরামচিহ্ন
২. দাঁড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়?
ক. এক সেকেন্ড                  খ. দুই সেকেন্ড
গ. তিন সেকেন্ড                  ঘ. চার সেকেন্ড
৩. হৃদয়াবেগ প্রকাশ পায় কিসের মধ্য দিয়ে?
i. ভয়
ii. ঘৃণা
iii. আনন্দ ও দুঃখ
নিচের কোনটি সঠিক?
ক. i                        খ. ii
গ. i ও ii                 ঘ. i, ii ও iii
৪. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?
ক. কোলন                    খ. সেমিকোলন
গ. দাঁড়ি                         ঘ. হাইফেন
৫. সম্বোধন পদের পরে কী বসে?
ক. কোলন                  খ. সেমিকোলন
গ. কমা                        ঘ. হাইফেন
৬. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কী বসে?
ক. কোলন                 খ. সেমিকোলন
গ. কমা                      ঘ. হাইফেন
৭. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন                 খ. সেমিকোলন
গ. কমা                       ঘ. বিন্দু
৮. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন                 খ. ড্যাশ
গ. কমা                      ঘ. বিন্দু
৯. সমাসমদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন                       খ. সেমিকোলন
গ. কমা                            ঘ. হাইফেন
১০. ত্রিপুরার অন্তর্গত ছিল কোন জেলা?
ক. চট্টগ্রাম                    খ. বরিশাল
গ. সিলেট                      ঘ. কুমিল্লা
১১. ‘অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়’-এটি কোন জাতীয় বাক্য?
ক. বিস্ময়বোধক                     খ. বিবৃতিমূলক
গ. অনুজ্ঞাবোধক                   ঘ. অনুরোধসূচক


৮ম অধ্যায়
অভিধান
১. শব্দের সংগ্রহজাতীয় গ্রন্থকে কী বলে?
✔ অভিধান                        খ. শব্দকোষ
গ. শব্দার্থকোষ                     ঘ. শব্দমালা
২. বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে?
ক. রাজা রামমোহন রায়               খ. উইলিয়াম কেরি
গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ                ✔ মানুএল দা আসসুস্পসাঁউ
৩. বাংলা-পোর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়?
ক. রাজা রামমোহন রায়                  খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✔ রামচন্দ্র বিদ্যাবাগীশ                    ঘ. উইলিয়াম কেরি
৪. বাংলা-পোর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতা কে?
ক. ১৭৪১                  খ. ১৭৪২
✔ ১৭৪৩                  ঘ. ১৭৪৪
৫. রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কী?
ক. সরল বাংলা অভিধান               ✔ বঙ্গভাষাভিধান
গ. ডিকশনারি                              ঘ. ব্যবহারিক বাংলা অভিধান
৬. ‘বঙ্গভাষাভিধান’ কখন প্রকাশিত হয়?
ক. ১৮১৬                  ✔ ১৮১৭
গ. ১৮১৮                    ঘ. ১৮১৯
৭. অভিধানে শব্দ সাজানোকে কী বলে?
✔ ভুক্তি                        খ. গ্রহণ
গ. অনুপ্রবেশ                ঘ. প্রবেশ
৮. অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম কোনটি ঠিক?
ক. অ আ অ উ                 খ. উ ঋ ছ অ
গ. জ দ ব আ                    ✔ ও ঔ ং ঃ
৯. যুক্তাক্ষরের বর্ণানুক্রম কোনটি ঠিক?
ক. গ্ধ ঙ্গ ঙ্ক ক্ষ                    ✔ ঞ্চ ট্ট ড্ড ড়গ ণ্ট
গ. ন্ট ন্ড ন্ঠ ন্ত ন্ত                  ঘ. ম্প স্ফ ষ্ণ ষ্ম ষ্ক
১০. অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ কোনটি ঠিক?
ক. আক্কেল, অনাথ                     খ. গচ্ছা, কুমোর
গ. তারিফ, ছোপ                       ✔ নিখিল, সচরাচর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url